কালার ইনসাইড

আলী যাকেরকে হারানোর এক বছর

প্রকাশ: ০২:৪৬ পিএম, ২৭ নভেম্বর, ২০২১


Thumbnail আলী যাকেরকে হারানোর এক বছর

জনপ্রিয় অভিনেত্রী, কলামিস্ট ও ব্যবসায়ী আলী যাকের। টেলিভিশন ও মঞ্চ নাটকে তার জনপ্রিয়তা ছিলো সেরা। তার বড় চাচা চরিত্রটি দর্শকদের মনে দাগ কেটেছে চমৎকারভাবে। আজ সেই গুণী মানুষের চলে যাওয়ার দিন। ২০২০ সালে ২৭ নভেম্বর ক্যান্সারের সাথে লড়াইয়ে ব্যর্থ হয়ে মারা যান আলী যাকের।

আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। চার ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন তিনি। তার বাবা মোহাম্মদ তাহের ছিলেন চট্টগ্রাম সদর স্ট্রিটের মহকুমা প্রশাসক, মা রিজিয়া ছিলেন গৃহিণী। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় শৈশব কাটিয়েছে তিনি। আলী যাকের সেন্ট গ্রেগরি স্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিক এবং ১৯৬২ সালে নটর ডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক করেন আলী জাকের। এসময় ছাত্র ইউনিয়নে যোগ দেন তিনি।

স্বাধীন বাংলা বেতারের একজন শব্দসংগ্রামী ছিলেন আলী যাকের। ১৯৭২ সালের আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয় করেন, যার প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। ১৯৭২ সালের জুন মাসের দিকে আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। ওই দলে তিনি আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকে প্রথম অভিনয় করেন, যার প্রথম মঞ্চায়ন হয়েছিল ওয়াপদা মিলনায়তনে।

১৯৭৩ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে তিনি প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের বাকি ইতিহাস নাটকে, যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনীর যাত্রা। আলী যাকের ২০১০ সালের ডিসেম্বরে বাংলাভিশনের মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ উপস্থাপনা করেন। এশিয়াটিক থ্রিসিক্সটির কর্ণধার ছিলেন। তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। 

বাকি ইতিহাস, সৎ মানুষের খোঁজে, দেওয়ান গাজীর কিস্‌সা, কোপেনিকের ক্যাপ্টেন, গ্যালিলিও, ম্যাকবেথসহ অনেক আলোচিত মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেন আলী যাকের।  এছাড়া টেলিভিশনে 'আজ রবিবার', 'বহুব্রীহি', 'তথাপি', 'পাথর দেয়াল'সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ৫০টির বেশি বেতার নাটকে অভিনয় ছাড়াও লিখেছেন টেলিভিশনের জন্য মৌলিক নাটক। তার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য- 'সেই অরুণোদয় থেকে', 'নির্মল জ্যোতির জয়' প্রভৃতি।

১৯৭৭ সালে আলী যাকের আর সারা যাকেরের বিয়ে হয়। সারা যাকেরও একজন অভিনেত্রী। এই দম্পতির দুই সন্তান, পুত্র অভিনেতা ইরেশ যাকের ও কন্যা শ্রিয়া সর্বজয়া।

শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানা পুরস্কার একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।

 

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

‘কয়েক বছরের মধ্যে রিক্সায় চড়াটা একটা বিলাসীতায় রুপ নেবে’

প্রকাশ: ০৭:৪৮ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়ক সাইমন সাদিক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমার পাশাপাশি সংসারও সামলান এই নায়ক। দুই সন্তানের জনক সাইমন সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, বাজার করাসহ বিভিন্ন কাজ নিজেই করেন।  

সাইমন সাদিক সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। নিয়মতিম পোস্ট করে নিজের মতামত শেয়ার করেন। বাজার প্রসঙ্গে সাইমন সাদিক আজকে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, ইদানিং প্রচুর প্রেসারে পরে যাই, বাজারে গেলে! কারণ বাসার বাজারটা আমিই করি।

সাইমন সাদিকের স্ট্যাটাসে কমেন্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি লিখেছেন, আমিও করি, মানে বাসার সবকিছু।

এর কয়েক ঘণ্টা আগে সাইমন ফেসবুকে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, কয়েক বছরের মধ্যে রিক্সায় চড়াটা একটা বিলাসীতায় রুপ নেবে। সবাই রিক্সায় চড়তে পারবে না।

