মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) বসানোর প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। কিন্তু ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেট বা মেট্রোরেল কোম্পানি এই ভ্যাট দিতে চায় না। তাদের যুক্তি, মেট্রোরেলে অভিজাত শ্রেণি ভ্রমণ করে না, সাধারণ মানুষ ভ্রমণ করে।
জানা গেছে, গত ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (মেট্রোরেল কোম্পানি) চিঠি দেন। ওই চিঠিতে শীতাতপনিয়ন্ত্রিত কোচ হিসেবে মেট্রোরেল চলাচলকারী যাত্রীদের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়।
চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা মেট্রোরেল কোম্পানি ওই চিঠির জবাব দেয়। জবাবে বলা হয়, মেট্রোরেলে সব শ্রেণির মানুষ একই ভাড়া দিয়ে ওঠেন। তাই এ ধরনের পরিবহনে ভ্যাট প্রযোজ্য হবে না। মেট্রোরেল কোম্পানির এই জবাব পাওয়ার পর সম্প্রতি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে এ-সংক্রান্ত নির্দেশনা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে। এখনো নির্দেশনা মেলেনি।
ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। ঢাকার মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এবং এটি গণপরিবহন।
এ বিষয়ে ঢাকা মেট্রোরেল কোম্পানির পরিচালক ও কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে বলেন, ‘ভ্যাট আইন অনুযায়ী রেলের শীতাতপনিয়ন্ত্রিত কোচের বা এসি টিকিটের ওপর ভ্যাট আরোপ আছে। এ ক্ষেত্রে দর্শনটি হলো, একই ট্রেনে নন-এসি টিকিটও আছে। টিকিটেও শ্রেণি বিভেদ আছে। সাধারণত অভিজাত শ্রেণির যাত্রীরা এসি টিকিট কাটেন। তাঁদের ক্ষেত্রে ভ্যাট আরোপ ঠিক আছে। ’
কিন্তু মেট্রোরেলে সবার জন্য একই মূল্যের একই ধরনের টিকিট- এ কথা উল্লেখ করে মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘আমাদের উদ্দেশ্য, নিম্ন আয়, নিম্নমধ্যম আয়ের মানুষসহ সব শ্রেণির মানুষ মেট্রোরেলে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাবেন। তাই ভ্যাট আরোপ করা ঠিক হবে না। ’
ভ্যাট আরোপ করলে মেট্রোরেলের ভাড়া আরও বাড়বে বলেও উল্লেখ করেন ঢাকা মেট্রোরেল কোম্পানির পরিচালক।
মেট্রোরেল টিকিট কর এনবিআর কোম্পানি না
মন্তব্য করুন
মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস
উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর
অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (২৬ মার্চ) সকালে গণভবনে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর
অবমুক্ত করেন তিনি।
এসময়
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার,
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
মাহবুব আলী এবং প্রধানমন্ত্রীর
কার্যালয়ের সচিব ও সংশ্লিষ্ট
মন্ত্রণালয়ের সচিবদ্বয়সহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস স্মারক ডাকটিকিট ডাকটিকিট প্রধানমন্ত্রী
মন্তব্য করুন
বাংলাদেশ পুলিশ
মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘স্বাধীনতা কীভাবে এলো তা
ভুলতে বসেছিল একটি প্রজন্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ
করেন তারপর থেকে আবারও দেশের চাকা যেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।’
আজ রবিবার
(২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর রমনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে
পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন,
‘একটা প্রজন্ম বঙ্গবন্ধুকে ছিলেন সেটা ভুলতে বসেছিল। সেই অবস্থা থেকে দেশকে এবং জাতিকে
স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন
করা শুরু করেছি। আজকে পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর
মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন অফিসার ও তাদের পরিবার যারা এখানে আসবেন তারা
দেখবেন বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে।’
তিনি বলেন,
‘বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল
সেই সম্পর্কে আগামী প্রজন্মের শিশুদের মধ্যে জানার আগ্রহ সৃষ্টি হবে।’
পরে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন আইজিপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন
টানা ৯ মাস
রক্তক্ষয়ী যুদ্ধ আর ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের
এই স্বাধীনতা। জাতির অহংকার আর গৌরবে গাঁথা আজকের এই দিন। তাই তো বাঙালি জাতি আজ ফুলেল
শ্রদ্ধায় স্মরণ করছে বাংলা মায়ের দামাল ছেলেদের। আজ শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে জাতির
শ্রেষ্ঠ সন্তানদের বেদি।
আজ ভোর ৫টা ৫৬
মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা
জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। এরপর
দলে দলে ফুলেল শ্রদ্ধাঞ্জলি
নিয়ে প্রবেশ করতে থাকেন বিভিন্ন
রাজনৈতিক সংগঠন, দেশি-বিদেশি কূটনীতিক,
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
তাদের শ্রদ্ধায় সিক্ত হয় বীর শহীদরা।
জাতীয়
স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত
করার পর দলে দলে
শ্রদ্ধার ফুল নিয়ে মানুষ
সৌধ প্রাঙ্গণে প্রবেশ করেছে। শ্রদ্ধার ফুলে ধীরে ধীরে
বেদি ভরে যাচ্ছে। শ্রদ্ধা
নিবেদনে সুবিধার্থে বেদি থেকে ফুল
অপসারণ করা হচ্ছে।
এদিকে
স্বাধীনতার এই ক্ষণে জাতীয়
স্মৃতিসৌধের চারপাশে ছিল আনন্দঘন পরিবেশ।
সকাল থেকেই ফেরিওয়ালা ও হকাররা তাদের
স্থান দখল করে নিয়েছে।
অনেকে ঘুরে ঘুরে স্বাধীন
বাংলার লাল-সবুজের পতাকা
বিক্রি করছেন। কেউবা গালে পতাকা ও
স্বাধীনতার প্রতীকী চিহ্ন এঁকে ঘুরে বেড়াচ্ছেন
সৌধ প্রাঙ্গণে।
মন্তব্য করুন
২৫ মার্চ গণহত্যা
দিবসকে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভের জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২৬
মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে
সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন,
মার্চের প্রতিটি দিনই আমরা গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করি। স্বাধীনতা দিবস ও তার
আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কালো রাতকে গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। বাংলাদেশের
এই গণহত্যার ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।
সেদিন রাতেই
১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আসলো আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে
২৬ মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।
মন্ত্রী বলেন,
সারা বিশ্বের কাছে গণহত্যা দিবস পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
একইসঙ্গে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, হত্যা করেছিলেন তাদের আমরা বিচারের মধ্যে
এনে শাস্তির ব্যবস্থা করেছি।
বঙ্গবন্ধুর
খুনিদের কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকেও ফিরিয়ে আনার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন
দেশের সঙ্গে যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি অচিরেই তাদেরকে নিয়ে আসার জন্য এবং তাদের
ফাঁসির রায় কার্যকর করার জন্য।
মন্তব্য করুন
আজ ২৬ মার্চ, বাংলাদেশের
মহান স্বাধীনতা দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত
দিন এটি। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের
জনপ্রিয় সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন গুগল। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের
লাল-সবুজ পতাকা।
বাংলাদেশ
থেকে যে কেউ কোনো
কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ
করলেই বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টিনন্দিত এ ডুডল দেখতে
পাবেন। আর এর উপর
ট্যাপ করলে লেখা উঠছে
‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩’।
আর তাতে ক্লিক করলেই
বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত
ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।
বিশেষ
কোনো দিন, বিশেষ কোনো
ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের
ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ
নকশার যে লোগো তৈরি
করে গুগল, তাকেই বলা হয় ডুডল।
তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান
স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে
জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন।
গুগল ডুডল স্বাধীনতা দিবস ২৬ মার্চ
মন্তব্য করুন