মন্তব্য করুন
মন্তব্য করুন
নির্বাচন পর্যবেক্ষক তথ্যমন্ত্রী নির্বাচন ড. হাছান মাহমুদ
মন্তব্য করুন
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন ভিসা নীতি প্রাক পর্যবেক্ষণ দল
মন্তব্য করুন
মিরপুরের
ঢাকা কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড়
বস্তির সামনের রাস্তায় জমে থাকা পানিতে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে
একই পরিবারের তিনজনসহ চারজনের। অলৌকিকভাবে বেঁচে গেছে পরিবারের সর্বকনিষ্ঠ
সদস্য ৭ মাসের শিশু
হোসাইন।
শনিবার(২২ সেপ্টেম্বর
) সকালে শিশু হোসাইনকে নিয়ে
মিরপুর মডেল থানায় আসেন
আমেনা বেগম নামে এক
নারী। সেখানে তিনি শিশু হোসাইনের
বেঁচে যাওয়া ঘটনার বর্ণনা করেন ।
তিনি
বলেন, হোসাইনের মা যখন পানিতে
পড়ে যায় তখন, হোসাইন
মায়ের কোল থেকে ছিটকে
পড়ে যায় পানিতে। এ
সময় অনিক সঙ্গে সঙ্গে
এসে হোসাইনকে পানি থেকে তুলে
আমার কোলে দেয়। পরে
আমি তাকে আমার বাসায়
নিয়ে প্রথমে শরীরে গরম তেল দেই।
এরপর তাকে নিয়ে যায়
প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান
থেকে ডাক্তার হোসাইনকে নিয়ে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে।
রাতে তাকে সেখানে নিয়ে
যায়, চিকিৎসার পর সকালে ডাক্তার
বলে হোসাইন এখন সুস্থ, তাকে
বাসায় নিয়ে যাওয়ার জন্য।
পরে আমি জানতে পারি
হোসাইনের দাদা ও নানা
মিরপুর মডেল থানায় আছে,
তখন আমি এখানে আসি।
আমেনা
বেগম আরও বলেন, হোসাইনকে
অনিকের মাধ্যমে আল্লাহ বাঁচিয়েছেন। না হলে একই
ঘটনায় তার মা-বাবা
ও বোন এবং অনিক
মারা গেছে, তার তো বাঁচার
কথা ছিল না। এখন
হোসাইনকে কোলে নেওয়ার বা দেখাশোনার
লোক নেই। হোসাইনের নানা
ও দাদা তার মা,
বাবা ও বোনের মরদেহ
নেওয়ার জন্য থানা ও
হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। তাই আমি তাকে
আপাতত দেখাশোনা করছি৷ তাদের কাজ শেষ হলে
আমি হোসাইনকে তার নানা ও
দাদার কাছে বুঝিয়ে দেব।
গতকাল
রাতে ওই রাস্তায় জমে
থাকা পানির মধ্যে দিয়ে যাচ্ছিলেন মিজান
(৩০) ও তার স্ত্রী
মুক্তা বেগম (২৫)। সঙ্গে
ছিল মেয়ে লিমা (৭)
ও ছেলে হোসাইন। হঠাৎ
করে তারা পড়ে গেলে
তাদের তুলতে এগিয়ে আসেন অনিক নামে
একজন অটোরিকশাচালক। হোসাইনকে তিনি পানি থেকে
তুলে দিতে পারলেও লিমাকে
তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
তিনিও চলে গেছেন না
ফেরার দেশে।
ঢাকা কমার্স কলেজ ঝিলপাড় বস্তি শিশু
মন্তব্য করুন
মন্তব্য করুন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভারতে যখন নির্বাচন হয় তখন বিদেশি পর্যবেক্ষকরা সেখানে এটি নিয়ে এত কথাবার্তা হয়? কিংবা ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয় সেখানে কি আমাদের দেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে পর্যবেক্ষক যায়? যায় না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হবে, নির্বাচনের পরিবেশ কতটুকু আছে তা পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি প্রতিনিধি দল আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর যৌথভাবে স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচনী সমীক্ষা (পিইএএম) পরিচালনা করবে। ছয় সদস্যের এই প্রতিনিধি দল আগামী ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে। নানা কারণে এই প্রতিনিধি দলের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। বিশেষ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনের ব্যাপারে তাদের অনড় অবস্থান বারবার পুনরুক্ত করছে।