নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৫ এএম, ১৯ নভেম্বর, ২০২১
বালাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তারিখ পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে শূন্যপদের বিপরীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য গত ৮ অক্টোবর তিনটি জাতীয় দৈনিক এবং পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তত্ব পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সূচি মোতাবেক ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও শেরপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী ও নাটোর জেলা, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা, বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলা এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ ডিসেম্বর সকাল ৯টায়।
ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনা জেলা, চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও কক্সবাজার জেলা, রাজশাহী বিভাগের পাবনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা, খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর জেলা, বরিশাল বিভাগের পটুয়াখালী ও ঝালকাঠি জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৫ ডিসেম্বর সকাল ৯টায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর জেলা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা, রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা, রংপুর বিভাগের দিনাজপুর ও নীলফামারী জেলা, খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও ভোলা জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর সকাল ৯টায়।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ক্ষেত্রে ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ৫০ নম্বরের মনস্তত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
মন্তব্য করুন
আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রকাশিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি। এতে ক্যাডার ও নন–ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে বলেও গণমাধ্যমসূত্রে জানা যায়।
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গত ১০টি বিসিএসের মধ্যে
সবচেয়ে বেশি ক্যাডার পদ
রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনে (পিএসসি)
৪৬তম বিসিএসের চাহিদাপত্র পাঠিয়েছে।
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার
যুগ্ম সচিব সায়লা ফারজানা
গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয়
৪৬তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের
চাহিদাপত্র পিএসসিতে পাঠিয়েছে। এখন পিএসসি সেটির
ওপর কাজ করে নিয়ম
অনুসারেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
পিএসসির
পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘৪৬তম বিসিএসের চাহিদাপত্র
মন্ত্রণালয়ের কাছ থেকে পিএসসিতে
এসেছে। আমরা এটি নিয়ে
কাজ করছি। সময় অনুসারেই বিজ্ঞপ্তি
প্রকাশের কাজ করা হচ্ছে।’
পিএসসি
সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় যেসব পদ পাঠিয়েছে,
সেখান থেকে ক্যাডারের ৩
হাজার ১০০ পদ ও
নন–ক্যাডারে ৩০০ পদ নির্দিষ্ট
করা হচ্ছে, যা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি
আকারে প্রকাশিত হবে। ৪৬তম বিসিএসে
আবেদনের বয়স গণনা হবে
১ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ
করা হবে। তবে কোন
ক্যাডারে কতজন নেওয়া হবে,
সেটি নির্দিষ্ট করে না বললেও
স্বাস্থ্য ক্যাডারে উল্লেখযোগ্য পদে আবেদনের সুযোগ
রাখা হবে বলে জানা
গেছে।
পিএসসি
সূত্রটি আরও জানায়, সর্বশেষ
৪৫তম বিসিএস ছিল গত পাঁচ
বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি পদ। এবার
৪৬তম বিসিএসে রেকর্ড হচ্ছে। এটি গত ছয়
বিসিএসকে ছাড়িয়ে যাবে। ৪৫তম বিসিএসে প্রথম
ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের পদও
উল্লেখ রেখে বিজ্ঞপ্তি প্রকাশের
উদ্যোগ নেওয়া হয়।
মন্তব্য করুন
বিসিএস পরীক্ষা ইসি নির্বাচন হরতাল-অবরোধ
মন্তব্য করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ‘সহকারী অধ্যাপক/প্রভাষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভাগের নাম: ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ
চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
বেতন: সহকারী অধ্যাপক ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদন ফি: পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৭৫০টাকা পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ০২ অক্টোবর ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরির সুযোগ প্রভাষক অধ্যাপক
মন্তব্য করুন
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘সিনিয়র প্রোজেক্ট অফিসার (ক্যাশ ম্যানেজার)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের
নাম: ব্র্যাক
বিভাগের নাম: প্রোটেকশন, এইচসিএমপি
পদের
নাম: সিনিয়র প্রোজেক্ট অফিসার (ক্যাশ ম্যানেজার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির
ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
অফিসার ব্র্র্যাক স্নাতক পাস চাকরির খবর
মন্তব্য করুন
আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশে ‘সিনিয়র টিম লিডার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কেয়ার বাংলাদেশ
পদের
নাম: সিনিয়র টিম লিডার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ০৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির
ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার
আবেদনের নিয়ম: আগ্রহীরা career.carebangladesh.org এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
কেয়ার বাংলাদেশ চাকরি টিম লিডার
মন্তব্য করুন
আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রকাশিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি। এতে ক্যাডার ও নন–ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে বলেও গণমাধ্যমসূত্রে জানা যায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ৪৬তম বিসিএসের চাহিদাপত্র পাঠিয়েছে।
বিএনপিসহ বিরোধী দলের অবরোধ এবং রাজনৈতিক কর্মসূচির কারণে ৪৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়তে হবে পরীক্ষার্থীদের। সেজন্য বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশন (ইসি) বরাবর আবেদন করেছেন পরীক্ষার্থীরা। আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে।