কালার ইনসাইড

মিষ্টি জান্নাতকে চুমু খেতে চেয়েছেন জয়

প্রকাশ: ০৩:৪০ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

দেশের বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানা সময় অতিথিদের আপত্তিকর প্রশ্নের মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। এবার শাকিব-মিষ্টির বিয়ের গুঞ্জনে যোগ দিয়েছেন জয়।

মিষ্টি জান্নাতকে নিয়ে জয় বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।এরপরই তার বিরুদ্ধে মুখ খুলেন মিষ্টি। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন।

অভিনেত্রী মিষ্টি বলেন, ‘‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন, ‘ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না।এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’’

এরপর জয় তাকে নিয়মিত কু-প্রস্তাব দিয়েছেন জানিয়ে মিষ্টি জান্নাত আরও বলেন, ‘সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না। সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।


মিষ্টি   জান্নাত   চুমুজয়  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

প্রকাশ: ০১:৫৯ পিএম, ৩১ মে, ২০২৪


Thumbnail

পটাকাগানের মাধ্যমে ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় সুরকার সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির সঙ্গে নিজের ৫ম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) ইন্সট্রাগ্রামে এক পোস্টে ফুয়াদ বলেন, ‘ফারিয়া বলেন আমি তার শৈশব সঙ্গীতের নায়কদের একজন। এবং সে নিজেকে চিমটি কেটেছিল কিন্তু আমাদের পারস্পরিক অনুভূতি একই। সে ভিন্ন ধাঁচের গান গেয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। এই ফ্যানগার্লিং চলতে থাকুক।

সংগীত পরিচালক জানান, গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় বাঁধন। তবে গানের শিরোনাম, কিংবা কে লিখেছেন, গানটি কবে প্রকাশ পাচ্ছে এসব তথ্য পুরোপুরি গোপন রেখেছেন।

দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছে ফুয়াদ আল মুক্তাদি। আর সেখান থেকে ভক্তদের উপহার দিয়ে আসছেন নতুন নতুন সব গান।

অন্যদিনে নুসরাত ফারিয়ার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গানবুঝি না তো তাই এছাড়াও ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাফুটবল ৭১এটি পরিচালনা করবের নির্মাতা অনম বিশ্বাস। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আরিফিন শুভকে।


নুসরাত ফারিয়া  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ওয়েব ফিল্ম গিরগিটিতে রিচি সোলায়মান

প্রকাশ: ১২:৫৯ পিএম, ৩১ মে, ২০২৪


Thumbnail

দেশের নাট্যাঙ্গনের নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান। দর্শকপ্রিয় বহু নাটকে অভিনয় করেছেন তিনি। স্বামী-সন্তান নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন সেখানেই তার এখন স্থায়ী বসবাস।

রিচি তার পরিবার নিয়েই বেশি ব্যস্ত ছিলেন বিগত বছরগুলোয়। মাঝেমধ্যে তাকে দু-একটি নাটকে অভিনয় করতে দেখা গেছে। এবার অভিনেত্রী ভক্তদের দিলেন বড় এক সুখবর।

প্রথমবারের মতো এই অভিনেত্রী অভিনয় করেছেন ওয়েব ফিল্মে। শিরোনামগিরগিটি এটি পরিচালনা করেছেন বিজয় জানা। এরই মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে।

প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন, ‘পুরো কাজটার শুটিং হয়েছে কলকাতায়। আমি ছাড়া বাকি সবাই এখনো সেখানে রয়েছে। ভীষণ যত্ন নিয়ে কাজটি হয়েছে। দেশে মেয়েদের প্রাধান্য দিয়ে গল্প খুব কমই হয়, যা নিয়ে আমাদের শিল্পীদেরও ভীষণ মন খারাপ থাকে। যাই হোক, আমাদের নতুন ওয়েব ফিল্ম গিরগিটি একটি নারীপ্রধান গল্পে নির্মিত। আমার বিশ্বাস কাজটি দর্শকের মন ভরিয়ে দেবে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায়গিরগিটিওয়েব ফিল্মটি শিগগির বিশেষ কোনো দিবসে আরটিভি প্লাসে প্রচার হবে।


ওয়েব ফিল্ম   গিরগিটি   রিচি সোলায়মান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হৃতিকের কাছে ক্ষমা চাইলেন মধুরিমা

প্রকাশ: ১২:১২ পিএম, ৩১ মে, ২০২৪


Thumbnail

চন্দ্রকান্ত খ্যাত অভিনেত্রী মধুরিমা তুলির একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। পোস্টে বছর দুয়েক আগে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য বলিউডের গ্রিক গড হৃতিক রোশনের কাছে ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী।

প্রিয় তারকাকে প্রথমবার দেখে একেবারে যেন জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল। হাত-পা একেবারে ঠান্ডা হয়ে এসেছিল মধুরিমার। ভেবেছিলেন হৃত্বিক হয়তো তার সঙ্গে খুব কড়া ব্যবহার করবেন। কিন্তু, বাস্তবে সেটা মোটেই হয়নি। হৃতিকের প্রতি ওই মনোভাবের জন্য পরে অনুশোচনা হয় মধুরিমার। দুই বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় হৃতিকের কাছে ক্ষমা চাইলেন। যা নিয়ে নেটিজেনদের কাছে হাসির খোরাক হন মধুরিমা।

ক্ষমা চেয়ে পোস্টে মধুরিমা লিখেছেন, হৃতিক আপনার কাছে আমার একটি স্বীকারোক্তি আছে। আমি দুই বছর আগে আপনার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। সেই সময় হাত পা একেবারে বরফের মতো জমে গিয়েছিল। ওই দিনের পর থেকে আমার খুব অনুশোচনা হচ্ছে। আপনি হয়তো ভুলে গিয়েছেন। কিন্তু, এটা ঠিক যে সেদিন আমি সত্যিই বরফের মতো জমে গিয়েছিলাম। আমি আপনার ভক্ত হয়ে গিয়েছি। আমার মনে হলো সোশ্যাল মিডিয়াই পারফেক্ট প্ল্যাটফর্ম যেখানে আমি নিজের কথাগুলো বলতে পারি। আশা করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনার অনুগামী, মধুরিমা তুলি।


হৃতিক   মধুরিমা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অনন্ত আম্বানির বিয়ের মঞ্চ মাতাবে শাকিরা, ডুয়া লিপা, এ আর রহমান

প্রকাশ: ০৮:৩৫ এএম, ৩১ মে, ২০২৪


Thumbnail

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ছোট ছেলে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক্‌-বিয়ের আয়োজনে বিশ্বের বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ধনকুবের, হলিউড-বলিউড তারকাদের এনে তাক লাগিয়ে দেন তিনি। এবার দ্বিতীয় প্রাক্‌-বিয়ে অনুষ্ঠানের আসর বসতে যাচ্ছে ইতালিতে। সেখানেও থাকবে জমজমাট আয়োজন।

আয়োজনে মঞ্চ মাতাতে দেখা যাবে কলম্বিয়ার গায়িকা শাকিরাকে। ছাড়া ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা অস্কার জয়ী সংগীত পরিচালক আর রহমানেরও পারফর্ম করার কথা রয়েছে।

এর আগে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক্‌-বিয়ের আয়োজনে গান গাইতে আসেন মার্কিন পপ গায়িকা রিয়ানা একন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৯ মে থেকে জুন পর্যন্ত চলবে অনুষ্ঠান।

ব্যয়বহুল এই বিয়ের অনুষ্ঠান হবে বিলাসবহুল ক্রুজে। ক্রুজটি ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত; সমুদ্রপথে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দেবে। হলিউড বলিউডের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঙ্গনের তারকারা এখনে উপস্থিত হবেন বলেও গণমাধ্যমের প্রকাশ করা হয়।


অনন্ত আম্বানি   বিয়ে   শাকিরা   ডুয়া লিপা   এ আর রহমান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গৃহশিক্ষিকা আনা’কে দেখতে চান চিত্রনায়িকা মৌসুমী

প্রকাশ: ১১:১৭ এএম, ৩০ মে, ২০২৪


Thumbnail

এক সময়ে দেশীয় সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী। গত বছর অক্টোবর থেকে আমেরিকায় রয়েছেন তিনি। সেখানে মা মেয়ের সঙ্গে দারুণ সময় কাটছে তার। এদিকে দীর্ঘদিন স্ত্রী কাছে না থাকায় তাকে মিস করছেন স্বামী চিত্রনায়ক ওমর সানী।

তবে দূরে থেকে দেশ দেশের মানুষকে মিস করছেনকেয়ামত থেকে কেয়ামতখ্যাত নায়িকা। এদিকে মৌসুমী একজন বিশেষ মানুষকে খুঁজছেন। সেই মানুষটি হলেন তার গৃহশিক্ষিকাআনা মৌসুমী যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়তেন, সেই সময় আনা মৌসুমীকে পড়াতে তার বাসায় আসতেন। আনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। কিন্তু পরবর্তী সময়ে আনার সঙ্গে মৌসুমীর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জীবনের পর্যায়ে এসে সেই শিক্ষিকার দেখা চান মৌসুমী। ব্যাপারে তিনি বলেন, ‘পড়াশোনায় আমি খুব ফাঁকিবাজ ছিলাম। কিন্তু আনা ম্যাডাম আমাকে খুব যত্ন করে পড়াতেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, আদর করতেন। তার সেই স্নেহ মায়া আজও ভীষণ মিস করি। খুব কাছে থেকে তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। মনে হয় তার দেখা পেলে আমি হারিয়ে যাওয়া ছোটবেলাটা ফিরে পাব। মাঝেমধ্যে মনে হয় তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবে। দেখা হলে হয়তো জড়িয়ে ধরে আমি খুব করে কেঁদেও ফেলতে পারি। জানি না জীবনে আর কোনোদিন আনা ম্যাডামের সঙ্গে দেখা হবে কি না। তবে আমি দোয়া করি আনা ম্যাডাম যেখানেই থাকুন, ভালো থাকুন।


গৃহশিক্ষিকা   চিত্রনায়িকা মৌসুমী  


মন্তব্য করুন


বিজ্ঞাপন