একটি
শক্তিশালী, আধুনিক ও প্রশিক্ষিত সশস্ত্র
বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, ‘সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছে। এর আওতায় সশস্ত্র বাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, যা নিঃসন্দেহে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও গতিশীল করবে। সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেতৃত্বের প্রতি গভীর আস্থা, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ।’
আজ (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। এসময় সশস্ত্র বাহিনী দিবস- ২০২৩ উপলক্ষে রাষ্ট্রপতি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সশস্ত্র বাহিনী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘যার নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সাতজন বীরশ্রেষ্ঠকে, যারা মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশ ও দেশের বাইরে পেশাগত দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের। তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করি। সশস্ত্র বাহিনীর যুদ্ধাহত সদস্য ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক। মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। তিন বাহিনীর সম্মিলিত এই প্রয়াস আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। তাই বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ২১ নভেম্বর এক স্মরণীয় দিন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাথা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’
রাষ্ট্রপতি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধ ও মহামারি মোকাবিলায়ও সশস্ত্র বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। কেবল দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা, সর্বোচ্চ শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করে চলেছেন।’
মহান
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্র ও নেতৃত্বের প্রতি
পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন
ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনীর গৌরব সমুন্নত রাখতে
সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন- এ প্রত্যাশা করেন
রাষ্ট্রপতি। এসময় তিনি সশস্ত্র
বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং বাহিনীসমূহের সব
সদস্য ও তাদের পরিবারবর্গের
অব্যাহত সুখ, শান্তি ও
সমৃদ্ধি কামনা করেন।
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস
মন্তব্য করুন
আসন্ন দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচন
বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। আজ রোববার (৩
ডিসেম্বর) সকাল ১১টায় নির্বাচন কমিশনে বৈঠকটি শুরু হয়।
ইসি কর্মকর্তারা
জানান, বৈঠকে সংস্থাটির নির্বাচনি বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচনি বিশ্লেষক
আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শার্লট এবং আইন বিশেষজ্ঞ রেবেকা কক্স উপস্থিত রয়েছেন।
বৈঠকে কোনো নির্বাচন কমিশনার উপস্থিত নেই। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের
নেতৃত্বে ইসির কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন।
এর আগে গত ২৯ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যৌথসভা করে ইইউ। বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ সংস্থাটির ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইসিকে তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়।
মন্তব্য করুন
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর
এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ রূপ নিয়েছে। ফলে দেশের সব সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত
জারি করছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে
পারে। রোববার (৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (১০) এই তথ্য জানানো
হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর
ফারুক জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি
আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১১.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং
৮২.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৭৫ কিলোমিটার
দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর
থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে
অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তরপশ্চিম
দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। পাশাপাশি ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে
বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে
৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এর কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর
বিক্ষুব্ধ রয়েছে।
এই অবস্থায় চট্টগ্রাম,
কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে
তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ
না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ সমুদ্রবন্দর ২ নম্বর সতর্কতা সংকেত
মন্তব্য করুন
জামালপুরে রেল ক্রসিং
অতিক্রম করার সময় পুলিশের একটি ভ্যানে ট্রেনের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহসান হাবিব
নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (৩ ডিসেম্বর)
ভোররাত ৪টার দিকে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল
আহসান হাবিবের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।
পুলিশ জানায়, ঢাকা
থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন রোববার (আজ) ভোর ৪টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা
এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার
পাশে ছিটকে পড়ে।
এ ঘটনায় ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রোববার সকাল পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন
গাজীপুরের কালিয়াকৈরে
চলন্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক দগ্ধ ও সহকারী আহত হয়েছেন।
জানা গেছে, রড বোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর)
ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকায় লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা
ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাক চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে টাঙ্গাইলগামী লেনে পৌঁছা মাত্র কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে ট্রাকটির পেছনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটির সামনের কেবিনের অংশ, বডি বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চলন্ত ট্রাকে আগুন দেওয়ায় চালক দগ্ধ ও সহযোগী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চালক ও সহকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দগ্ধ ট্রাকচালককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে
গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার
সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে তাদের একটি
ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশই
পুড়ে গেছে।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, কয়েকজন যুবক পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে রাখা
একটি খালি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাট
চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ
ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দল প্রধান
আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি সেতুর পশ্চিম পাশে দাঁড়িয়েছিল।
ট্রাকে কোনো মালামাল ছিল না। দুর্বৃত্তরা রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটির সামনের অংশে
আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে
পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
তিনি আরও বলেন, আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের
দিকে বেশকিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান আশরাফুল ইসলাম।
মহাদেবপুর উপজেলার ভিমপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র বলেন, আগুনে পুড়ে যাওয়া ট্রাকটির মালিক চকগৌরি এলাকার সাবের
আলী নামে এক ব্যক্তির। ট্রাকটি হাট চৌকগৌরি বাজারের পশ্চিমে আমজাদ চেয়ারম্যানের চাল
কলের সামনে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আমাদের ধারণা, অবরোধ সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আটক করা হবে। কারা এ ঘটনার সাথে জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। নবম দফা অবরোধ কর্মসূচির আগের রাতে মহাদেবপুরে ট্রাকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটলো।
মন্তব্য করুন
জামালপুরে রেল ক্রসিং অতিক্রম করার সময় পুলিশের একটি ভ্যানে ট্রেনের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহসান হাবিব নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিবের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।