কালার ইনসাইড

মেহজাবিনকে নিয়ে সিন্ডিকেট, মুখ খুললেন নিশো

প্রকাশ: ০৪:৫৬ পিএম, ২৮ নভেম্বর, ২০২১


Thumbnail মেহজাবিনকে নিয়ে সিন্ডিকেট, মুখ খুলেলন নিশো

ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তাদের নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্তদের মধ্যে। গুঞ্জন রয়েছে নিশো নাকি সিন্ডিকেট করে মেহজাবিনকে নিয়ে কাজ বেশি করেন। 

এক সাক্ষাৎকারে এমন অভিযোগের প্রসঙ্গে নিশো বলেন, এটি সত্য নয়। আমি কাউকে বেছে নিয়ে কাজ করি না। গল্পের চাহিদা থেকে আমার কাছে কাজ আসে। প্রযোজক-পরিচালক দেখেন- শিল্পীর জনপ্রিয়তা, অভিনয়ের দক্ষতা, তাদের প্রতি দর্শকের চাহিদা কেমন। কারণ, প্রযোজক কাজ করেন বাণিজ্য করার জন্য। বাণিজ্য যাদের দিয়ে হবে, তাদের নিয়েই কাজ করবেন। সেটা মেহজাবিন, তানজিন তিশা যে কেউ হতে পারে।

তিনি আরও বলেন, প্রযোজক ও পরিচালক ভাবেন, আমাকে আর মেহজাবিনকে দিয়ে বাণিজ্য হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন ধরে আমাদের কাজ পছন্দও করছেন দর্শক। সত্যি কথা কী, কার সঙ্গে কার কাজ হবে, না হবে, সেটা পরিবেশই ঠিক করে দেয়।

ছোট পর্দার অনেকেরই বড় পর্দায় অভিষেক ঘটেছে। প্রায় দুই বছর ধরে সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা গেলেও কোনও অগ্রগতি দেখা যায়নি নিশোর।  

সিনেমায় কাজের ব্যাপারে এ অভিনেতা জানান, করোনার কারণে সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। যেসব কাজ নিয়ে আলোচনা চলছিল, পিছিয়ে গেছে। তবে ওটিটির জন্য ওয়েব ফিল্ম করতে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব। ফিল্ম তো ফিল্মই। ওটিটির জন্য হলেও এসব ফিল্ম প্রেক্ষাগৃহে মুক্তির আদলেই নির্মিত হচ্ছে।



মন্তব্য করুন


কালার ইনসাইড

নিশোকে নিয়ে এসেছিলাম আমি: অপূর্ব

প্রকাশ: ০৩:১০ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। ছোট পর্দার পাশাপাশি এখন বড় পর্দা ও ওটিটিতেও সরব এই দুজন। তবে তাদের মধ্যেও যে ‘অদৃশ্য প্রতিযোগিতা’ আছে, সেটা শোবিজের অন্দরমহলে মাঝেমধ্যে শোনা যায়।

সম্প্রতি কলকাতার গণমাধ্যম আনন্দবাজা্রের এক সাক্ষাতকারে কথা প্রসঙ্গে অপূর্ব জানালেন, নিশোকে নাটকের ভুবনে তিনিই নিয়ে এসেছিলেন।

তার ভাষ্য, ‘আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকেই আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই গাজী রাকায়েত ভাইকে বলেছিলাম, ওকে (নিশো) নাটকে নেওয়ার জন্য। এরপর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল নিশো। এখন আবার কাজ শুরু করেছে।’

এটা প্রতিষ্ঠিত সত্য যে, নাটক ইন্ডাস্ট্রিতে নিশোর অনেক আগেই তারকা হয়েছেন অপূর্ব। তবে গত অর্ধ দশকের পরিসংখ্যানা তাকালে নিশোর দাপটের বিষয়টি স্পষ্ট বোঝা যায়। গুঞ্জন রয়েছে, জনপ্রিয়তার এই লড়াইয়ের কারণেই বন্ধুত্বের আড়ালে তাদের মধ্যে নির্বাক প্রতিযোগিতা বিদ্যমান।

গেলো ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিশোর। ওই সময় বন্ধু নিশোকে নিয়ে বাড়তি কোনও উচ্ছ্বাস কিংবা প্রচারণা দেখা যায়নি অপূর্বর পক্ষ থেকে। বরং ‘সুড়ঙ্গ’র প্রতিদ্বন্দ্বী সিনেমা ‘প্রহেলিকা’র নায়ক মাহফুজ আহমেদকে নিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন অপূর্ব। ওই সময় বিষয়টি নিয়ে অনেকেই অপূর্ব-নিশোর বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

উল্লেখ্য, বর্তমানে কলকাতায় অবস্থান করছেন অপূর্ব । প্রথমবার কাজ করছেন টলিউডের সিনেমায়। নাম ‘চালচিত্র’। এটি নির্মাণ করছেন প্রতিক ডি গুপ্ত।

 

 


নিশো   অপূর্ব   সুড়ঙ্গ   কলকাতা   চালচিত্র   প্রহেলিকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সামনে একজন মার খাবে: পরীমনি

প্রকাশ: ০১:৩২ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

বিচ্ছেদের ইস্যুর পর থেকে একের পর এক ওয়েব সিরিজ আর চলচ্চিত্রে চুক্তি নিয়ে নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ পরীমনি। এসবের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র ফেসবুক পেজে ৩ মিনিট ১৩ সেকেন্ডের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তার।

‘পরীমনি আনপ্লাগড’ শিরোনামের সেই সাক্ষাৎকারে পরীমনির ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে।

অনুষ্ঠানে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘আমি বলতে চাই, তুমি কারও অবর্তমানে তার সম্পর্কে কথা বলছ—জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে, তার সঙ্গে তোমার যদি দেখা হয় বা সে সামনে আসে, তখন তুমি কী করবা? কীভাবে ডিল করবা তাকে? আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে, তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে বা আমার প্রয়োজনের তাগিদে তাকে খুঁজে নেব। আমি জানি না তখন তারা কীভাবে ডিল করবে আমাকে, সেটির জন্য সবাই যেন প্রস্তুত থাকে।’

প্রশ্ন ছিল, ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে? পরীমনির উত্তর, ‘সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।’

বাস্তব জীবনে পরীমনি কি কাউকে পিটিয়েছে? উপস্থাপিকার করা এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।’


পরীমনি   ওটিটি প্ল্যাটফর্ম   বিচ্ছেদ   সাক্ষাৎকার   বঙ্গ বিডি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

যে দুই আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি

প্রকাশ: ০১:১১ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

কিন্তু তাকে সেসময় তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

তবে হাল ছাড়ছেন না মাহি। আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলেই গেল জুলাই মাসে জানান এই চিত্রনায়িকা। বর্তমানে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ঢাকাই সিনেমার অগ্নিকন্যা।

জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে মনোনয়ন চাইবেন এই নায়িকা। 

বর্তমানে পর্দার চেয়ে মাঠের রাজনীতিতে বেশি সক্রিয় তিনি। নিয়মিত তাকে দেখা যায় বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায়। সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। কারণ তিনি প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। তিনি বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

যোগ করে এই অভিনেত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

রাজনীতি করলেও মনেপ্রাণে চলচ্চিত্রের মানুষ মাহি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন তিনি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় দেখা যাবে তাকে।  


আসন   নির্বাচন   মনোনয়ন   মাহি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শুরু হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসব, থাকছে ‘বাংলাদেশ নাইট’

প্রকাশ: ১১:৫৭ এএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

দক্ষিণ কোরিয়ার বুসান সিনেমা সেন্টারের আউটডোর থিয়েটারে পর্দা উঠছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের।

বুধবার (৪ অক্টোবর) শুরু হওয়া এই আসরে স্থান পেয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। এগুলো হলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ এবং বিপ্লব সরকারের ‘আগন্তুক’।

আগামী ৮ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টার সিনেমাথিকে এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ৯ অক্টোবর সকাল ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি ফোরে এবং ১১ অক্টোবর রাত ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি টেন থিয়েটারে আরও দুইবার ফারুকীর ছবিটি দেখানো হবে।

৯ অক্টোবর রাত ৮টায় চরকি আয়োজন করেছে বাংলাদেশ নাইট। আশা করা হচ্ছে, অনুষ্ঠানে হাজির থাকবেন এবারের আসরে অংশগ্রহণকারী সব বাংলাদেশি। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। বুসানে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার ও উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ফারুকী-তিশা দম্পতি। উৎসবটিতে বাংলাদেশি চলচ্চিত্র অভিনয়শিল্পী-নির্মাতাসহ সব কলাকুশলীর অর্জন উদযাপন করা হবে বুসানের লাভি ডি অ্যাটলান হোটেলের গ্যাটসবি রুফটপ বারে।

বুসান উৎসবের নিউ কারেন্টস বিভাগে স্থান পেয়েছে বাংলাদেশি দুই তরুণের প্রথম চলচ্চিত্র। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। তার সহশিল্পীরা হলেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম। ছবিটি প্রযোজনা করেছেন পিপলু আর খান।

নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত বাংলাদেশের আরেক ছবি ‘আগন্তুক’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ৭ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টারের সিনেমা টু’তে।

বুধবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার জাং কুন-জে পরিচালিত ‘বিকজ আই হেট কোরিয়া’।

 


বুসান চলচ্চিত্র উৎসব   বাংলাদেশ নাইট   কোরিয়া  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আবারও শুরু হচ্ছে স্থগিত হওয়া সেলিব্রেটি ক্রিকেট লিগ

প্রকাশ: ১০:৩২ এএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে আবারও শুরু হতে যাচ্ছে মারামারির কারণে বন্ধ হয়ে যাওয়া সেলিব্রেটি ক্রিকেট লিগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আবারও খেলাটি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাসের ১৫-২০ তারিখের মধ্যে যেকোনো একটি দিনে খেলাটি চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব দলের ক্যাপ্টেনের সঙ্গে জিনেক্সট আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই খেলা।

যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তবে তদন্তের স্বার্থে কোনো থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা প্রকাশ করা হয়নি।


উল্লেখ্য, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয়জন। আহতরা হলেন―শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।


সেলিব্রেটি ক্রিকেট লিগ   সিসিএল   ক্রিকেট   চঞ্চল চৌধুরী   আফরান নিশো   মেহজাবিন চৌধুরী   তৌসিফ মাহবুব  


মন্তব্য করুন


বিজ্ঞাপন