বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। এরপরও দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’র তালিকায় তার নাম রয়েছে সবার উপরে। বহু বছর ধরে বিয়ে নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কখনো কখনো এ নিয়ে রেগেও যান। কখনো আবার মজা করে জবাবও দেন। নাম তার সালমান খান। কিন্তু এবার সালমানের ভগ্নিপতি ও সহ-অভিনেতা আয়ুষ শর্মা জানালেন সালমানের বিয়ে না করার আসল কারণ। আয়ুষের মতে, সালমানের বিয়ে করার সময়ই নেই!
আর জে সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ুষ জানান, সালমানের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সাধারণত এ বিষয়ে কোনো কথা তোলেন না তিনি।
তিনি আরও জানান, সালমানকে তিনি যেভাবে দেখেছেন, যেভাবে সারাদিন তিনি ব্যস্ত থাকেন, কাজ করতে থাকেন, তার আপাতত বিয়ে করার সময়ই নেই। উনি যেমন আছেন দারুণ খুশি রয়েছেন। নিজের জীবনের ফয়সালা তিনি নিজেই করতে পারেন।
সালমানের ভগ্নিপতি ও ‘অন্তিম’ তারকা আরও বলেন, সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী ভাইজান। একেবারে ঠিক সেভাবে জীবনযাপন করেন তিনি। আয়ুষ নিজেও তার মতো সাধারণভাবে থাকার কথা ভাবতেই পারেন না।
আয়ুষের কথায়, ‘সালমান ভীষণ অল্পতেই খুশি। উনি যেমন থাকেন, যে লাইফস্টাইল সবমিলিয়ে ভীষণ সাধারণ। বিশ্বাস করুন, আমি নিজেও ওর মতো এতো সাধারণভাবে থাকতে পারবো না। দু-তিন বছরের পুরোনো ফোন নিয়েও দিব্যি কাজ চালিয়ে নেন উনি। ওসব নিয়ে কোনো মাথাব্যথাই ওর নেই। তবে হ্যাঁ, ভালো সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে ওর। যদি কখনো তিন ঘণ্টা একা থেকে টানা ভালো ছবি দেখে সময় কাটিয়ে দিতে পারে ভাই।’
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ২০১৬ সালের ২০ মার্চ ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। আজ তাঁর সপ্তম মৃত্যুবাষির্কী। দিনটি স্মরণ করে তার পরিবার বিশেষ আয়োজন করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিনেত্রীর গ্রামের বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলা ইনসাইডারের পক্ষ থেকে রইলো এই অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা...
এদিকে গণমাধ্যমে অস্ট্রেলিয়ান পুলিশের একটি রিপোর্ট পাঠান প্রযোজক। ২৬ পৃষ্ঠার সেই পিডিএফ ফাইলে দেখা যায়, বর্বর এক ধর্ষণের বর্ণনা। পুলিশের নথিতে উঠে এসেছে মামলার বাদী ধর্ষণের শিকার হওয়া নারী অ্যানি সাবরিন নিজেই। মামলার স্বাক্ষী প্রযোজক রহমত উল্লাহ। যাকে রিপোর্টে অ্যানির ‘আংকেল’ উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার নাম ম্যাথিউ জন ক্রুকসন....