ইনসাইড বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ০৯:৪০ পিএম, ২১ নভেম্বর, ২০২৩


Thumbnail

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‌‘সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে  তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।’

দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। 

রাষ্ট্রপতি আশা করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামীতেও দেশের উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম হবে।

রাষ্ট্রপতি   মো. সাহাবুদ্দিন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেতে ২৩ জনের আপিল

প্রকাশ: ০৪:২৫ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

মনোনয়ন বাতিল ও গ্রহণ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর)  থেকে শুরু হয়েছে প্রার্থীদের আপিল। সকাল থেকে আপিলের জন্য মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন করেছে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত ২৩ জন প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন।

রাজধানীর আগারগাঁও অবস্থিত নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী ক্যাম্পে এ আপিল আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে। 

মনোনয়নপত্র বাছাইয়ে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের কারও-কারও মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

বাছাইয়ে সারা দেশে যত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। নিয়মানুযায়ী, ১ শতাংশ ভোটারের সাক্ষর না দেয়া, ঋণ খেলাপি আয়কর রিটার্নে ক্রটির কারণে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রার্থিতা   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন   নির্বাচন কমিশন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল: ইসি আলমগীর

প্রকাশ: ০৩:৩০ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য যা দরকার, তাই তারা করেছেন। বিদেশিরা তাদের কার্যক্রমে এখন পর্যন্ত সন্তুষ্ট। 

নির্বাচন কমিশন কোনো চাপে আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশন কোনো চাপে নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে সবাই। সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধ পরিকর।

নির্বাচন   প্রশাসন   রদবদল   ইসি আলমগীর   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১১:৩১ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

বিশ্ব মানবিক মার্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলীত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৮দফার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন।

মঙ্গলবার সকাল ১০টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই মানববন্ধন করা হয়।

জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি মনো হরিজনের সভাপতি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. বাবুল বরিদাস, সাধারণ সম্পাদক দুলদুল হরিজন, সদস্য দিপু হরিজন, জয় হরিজন, সাজু হরিজন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন, জাতপাত ও পেশাত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্ত কর্মসূচির বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা দাবি জানান। 


জয়পুরহাট   দলিত   জনগোষ্ঠী   মানববন্ধন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চলন্ত অবস্থায় খুলে গেল বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি

প্রকাশ: ১০:২১ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটে জামালপুর চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুরের উদ্দেশে যাত্রা করে।

পথিমধ্যে সোমবার রাতে ট্রেনটি জামালপুর -চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ট্রেনের সর্বশেষ ১৬ ও ১৭ নম্বর বগির হুক খোলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনের পরিচালক গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এসে টের পায়।

ওই ট্রেনের পরিচালক উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি ট্রেনের সাথে যুক্ত করে নিয়ে গৌরীপুর স্টেশনে এসে যাত্রাবিরতি করে। সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের দুটি বগির হুক খোলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেন থামানের পর উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি যুক্ত করে গৌরীপুর স্টেশনে নিয়ে আসি। কোন হতাহতের ঘটনা ঘটেনি।


বিজয় এক্সপ্রেস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু আজ

প্রকাশ: ০৯:৫৯ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনের বিপরীতে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মোট ২৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে এক হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান ইসি।

এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) করতে পারবেন আপিল, সময় পাবেন পরবর্তী পাঁচ দিন। এ লক্ষ্যে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশের বাম পাশে ১০টি অঞ্চলের জন্য ১০টি আলাদা বুথ বসিয়েছে কমিশন।

এ বিষয়ে সোমবার (৪ ডিসেম্বর) বিকেলেই নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত নোটিশ প্রচার করা হয়।

সেখানে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে) নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন। এজন্য ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে নির্বাচন ভবনে। ১০ কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। আর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একশ করে আপিল শুনানি হবে ক্রমানুসারে।

আপিল আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া আপিলের রায়ের অনুলিপি শিডিউল অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে। অন্য দিকে রায়ের অনুলিপি প্রাপ্তির আবেদনের ভিত্তিতে বিতরণ করা হবে।

 


নির্বাচন কমিশন   প্রার্থীতা   মনোনয়ন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন