কালার ইনসাইড

কান চলচ্চিত্র উৎসবে চোখ ধাঁধানো লুকে ভাবনা

প্রকাশ: ১২:০৬ পিএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

‘কান চলচ্চিত্র উৎসব’ বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। এই উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠেছে।

১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত। এ উপলক্ষ্যে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকায় ভরে ওঠে কান শহর। প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ভাবনা বুধবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ। কারুকাজ করা নীল রঙের শাড়িতে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে।


কান চলচ্চিত্র   ভাবনা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

'কল্কি ২৮৯৮ এডি’র নতুন পোস্টারে সকলের নজর কাড়লেন দীপিকা

প্রকাশ: ০৮:২০ পিএম, ১০ জুন, ২০২৪


Thumbnail

আজকের ট্রেলার মুক্তির আগে, সাই-ফাই ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা ‘কল্কি ২৮৯৮ এডি’-এর দীপিকা পাড়ুকোনের প্রথম লুক পোস্টার প্রকাশিত হয়েছে। ‘কল্কি ২৮৯৮ এডি’-এর অফিসিয়াল হ্যান্ডেল থেকে গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করা হয়, যেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘তার সাথেই শুরু হবে আশা’। এই ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দিশা পাটানি। এই মহাকাব্যিক সাইন্স ফিকশন ও অ্যাকশন ড্রামার ট্রেলার ১০ই জুন অর্থাৎ আজই কিছুক্ষণ পরেই মুক্তি পেতে চলেছে।     

নাগ অশ্বিন পরিচালিত এবং হিন্দু শাস্ত্র দ্বারা অনুপ্রাণিত এই ছবিটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক বিশ্বে, ২৮৯৮ খ্রিস্টাব্দে সেট করা হয়েছে। এটি পরিকল্পিত কল্কি সিনেমাটিক ইউনিভার্সের প্রথম চলচ্চিত্র।   

৬০০ কোটি টাকা বাজেটে নির্মিত, কল্কি হলো সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র। এর সঙ্গীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন, সিনেমাটোগ্রাফি করেছেন জোর্দজে স্টোজিলজকোভিচপ্রোডাকশন ডিজাইন করেছেন নিতিন জিহানি চৌধুরি এবং সম্পাদনা করেছেন কোতাগিরি ভেঙ্কটেশ্বর রাও।

সিনেমাটি প্রথমে ২০২৪ সালের ৯ই মে মুক্তির জন্য নির্ধারিত ছিল, কিন্তু ২০২৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনের কারণে মুক্তি স্থগিত করা হয়। এখন এটি ২০২৪ সালের ২৭ই জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  

 


কল্কি ২৮৯৮ এডি   প্রভাস   দীপিকা   অমিতাভ বচ্চন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

'মির্জাপুর সিজন ৩' কবে আসছে ওটিটিতে?

প্রকাশ: ০৬:১১ পিএম, ১০ জুন, ২০২৪


Thumbnail

ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় সিরিজ মির্জাপুর। সিরিজটির সিজন ৩ নিয়ে দীর্ঘদিন ধরেই অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। এরইমধ্যে, টিজার ও ট্রেলার মুক্তি পেলেও এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি সিজন ৩ এর মুক্তির তারিখ। মাসের পর মাস ধরে দর্শকদের অপেক্ষায় রেখেছেন নির্মাতারা।  

সম্প্রতি, প্রধান চরিত্রগুলোকে প্রাধান্য দিয়ে একের পর এক টিজার প্রকাশ হওয়ায় সিরিজটি নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে।

তবে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও তার আসন্ন শো গুলোর প্রচারের জন্য নতুন ধারণা নিয়ে এসেছে। মির্জাপুরের তৃতীয় সিজনের জন্য, প্রাইম ভিডিও একটি বিশেষ পদ্ধতিতে শো টির মুক্তির তারিখ ঘোষণা করেছে। প্রাইম ভিডিও তাদের ইনস্টাগ্রাম পেজে মির্জাপুর নিয়ে একটি পোস্ট শেয়ার করেছে। এতে সিরিজের প্রিয় চরিত্রগুলির একটি চমকপ্রদ কার্টুন চিত্র রয়েছে। এর সাথে একটি নোট ছিল যেখানে লেখা ছিল, 'মির্জাপুর সি-৩ এর মুক্তির তারিখ এখানেই লুকানো আছে। পারলে খুঁজে দেখো!'

 কিছুক্ষণের মধ্যেই, সিরিজটির ভক্তরা তাদের অনুমান দিয়ে কমেন্ট বিভাগ পূর্ণ করে ফেলেন। অনেকেই বলছেন, মুক্তির তারিখ ২১ জুন, কেউ আবার মনে করছেন এটি ৭ জুলাই হতে পারে। মুক্তির তারিখ ২১ জুনের পক্ষে তাদের যুক্তি, আগামী ২১ জুন পূর্ণিমা এবং ছবিটিতে পিস্তল, গুলি ও কার্পেট রয়েছে ৭টি করে এবং মানুষও ৭ জন। সে হিসেবে ধারণা করা হচ্ছে মির্জাপুর সিজন ৩ এর মুক্তির তারিখ আগামী ২১ জুন। আবার ৭ কে ৩ দিয়ে গুণ দিলেও ২১ হয়। 

 অন্যদিকে, সিরিজটি মুক্তির তারিখ ৭ জুলাই হওয়ার পেছনে অপরজনের যুক্তি, ছবিটিতে যেহেতু পিস্তল, গুলি এবং কার্পেট ৭টি করে রয়েছে, সেহেতে এটা জুলাইয়ের ৭ তারিখে মুক্তি পেতে পারে।

 গত ১৯ মার্চ মির্জাপুর সিজন-৩ এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রাইম ভিডিও। যেখানে সিরিজটির কলাকুশলীরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্যতম আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠি, রাসিকা দুগল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌর।

 মির্জাপুরের প্রথম সিজনটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৬ নভেম্বর, আর দ্বিতীয় সিজনটি মুক্তি পেয়েছিল ২০২০ এর অক্টোবরে। গতবছর ডিসেম্বর মাসে এর তৃতীয় সিজনের শুটিং শেষ হয়। 


মির্জাপুর   মির্জাপুর সিজন ৩   ওটিটি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী মালবিকা দাসের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৫:০৭ পিএম, ১০ জুন, ২০২৪


Thumbnail

বলিউড অভিনেত্রী মালবিকা দাসের মরদেহ মুম্বাইয়ের তার নিজ ফ্ল্যাটে পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, গত রবিবার সন্ধ্যায় তাঁর বান্দ্রার অ্যাপার্টমেন্টে মরদেহটি উদ্ধার করা হয়। মালবিকা দাসের পরিবারের সাথে যোগাযোগ করতে না পেরে তার গৃহ পরিচারিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং পরে পুলিশ দরজা ভেঙে তার ফ্ল্যাটে প্রবেশ করে তার মরদেহটি উদ্ধার করে।   

মালবিকা দাসের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়, তবে পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম কিছু নমুনা সংগ্রহ করেছে। অভিনেত্রী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে।   

মালবিকা দাস বলিউডের বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন, তবে মালবিকা মূলত সকলের নজর কাড়েন নেটফ্লিক্সের ‘দ্য ট্রায়াল’ সিরিজের মাধ্যমে।  তাঁর আকস্মিক মৃত্যুতে বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেক সহকর্মী এবং ভক্ত সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, তাঁরা ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করছে এবং মালবিকা দাসের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। 


মালবিকা দাস   বলিউড   দ্য ট্রায়াল   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ব্যাড বয়েজ রাইড অর ডাই ( রিভিউ )

প্রকাশ: ০২:৪০ পিএম, ১০ জুন, ২০২৪


Thumbnail

শিরোনাম: ব্যাড বয়েজ রাইড অর ডাই 

পরিচালক: আদিল এল আরবি, বিলাল ফালাহ

অভিনয়: উইল স্মিথ, মার্টিন লরেন্স, ভেনেসা হাডজেনস, আলেকজান্ডার লুডউইগ, চার্লস মেলটন

ধরন: অ্যাকশন, কমেডি

সময়কাল: ১২৪ মিনিট

মুক্তির তারিখ: ৭ জুন, ২০২৪

______________

মাইক লোরি এবং মার্কাস বার্নেট, অর্থাৎ উইল স্মিথ এবং মার্টিন লরেন্সের জনপ্রিয় জুটি আবারও ফিরেছে "ব্যাড বয়েজ রাইড অর ডাই" ছবিতে। এই ছবি তাদের ভক্তদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে এসেছে। 

কাহিনীর সারসংক্ষেপ:

ছবিটির শুরুতে দেখা যায়, মাইক লোরি (উইল স্মিথ) এবং মার্কাস বার্নেট (মার্টিন লরেন্স) তাদের মধ্য বয়সের বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। মার্কাস অবসর নিতে প্রস্তুত, কিন্তু মাইক এখনও তার পুলিশি জীবনকে ছাড়তে চান না। এদিকে, নতুন একটি বিপজ্জনক কার্টেল আবির্ভূত হয়, যার নেতা এল ডিয়াবলো (জাভিয়ার বারডেম)। এই যুগলকে আবারও একসাথে কাজ করতে হয় শহরকে রক্ষা করার জন্য। ছবির গল্প ঘনিয়ে ওঠে যখন মাইক এবং মার্কাস আবারও মিলিত হয়ে বিপজ্জনক মিশনে নামেন।

অভিনয়:

উইল স্মিথ এবং মার্টিন লরেন্স তাদের স্বাভাবিক ক্যারিশমা ও হাস্যরস নিয়ে এসেছেন, যা ছবির মূল আকর্ষণ। তাদের কেমিস্ট্রি এখনও ততটাই শক্তিশালী যেমনটি আমরা প্রথম ছবিতে দেখেছিলাম। ভেনেসা হাডজেনস, আলেকজান্ডার লুডউইগ এবং চার্লস মেলটন নতুন প্রজন্মের পুলিশ অফিসার হিসেবে ভাল কাজ করেছেন। বিশেষ করে হাডজেনসের অভিনয় বেশ আকর্ষণীয় হয়েছে। 

পরিচালনা ও সিনেমাটোগ্রাফি:

আদিল এল আরবি এবং বিলাল ফালাহ ছবিটিকে একটি  স্টাইলিশ ও সাথে সাথে ক্লাসিক ভাব এনে দিয়েছেন।  অ্যাকশন সিকোয়েন্সগুলি চমৎকারভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যা দর্শকদের শ্বাসরুদ্ধ করে রাখবে। এছাড়াও মিয়ামির রাস্তায় তীব্র গতিতে গাড়ি চালানোর সিনগুলো ও তীব্র গুলির লড়াইগুলো বেশ দর্শনীয়। ছবির ভিজ্যুয়াল এফেক্টস এবং সিনেমাটোগ্রাফি প্রশংসার দাবি রাখে। 

স্ক্রিপ্ট:

ক্রিস ব্রেমনারের লেখা স্ক্রিপ্টটি হাস্যরস ও অ্যাকশনের মিশ্রণ নিয়ে তৈরি। মাইক এবং মার্কাসের মধ্যে মজার সংলাপগুলি দর্শকদের মনোরঞ্জন করেছে। গল্পের মধ্যে গভীরতা আছে, যা তাদের ব্যক্তিগত জীবনকেও স্পর্শ করে। যদিও কিছু সংলাপ একটু অতি নাটকীয় মনে হতে পারে, তবে সামগ্রিকভাবে এটি কার্যকর হয়েছে।

বিষয়বস্তু:

'ব্যাড বয়েজ রাইড অর ডাই' বিশ্বস্ততা, পরিবার এবং সময়ের সাথে সঙ্গতিপূর্ণ থাকার উপর গুরুত্ব দেয়। ছবিটি দেখায় কিভাবে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হয় এবং প্রজন্মজুড়ে সহযোগিতার প্রয়োজনীয়তা। মাইক এবং মার্কাসের বন্ধুত্ব এবং তাদের পরস্পরের প্রতি বিশ্বাস ছবির মূল চালিকা শক্তি। 

চূড়ান্ত রায়:

এই ছবি ফ্র্যাঞ্চাইজির জন্য একটি যোগ্য সংযোজন। এটি উত্তেজনাপূর্ণ অ্যাকশন এবং বন্ধুত্বের চিত্র ফুটিয়ে তুলেছে। মাঝে মাঝে বর্ণনামূলক অসঙ্গতি থাকলেও, 'ব্যাড বয়েজ রাইড অর ডাই' যে এন্টারটেইনিং একটা মুভি ছিলো এটা নিশ্চিন্তেই বলা যায়। উইল স্মিথ এবং মার্টিন লরেন্সের অভিনয় ছবিটিকে প্রাণবন্ত করেছে, যা দর্শকদের মনে করিয়ে দেয় কেন তারা প্রথমে তাদের চরিত্রগুলিকে ভালোবেসেছিলেন।

'ব্যাড বয়েজ রাইড অর ডাই' মুভিটি অনেকাংশেই ভক্তদের প্রত্যাশা পূরণ করেছে,পাশাপাশি  নতুন দর্শকদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠেছে। এটি অ্যাকশন ও কমেডির চমৎকার সংমিশ্রণ, যা একটি সফল সিক্যুয়েল হওয়ার যোগ্যতা রাখে। 


ব্যাড বয়েস রাইড অর ডাই   ব্যাড বয়েস   উইল স্মিথ   মার্টিন লরেন্স  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী! পাত্র কে?

প্রকাশ: ০২:৩৩ পিএম, ১০ জুন, ২০২৪


Thumbnail

গেল কয়েক বছরে বলিউডের বেশ কয়েকজন তারকা বিয়ে করে সংসারী হয়েছেন। এদের মধ্যে রয়েছেন পরিণীতি-রাঘব, সিদ্ধার্থ-কিয়ারা, অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, ক্যাটরিনা-ভিকিসহ আরও অনেকে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। চলতি মাসের ২৩ তারিখেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় ধরেই শোনা যাচ্ছে, সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও নিজেদের প্রেমের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক জাহিরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। এই জুটির বিয়ের অনুষ্ঠান হবেসোবো হটস্পটে তবে বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত স্তরেই রাখা হবে বলে জানা গেছে।

প্রেমের বিষয়টি নিয়ে কখনও কথা না বললেও খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী-জাহির। বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাত ধরে সিনেমা দেখতেও গেছেন আবার কখনও ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী-জাহিরকে।



বিয়ে   সোনাক্ষী  


মন্তব্য করুন


বিজ্ঞাপন