সাইমন সাদিকের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। আসছে ঈদে তার অভিনীত ‘লাল শাড়ী’ মুক্তি পেতে যাচ্ছে। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

সাইমন   নায়ক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিষেকের অপেক্ষায় শিশির সরদার

প্রকাশ: ০৭:২৫ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতা শিশির সরদার। নিয়োমিত কাজ করছেন বিজ্ঞাপন ও নাটকে। ছোট পর্দার পাশাপাশি ইতোমধ্যে নাম লিখিয়েছেন বড় পর্দাতেও। পরিচালক তানভীর হাসানের সিনেমা ‘মধ্যবিত্ত’ সিনেমাইয় মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি । 

শিশির বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই আমার পরিচালক স্যারকে। তার কাছে আমি কৃতজ্ঞ।আমার উপর বিশ্বাস রেখে এই সিনেমায় প্রধান চরিত্রে কাজের সুযোগ করে দেয়ার জন্য। এক কথায় বলতে গেলে, নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এই সিনেমা ইন্ডাস্ট্রি পা রেখেছি। ইনশাআল্লাহ সিনেমায় নিজেকে ভালো পর্যায় দেখতে চাই। 



‘মধ্যবিত্ত’ ছবিটি নিয়ে শিশির বলেন, সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হয়েছে। যা দেখে আশা করি দর্শককে বিনোদনের পাশাপাশি ভাবনার অনেক খোরাক যোগাবে। ছবিতে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। ছবিটিতে আমি আবির চরিত্রে অভিনয় করেছি। সম্প্রতি সম্পন্ন হয়েছে সিনেমার শেষ লটের শুটিং। সম্পাদনার কাজ শেষে খুব তারাতারি ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। 

সিনেমায় মোট ৫টি গান আছে। গানগুলো গেয়েছেন বেলাল খান, মোহনা নিশাদ, শফি মণ্ডল, নোলক বাবু, পলি শারমিন ও পুলক অধিকারী।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, সমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, নবাগতা রুশা, মায়েশা প্রাপ্তি, আমির সিরাজি, রেবেকা পারভীন, এলিনা শাম্মী, রিয়াজুল রিজু, সোহেল রানা, রুশাসহ অনেকে। 

শিশির সরদার   মধ্যবিত্ত  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সালমান খানকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

প্রকাশ: ০৫:১২ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

ই-মেইলে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থান ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে যোধপুর থেকে গ্রেপ্তার করা হয় ঢাকাদ্রম বিষ্ণোই নামে এই অভিযুক্তকে।

ইন্ডিয়া টিভি জানিয়েছে, যে ই-মেইল থেকে সালমান খানের ম্যানেজারের ই-মেইলে হত্যার হুমকি পাঠানো হয়েছিল, সেই মেইলের আইপি অ্যাড্রেসকে পুঁজি করে ঢাকাদ্রম বিষ্ণোইয়ের অবস্থান শণাক্ত করে পুলিশ। পাঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালার বাবাকে হত্যার হুমকি দিয়েছিলেন ২১ বছর বয়সী এই ব্যক্তি। আজ (২৭ মার্চ) তাকে আদালতে তোলা হতে পারে।  

ঢাকাদ্রম বিষ্ণোইকে গ্রেপ্তারের বিষয়টি রোববার (২৬ মার্চ) টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা।

চলতি মাসে টানা কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গত ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে ফের হত্যার হুমকি দেওয়া হয়। রোহিত গার্গের আইডি থেকে এই মেইল পাঠানো হয়েছিল।

ইন্ডিয়া টিভি ডটকম জানিয়েছে, হত্যার হুমকি পাওয়ার পর সালমান খানের বন্ধু প্রশান্ত গুঞ্জালকর মামলা দায়ের করেছেন। এ মামলা দায়ের হয়েছে গোল্ডি ব্রার, রোহিত গার্গ ও লরেন্স বিষ্ণোইর বিরুদ্ধে। ইন্ডিয়ান পেনাল কোড ১২০ (বি), ৩৪ এবং ৫০৬ (২) ধারায়। লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া হত্যার হুমকির বিষয়টিও এজাহারে উল্লেখ রয়েছে।

