কালার ইনসাইড

কোথায় জনপ্রিয়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৯ পিএম, ১৬ এপ্রিল, ২০১৮


Thumbnail

আমাদের জনপ্রিয় অনেক অভিনয় শিল্পীকে যেমন ছোট পর্দায় দেখা যায়, একই সঙ্গে তাদের দেখা মেলে বড় পর্দাতেও। বিজ্ঞাপনও বাদ যায় না। এই কয়েক মাধ্যমের বদৌলতে শিল্পী কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পারেন? দুজনার উদাহরণ দিয়েই শুরু করা যাক। পূর্ণিমা ও আমিন খান। বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় দুজন নায়ক- নায়িকা। ছোট পর্দায় ব্যস্ত হয়ে পড়লেন। সেই ব্যস্ততা কাটিয়ে আর বড় পর্দায় ফেরা হয়নি। বড় পর্দায় এখন তাদের সলো ক্যারিয়ার নেই বললেই চলে। এর বিপরীতেও কথা বলা যায়। চঞ্চল চৌধুরি, আনিসুর রহমান মিলন, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান, অপর্ণারা দু পর্দাতেই নিয়মিত অভিনয় করছেন। এরা সবাই ছোট পর্দায় জনপ্রিয়। বড় পর্দায় প্রশংসিত। কিন্তু ব্যবসাসফল নয়।বলতে গেলে পৃথিবীর কোথাও এমন রেওয়াজ নেই। একই সঙ্গে তিন মাধ্যমে কাজ করে। তাও সবাই মূল চরিত্রে। যার ফলে তাদের সিনেমার জন্য একটা সাধারণ বিষয় হয়ে গেছে আলোচিত হয়, প্রশংসিত হয় কিন্তু ব্যবসায়িক সফলতা নেই।

কথা হতে পারে ‘আয়নাবাজি’ কিংবা মমর ‘ছুয়ে দিল মন’ নিয়ে। ব্যবসায়িক সফলতার পেছনে নায়ক-নায়িকাই একমাত্র কারণ ছিলেন না। কথা হতে পারে এক হুমায়ূন ফরিদীও তো দু মাধ্যমে সমান জনপ্রিয় ছিলেন। কিন্তু তিনি মূল চরিত্রে ছিলেন না। হয়তো তাই তার অভিনয় দিয়ে তিনি উৎরাতে পেরেছেন। দু মাধ্যমেই মূল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা ধরে রেখেছে। এমন উদাহরণ নেই বললেই চলে।

একটা সময় গেছে, যখন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল বড় পর্দা। সময়ের সঙ্গে সঙ্গে যে কারণেই হোক, বড় পর্দার সে জায়গা অনেকটাই দখল করে নিয়েছে ছোট পর্দা। তাইতো এফডিসি ঘরানা আর ছোট পর্দা থেকে বড় পর্দায় যাওয়া শিল্পীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে নীরবে। যা ডিপজলের মতো ব্যক্তিরা কখনো কখনো প্রকাশ্যেও নিয়ে আসে। ছোট পর্দায় সালমান শাহও ছিলেন। কিন্তু বড় পর্দায় নিয়মিত হয়ে ছোট পর্দায় তেমন দেখা যায়নি। জয়া আহসান সহ এমন অনেকেই আছেন ছোটপর্দা থেকে বড়পর্দায় গিয়ে দু মাধ্যমে নিয়মিত করেননি। সেক্ষেত্রে তারা সফলও বড় পর্দায়। 

বিদ্যা সিনহা সাহা মীম বলেন,‘ আমার প্রথম কাজ বড় পর্দার হলেও আমার শুরু কিন্তু ছোট পর্দা দিয়ে। আমি তাই দুই পর্দাকেই সমান প্রাধান্য দিয়ে একটা সময়ে কাজ করেছি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কোনো একটা বেছে নিতে হয়েছে। সে ক্ষেত্রে আমি বড় পর্দা বেছে নিয়েছি। দু-মাধ্যমে কাজ করলে আসলে বানিজ্যিক সফলতা পাওয়া বেশ মুশকিল।’

সুমাইয়া শিমু বলেন,‘এ প্রসঙ্গে আমি বলব, প্রতিটি দেশের সেরা শিল্পী কলাকুশলীরা বড় পর্দায় কাজ করেন। নতুনেরা সেখানে কাজ করার স্বপ্ন দেখে। আমাদের এখানে পরিস্থিতি ভিন্ন। আমরা যারা ছোট পর্দায় কাজ করি, তারা সামাজিক সম্মানটা কিন্তু একটু বেশি পাই। তাই অনেক অভিনয়শিল্পীরাই হয়তো বড় পর্দায় যেতে চায় না। ’

মোশাররফ করিম বলেন, ‘আমরা যে বিশেষ ছোট পর্দামুখী দর্শকশ্রেণীর কথা বলছি, তারা কিন্তু কখনোই কাউকে দেখার জন্য হলে যাবে না। গেলে যাবে পুরো সিনেমাটা কেমন হয়েছে, সেটা দেখতে যায় সাধারনত। আমার বিশ্ববিদ্যালয়ে পড়া ভক্তরা যে টিকিট কেটে আমাকে দেখতে যাবে। সেটা আমি কুব বিশ্বাস করি না। কারণ আমাকে নিয়মিতই টিভি পর্দায় দেখা যায়। আর একটা ব্যাপার হচ্ছে, আমির খান বছরে এক-দুইটা ছবি করেন। আর আমাদের সবচেয়ে পপুলার নায়ক তার কিন্তু একটা সময়ে প্রতি সপ্তাহে সিনেমা মুক্তি পেত। সেগুলো জনপ্রিয়তাও পেত। ছোট পর্দার ক্ষেত্রেও তা-ই। আমরা যতই নিয়মিত টিভিতে অভিনয় করি। একটা দর্শক সেখানে আমাদের আছে। কিন্ত ‍সেটা বড় পর্দায় নেই। সেটা শাকিব খানের আছে বলেই তার ছবি ব্যবসাসফল হয়। আমরা আশাও করি না যে আমাকে দেখে দর্শক হুমড়ি খেয়ে পড়বে। আমাদের প্রত্যাশা একটা ভালো গল্পে অভিনয় করলাম। সেখানে নিজেকে কতটা তুলে ধরতে পেরেছি।’

বাণিজ্যিক ছবির পরিচালক পরিচালক বদিউল আলম খোকন বলেন,‘ এটা সত্যি কথা। যদি কারও বড় পর্দায় অভিনয় করতে হয়। তাহলে এখানে তার নিয়মিত হতে হবে। অন্য কোথাও আর ঢু মারা চলবে না। তাতে নিজেরই ক্ষতি।’

বাংলা ইনসাইডার/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলীর উপযুক্ত চিকিৎসার দরকার, বললেন অপু বিশ্বাস

প্রকাশ: ০৬:১৮ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢালিউড প্রাঙ্গণের সুপারস্টার খ্যাত শাকিব খানের সাথে শবনম বুবলী ও অপু বিশ্বাসের গভীর সম্পর্কের কথা এখন সবার মুখে মুখে। দুজনই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক ঘরনি ও অভিনেতার দুই সন্তানের মা। ভিন্ন মেরুতে অবস্থান করলেও মাঝেমধ্যেই অপু-শাকিব-বুবলী এই ত্রয়ীর সমীকরণ নিয়ে চর্চা উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবরের শিরোনাম হন তারা।
 
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন বুবলী।  বলছেন, 'আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী। তার সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয়।'

বুবলীর বক্তব্য প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হেসে দেন অপু বিশ্বাস। হাসতে হাসতে তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগাপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না।’

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’
 
তিনি আরও বলেন, ‘এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই-বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’
 
সবশেষে অপু বলেন, ‘এখন আমরা একটা পর্যায়ে আছি। আমাদের কথাবার্তা যেন যথাযথ হয়, খেয়াল রাখা উচিত। এখন এসব কথা হাস্যকর মনে হয়। অতি ভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি ওনার সুস্থ থাকা দরকার।’


অপু বিশ্বাস   শবনম বুবলী   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তামান্না ভাটিয়াকে ভারতীয় সাইবার সেলে তলব

প্রকাশ: ০৪:০৪ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন বলিউডেরও পরিচিত মুখ। বেশ দাপুটের সঙ্গে কাজ করছেন তিনি। ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন। কিন্তু এরই মধ্যে বিপাকে পড়লেন এ তারকা। তাকে তলব করেছে ভারতের মহারাষ্ট্র সাইবার সেল।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাইবার সেলের কর্মকর্তারা জানিয়েছেন, মহাদেব অনলাইন গেমিং এবং বেটিং অ্যাপ্লিকেশনের একটি সহায়ক অ্যাপে আইপিএল ম্যাচ দেখার জন্য কথিত প্রচারের জন্য তলব করা হয়েছে তামান্নাকে।

দক্ষিণী এই নায়িকাকে আগামী ২৯ এপ্রিল মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। সেখাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এর আগে, গত বছরও কিছু আইপিএল ম্যাচ অ্যাপে অবৈধভাবে স্ট্রিম করা হয়েছিল। এ ব্যাপারে একটি অভিযোগও রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেই মামলায় সাক্ষী হিসেবে তার বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হয়েছে।

ইতোমধ্যে এ মামলায় মহারাষ্ট্র সাইবার সেল গায়ক বাদশা, অভিনেতা সঞ্জয় দত্ত ও জ্যাকলিন ফার্নান্দেজের ম্যানেজারদের বক্তব্য নিয়েছে। আর মহাদেব অ্যাপটি অবৈথ অর্থ লেনদেন এবং বাজি ধরার জন্য বিভিন্ন তদন্ত সংস্থার মনিটরিংয়ে রয়েছে।

প্রসঙ্গত, তামান্না ভাটিয়া ‘বাহুবলী’ এবং নেটফ্লিক্স অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ-২’ এর জন্য দর্শকমহলে বহুল পরিচিত।


তামান্না ভাটিয়া   ভারতীয় সাইবার সেল   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বাংলাদেশের 'নীল জোছনা' সিনেমায় পাওলি দাম

প্রকাশ: ১০:২২ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশের সরকারি অনুদানের 'নীল জোছনা' সিনেমায় অভিনয় করবেন ভারতের অভিনেত্রী পাওলি দাম। 

মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস 'নীল জোছনার জীবন' অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি।

সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। তার বিপরীতে কে থাকছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। 

গত বুধবার (২৪ এপ্রিল) পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান।

তিনি বলেন, 'প্রায় ৬ বছর আগে 'নীল জোছনা' সিনেমার কাজ শুরু করেছিলাম। এরপর ২০১৯ সালে করোনা এবং আমার আরেকটি সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল।

এরপর আবার গত বছরের শুরু থেকে কাজ শুরু করি। সিনেমার দৃশ্যধারণ শুরু হবে মে মাসের শেষ দিকে।' 


পাওলি দাম   নীল জোছনা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

প্রকাশ: ১০:২৪ এএম, ২৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর নেতৃত্বে গণমাধ্যমকর্মীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিএফডিসি'র টেলিভিশন ক্যামেরাম্যান জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) উদ্যোগে বিএফডিসি'র সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তৃতা রাখেন বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিইউজের নব-নির্বাচিত অন্যতম সভাপতি সাজ্জাদ আলম তপু, সোহেল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রব, বাচসাস'র সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা নানাক্ষেত্রে আজ নির্যাতিত। তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদের আমরা মননশীল করি। কিন্তু তারা যখন মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তারা সমাজে কী বার্তা দেন নারকীয় এই হামলার নেতৃত্ব দেওয়া জয় চৌধুরী শিবা শানু, ও আলেকজান্ডার বো'সহ জড়িত সবাইকে শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিলসহ আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধন থেকে বক্তারা।

মানববন্ধনে আরও অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিনোদন বিটের সাংবাদিকরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজান্ডার বো'র নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এতে প্রায় ২০ জন সাংবাদিক আহত হন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। এ ঘটনার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিনোদন সাংবাদিকসহ নানা বিটে কর্মরত সাংবাদিকরা।

এদিকে, ঘটনার তদন্তের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের পক্ষ থেকে পাঁচজন করে রাখা হয়েছে। আর উপদেষ্টা হিসেবে আছেন প্রযোজক আরশাদ আদনান। দশ জনের তদন্ত কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তৌকির, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর, ডি এ তায়েব, নানাশাহ, রুবেল, রত্না।


সাংবাদিকদের ওপর হামলা   এফডিসি   মানববন্ধন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়া

প্রকাশ: ০৯:৪৯ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে ঢালিউড-টালিউড মাতিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই দর্শকদের হৃদয় ছুঁয়ে যান তিনি।

কাজের পাশাপাশি এই অভিনেত্রীর ঘরের খবর পেতেও মুখিয়ে থাকেন দর্শক। কবে বিয়ে করছেন, কেন একা থাকেন এসব জানার খুব শখ তাদের। বরাবরই তিনি মুখে কুলুপ এঁটে ছিলেন। তবে এবার সবকিছু নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে জয়া কথা বলেছেন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে।

বিয়ে নিয়ে জয়া বলেন, বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারা আছেন। আমি খুবই এনজয় করি।

একাকী জীবনযাপন নিয়ে এ অভিনেত্রী বলেন, আমি তো কোনোকিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হবো। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি চারদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই।

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন জয়া। এটি নির্মাণ করবেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ।


জয়া আহসান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন