কালার ইনসাইড

এই বছরেই মুক্তি পাচ্ছে সালমানের 'টাইগার ৩'

প্রকাশ: ০৮:৩৩ এএম, ২৭ মে, ২০২৩


Thumbnail

দুবাইতে একটি পুরষ্কার অনুষ্ঠানের ফাঁকে মিডিয়ার সাথে আলাপচারিতায় সালমান বলেন, ‘গত রাতে আমি টাইগারের শুটিং করছিলাম এবং আমি টাইগার ৩ শেষ করেছি। এখন আপনারা দীপাবলিতে টাইগারকে দেখতে পাবেন, ইনশাআল্লাহ। এটি খুব ব্যস্ত শুটিং ছিল, যদিও এটি ভাল ছিল।’

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ ক্যাটরিনা কাইফের সাথে পুনরায় মিলিত হবেন সালমান। ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় দেখা যাবে তাকে। ফ্র্যাঞ্চাইজিটির সব সিনেমাতেই অভিনয় করেছেন ক্যাটরিনা। তৃতীয় সিনেমাটির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক ঘটতে যাচ্ছে ইমরান হাশমির।

এছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও । এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ২০১৫ সালে মুক্তি পায়, দ্বিতীয় ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। দু’টি ছবিই ব্লকবাস্টার তকমা পায়।


সালমান খান   ক্যাটরিনা কাইফ   টাইগার ৩  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস, পরীমণিকে দুষছেন সুনেরাহ

প্রকাশ: ০২:২৩ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো  মুছে দেওয়া হয়। 

এই ইস্যুতে সুনেরাহ বিনতে কামাল মুখ খুলেছেন। এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছেন, আমি রাজকে ১০ বছর ধরে চিনি। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা সবাই জানি যে, কাছের বন্ধুর সঙ্গে কীভাবে কথা বলতে হয়! সমস্যা হলো, সে একজন ছেলে এবং আমি একজন মেয়ে। বিয়ের পর তার সঙ্গে আমার যোগাযোগ হয় না বললেই চলে। ওই দিন ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হয় এবং কিছু ছবি তুলি। আমি জানি না, পুরোনো বন্ধুর সঙ্গে ছবি তোলা এমন কী অপরাধের বিষয়! তার স্ত্রী (পরী মণি) কোনো কারণ ছাড়াই এটা নিয়ে পাগলপ্রায়।

সুনেরাহ বিনতে কামাল জানিয়েছেন এসব ছবি ও ভিডিও পাঁচ বছর আগের। সুনেরাহর লিখেছেন, আপনারা যে ভিডিওগুলো দেখেছেন (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।

একটি স্থিরচিত্রে দেখা গেছে, মোবাইলে নিজের শরীরের কিছু একটা দেখাচ্ছেন সুনেরাহ। সেই ছবি তোলার ব্যাখ্যায় তিনি লিখেছেন, তখন তাকে (শরিফুল রাজ) একটি ছবি পাঠিয়েছিলাম আমি, এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি (যেখানে লিয়াকত আমাকে মারে। ‘ন ডরাই’ সিনেমাটি দেখেছেন যারা, তারা জানবেন বিষয়টি)। মার খাওয়ার পর কালশিটে পড়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। শুটিংয়ে যেতে পারব না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম।

নাম প্রকাশ না করলেও সুনেরহা মনে করেন, ছবি ও ভিডিওগুলো প্রকাশ করেছেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। তিনি তার লেখনিতে ইঙ্গিতপূর্ণভাবে তেমনটাই বুঝিয়েছেন।

সুনেরাহ লিখেছেন, দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত ওর (শরিফুল রাজ) আইডি হ্যাক হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।

উল্লেখ্য, ২৩ মে সুনেহরা সামাজিক মাধ্যমে একটি সেলফি শেয়ার করেন। সেই সেলফিতে শরিফুল রাজ ছাড়াও ছিলেন সিয়াম আহমেদ, মাশরুর ইনান ও রিপন নাথ। ক্যাপশনে সুনেহরা লিখেছিলেন, ‘আরেহ’। সেই ছবিতে পরী মণিও মন্তব্য করেছেন, দিয়েছেন লাইক রিঅ্যাক্ট। এক ডাবিং স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি। সুনেহরার দেয়া স্ট্যাটাস অনুযায়ী এই ছবির জন্যই ঘটেছে লঙ্কাকাণ্ড!

পরীমণি   রাজ   ভিডিও ফাঁস  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তানজিন তিশা-সুনেরাহর সঙ্গে একান্ত মুহূর্তের ভিডিও ফাঁস করলেন শরিফুল রাজ

প্রকাশ: ১২:০৯ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

মধ্যরাতে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের মদ্যপের ভিডিও নিজের ফেসবুকে ফাঁস করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাদের একান্ত সময় কাটানোর বেশ কয়েকটি ভিডিও ও ছবি প্রকাশ করেন রাজ।

ভিডিওতে রাজ নিজে সামনে না আসলেও ক্যামেরার পেছন থেকে ভিডিও ধারণ করেছেন, যা কথা বলতে শোনা যায়। যদিও একটি ভিডিওতে দেখা দিয়েছিলেন রাজ। ক্যামেরার সামনে তানজিন তিশা ও সুনেরাহকে মদ্যপ অবস্থায় পাগলামি করতে দেখা যায়। এসময় সুনেরাহকে অশ্লীল শব্দ বলতেও শোনা যায়।

সুনেরাহর সঙ্গে ভিডিও কলের কথোপকথনের ছবি পোস্ট করে রাজ ক্যাপশনে লিখেন, আই লাভ ইউ ক্রাজি গার্ল। এই দিনগুলো। সঙ্গে লাভ ইমোজি। তানজিন তিশার ভিডিওতে লেখেন, ওহ মিস ইউর পি। ভিডিওতে তিশাকে পাগলামি করতে দেখা যায়।

ছবি ও ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরই তা সরিয়ে নেওয়া হয়। এ ব্যাপারে জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি।



মন্তব্য করুন


কালার ইনসাইড

এক আইটেম গানে নাচতেই উর্বশী নেবেন প্রায় ৪ কোটি!

প্রকাশ: ১০:৪৭ এএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। বেশ কিছু আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ফের দক্ষিণী সিনেমার আইটেম গানে দেখা যাবে উর্বশীকে। আর এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন এই অভিনেত্রী।

নাম ঠিক না হওয়া এই সিনেমাতে অভিনয় করবেন রাম পুথিনেনি। সিনেমাটির একটি আইটেম গানে পারফর্মের জন্য উর্বশী রাউতেলাকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু পারিশ্রমিক হিসেবে ৩ কোটি রুপি (৩ কোটি ৮৯ লাখ টাকা) দাবি করেন এই অভিনেত্রী। উর্বশীর জনপ্রিয়তা মাথায় রেখে তার দাবি পূরণে সম্মতি দিয়েছেন নির্মাতারা।

বছরজুড়েই আলোচনায় থাকেন ফ্যাশন সচেতন উর্বশী । কয়েক দিন আগে কান চলচ্চিত্র উৎসবে ২৫৮ কোটি টাকা মূল্যের কুমির নেকলেস পরে আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী। গত বছর আরব ফ্যাশন উইকে শোস্টপার হিসেবেও যোগ দিয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানে সোনালি রঙের গাউন পরে র‌্যাম্পে হাঁটেন তিনি।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

 

 


উর্বশী   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

২০০ কোটিতে বিক্রি হল ‘আদিপুরুষ’এর স্বত্ব

প্রকাশ: ০৮:৩২ এএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

মুক্তির আগেই ‘আদিপুরুষ’ এর তেলুগু ভার্সনের সত্ত্ব ১৭০ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। তবে তেলুগু ভার্সন বিক্রি হলেও এখনো ‘আদিপুরুষ’ ছবির হিন্দি আর বাকি ভাষার থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে কোনো তথ্য আসেনি।

 

বাহুবলী’খ্যাত দক্ষিণি অভিনেতা প্রভাস ও বলিউড নায়িকা কৃতি শ্যানন জুটির প্রথম ছবি ‘আদিপুরুষ’ ঘিরে দর্শকের উত্তেজনার ক্রমেই বাড়ছে। ২৯ মে মুক্তি পেল এই ছবির দ্বিতীয় গান ‘রাম সিয়া রাম’। মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে গানটি। এর মাঝেই নতুন একটি সুখবর হল, অন্ধ্রপ্রদেশের একটি পপুলার প্রযোজনা সংস্থার কাছে ওই স্বত্ত্ব বিক্রি করা হয়েছে। তামিল, তেলুগু, মালালায়াম, কন্নড় ও হিন্দি মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে প্রভাস-কৃতি জুটির আদিপুরুষ।

প্রভাসের আদিপুরুষ মুক্তির আগেই যে বড়সড় আয়ের মুখ দেখবে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। অন্য ভাষাগুলোর সত্ত্ব বিক্রির অর্থ যুক্ত হলে অঙ্কটা আরও বড় হবে। ছাড়া ছবিটির ডিজিটাল, মিউজিক্যাল ওটিটি সত্ত্বও যুক্ত হবে।, আগামী ১৬ জুন রূপালি পর্দায় রাম-সীতার বেশে দর্শকের দরবারে হাজির হবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস গ্ল্যাম ডিভা কৃতি শ্যানন।


আদিপুরুষ   বলিউড   প্রভাস  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার মিথিলার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সৃজিত

প্রকাশ: ০৫:০১ পিএম, ২৯ মে, ২০২৩


Thumbnail

হঠাৎ করেই তীব্র গুঞ্জনে ভারী হয়ে উঠেছে বিনোদন জগৎ। বিচ্ছেদ হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। ওপার বাংলার প্রভাবশালী গণমাধ্যম দৈনিক আনন্দবাজারে এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে দুজনের নতুন সংসার? তবে এই চাঞ্চল্যকর গুজবে পানি ঢেলে দিয়েছেন খোদ মিথিলা।

শুটিংয়ে ব্যস্ত থাকা মিথিলা সদ্য প্রকাশিত এই সংবাদে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ মুলত গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এদিকে গুঞ্জনের বিষয়ে এবার মুখ খুললেন পরিচালক সৃজিত মুখার্জি। জানালেন, এসব ভিত্তিহীন সংবাদ।

সৃজিত মুখার্জি আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’-এর শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন পরিচালক। জানালেন, মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তার কোনওরকম ভিত্তি নেই। রোববার বিকালে মধ্যপ্রদেশ থেকে ছবি দিয়ে পরিচালক হ্যাশট্যাগে “নিজের শর্তে” কথাটি ব্যবহার করেছেন।ক্যাপশনে লিখেছেন, “টাইম ট্রাভেল শুরু।

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জি। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।


সৃজিত   মিথিলা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন