কোর্ট ইনসাইড

জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১১ পিএম, ২৪ নভেম্বর, ২০২১


Thumbnail

রাজধানী ঢাকার গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আজ বুধবার (২৪ নভেম্বর) এ জামিন আদেশ দিয়েছেন আদালত। এ জামিন আদেশের ফলে তার মুক্তিতে এখন আর বাধা নেই। 

বিস্তারিত আসছে...



মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

এবার জামিন পেলেন মাহির স্বামী রাকিবও

প্রকাশ: ০৫:৪২ পিএম, ২০ মার্চ, ২০২৩


Thumbnail

এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। সোমবার (২০ মার্চ) দুপুরে রাকিব সরকারের আইনজীবীদের জামিন আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেয় আদালত। 

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আহসানুল হক জানান, দুপুরে রাকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায় তাকে জামিন দিয়েছেন।

কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে গত শুক্রবার (১৭ মার্চ) মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রাকিব সরকারকে হুকুমের আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন। গত শনিবার (১৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহি সরকারকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ। একই মামলার আসামি রাকিব সরকার গত রবিবার সকালে দেশে ফেরেন। হজ পালন করতে তারা সৌদি আরবে অবস্থান করছিলেন। 

রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুটি মামলায় আদালত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী আনোয়ার সাদত সরকার।

মাহিয়া মাহি   রাকিব সরকার  


মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড

প্রকাশ: ০৩:১৪ পিএম, ২০ মার্চ, ২০২৩


Thumbnail হেলেনা জাহাঙ্গীর।

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।

গত মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজ (২০ মার্চ) দিন ধার্য করেন।

২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি প্রতারণার মামলা করেন। মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলার বাদী তুহিন অভিযোগ করেন জয়যাত্রা টিভির স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ভোলা জেলার আবদুর রহমান তুহিনের কাছ থেকে ৫৪ হাজার টাকা নেন হেলেনা। প্রতিবেদক হিসেবে রহমান কয়েক মাস কাজ করলেও কোনো বেতন পাননি। অন্যদিকে তার কাছ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা নেয় টেলিভিশন কর্তৃপক্ষ।

তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলানা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইড) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৮ এপ্রিল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন তোফাজ্জল হোসেন দণ্ডবিধি ৪২০/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।

মামলার অন্য চার আসামি হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।


প্রতারণা   মামলা   হেলেনা জাহাঙ্গীরে ২ বছরের কারাদণ্ড  


মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শুরু

প্রকাশ: ০৩:৪৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩


Thumbnail

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

রোববার (১৯ মার্চ) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ মে দিন ধার্য করেছেন আদালত।  আদালতের এই আদেশের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়ে গেল।

এদিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার হাজিরা প্রদান করেন। মামলার আসামি খন্দকার শহীদুল ইসলাম, সি এম ইউছুফ হোসাইন ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া সেলিম ভূঁইয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল ও খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনে দুদক।

মামলার অন্য সাত আসামি হলেন- তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্র্যাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

নাইকো দুর্নীতি   খালেদা জিয়া  


মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

২০০৬ সালের পুণরাবৃত্তি ঘটাচ্ছে বিএনপি-জামায়াত!

প্রকাশ: ০৯:০০ পিএম, ১৬ মার্চ, ২০২৩


Thumbnail

দেশের সর্বোচ্চ আদালতে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গত দুই দিনে নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে পূর্ব-পরিকল্পিতভাবে নাশকতামূলক ভাঙচুর ও সন্ত্রাস চালিয়েছে তারা। ২০০৬ সালেও দেশের সর্বোচ্চ আদালতে ভাঙচুর-সন্ত্রাসের মতো তাণ্ডব চালিয়েছিল বিএনপি-জামায়াত। জোট সরকারের আমলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ ও কার্যক্রম পরিচালনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট করা হয়েছিল, এসব রিটের রায়ের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশের সর্বোচ্চ আদালতে ভাঙচুর এবং সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছে একাধিক সংশ্লিষ্ট সূত্র।  

সূত্রগুলো বলছে, সে সময়ে অন্যান্য উপদেষ্টাদের সাথে কোনো ধরনের পরামর্শ না করেই সব সিদ্ধান্ত একাই নিচ্ছিলেন অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ। বিএনপি - জামায়াতের বিরুদ্ধে অভিযোগ, ইয়াজ উদ্দিন আহমেদ কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করে? - এ বিষয়টিকে চ্যালেঞ্জ করে সে সময়ে সুপ্রীম কোর্টে রিট করা হয়েছিল। এছাড়া ইয়াজ উদ্দিন আহম্মেদের তত্ত্ববধায়ক সরকারের প্রধান হওয়া এবং কিভাবে কার্যক্রম পরিচালনা করেন? - এ বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে আরও দুইটি রিট করা হয়। 

সূত্র জানায়, এসব রিটের রায় হওয়ার কথা ছিল ২০০৬ সালের ৩০ নভেম্বর। যখন রিটের রায় হওয়ার সময় হলো, তখন বিএনপির মনোনীত তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ছিলেন, তিনি আদালত থেকে সব নথি তুলে নিয়ে আসেন তার কাছে এবং এ রায় ঘোষণা বন্ধ করে দেন। এই নজিরবিহীন ঘটনায় আইনজীবীরা তখন প্রতিবাদ জানাতে গেলে বিএনপি-জামায়াত সম্মিলিতভাবে ওইসব আইনজীবীদের ওপর আক্রমণ করে। সে সময় ২০০৬ সালের ৩০ নভেম্বর সুপ্রীম কোর্টে ভাঙচুর, হুলুস্থুল এবং আগুন লাগিয়ে দেয় বিএনপি-জামায়াতপন্থীরা। এসব ঘটনা ঘটিয়ে রিটকারী আইনজীবীদের কাঁধে দোষ চাপানো হয়।    

এদিকে গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বিএনপি এবং জামায়াত পন্থীদের ভাঙচুর-সন্ত্রাসের ঘটনা এবং গতকাল বুধবার (১৫ মার্চ) নির্বাচন বানচালের জন্য ভাঙচুর ও সন্ত্রাসের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সাব-কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুনিরুজ্জামান। এই মামলায় (মামলা নং ৩০/১১৫, তারিখ: ১৫ মার্চ) বিএনপিপন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রহুল কুদ্দুস কাজল, কামরুল হাসান সজলসহ ১২ জনকে আসামী করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে সূত্রগুলো বলছে, ২০০৬ সালে এসব ঘটনা ঘটিয়ে দেশে ১/১১ আনার একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। এখন বিএনপি আবার যে তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা বলছে, আন্দোলন করছে, সুপ্রীম কোর্টে আবার ভাঙচুর করেছে, সে কারণেই আবার ১/১১ সৃষ্টি করতেই একই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত। কেননা গত দুই দিনে সুপ্রীম কোর্টে যে ঘটনা ঘটানো হয়েছে, তা ছিল পূর্ব পরিকল্পিত এবং এক ধরনের নাশকতামূলক। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এ ধরনের পূর্ব পরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছে।      

জানা গেছে, জোট সরকারের আমলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ ও কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জ করে হাইকোর্ট দায়ের করা তিনটি রিট আবেদনের শুনানির কার্যক্রম হাইকোর্ট থেকে রুল জারি করার পূর্ব মুহূর্তে প্রধান বিচারপতি স্থগিত করে দেন। ২০০৬ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছের হোসেন একটি রিট স্থগিত করেন। এ ঘটনায় আইনজীবীরা প্রতিবাদ জানালে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা ওই আইনজীবীদের ওপর চড়াও হয় এবং আক্রমণ করে। এ সময় তারা আদালতে ভাঙচুর এবং অগ্নি সংযোগ ঘটায়। এ সময় তারা সুপ্রীম কোর্টের আপিল বিভাগ, প্রধান বিচারপতির কক্ষ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও ভাংচুর করে। 

এছাড়াও, একদল আইনজীবী প্রধান বিচারপতিকে না পেয়ে তার চেম্বারে অতর্কিতে ঢুকে পড়েন এবং দরজা-জানালার কাঁচ ভাংচুর করেন। সে সময়ে আইনজীবী নেতৃবৃন্দ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপরে আইনজীবীরা আপিল বিভাগের এক নম্বর এজলাসকক্ষে (প্রধান বিচারপতির কোর্ট) ঢুকে চেয়ার ভাংচুর করে। প্রধান বিচারপতির এজলাসের আসবাবপত্র, চেয়ার-টেবিল, ফাইলপত্র ও ফ্যান ভেঙে তছনছ করে। পরে বিক্ষুব্ধ আইনজীবীরা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দরজা ভাংচুর করে। ওই দিন এক পর্যায়ে বিএনপি-জামায়াতপন্থী এবং তাদের বিপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি-জামায়াত দীর্ঘ দিন ধরেই সরকারকে বিতর্কিত করা এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে চলেছে। দেশের সর্বোচ্চ আদালতে যে ঘটনা ঘটানো হয়েছে, তা নিঃসন্দেহে পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। এর আগেও বিএনপি জামায়াত পঞ্চগড়ের আহমদিয়া (কাদিয়ানি) সম্প্রদায়ের ওপরও হামলা চালিয়েছিল। এটাও ছিল পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অংশ। এর আগেও বিএনপি- জামায়াত দেশকে অস্থিতিশীল করে তুলতে দেশের বিভিন্ন  স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। গত দুই দিনে সুপ্রীম কোর্টে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, তা-ও একই ষড়যন্ত্রের অংশ। এখন দেখার বিষয় হলো নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে বিএনপি-জামায়ত কি ফল পায়?


সর্বোচ্চ আদালাত   ভাঙচুর   সন্ত্রাস   ২০০৬ সাল   পুণরাবৃত্তি   বিএনপি   জামায়াত   সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি   নির্বাচন  


মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের ব্যালট ছিনতাই-ভাঙচুর, মামলা

প্রকাশ: ০৬:৩৫ পিএম, ১৬ মার্চ, ২০২৩


Thumbnail

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩- ২৪ সালের নির্বাচন ১৫ ও ১৬ মার্চ। পূর্ব নির্ধারিত তারিখ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দ্বিতীয় দিনের ভোট গ্রহণ অনষ্ঠিত হয়েছে। এর আগে আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের জন্য গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়। আজ বৃহস্পতিবার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণের দিনও বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে আবারও হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সকাল থেকেই টানা মিছিল ও শ্লোগানে উত্তাল হয়ে ওঠে সুপ্রীম কোর্ট এলাকা।

এদিকে গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বিএনপি এবং জামায়াত পন্থীদের ভাঙচুর-সন্ত্রাসের ঘটনা এবং গতকাল বুধবার (১৫ মার্চ) নির্বাচন বানচালের জন্য ভাঙচুর ও সন্ত্রাসের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সাব-কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুনিরুজ্জামান। এই মামলায় (মামলা নং ৩০/১১৫, তারিখ: ১৫ মার্চ) বিএনপিপন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রহুল কুদ্দুস কাজল, কামরুল হাসান সজলসহ ১২ জনকে আসামী করা হয়েছে বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১৪ মার্চ) রাতে রাত ৮টার দিকে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বানচালের জন্য রাত ৮ টার দিকে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির তৃতীয় তলায় কনফারেন্স রুমে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এবং মোহাম্মদ রহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে শতাধিক আইনজীবী বেআইনী প্রবশ করে ভাঙচুর, ব্যালট চুরি এবং ভয়ভীতি প্রদর্শন করে। 

মামলার অভিযোগে আরও বলা হয়, ১৫ মার্চ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী কর্তৃক বড় ধরনের নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সম্ভাবনার আগাম গোয়েন্দা তথ্য থাকায় সুপ্রীম কোর্ট চত্বরে পুলিশ এব এপিবিএন ফোর্স মোতাযেন করা হয়। এদিন নির্বাচন কমিশন কার্যক্রম শরু করতে গেলে, সকাল থেকেই বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রুহুল কুদ্দুস কাজল, সাংবাদিক, আইনজীবী ও বহিরাগতদের নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে  নির্বাচন কার্যক্রমে বাধার সৃষ্টি করতে আক্রমনাত্মক আচরণ শুরু করে।            

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা দফায় দফায় বিক্ষোভ করছেন। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের মুখে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এদিকে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আজও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারী পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পাঁচ শতাধিক পুলিশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে। সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভোটগ্রহণ হচ্ছে। এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে আন্দোলন করছেন তারা।

বুধবার ( ১৫ মার্চ) যা ঘটেছিল

দিনভর হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ, ভাংচুর, পাল্টাপাল্টি মিছিল আর শ্লোগানের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভোটগ্রহণ হয়। নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা ভোট প্রদান করলেও ভোট প্রদান থেকে বিরত থেকেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল (বুধবার) দুপুর থেকে শুরু হওয়া ভোটে দুই হাজার ২১৭ আইনজীবী ভোট দিয়েছেন বলে জানান আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক খান মোহাম্মদ শামীম আজিজ।

নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের কারণে নির্ধারিত সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু করা যায়নি। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়। সকাল পৌনে ১০টা থেকে ভোটকেন্দ্রে অবস্থান নেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে শ্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময় বিএনপিপন্থী আইনজীবীদের মিলনায়তনের ভেতর থেকে বের করে দেয় পুলিশ। পুলিশের লাঠিচার্জে আইনজীবী ও সাংবাদিকসহ প্রায় ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুপুর ১২টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। পরে একাধিকবার বিএনপিপন্থী আইনজীবীরা সংগঠিত হয়ে ভোটকেন্দ্রের দিকে বিক্ষোভ নিয়ে এগিয়ে আসেন। পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে বারবার তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে বিকেল ৩টার দিকে প্রেস ব্রিফিং করেন বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থী। এরপর সাড়ে ৩টার দিকে তারা মিছিল নিয়ে সমিতি প্রাঙ্গণে থাকা ভোটের প্যান্ডেলের দিকে যান। এক পর্যায়ে প্যান্ডেল ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পরপরই শ্লোগানসহ পাল্টা মিছিল করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের মিলনায়তনের দিকে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তাদের আবারও ধাওয়া করে পুলিশ। এমন পরিস্থিতির মধ্য দিয়ে সমিতির দুই দিনব্যাপী ভোটগ্রহণের প্রথম দিন অতিবাহিত হয়।


সুপ্রীম কোর্ট   বার নির্বাচন   বিএনপি   জামায়াত  


মন্তব্য করুন


বিজ্ঞাপন