কালার ইনসাইড

বিনামূল্যে দেখা যাবে পরীমনির ‘স্ফুলিঙ্গ’

প্রকাশ: ০৫:২৯ পিএম, ২৮ নভেম্বর, ২০২১


Thumbnail বিনামূল্যে দেখা যাবে পরীমনি ‘স্ফুলিঙ্গ’

ঢালিউডে বর্তমান সময়ে গ্ল্যামার নায়িকাদের অন্যতম একজন পরীমনি। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় তিনি। তাকে নিয়ে আলোচনা শেষ নেই। সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন করে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এ নায়িকা। সর্বশেষ এই নায়িকার বিশ্বসুন্দরী ছবিটি মুক্তি পেয়েছিলো প্রেক্ষাগৃহে। এরআগে তার অভিনীত ‘স্ফুলিঙ্গ’ গতবছর সারা দেশে মুক্তি পায়।

আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি এক্সক্লুসিভলি প্রিমিয়ার করতে যাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। এই প্রথম কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি। টফি ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন। 

নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন 'স্ফুলিঙ্গ’। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এই পরিচালক। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ আরও অনেকেই।

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লেস্টোর, অ্যাপ স্টোর অথবা (https://toffeelive.com) ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন টফি অ্যাপটি।



মন্তব্য করুন


কালার ইনসাইড

ভারতে একসঙ্গে ৩টি পুরস্কার জিতলো বাংলাদেশি যে সিনেমা!

প্রকাশ: ০৮:০২ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ একসঙ্গে ৩টি পুরস্কার জিতেছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মেঘের কপাট’। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক আফরোজা মোমেনের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারের ক্যাটাগরি অনুযায়ী এগুলো হলো শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র) ও রাজকাপুর পুরস্কার।

গত ১ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক আফরোজা মোমেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা যায়, তৃতীয় বারের মতো উৎসবের আয়োজন করে ড্রিমজ কালচারাল অ্যাসোসিয়েশন। উৎসবে সারাবিশ্ব থেকে ৪০০টিরও বেশি চলচ্চিত্র অংশ নেয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র প্রযোজক অঞ্জন বোস, চলচ্চিত্র পরিচালক অভিজিৎ ব্যানার্জীসহ অনেকেই। উৎসবে সারাবিশ্ব থেকে ৭০ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা অংশ নেন।

কলকাতার মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১০ জন পুরস্কারপ্রাপ্ত পেশাদার বিচারক এই ফেস্টিভ্যালে বিচারের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

এ বছর কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক রাজ কাপুরের শততম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে বাংলাদেশি চলচ্চিত্র ‘মেঘের কপাট’ সহ তিনটি চলচ্চিত্রকে ‘রাজকাপুর অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তির পর পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, সিনেমা মুক্তির এক মাসের মাথায় তিনটি পুরস্কারপ্রাপ্তি, তাও সেটি যদি হয় কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে, তবে তা আমার জন্য অবশ্যই অত্যন্ত আনন্দের সংবাদ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর, ২০২৩ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান সহ আরো অনেকে। সম্পূর্ণ শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ।


মেঘের কপাট   গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩   ওয়ালিদ আহমেদ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

১০ বছর পর লন্ডনে গাইবেন জেমস

প্রকাশ: ০৭:৩৫ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

নগর বাউল জেমস দীর্ঘ ১০ বছর পর কনসার্ট করতে যাচ্ছেন লন্ডনে। আগামী ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে ও ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্টে অংশ নিতে ৩ ডিসেম্বর লন্ডনে পৌঁছেছেন জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, এক দশক পর লন্ডনে কনসার্ট করতে যাচ্ছেন জেমস। বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তারা। সব ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি। আর ১৫ তারিখ দেশের একটি কনসার্টে গাইবেন জেমস।

এর আগে ২০১৩ সালে যুক্তরাজ্যে কনসার্ট করেছেন জেমস, এরপর যুক্তরাজ্যে আর কোন শো করেননি তিনি।  আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে একধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করি, জমজমাট একটি আয়োজন হবে।

এই বছরের মাঝামাঝির দিকে যুক্তরাষ্ট্রে দুই মাসে বেশ কয়েকটি শো করেছেন জেমস। দেশে ফিরে ‘দ্য স্কুল অব রক-ভলিউম ১’ সহ বেশ কয়েকটি কনসার্টে পাওয়া গেছে তাঁকে।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জেমস। ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়।
পরে ‘ফিলিংস’ ছেড়ে ‘নগর বাউল’ গঠন করেন জেমস। প্রকাশ করেন ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম। তাঁর প্রকাশিত একক অ্যালবামের মধ্যে রয়েছে ‘অনন্যা’, ‘পালাবে কোথায়’।

দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও গান করেছেন তিনি। ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ভিগি ভিগি’ গানটি ভারতীয় উপমহাদেশের ঝড় তুলেছিল। একই বছর ‘ও লামহে’ সিনেমায় ‘চল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন আ…মেট্রো’ সিনেমায় ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’ সিনেমায় গান করার পর আর তাঁকে বলিউডে পাওয়া যায়নি।


জেমস   কনসার্ট   লন্ডন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গাজার সহায়তায় ২৫ লাখ ডলার দিলেন কানাডীয় গায়ক ‘দ্য উইকেন্ড’

প্রকাশ: ০৬:১১ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

যুদ্ধ বিরতির পর হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরায়েলের বিমান হামলা শুরু করেছে। একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে পানি-খাদ্য সংকটে মানবেতর জীবন-যাপন করছে সেখানকার বাসিন্দারা। এরই মধ্যে যুদ্ধ কবলিত গাজাবাসীর খাবারের জন্য ২৫ লাখ ডলারের অর্থ সহায়তা দিয়েছেন ‘ব্লাইন্ডিং লাইটস’ খ্যাত কানাডীয় গায়ক দ্য উইকেন্ড ওরফে অ্যাবেল তেসফায়ে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর শুভেচ্ছাদূত হিসেবে নিয়োজিত এই গায়ক সম্প্রতি তার মানবিক তহবিল 'এক্সও হিউম্যানিটারিয়ান ফান্ড' এর মাধ্যমে এই আর্থিক সহায়তা দিয়েছেন। গত শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই অনুদানের অর্থ দিয়ে ৪০ লাখ প্যাকেট বা ৮২০ টন জরুরি খাদ্য সরবরাহ করা যাবে। এ দিয়ে ১ লাখ ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনির ২ সপ্তাহ ভরণপোষণ বহন করা সম্ভব।

‘ব্লাইন্ডিং লাইটস’ খ্যাত দ্য উইকেন্ড শুধু তার সংগীতের জন্য নয় তার মানবিক কার্যক্রমের জন্যও পরিচিত। তিনি ২০২১ সালের অক্টোবর মাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হন।

এর আগে তিনি তার মানবিক তহবিল 'এক্সও হিউম্যানিটারিয়ান ফান্ড' এর মাধ্যমে ১৮ লাখ ডলার অর্থসহায়তা দিয়ে ডব্লিউএফপি'র বিশ্বব্যাপী ক্ষুধা ত্রাণ উদ্যোগকে সমর্থন জানান। এছাড়া ২০২৪ সালের 'আফটার আওয়ারস টিল ডন' স্টেডিয়াম সফরে বিক্রি হওয়া টিকেটপ্রতি ১ ডলার এক্সও মানবিক তহবিলে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।


ফিলিস্তিন   গাজা   ব্লাইন্ডিং লাইটস   দ্য উইকেন্ড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৩ দিনেই ৩৫৬ কোটি আয় করলো ‘অ্যানিমেল’!

প্রকাশ: ০৪:১৭ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত বছরের অন্যতম প্রত্যাশিত সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পূর্বেই টিকেট বিক্রিতে রেকর্ড করা সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী মুক্তির প্রথমদিন থেকেই সুনামির বেগে ঝড় তুলেছে বক্স অফিসে। যার রেশ বজায় রেখেছে মুক্তির তৃতীয় দিনেও। রীতিমতো অপ্রতিরোধ্য গতিতে ভারতে তিনদিনেই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘অ্যানিমেল’।

ভারতের বক্স অফিস বাণিজ্য রিপোর্টদাতা স্যাকনিল্ক এর প্রতিবেদন অনুসারে, তৃতীয় দিনে ভারতে ৭২.৫০ কোটি রুপি আয় করেছে ‘অ্যানিমেল’। দ্বিতীয় দিনে ৬৬.২৭ কোটি এবং প্রথম দিনে সিনেমাটি ভারতে আয় করে ৬৩.৮ কোটি। তিন দিনে ভারতে ‘অ্যানিমেল’র মোট আয় এখন ২০২.৫৭ কোটি। যেখানে শাহরুখ খানের ‘জওয়ান’ তিন দিনে ২০৬.০৬ কোটি এবং ‘পাঠান’ ১৬৬.৭৫ কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে ভারতের মতো বৈশ্বিক বাজার থেকেও তিন দিনে ৩৫৬ কোটির মতো আয় করে নিয়েছে রণবীর কাপুরের সিনেমাটি। প্রথমদিন বিশ্বব্যাপী ১১৬ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১১৪ কোটি ও ১২৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

সোমবার ফিল্ম বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক্সে (আগের টুইটার) লিখেছেন, অ্যানিমেল তার প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৩৫০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। ৩ দিনের উদ্বোধনী সপ্তাহান্তে অ্যানিমেল বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৬০ কোটি রুপি আয় করেছে।’

অপর একটি টুইটে এই বাণিজ্য বিশ্লেষক উত্তর আমেরিকায় অ্যানিমালের বিশাল বক্স অফিস সংগ্রহের বিবরণ শেয়ার করেছেন, যেখানে রণবীর কাপুর-অভিনীত তার প্রথম সপ্তাহান্তে ৬ মিলিয়ন (প্রায় ৪১.৩ কোটি) আয় করেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা যিনি এর আগে উপহার দিয়েছেন ‘অর্জুন রেড্ডি’ আর ‘কবীর সিং’এর মত দুটি ব্লকব্লাস্টার সিনেমা। তাই আশা করা হচ্ছে ‘অ্যানিম্যাল’ সেসব রেকর্ড ভেঙে দেবে। তবে দর্শকমহলে দুর্দান্ত সাড়া পেলেও সিনেমাটি অতিরিক্ত ভায়োলেন্স, যৌনতা, সহিংসতার জন্য তীব্র নিন্দার সম্মুখীন হচ্ছে।

অন্যদিকে, ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে অ্যানিমেল। তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। নিখুত অভিনয়শৈলী ও চমৎকার চিত্রনাট্যের জন্য বেশ প্রশংসিত হচ্ছে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর। যদিও ভারতের বক্স অফিস থেকে তিনদিনে মাত্র ২৫.৫৫ কোটি আয় করতে পেরেছে সিনেমাটি।

উল্লেখ্য, ‘অ্যানিমেল’ সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশমিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর, তৃপ্তি দিমরি, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ। । হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।


অ্যানিমেল   রণবীর কাপুর   রাশমিকা মান্দানা   ববি দেওল   বক্স অফিস  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ নিয়ে নতুন সিদ্ধান্ত!

প্রকাশ: ০৩:৪৬ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

সাতজন মুক্তিযোদ্ধার গল্প নিয়ে নির্মাতা খিজির হায়াত খান নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়ে গত ৩ মার্চ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকদের কাছে সিনেমাটি প্রশংসিতও হয়েছে বেশ। কিন্তু অনলাইনে মুক্তির ক্ষেত্রে নানান জটিলতা দেখা দেয়ায় অভিমান নিয়েই নির্মাতা তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আগামী ৭ ডিসেম্বর সিনেমাটি বিনামূল্যে অবমুক্ত করার কথা ভেবেছিলেন বলে জানান।

এ প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা খিজির হায়াত খান বলেন, ‘আমি অনেক অভিমান ও আক্ষেপ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ এই সিনেমাটি আমার দেশমাতৃকার প্রতি দায় থেকে করা। কিন্তু আফসোসের বিষয় হলো মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি চলচ্চিত্র নির্মাণের পরও আমি দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট পাইনি। আমরা এত বড় বড় কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের একটি মানসম্পন্ন সিনেমা নিয়ে এরকম অবহেলা সত্যিই আমাকে অবাক করেছে। কেউ কেউ পুরো সিনেমার স্বত্ব চেয়ে এমন একটা অ্যামাউন্ট বলেছে, যে অর্থ আমার গোটা মুভির খাবার খরচেরও কম! সেকারণেই আমি অভিমান থেকে এ কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিনামূল্যে সিনেমাটি অবমুক্ত করবো।’

এদিকে আনন্দের খবর হলো ‘ওরা ৭ জন’ সিনেমাটি সারাবিশ্বের অনলাইন প্ল্যাটফর্মে রিলিজের জন্য একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম আগ্রহ প্রকাশ করেছে। তাই আপাতত ৭ ডিসেম্বরে বিনামূল্যে ইউটিউবে রিলিজটি স্থগিত করতে চান নির্মাতা। খিজির হায়াত আরো বলেন, ‘সিনেমাটি তারা ওটিটিতে এক্সক্লুসিভলি রিলিজ দেবার সিদ্ধান্ত নিয়েছে বলেই আপাতত ইউটিউবে মুক্তি পাচ্ছে না।’

প্রায় ৪ কোটি টাকা বাজেটে নির্মিত ‘ওরা ৭ জন’ সিনেমাটি মুক্তির পর খিজির হায়াত তার নতুন সিনেমার কাজ শুরু করেছেন। নতুন এই সিনেমার নাম ‘সাম্রাজ্য’। গডফাদার ট্রিলজির আদলে তারই বাংলা ভার্সন হিসেবে নির্মাণ করতে চান এই সিনেমাটি। এরই মধ্যে স্ক্রিপ্টের কাজ শুরু করেছেন। ২০২৪ সালে এই সিনেমাটির কাজ শুরু করতে চান বলে জানালেন তিনি।

খিজির হায়াতের ‘ওরা ৭ জন’ সিনেমার অন্যতম একটি চরিত্রে কাজ করেছেন গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। মম বলেন,‘খিজির হায়াত খান খুবই প্যাশনেট একজন নির্মাতা। তার সিনেমাগুলোর সাবজেক্ট গতানুগতিক না। এধরনের একজন নির্মাতার সঠিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমি মনে করি সর্বস্তরে ‘ওরা ৭ জন’ সিনেমাটি দেখানোর ব্যবস্থা করা উচিত।’

উল্লেখ্য, ৭জন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান নিজেই।


ওরা ৭জন   মুক্তিযুদ্ধ   ইন্তেখাব দিনার   জাকিয়া বারী মম  


মন্তব্য করুন


বিজ্ঞাপন