ইনসাইড বাংলাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর অবাক কাণ্ড, অবশেষে পুলিশের হাতে আটক

প্রকাশ: ১১:৪৬ এএম, ২৩ মে, ২০২৪


Thumbnail

প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর কৌশলে তাকে কোথাও ডেকে নিয়ে একজন নারীর কক্ষে আটকিয়ে মোবাইল ফোনে অন্তরঙ্গ মূহুর্তের অশ্লীল ভিডিও ধারণ করতেন। শেষ পর্যায়ে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা। এমনই অভিযোগে পারভীন খাতুন শাহনাজ ওরফে রূপসী (২৬) সহ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২১ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

 

আটকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাকাওয়াত হোসেন সজিব মালিথার স্ত্রী পারভীন খাতুন শাহানাজ ওরফে রুপসী (২৬), ঈশ্বরদী পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে জালাল হোসেন (২২) ও উপজেলার দাশুড়িয়া বালিয়াডাঙ্গা (বাঘ হাসলা) গ্রামের বাদশা মন্ডলের ছেলে আজমল হক (২৭)।

 

অভিযোগে জানা গেছে, প্রায় সাড়ে চার বছর আগে পাবনা সদর উপজেলার টেবুনিয়া ভজেন্দ্রপুর গ্রামের মৃত আফসার আলী প্রামানিকের ছেলে আব্দুল লতিফের বাসায় ভাড়া থাকতেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাকাওয়াত হোসেন সজিব মালিথা ও তার স্ত্রী। সেই সুবাদে আব্দুল লতিফের সাথে সখ্যতা গড়ে তোলেন সজিব মালিথার স্ত্রী পারভীন খাতুন। এরপর মুঠোফোনে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতে থাকে।

 

গত সোমবার (২০ মে) বিকেলে ব্যবসায়িক কাজে আব্দুল লতিফ ঈশ্বরদীতে গেলে মুঠোফোনে যোগাযোগ হয় পারভীন খাতুনের সঙ্গে। পারভীন খাতুন তাকে ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরী বকুলের মোড়ে তাদের নতুন ভাড়া বাসায় বেড়াতে যাওয়ার দাওয়াত করলে আব্দুল লতিফ সেখানে যান।

 

পরে পারভীন পূর্ব পরিকল্পিতভাবে তার সহযোগি জালাল ও আজমলের সহযোগিতায় বাসায় অজ্ঞাতনামা এক মহিলার সাথে আব্দুল লতিফকে একটি রুমে অবৈধভাবে আটকে রেখে মারপিট করেন। এরপর আব্দুল লতিফকে বিবস্ত্র করে ঐ মহিলার সাথে অশ্লীল ছবি ও ভিডিও ধারন করেন তারা। এসময় ভিডিও ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে লতিফের নিকট হতে বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আব্দুল লতিফকে ছেড়ে দেয় তারা। 

 

এ ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে পরদিন মঙ্গলবার (২১ মে) ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখিত বিকাশ নম্বর এর সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐ তিন অভিযুক্তকে আটক করে পুলিশ। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে সখ্যতা গড়ে অশ্লীল ভিডিও ধারণের মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেইল করে আসছিলো। অভিযুক্তদের আটকের সময় উল্লেখিত স্ট্যাম্প, নগদ টাকা ও ভিডিও ধারণকারী মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


প্রতারণা   অশ্লীল   আটক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চাঁদপুর জেলার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

প্রকাশ: ০৯:৩৯ এএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

প্রতিবারের মত বছরও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে চাঁদপুরের ৫০টি গ্রামের মানুষ। রোববার (১৬ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার জামাত আদায়ের মাধ্যমে উদযাপন করছেন।

এদিন সকাল ৮টা ৪০ মিনিটে হাজীগঞ্জে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সময় সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সাদ্রাভী নামাজ দোয়া মোনাজাত পরিচালনা করেন।

ঈদের দ্বিতীয় জামাত পরিচালনা করেন আবু ইয়াহিয়া জাকারিয়া মাদানী।

জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফ, উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, কচুয়া শাহরাস্তিসহ আরও বেশ কয়েকটি উপজেলার অর্ধশত গ্রামের বাসিন্দারা ধর্মীয় উৎসবে শামিল হয়েছেন।

হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পিরজাদা আবু ইয়াহিয়া মো. জাকারিয়া আল মাদানি বলেন, মরহুম মাওলানা ইসহাক ১৯২৮ সাল থেকে সৌদির সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ঈদুল আজহা উদ্যাপনের নিয়ম চালু করেন। তারপর থেকে সেই ধারায় দেশের বিভিন্ন দরবার শরীফের পীরের অনুসারী এবং সচেতন মুসল্লিরা পালন করছেন।


চাঁদপুর   ঈদ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসিলের টাকা কম দেয়ায় বাকবিতন্ডা, মারধরের শিকার পুলিশও

প্রকাশ: ০৯:১২ এএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

আসামি ছিনতায়ে বাধা দেয়ায় এসআই মো. বাবুল আহমেদকে মারধর ও মাথা ফাটিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমূল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, “পশু কেনার পর ক্রেতা জসিম নামে একব্যক্তি হাসিলের টাকা কম দেয়ায়, হাট কমিটির লোকজনের সাথে তার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে জসিম নিজ গ্রামে ফিরে এসে, অটোরিকশা থামিয়ে পাকশিমূল গ্রামের লোকজনদের মারধর করেন। ঘটনাটি থামাতে গেলে এসআই মো. বাবুল আহমেদকে মারধর ও মাথা ফাটিয়ে দেয়ার ঘটনা ঘটে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ ২ জনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হ্যান্ডকাফসহ জসিমকে ছিনিয়ে নিয়ে গেছেন হামলাকারীরা। অভিযুক্ত জসিমকে গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

 পুলিশ ও স্থানীয়রা জানান, “বিকেলে উপজেলার ভূইশ্বর গ্রামের বাসিন্দা মো. জসিম পাকশিমূলে পশুর হাট থেকে একটি মহিষ ক্রয় করেন। মহিষ ক্রয় করার পর ক্রেতা জসিম হাসিলের ১ হাজার টাকার মধ্যে ৫০০ টাকা দিয়ে চলে যেতে চান। এ সময় বাজার কমিটির সাথে মহিষ ক্রেতা জমিসের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে জসিম তার নিজগ্রাম ভূইশ্বরে ফিরে আসেন। এরপর তিনি রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে পাকশিমূল গ্রামের লোকজনকে নামিয়ে মারধর করেন।”

একপর্যায়ে ভূইশ্বর ও পাকশিমূল গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে সরাইল থানার দায়িত্বরত পুলিশের বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল আহমেদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

 অভিযুক্ত জসিমকে হ্যান্ডকাফ পরিয়ে সেখান থেকে আটক করে আনার চেষ্টা করেন তিনি। এ সময় জসিমের লোকজন থানার উপ-পরিদর্শক বাবুলের ওপর এলোপাতারি হামলা চালায়। একপর্যায়ে আটককৃত জসিমকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যান তারা। পরে আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা বাবুল আহমেদকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে তাকে চিকিৎসা দেয়া হয়। উপ-পরিদর্শক বাবুলের মাথায় তিনটি সেলাই লেগেছে, পাশাপাশি তার শরীরের বিভিন্ন স্থানে মারধরে ক্ষত সৃষ্টি হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া   পুলিশ   মারধর   বাকবিতন্ডা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের কঠোর নজরদারি

প্রকাশ: ০৯:০১ এএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

পশুর চামড়া কেনাবেচা, চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেছেন, পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ বিপণন, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তায় পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে থাকবে পুলিশের কঠোর নজরদারি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শনিবার (১৫ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন হাবিবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, চামড়া কেনাবেচায় যাতে কেউ সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যাপারে আমাদের কঠোর নজরদারি রয়েছে। কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয়ে চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ঈদের দিন যাত্রাবাড়ী, হাজারীবাগ, নিউমার্কেট, গাবতলী অন্যান্য এলাকার ব্রিজের ওপর বা রাস্তার ওপর চামড়া বিক্রি করতে দেওয়া হবে না। লবণের মূল্য যেন বৃদ্ধি না পায় এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) . . মহিদ উদ্দিন (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ; যুগ্ম পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি, চামড়া ব্যবসায়ীসহ অন্যরা উপস্থিত ছিলেন।


চামড়া   সিন্ডিকেটে   পুলিশ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ঘাস ৩০ টাকা, কাঁঠালপাতা ৫০ টাকা, মালা ১০০ টাকা

প্রকাশ: ০৮:৫০ এএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

আগামীকাল পবিত্র ঈদুর আজহা। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। ক্রেতারা কোরবানির জন্য হাট থেকে পছন্দের গরু-ছাগল কিনে বাড়ি ফিরছেন। তবে পশুর খাবারের জন্য কিনতে হচ্ছে নানা প্রকার খাদ্য।

মৌসুমি ব্যবসায়ীরা কোরবানির পশু পশুর হাটকে কেন্দ্র করে বিভিন্ন মহল্লার অলিগলি ফুটপাতে অস্থায়ী পশুখাদ্যের দোকান বসিয়েছেন। তাদের এসব দোকানে পাওয়া যাচ্ছে কাঁচা ঘাস, কাঁঠালপাতা, ভুসি, শুকনা খড়সহ নানা ধরনের গোখাদ্য। ছাড়া শৌখিন ক্রেতারা পশুর গলায় মালা পরান, তাও মিলছে দোকানে।

এসব দোকানে কাঁচা ঘাস শুকনা খড়ের আঁটি ২০ থেকে ৩০ টাকা, কাঁঠালপাতার আঁটি ৫০ টাকা ভুসি ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে

এদিকে গরুর গলায় দেওয়ার জন্য মালা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা মালা বিক্রেতা মাসুদ বলেন, গরুর সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের মালা দিয়ে গরুকে সাজানো হচ্ছে। গরু ব্যবসায়ীরা বড় গরুর গলায় ঝোলানোর জন্য মালা কিনছেন। আবার অনেকে গরু কিনে নিয়ে যাওয়ার পথে মালা কিনে গরুর গলায় দিচ্ছেন।


ঘাস   গরু   মালা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কোরবানির ঈদ: ভিড় বাড়ছে খাইট্টা-হোগলার দোকানে

প্রকাশ: ০৮:৩১ এএম, ১৬ জুন, ২০২৪


Thumbnail

কোরবানির পশু কিনে ফেলেছেন অনেকেই। এখন অপেক্ষা করছেন পশু জবাইয়ের। আর তাই কাঠের খাইট্টা হোগলা কিনতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রাজধানীর বিভিন্ন মোড়ে অস্থায়ী দোকান বসেছে খাইট্টা হোগলার।  শনিবার (১৫ জুন) রাজধানীর  ‍ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এক বিক্রেতা বলেন, প্রতিটি বড় সাইজের খাইট্টা ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের খাইট্টা ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা এবং ছোট সাইজের খাইট্টা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।  দোকানে তেঁতুল, চাম্বল, রেইনট্রি, কড়ই, আম গাছের খাইট্টা রয়েছে। তেঁতুল গাছের খাইট্টা বেশি মজবুত হয়। তাই দামও একটু বেশি। বছর গাছের দাম এবং 'মিলের খরচ একটু বেশি বলেই খাইট্টার দামও বেশি।

খাইট্টার পাশাপাশি হোগলার কদরও অনেক। কারওয়ান বাজারে ছয় হাত চওড়া ও সাত হাত লম্বা প্রতি পিস হোগলা বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৫০ টাকায়। পাইকারিতে এসব হোগলা ১৮০-২২০ টাকা দরে বিক্রি হয়। হোগলার দাম গত বছরের কাছাকাছি আছে বলেই জানান বিক্রেতারা।


কোরবানি   ঈদ   খাইট্টা   হোগলা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন