ইনসাইড গ্রাউন্ড

উদ্বোধনী জুটিতেই পাকিস্তানের শতরান

প্রকাশ: ০৪:৩০ পিএম, ২৯ নভেম্বর, ২০২১


Thumbnail উদ্বোধনী জুটিতেই পাকিস্তানের সংগ্রহ ১০১

বাংলাদেশের দেওয়া টার্গেট চেজ করতে পাকিস্তানের হাতে অনেকটা সময় আছে। তারা শুরুও করেছে ধীরে সুস্থে। চতুর্থ দিনের হিসেবে উইকেট কিছুটা হলেও ক্ষতবিক্ষত হওয়ার কথা। তবে বাংলাদেশি বোলারদের নির্বিষ বোলিং সেই পিচ থেকে সুবিধা নিতে পারছে না। তাইজুল-মিরাজ ভালো করলেও উইকেট নিতে পারেননি। আর দুই পেসার রাহি-এবাদত তো নামেমাত্র বোলিং করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি হয়ে গেছে ১০১ রানের।

নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অল-আউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসই একমাত্র বড় রান করেন। ৮ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ৫৯ রান। যাতে ছিল ৬টি বাউন্ডারি। শেষদিকে কোনো সঙ্গী পাননি লিটন। এছাড়া সাদমান ইসলাম (১), সাইফ হাসান (১৮), শান্ত (০), মুমিনুল (০), মুশফিক (১৬), ইয়াসির (৩৬), মিরাজ (১১), নুরুল (১৫), তাইজুল (০), আবু জায়েদ (০) এবং এবাদত হোসেন (০*) রান করেন। ইয়াসির আলী অবশ্য মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে ভালোই খেলছিলেন। লিটনের সঙ্গে জুটি হয়েছিল ৪৭ রানের। টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় জয়ের জন্য পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ২০২ রানের।



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বায়ার্ন থেকে যে কারণে সরানো হল নাগলসমানকে

প্রকাশ: ০৯:৩৬ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

গত শুক্রবার নাগলসমানকে চাকরীচ্যুত করে বায়ার্ন মিউনিখ। নাগলসমানকে সরিয়ে নতুন কোচের দায়িত্ব দেওয়া হয় টমাস টুখেলকে। ইউরোপীয় গণমাধ্যমের দাবি, কোচিং অসন্তুষ্টির কারণ নয় বরং নিজের ক্লাবের মধ্যকার সংবাদ তার সাংবাদিক প্রেমিকাকে দেওয়ার অভিযোগে চাকুরি হারান নাগলসমান। 

নাগলসমানের বরখাস্তের বিষয় নিয়ে মুখ খুলেন বায়ার্নের ক্রিয়া পরিচালক হাসান সালিহামিদজিক। তিনি চ্যানেল স্পোর্টস ওয়ানকে জানান, নাগলসমানের পারফর্মেন্সে সন্তুষ্টি না হওয়ায় বাদ দেওয়া হয়েছে তাকে। লেভারকুসেনের কাছে হারের পর নাগালসমানকে নিয়ে আলোচনায় বসা হয়। জানুয়ারি থেকে আমরা শুধু ৩টি ম্যাচে জয় পেয়েছি। আমরা তার কাছ থেকে আশানুরূপ ফল না পাওয়ায় এই সিদ্ধান্তে পৌঁছেছি। 

জার্মানের লাইপজিগ ক্লাব থেকে ২০২১ সালে বায়ার্নে এসেছেন নাগলসমান। মৌসুমের শুরুতে নাগলসমানের অধীনেই বুন্দেসলিগাসহ জার্মান সুপার কাপ জিতে বায়ার্ন। এরপর জার্মান কাপেও দলকে নিয়ে গেছেন শেষ ষোলেতে। তবে ক্লাবের বেশ কিছু বিষয় নিয়ে নাগলসমানের ওপর সন্তুষ্ট ছিল না ক্লাব কর্তৃপক্ষ। শুধু তাই নয় ড্রেসিংরুমে তার সাথে কয়েকজন ফুটবলারের সঙ্গে সম্পর্ক অবনতির গুঞ্জনও শোনা গিয়েছিল।
 
মাঠের বাইরের বিষয় নিয়েও ভালো অবস্থানে ছিল না তার। বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর জার্মানির বিখ্যাত সংবাদপত্র ‘বিল্ড’ র বায়ার্ন মিউনিখ প্রতিনিধি লিনার সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নাগলসমান। যা কাল হয়ে দাঁড়ায় নাগলসমানের ক্যারিয়ারে। তার নামে বায়ার্নের ভিতরের খবর বাইরে ছড়ানো অভিযোগ উঠে।

নাগলসমানকে বরখাস্ত ও টুখেলের নতুন দায়িত্ব নেওয়ার খবর বায়ার্নের আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই ফাঁস হয়েছিল কয়েকটি গণমাধ্যমে। টুখেলের দায়িত্ব নেওয়ার খবর ফাঁস নিয়ে সালিহামিদজিক বলেন, গত বুধ ও বৃহস্পতিবার কোচ নিয়োগের ব্যাপারে আলোচনা করা হয়। তা বৃহস্পতিবার তৃতীয় কোনো ব্যক্তি ফাঁস করেছে। এতে আমাদের কোনো দোষ নেই। 

নাগলসমান   টমাস টুখেল   বায়ার্ন মিউনিখ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

এল ক্লাসিকোতে অনিশ্চিত কোর্তোয়া

প্রকাশ: ০৭:৩৮ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর গতকাল মাঠে নামে বেলজিয়াম। উয়েফা চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের প্রথম ম্যাচে সুইডেনকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দেয় বেলজিয়াম। তবে ম্যাচ শেষে সে আনন্দ খানিকটা বিবর্ণ হয়ে ওঠে গোলরক্ষক থিবো কোর্তোয়ার ইনজুরিতে পড়ায়। সুইডিশদের বিপক্ষে ম্যাচটিতে উরুর চোটে পড়েন কোর্তোয়া। তাতে বেশ কয়েকটি ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই গোলরক্ষক।

ম্যাচে কোনো গোল হজম না করে উল্টো প্রতিপক্ষের জালে ৩টি গোল দিয়ে ইউরোপ সেরার টুর্নামেন্টের বাছাইপর্বের যাত্রা শুরু করে বেলজিয়াম। তবে দেশটির ফুটবল ফেডারেশনের এক ঘোষণায় বেলজিয়ামের এই জয়োল্লাস বেশিক্ষণ স্থায়ী হয় নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেশন জানায়, উরুতে চোট পেয়েছেন কোর্তোয়া। ফলে জার্মানির বিপক্ষে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না বেলজিয়াম। বিশ্রামের জন্য এরই মধ্যে রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন কোর্তোয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আগামীকাল কোর্তোয়ার উরুর পরীক্ষা–নিরীক্ষা করা হবে। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে, পুরোপুরি সুস্থ হতে কত দিন সময় লাগতে পারে। এই চোটের কারণে রোববার লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। শঙ্কা রয়েছে এল ক্লাসিকোয় খেলা নিয়েও। আগামী ৫ এপ্রিল কোপা দেল রে'র সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইনজুরি থেকে সেরে না উঠলে সে ম্যাচেও মাঠের বাইরে থাকতে হতে পারে রিয়াল মাদ্রিদের এই গোলকিপারকে।

চলতি বছর কাতালানদের বিপক্ষে ৩টি এল ক্লাসিকোর সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে গ্যালাকটিকোরা। জানুয়ারিতে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে বার্সা। এরপর কোপা দেল রে'র সেমিফাইনালেও হারের তেতো স্বাদ সঙ্গী হয় মাদ্রিদের দলটির। সবশেষ লা লিগার ম্যাচেও বার্সার কাছে হেরে শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আসন্ন ক্লাসিকোতে তাই কোর্তোয়াকে না পেলে কপালের ভাজ বাড়বে লস ব্লাঙ্কোসদের।

