মন্তব্য করুন
কুড়িগ্রাম জেলা কারাগারে এরশাদুল (২৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে ওই আসামিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম
জেলা কারাগারের জেলার আবু ছায়েম হাজতি
মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
জানা
যায়, গত বৃহস্পতিবার (১
জুন) মাদক পরিবহনের সন্দেহে
ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে
আটক করে। নিহতের পরিবারের
দাবি, ওইদিন আটকের পর পুলিশ এরশাদের
কাছে কিছু পায় নি।
পুলিশ তাকে ‘শারীরিক নির্যাতন’ করেছে। এ কারণে কারাগারে
থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এরশাদুল
(২৪) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত
আঙ্গারিয়া গ্রামের মৃত শওকত আলীর
ছেলে। এলাকায় তিনি চিহ্নিত মাদক
ব্যবসায়ী বলে জানা গেছে।
তার নামে একাধিক
মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ভূরুঙ্গামারী
থানা পুলিশ।
নিহতের
বড় বোন শিউলি বেগম
অভিযোগ করে বলেন, নতুন
বউ নিয়ে সীমান্ত এলাকা
দেখতে গেছেন তারা। একটি অটোরিকশায় পরিবারের
অনেক ছিলেন। পথে পুলিশ তাদের
অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালায়।
এ সময় তাদের কাছে
কিছু না পাওয়ায় তাদের
সাথে পুলিশের কথা কাটাকাটি হয়।
পুলিশ এসে তাকে ধরে
পেটাতে পেটাতে নিয়ে গেছে। আমার
ভাইয়ের কাছে কোনও কিছু
পায় নাই। থানায় নিয়ে
গিয়ে আবার পিটিয়েছে। আমার
ভাই তর্ক করেছে বলে
তার জীবন নষ্ট করে
দিতে চেয়েছে। আমার ভাইকে টর্চার
করার কারণে সে মারা গেছে।
আমরা এর বিচার চাই।’
এরশাদের
স্ত্রী আদুরি বেগম বলেন, ‘আমার
স্বামীর সাথে অন্যায় হইছে।
আমি এর বিচার চাই।’
ভূরুঙ্গামারী
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল
ইসলাম বলেন, ‘এরশাদকে আটকের সময় সে পুলিশের
সাথে ধস্তাধস্তি করে পড়ে গিয়ে
আঘাত পায়। এজন্য তাকে
হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া
হয়। পরে তাকে ১৫১
ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কোন প্রকার
নির্যাতন করা হয়নি।
কুড়িগ্রাম
জেলা কারাগারের জেলার আবু সায়েম জানান,
ওই আসামিকে হাসপাতালের কাগজসহ (চিকিৎসাপত্র) কারাগারে পাঠানো হয়েছিল। কাগজে ফিজিক্যাল এ্যাসল্ট লেখা ছিল। আমরা
তাকে কারা হাসপাতালে রেখেছিলাম।
শনিবার দুপুরে সে অসুস্থ্য হয়ে
পড়লে তাকে কুড়িগ্রাম জেনারেল
হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
মন্তব্য করুন
নীলফামারীর
চিলাহাটি থেকে রাজধানী ঢাকার
পথে নতুন যাত্রীবাহী ট্রেন
‘চিলাহাটি এক্সপ্রেস’ এর উদ্বোধন করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার
সকাল ১০টার দিকে গণভবন থেকে
ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন এই
আন্তঃনগর টেনের উদ্বোধন করেন সরকারপ্রধান।
উদ্বোধনী
অনুষ্ঠানে গণভবন প্রান্তে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো.
হুমায়ুন কবির ছাড়াও সংশ্লিষ্ট
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নীলফামারী প্রান্তে অন্যদের মধ্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ
সদস্য আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ
রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর
‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি
থেকে ছেড়ে বিকাল ৩টা
১০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার সোয়া ৪টায়
কমলাপুর থেকে ছেড়ে রাত
১টায় চিলাহাটি পৌঁছবে। আর এ ট্রেনের
সাপ্তাহিক ছুটি ঘোষণা করা
হয়েছে শনিবার। অর্থাৎ শনিবার ছাড়া সপ্তাহে ছয়
দিন ট্রেনটি এ রুটে চলাচল
করবে।
মন্তব্য করুন
নারায়ণগঞ্জের
সোনারগাঁও থেকে মো. সেন্টু
মিয়া (৩২) নামের এক
চিহ্নিত পরিবহন ডাকাত ও চাঁদাবাজকে আটক
করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আটককৃত
মো. সেন্টু মিয়া সোনারগাঁয়ের সোনাখালি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
শনিবার
(৩ জুন) রাতে উপজেলার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ী এলাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী
একটি পরিবহন বাস থেকে ভয়ভীতি
দেখিয়ে জোরপূর্বক ক্যাশ লুটকালে তাকে আটক করা
হয়। এসময় তার নিকট
থেকে লুটকরা ৫ হাজার ৫০০
টাকা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো.
ইব্রাহিম জানান, সেন্টু দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে চাঁদাবাজি করে আসছিল। উত্তরবঙ্গের
যানবাহনগুলো থেকে ক্যাশবাক্স লুট
করা তার প্রধান টার্গেট
ছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের
বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা
রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
মোবাইল ফোন
কানের দিয়ে রেললাইনে হাঁটা এবং রেলগেট পড়ার পরও গাড়ি চলাচলের বিষয়ে সতর্ক থাকার
আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,
রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এর ফলে অল্প খরচে মানুষ যাতায়াত করতে
পারে। আরামদায়ক ভ্রমণ করতে পারে।
রোববার (৪জুন)
সকালে গণভবন থেকে ভার্চুয়ালি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন উদ্বোধন
অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,
রেল দুর্ঘটনা ঘটে, ভারতে কী ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। এরকম দুর্ঘটনা
সচরাচর চোখে দেখা যায় না। একসঙ্গে তিনটি রেল দুর্ঘটনা কবলিত হয়ে ২৮৮ জন মারা গেছেন।
আমি তাদের ও পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
চিঠি দিয়ে শোক বার্তা জানিয়েছি। এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের দুজন বাংলাদেশিও আহত
আছেন। এমন ভয়াবহ দুর্ঘটনা সত্যি চিন্তার বিষয়।
মন্তব্য করুন
নারায়ণগঞ্জের
রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে
আগুনের ঘটনা ঘটেছে। এতে
জাহাজে থাকা ৬ শ্রমিক
দগ্ধ হয়েছেন।
রোববার (৪ জুন)
রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি
এলাকার শীতলক্ষ্যা নদীতে এই আগুনের ঘটনা
ঘটে।
দগ্ধরা
হলেন- মো. হুমায়ুন (৫৪),
মো. ইমতিয়াজ (৪২), মো. রুবেল
(৩৮), মো. সোহেল(৩৮),
মো. ইমন (৩৫), মো.
রাকিব (২৪)।
অগ্নিকাণ্ডে
দগ্ধ ছয় জনকে মুমূর্ষু
অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি
নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির
ইনচার্জ মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান
জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই
নামের একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের
শিখা ২০ থেকে ৩০ ফুট উপরে উঠে যায়। এ সময় জাহাজে থাকা সব শ্রমিক দগ্ধ হন। পরে তাৎক্ষণিক
দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
খবর পেয়ে কাঞ্চন
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই জাহাজের আগুন নেভায়। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের
ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন।
মন্তব্য করুন