ইনসাইড ক্যারিয়ার

৪টি ব্যাংকে বিভিন্ন পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৬ অক্টোবর, ২০২১


Thumbnail

দেশে চাকরিপ্রার্থীদের অন্যতম পছন্দের জায়গা ব্যাংকিং খাত। বছরের বিভিন্ন সময় সরকারি-বেসরকারি ব্যাংকগুলো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে থাকে। সম্প্রতি চারটি বেসরকারি ব্যাংক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকগুলো হলো—আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও দি সিটি ব্যাংক লিমিটেড।

এ ব্যাংকগুলোতে বিভিন্ন পদে জনবল নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ  আবেদন করতে পারেন।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড

ব্যাংকটিতে মোট তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো—লিগ্যাল শাখা প্রধান, বিনিয়োগ প্রশাসন ও তত্ত্বাবধান বিভাগ (আইএএসডি) প্রধান এবং বরিশাল শাখা প্রধান। বিনিয়োগ প্রশাসন ও তত্ত্বাবধান বিভাগ (আইএএসডি) প্রধান হিসেবে একজন এবং বরিশাল শাখা প্রধান হিসেবে একজন নেওয়া হবে। তবে লিগ্যাল শাখা প্রধান হিসেবে কতজন নেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি।

বিনিয়োগ প্রশাসন ও তত্ত্বাবধান বিভাগ (আইএএসডি) প্রধান হিসেবে যিনি নিয়োগ পাবেন, তার পদবি হবে সহকারী ভাইস প্রেসিডেন্ট। এ পদের আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। অ্যাকাউন্টিং/ফাইন্যান্স বিভাগ থেকে পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বরিশাল শাখা প্রধান হিসেবে আবেদনের জন্য ব্যাংকিং খাতে ৫-৭ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। যেকোনো বিষয়ে মাস্টার্স তবে ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা অর্থনীতি বিষয়ে এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর।

লিগ্যাল শাখা প্রধান হিসেবে নিয়োগ পেলে পদবি হবে সহকারী ভাইস প্রেসিডেন্ট। এ পদে আবেদনের জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

সব পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে অথবা এই মে–ইলে (hr.recruitment@icbislamic-bd.com) সিভি পাঠানো যাবে। আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর।

ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া লিমিটেডে সহকারী অফিসার হিসেবে ভিজ্যুয়াল আর্টিস্ট/গ্রাফিকস ডিজাইনার পদে জনবল নেওয়া হবে। এ পদে কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আবেদনের জন্য চারুকলা/মাল্টিমিডিয়া/ক্রিয়েটিভ টেকনোলজি/ভিজ্যুয়াল আর্টস/কমিউনিকেশন/ব্যবসায় বিভাগে যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এসব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া ফটোশপ, ইলাস্ট্রেশন ও আফটার ইফেক্টস বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন। সুপরিচিত প্রতিষ্ঠানে গ্রাফিকস ডিজাইনার হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের (https://www.bankasia-bd.com/about/career) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৪ অক্টোবর।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড

বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকে চার বিভাগে অফিসার পদে জনবল নেওয়া হবে। বিভাগগুলো হলো—চ্যানেল ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএস এবং সিস্টেম ম্যানেজমেন্ট।

এসব পদ কতজন নেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি। অফিসার, চ্যানেল ম্যানেজমেন্ট পদের জন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লায়েড ফিজিকস যেকোনো স্বনামধন্য সরকারি–বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসার, হার্ডওয়্যার ম্যানেজমেন্ট পদের জন্য যেকোনো স্বনামধন্য সরকারি–বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসার, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএস এবং অফিসার, সিস্টেম ম্যানেজমেন্ট পদের জন্য যেকোনো স্বনামধন্য সরকারি–বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অফিসার, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএস পদের জন্য দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিসার, সিস্টেম ম্যানেজমেন্ট পদের জন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বা সরাসরি সিভি পাঠাতে পারবেন।

সরাসরি সিভি পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, করপোরেট হেড অফিস, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, লেভেল ১১, প্লট # ৪, ব্লক # সিডব্লিউএন (সি) গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২। আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর। সব পদের কর্মস্থল ঢাকায় এবং বেতন আলোচনা সাপেক্ষে।

দি সিটি ব্যাংক

দি সিটি ব্যাংক লিমিটেড দুই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মার্চেন্ট বিজনেস কার্ডস শাখায় অফিসার পদে এবং এফ-কমার্সে সহকারী ব্যবস্থাপক নেওয়া হবে। অফিসার পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। সদ্য স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এ পদে কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। চার বছরের স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। এ পদে বেতন হবে ২৬,০০০-২৮,০০০ হাজার টাকা।



মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

আসছে ৪৬তম বিসিএস

প্রকাশ: ০৯:৪৩ এএম, ২৯ নভেম্বর, ২০২৩


Thumbnail

আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রকাশিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি। এতে ক্যাডার ও নন–ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে বলেও গণমাধ্যমসূত্রে জানা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ৪৬তম বিসিএসের চাহিদাপত্র পাঠিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার যুগ্ম সচিব সায়লা ফারজানা গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয় ৪৬তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চাহিদাপত্র পিএসসিতে পাঠিয়েছে। এখন পিএসসি সেটির ওপর কাজ করে নিয়ম অনুসারেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘৪৬তম বিসিএসের চাহিদাপত্র মন্ত্রণালয়ের কাছ থেকে পিএসসিতে এসেছে। আমরা এটি নিয়ে কাজ করছি। সময় অনুসারেই বিজ্ঞপ্তি প্রকাশের কাজ করা হচ্ছে।’

পিএসসি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় যেসব পদ পাঠিয়েছে, সেখান থেকে ক্যাডারের ৩ হাজার ১০০ পদ ও নন–ক্যাডারে ৩০০ পদ নির্দিষ্ট করা হচ্ছে, যা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে। ৪৬তম বিসিএসে আবেদনের বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হবে। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে, সেটি নির্দিষ্ট করে না বললেও স্বাস্থ্য ক্যাডারে উল্লেখযোগ্য পদে আবেদনের সুযোগ রাখা হবে বলে জানা গেছে।

পিএসসি সূত্রটি আরও জানায়, সর্বশেষ ৪৫তম বিসিএস ছিল গত পাঁচ বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি পদ। এবার ৪৬তম বিসিএসে রেকর্ড হচ্ছে। এটি গত ছয় বিসিএসকে ছাড়িয়ে যাবে। ৪৫তম বিসিএসে প্রথম ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের পদও উল্লেখ রেখে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।


বিসিএস   বিজ্ঞপ্তি   নিয়োগ  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

বিসিএস পরীক্ষা পেছাতে ইসিতে আবেদন

প্রকাশ: ০৮:৫৯ পিএম, ২০ নভেম্বর, ২০২৩


Thumbnail

বিএনপিসহ বিরোধী দলের অবরোধ এবং রাজনৈতিক কর্মসূচির কারণে ৪৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়তে হবে পরীক্ষার্থীদের। সেজন্য বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশন (ইসি) বরাবর আবেদন করেছেন পরীক্ষার্থীরা। আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদনপত্রটি জমা দেন কয়েকজন শিক্ষার্থী।

আবেদনে তারা জানান, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকাসহ সারাদেশে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সময়সূচি প্রকাশ করেছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার্থী হিসেবে সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে তফসিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ আরও ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করায় পরীক্ষার পরিবেশ নিয়ে তারা শঙ্কিত।

আবেদনপত্রে আরও বলা হয়, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি পরীক্ষার্থী ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবে। এমতাবস্থায় টানা পরীক্ষায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত বলে তারা মনে করেন।

তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে এবং পিএসসির সঙ্গে আলোচনা সাপেক্ষে স্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করে আবেদনপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়ার অনুরোধ জানান পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন।

বিসিএস পরীক্ষা   ইসি   নির্বাচন   হরতাল-অবরোধ  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

প্রকাশ: ১২:২৫ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ‘সহকারী অধ্যাপক/প্রভাষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভাগের নাম: ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ

চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
বেতন: সহকারী অধ্যাপক ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা


আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদন ফি: পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৭৫০টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০২ অক্টোবর ২০২৩


ঢাকা বিশ্ববিদ্যালয়   চাকরির সুযোগ   প্রভাষক   অধ্যাপক  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

অফিসার পদে চাকরি দিচ্ছে ব্র্র্যাক, থাকতে হবে স্নাতক পাস

প্রকাশ: ১১:৪৩ এএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘সিনিয়র প্রোজেক্ট অফিসার (ক্যাশ ম্যানেজার)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগের নাম: প্রোটেকশন, এইচসিএমপি

পদের নাম: সিনিয়র প্রোজেক্ট অফিসার (ক্যাশ ম্যানেজার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম


অফিসার   ব্র্র্যাক   স্নাতক পাস   চাকরির খবর  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

কেয়ার বাংলাদেশে চাকরির সুযোগ

প্রকাশ: ১১:১৫ এএম, ২২ অগাস্ট, ২০২৩


Thumbnail

আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশে ‘সিনিয়র টিম লিডার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কেয়ার বাংলাদেশ

পদের নাম: সিনিয়র টিম লিডার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ০৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার

 

আবেদনের নিয়ম: আগ্রহীরা career.carebangladesh.org এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম


কেয়ার বাংলাদেশ   চাকরি   টিম লিডার  


মন্তব্য করুন


বিজ্ঞাপন