সালমান খানকে পাঠানো ই-মেইলে বলা হয়েছিল, ‘তোর বস সালমান খানের সঙ্গে গোল্ডি ভাই দেখা করবে। বিষয়টি মিটিয়ে ফেলার জন্য মুখোমুখি বসে কথা বলতে হবে, কথা বলিয়ে দিস। এখনো হাতে সময় আছে, তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাব না; শুধু ঝটকা দেব।’

এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

সালমান খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

জুটি বাঁধলেন হাসান জাহাঙ্গীর-আঁচল

প্রকাশ: ০৫:০২ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

বরাবরের মতো এবার ঈদেও নির্মাতা,অভিনেতা হাসান জাহাঙ্গীরের থাকছে দারুন চমক। ঈদ আসলেই হাসান জাহাঙ্গীর এর সাথে চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকারা অভিনয়ের জুটি হয়ে থাকেন! এর আগে- পপি,শিমলা,শাহানুর,মৌমিতা মৌ,রত্না,মুনমুনসহ অনেকেই জুটি হয়ে কাজ করেছেন। টিভি নাটকের বাঁধন,শখ,মেহজাবিন,ঈশানা,জ্যোতিকা জ্যোতি,ভাবনা,প্রসূন আজাদ,স্বাগতা,দীপা খন্দকার,হুমাইরা হিমু,হাশিন সহ অনেকে। এবার এই অভিনেতার সাথে জুটি হলেন চিত্রনায়িকা আঁচল। ঈদের সাত পর্বের নাটক- এন্ট্রি হিরো-তে দেখা যাবে এই জুটিকে । নাটকটি ঈদ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন হাসান জাহাঙ্গীর।

গতবার ঈদে হাসান জাহাঙ্গীর-আঁচল জুটি দর্শক জনপ্রিতা পেয়েছিল বডিগার্ড নাটকে। সেই ধারাবাহিকতায় এবার দুজন আসছে এন্ট্রি হিরো-তে, সাথে আছে খল অভিনেতা ডন,সাব্বির আহমেদ,অনন্যা অনু,আইভি নুর,কামরুল বাহার,শরিফ সরকার,আশরাফ কবির,জাহিদ ইসলাম,চাঁদনী সহ অনেকে।

এবারের ঈদে হাফ ডজন নাটক নির্মাণ করছেন হাসান জাহাঙ্গীর। এর মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে- সিঁড়ি। সাত পর্বের 'সিঁড়ি' নাটকে এই প্রথম অভিনয় করলেন হালের ক্রেইজ খল অভিনেতা মিশার সওদাগর ও কাজী হায়াৎ । ঈদে আসছে হাসান জাহাঙ্গীর এর 'কিলার', 'চৌধুরী সাহেব','মেন্টাল মারুফ' সহ হাফ ডজন নাটক। 

পাশাপাশি হাসান জাহাঙ্গীর অভিনয় করছেন বৈশাখী টেলিভিশনের 'ফ্যামিলি ডিসটেন্স' এবং এন টিভির মারুফ রেহমান এর 'প্রবাসী পরিবার' ধারাবাহিক নাটকে। বর্তমানে ঈদের নাটক গুলো নিয়েই ব্যস্ত রয়েছেন হাসান জাহাঙ্গীর।

জাহাঙ্গীর   আঁচল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

রোজার মাঝেই ক্লাবে পার্টিতে মজলেন শাহরুখপুত্র

প্রকাশ: ০৪:১৭ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

মুম্বাইয়ের বিভিন্ন ক্লাবে প্রায়ই পার্টি মুডে দেখা যায় শাহরুখপুত্র আরিয়ান খানকে। এবার পার্টিতে এক বাঙালি কন্যার সঙ্গে ভাইরাল হয়েছে তার ছবি। ছোট পর্দার অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টিতে দেখা যায় আরিয়ানকে। শনিবার (২৫ মার্চ) রাতে নাইরা নিজেই পোস্ট করেন একটি ভিডিও।সেখানে আরিয়ানকে শুভেচ্ছা জানান তিনি।

নাইরা ছাড়াও সেই পার্টিতে ছিলেন রশ্মি ওয়ালিয়া। ভিডিও পোস্ট করে আরিয়ানকে শুভেচ্ছা জানান নাইরা বন্দ্যোপাধ্যায়।

শাহরুখপুত্রকে নিয়ে আলোচনা লেগেই থাকে। চলতি বছরের শুরুতেই নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায় তার। এরপর তার ছবি ভাইরাল হয় পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে।

শাহরুখপুত্র   আরিয়ান খান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন