রূপবতী আফরিনকে অনেক তপস্যার পর বিয়ে করেন মামুন। বিয়ের কয়েক মাস পরই স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন। শুরু হয় দাম্পত্য কলহ! রাতে স্ত্রীর পা রশি দিয়ে বেঁধে ঘুমান মামুন। ঘুম থেকে ওঠে তার পায়ে রশি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে আফরিন। এভাবেই একের পর এক সন্দেহ ভুল প্রমাণিত হয়। মামুন তার স্ত্রীকে স্বাভাবিকভাবে বিশ্বাসই করতে পারেন না। মামুনের এমন আচরণে বিরক্ত হয়ে যান আফরিন।
খালাতো ভাইকেও বাসা থেকে বের করে দেন মামুন। এতে আফরিন প্রচন্ড ক্ষুদ্ধ হয়। আফরিন ও মামুনের সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয়! কিন্তু তার বান্ধবী মামুনকে একজন মনোবিদ দেখানোর পরামর্শ দেয়। মামুনকে ডাক্তার দেখানোর পর বোঝা যায় মামুনের মস্তিষ্কে একটি সমস্যা আছে, তা হলো— কোনো নেগেটিভ চিন্তা কিছুতেই ভুলতে পারেন না! কারণ মামুনের বয়স যখন ১০ বছর; তখন মামুনের মা তাকে ফেলে খালাতো ভাইকে বিয়ে করে। ডাক্তার এ তথ্য উদ্ধার করে। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মি. মেন্টালম্যান’। এতে মামুন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আফরিন চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। মিজানুর রহমান বেলাল রচিত নাটকটি পরিচালনা করেছেন জহির খান।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মুকিব জাকারিয়া, নূর মোহাম্মদ, রকি খান, নয়ন, নীহারিকা মৌ, আহমেদ জিসান, হামিদুল ইসলাম, এ্যানি। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন আরমান হোসাইন। খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়ক সাইমন সাদিক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমার পাশাপাশি সংসারও সামলান এই নায়ক। দুই সন্তানের জনক সাইমন সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, বাজার করাসহ বিভিন্ন কাজ নিজেই করেন। সাইমন সাদিক সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। নিয়মতিম পোস্ট করে নিজের মতামত শেয়ার করেন। বাজার প্রসঙ্গে সাইমন সাদিক আজকে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন: ‘ইদানিং প্রচুর প্রেসারে পরে যাই, বাজারে গেলে! কারণ বাসার বাজারটা আমিই করি...
বরাবরের মতো এবার ঈদেও নির্মাতা,অভিনেতা হাসান জাহাঙ্গীরের থাকছে দারুন চমক। ঈদ আসলেই হাসান জাহাঙ্গীর এর সাথে চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকারা অভিনয়ের জুটি হয়ে থাকেন! এর আগে- পপি,শিমলা,শাহানুর,মৌমিতা মৌ,রত্না,মুনমুনসহ অনেকেই জুটি হয়ে কাজ করেছেন। টিভি নাটকের বাঁধন,শখ,মেহজাবিন,ঈশানা,জ্যোতিকা জ্যোতি,ভাবনা,প্রসূন আজাদ,স্বাগতা,দীপা খন্দকার,হুমাইরা হিমু,হাশিন সহ অনেকে...