রাজ রিপা সাকিব আল হাসান বিজ্ঞাপন সুরেশ সরিষার তেল
মন্তব্য করুন
সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে ।
সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স । বুধবার সিনেমাটি বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে, 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে 'কসাই' সিনেমাটি ভারতে যাবে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় অভিনয়
করেছেন নিরব হোসেন, এলিনা শাম্মী , রাশেদ
মামুন অপু সহ আরও অনেকে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।এরই ধারাবাহিকতায় 'পাঠান' সিনেমার পর সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাটিও বাংলাদেশে আসছে।
ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউড সুপারস্টার সালমান খান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।
কিসি কা ভাই কিসি কি জান সালমান খান অনন্য মামুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভাল বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোন লিঙ্গ নেই। আমার কারণে তাঁদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি- বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে। বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরো পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে...