কালার ইনসাইড

মারা গেছেন আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন রকস্টার টিনা টার্নার

প্রকাশ: ০৩:০৯ পিএম, ২৫ মে, ২০২৩


Thumbnail

আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন রকস্টার টিনা টার্নার মারা গেছেন। বুধবার সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ক্যানসার ও কিডনির সমস্যাসহ শারীরিক বেশ কিছু জটিলতায় ভুগছিলেন তিনি। 

টিনার জন্ম যুক্তরাষ্ট্রের টেনেসিতে। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়। এর আগে ১৯৯১ সালে সাবেক স্বামী ইকের সঙ্গে হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছিলেন টিনা।

দরাজ কণ্ঠ, মঞ্চে উদ্যমী পরিবেশনায় দর্শক-শ্রোতার মনে জায়গা করে নিয়েছিলেন রক অ্যান্ড রোলের রানি টিনা। 


রকস্টার   টিনা টার্নার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সড়ক দুর্ঘটনার কবলে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং টিম

প্রকাশ: ০৭:১৪ পিএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর বর্তমানে এর দ্বিতীয় পার্টের শুটিং চলছে। কিন্তু এর মধ্যেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সিনেমাটির শুটিং টিম। বুধবার (৩১ মে) তেলেঙ্গানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।

সুত্র হতে জানা গেছে, বাসে করে শুটিংয়ে যাচ্ছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার টিম। তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে তাদের বহনকারী বাসের।

এ দুর্ঘটনায় টিমের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। যদিও এখন পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ‘পুস্পা- এর নির্মাতা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম কিস্তি ব্যাপক সফলতা পায় বক্সঅফিসে। রীতিমতো ঝড় তুলেছিল সিনেমাপ্রেমীদের মনে। এটি মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনেই সিনেমাটি আয় করে ১০০ কোটি রুপি।

তবে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন- ‘পুষ্পা টু’ প্রথম কিস্তির মতোই ব্যাপক সাড়া ফেলবে বক্স অফিসে।

উল্লেখ্য , আবারও পর্দায় ‘পুষ্পা টু’সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। তবে সিনেমার প্রথমটির চেয়ে দ্বিতীয় কিস্তিতে আরও বেশি চমক থাকবে বলে আশ্বাস দিয়েছেন এর নির্মাতারা।

পুষ্পা টু  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তিন বন্ধুর কাছে দুঃখ প্রকাশ করে যা বললেন শরীফুল রাজ

প্রকাশ: ০৪:০৫ পিএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো  মুছে দেওয়া হয়। 

ঘটনার দুইদিন পর রাজ তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটস দেন যেখানে তিনি তার তিন বন্ধুর কাছে ক্ষমা চেয়ে লিখেন, মানুষ প্রতি মুহূর্তে একটু একটু করে পরিণত হয়। জন্মের পর নিজের পায়ে চলতে শিখতেও কয়েক বছর লেগে যায়। আর ঠিকঠাক কথা বলা শিখতে লেগে যায় আরও কিছু বছর। কিন্তু এই বলা আর চলার যাত্রা কখনও শেষ হয়না। তবে এই যাত্রায় আমরা কিছু মানুষের সাথে পরিচিত হই, যাদের সাথে সুখ, দুঃখ, কাজের আলাপ কিংবা কাজহীন দিনের আলাপ, সুস্থতা এবং পাগলামী সবকিছুই ভাগ করে নেয়া যায়। যাদের সাথে চলার বা কথা বলার বিশেষ কোনো শর্ত থাকে না। শর্ত থাকে কেবল একটাই- সেটার নাম বন্ধুত্ব। 

নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে- যাদের সাথে আপনারা আভিধানিক শব্দে কথা বলেন না, একসাথে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না। যাদের সাথে অনেক বেফাঁস কথা বলেন, কারণ বন্ধুত্ব তো এমনই। লিঙ্গ, বর্ণ, বয়সসহ সকল সীমারেখার উপরে মানুষের বন্ধুত্ব।কিন্তু সমস্যা হয়, যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মাঝখানে লৈঙ্গিক পরিচয়ের সীমারেখা টেনে, ব্যাপারটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। যখন কেউ বন্ধুদের মধ্যকার দ্বিধাহীন আড্ডার আলাপ টক অব দ্যা টাউনে পরিণত করে। আমিও তেমনই এক সমস্যায় পড়েছি।

আমি গত কয়েকদিন যাবৎ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত, আমার সিনেমার কিছু গল্পের স্ক্রিপ্ট রিডিং করার কথা, এইগুলা নিয়েই আমি ঠিকমতো সময় দিতে পারছিনা। যখনই সময় পাচ্ছি গল্পের ভিতরে ঢুকে যাচ্ছি, তারমধ্য হঠাৎ করে কে বা কারা এসব করে আমাকে হেনস্তার শিকার করছে যা ভাবতেই আমি হতবাক হয়ে গেলাম। আমাকে নিয়ে শেষ যতদিন থেকে নানাবিধ সত্য মিথ্যার মিশ্রণে ঘটনার চাউর করছে আমি তার শুরু থেকেই নীরব ছিলাম। কিন্তু নীরবতা মানেই দূর্বলতা না। 

আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারো কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাঁদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে। 

আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভাল বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোন লিঙ্গ নেই। আমার কারণে তাঁদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি- বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে। বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরো পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে। আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়।  জগতের সকল প্রাণী সুখী হোক। সবাইকে ভালোবাসা ও শুভকামনা।


রাজ   পরীমনি   ভিডিও   ভাইরাল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নতুন গান নিয়ে আসছেন অভিনেত্রী স্বাগতা

প্রকাশ: ০৩:৪৩ পিএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

টিভি, সিনেমা কিংবা বিজ্ঞাপনের পরিচিত মুখ জিনাত শানু স্বাগতা। অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গানেও পাওয়া যায় তাঁকে। নতুন গান নিয়ে আসছেন তিনি। ‘সে সামথিং’ শিরোনামে এ দ্বৈত গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ।

গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন এই সংগীত জুটি। সংগীত আয়োজন সন্ধির। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক। আগামী শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় এ গানটি প্রকাশ হবে।এ উপলক্ষে আয়োজিত সংগীতসন্ধ্যায় গাইবেন স্বাগতা, হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।

স্বাগতা বলেন, গত ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে শ্রোতার বেশ সাড়া পেয়েছিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।

গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হবে বলে জানা গেছে। স্বাগতা অভিনীত ‘বউ-শাশুড়ি’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে। পাশাপাশি একক নাটকেও তাঁকে দেখা যাচ্ছে। ওয়েব মাধ্যমেও ব্যস্ত সময় কাটছে তাঁর।

স্বাগতা   অভিনেত্রী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আমিরকে মারতে চেয়েছিলেন সানি

প্রকাশ: ০৩:৩১ পিএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

বলিউডের জনপ্রিয় দুই তারকা আমির খান ও সানি দেওল। দীর্ঘদিন ধরেই ঝামেলা রয়েছে এই দুজনের মধ্যে। মূলত শাহরুখের একটি সিনেমাকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয় আমির-সানির।

জানা গেছে, ১৯৯৩ সালে যশ নির্মিত ও শাহরুখ অভিনীত ‘ডর’ সিনেমা মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল বক্স অফিস। আর এই সিনেমাকে ঘিরেই অশান্তি শুরু হয় দুজনের।

‘ডর’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন শাহরুখ। কিন্তু এই চরিত্রের জন্য যশের প্রথম পছন্দ ছিল আমির খান। বলিউড বাদশাহর আগে আমিরকেই এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন যশ।

যশের প্রস্তাবে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন আমির। কিন্তু নির্মাতা অভিনেতাকে সিনেমার চিত্রনাট্য পড়ে শোনানোর সময় ঘটে বিপত্তি।

সিনেমার একটি দৃশ্যে সানিকে ছুরি দিয়ে দুবার আঘাতের সিন বোঝাচ্ছিলেন যশ। দৃশ্যটি শুনে হাসিতে ফেটে পড়েন আমির। যশকে উদ্দেশ্য করে তিনি বলেন, সানির মধ্যে কী এতো দম রয়েছে যে, দুবার ছুরি দিয়ে আঘাত করার পরেও আবার মারপিট করতে আসবে? যদিও যশকে মজার ছলেই একথা বলেছিলেন আমির।

পরে সানির সঙ্গে একই দৃশ্যের বর্ণনা করার সময় আমিরের মন্তব্যটি উল্লেখ করলে সেটা শুনে তির্যকভাবে হেসে নির্মাতাকে জবাবে অভিনেতা বলেন, আমার শরীরে এতটাই জোর রয়েছে যে— এর চেয়ে বেশি আহত হওয়ার পরেও আমি আমিরকে মারতে পারব।

এ দিকে সানির মন্তব্য আমিরের কানে পৌঁছাতে খুব বেশি দেরি হয়নি। আর এরপরই ‘ডর’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেতা। পরে এক সাক্ষাৎকারে আমির এই প্রসঙ্গে খোলসা করে বলেছিলেন, সেই সময় আমার ইমেজ বাঁচাতে চেয়েছিলাম। কারণ, সানি আমাকে এতবার মারুক তা চাইনি। যশ আমায় জানিয়েছিলেন সিনেমার অ্যাকশন দৃশ্যের মধ্যে কোনো ভেদাভেদ করা হয়নি। সানি যতবার আমার গায়ে হাত তুলবে, আমিও ততবার তুলব। তবুও কেন জানি না সিনেমাটি করতে আমার মন সায় দেয়নি। তাছাড়া নিজের স্ক্রিনের ইমেজ বাঁচানোর চেষ্টা করা কোনো ভুল কিছু নয়।

প্রসঙ্গত, পরবর্তীতে যশরাজ ফিল্ম প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও ক্যারিয়ার জীবনে সানির সঙ্গে জুটি বেঁধে কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি আমিরকে। বলিপাড়ার একাংশের দাবি ‘ডর’ সিনেমাকে ঘিরে তাদের সেই দ্বন্দ্বের আজও সমাধান হয়নি। আর এ কারণেই সানির সঙ্গেও কখনও কাজ করেননি আমির। যদিও এ প্রসঙ্গে কখনও মুখ খোলেননি এই দুই তারকা।

আমির খান   সানি দেওয়াল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ডিক্যাপ্রিওকে দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে সারার

প্রকাশ: ১২:৩৫ পিএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

‘দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠছে’ হলিউড নায়ক ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হওয়ার বিশেষ অভিজ্ঞতার কথা টাইমস অব ইন্ডিয়াকে এভাবেই বলেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তিনি বলেন, একমাত্র কান উৎসবের কারণেই সম্ভব হয়েছে তাকে সামনাসামনি দেখা এবং কথা বলা। তবে ডিক্যাপ্রিও তার অত্যন্ত পছন্দের হলেও আরেক হলিউড অভিনেতা রায়ান গসলিংয়ের সঙ্গে পর্দা ভাগাভাগিতেই বেশি আগ্রহ তার।

এবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ডিক্যাপ্রিওর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার প্রিমিয়ার হয়। যুক্তরাষ্ট্রের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেসি পরিচালিত ওই সিনেমায় ডিক্যাপ্রিওর সহঅভিনেতা ছিলেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, ট্যান্টু কার্ডিনাল, কারা জেড মায়ার্সসহ অনেকে। ওই শোয়ের পর দর্শকরা টানা ৯ মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান। ২০১৭ সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন স্কোরসেসি। 

ফ্রান্সে আয়োজিত কানের ৭৬তম আসর নিয়ে সারা বলেন, ‘‘কেবল রেড কার্পেটে হাঁটা নয়। ওই উৎসবে ভারতের সংস্কৃতি, সিনেমা ও শিল্প নিয়ে আমার নিজস্ব মতামত তুলে ধরার সুযোগ এসেছে, যা আমি উপভোগ করেছি।’’

আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সারা অভিনীত ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিটি। সারা কানে তার সিনেমার প্রচারও চালিয়েছেন। বলিউডের নির্মাতা জুটি শচীন-জিগরের পরিচালনায় এ সিনেমায় সারার নায়ক হিসেবে থাকছেন ভিকি কৌশল। 

 

 


সারা আলি খান   ডিক্যাপ্রিও  


মন্তব্য করুন


বিজ্ঞাপন