চলতি মৌসুমের মাঝামাঝি থেকেই চোটের সাথে যুদ্ধ করছেন কোর্তোয়া। এই মৌসুমে হ্যামস্ট্রিং ও নিতম্বে চোটের কারণে সব মিলিয়ে আটটি ম্যাচে খেলতে পারেননি এই মাদ্রিদ গোলরক্ষক। তার পরিবর্তে খেলানো হয়েছে আন্দ্রি লুনিনকে। এল ক্লাসিকোতে তাকে না পেলে রিয়ালের গোলবারের নিজে দেখা যেতে পারে ইউক্রেনের এই গোলরক্ষককে।


বেলজিয়াম   রিয়াল মাদ্রিদ   থিবো কোর্তোয়া   ইনজুরি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বুড়ো মাশরাফির ভেলকি

প্রকাশ: ০৭:০৫ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একদিনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চ মাসে। এখন ক্রিকেটের চেয়ে তাঁর বেশি সময় কাটে রাজনীতির মাঠে। বয়স হয়ে গেছে ৩৯ বছর। এই বয়সেও মাঠে নেমে চমক দেখাতে পারেন তিনি। সেটার প্রমাণ দিয়েছেন সবশেষ বিপিএলে। এবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও সে চমক দেখালেন মাশরাফি।

এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন মাশরাফি। বয়সের কারণে বলে আগের মতো গতি নেই নেই। লম্বা রানআপেও এখন আর বোলিং করেন না। তবে লাইন ও লেংথ ধরে রেখেছেন ঠিকই। আজ বল হাতে মোহামেডানকে দুমড়ে মুচড়ে দিয়েছেন মাশরাফি। ৮ দশমিক ৪ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার। যার মধ্যে ৩টি আবার মেডেন। 

শুধু বল হাতে নয়, ফিল্ডিংয়েও নজর কেড়েছেন সাবেক এই অধিনায়ক। স্লিপে নিয়েছেন দুটি ক্যাচ। তাতে  মোহামেডানের বিপক্ষে সাফল্য পেয়েছে তার দলও। মাশরাফির এই আধিপত্যে ২২.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে মোহামেডান। এই ৫ উইকেটে একটি মাইলফলকও স্পর্শ করেছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়ে গেছেন ৪৫০ উইকেটের দেখা।

এই ম্যাচ খেলতে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর উইকেট ছিল ৪৪৭টি। এখন ৪৫২। আজকের ৫ উইকেটসহ এবারের প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন মাশরাফি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। কোনো উইকেট না হারিয়ে ৮.২ ওভারে মোহামেডানের রান টপকে যায় রূপগঞ্জ।


মাশরাফি বিন মর্তুজা   রূপগঞ্জ   মোহামেডান   ডিপিএল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের জয়

প্রকাশ: ০৬:৩৪ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

বৃষ্টিতে দেড় ঘন্টারও বেশি সময় খেলা বন্ধ থাকার পর শুরু হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিত খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ করে ৫ উইকেটে ২০৭ রান। বেশ কিছুক্ষণ হালকা বৃষ্টিতে খেলা চালিয়ে গেলেও, বেগ বাড়লে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন দুই অন ফিল্ড আম্পায়ার। এরপর আর মাঠে নামা হয়নি বাংলাদেশের। আর আইরিশদের সামনে বৃষ্টি আইনে পরিবর্তিত লক্ষ্য দাড়ায় ৮ ওভারে ১০৪ রানের। ওভারপ্রতি প্রয়োজন দাড়ায় ১৩ রানের। টার্গেটে ব্যাট করতে নেমে আশা জাগিয়েও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। ২২ রানের ব্যবধানে হেরে যায় আইরিশরা। এতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু আইরিশদের। পরিবর্তিত প্লেয়িং কন্ডিশনে প্রথম ২ ওভার পাওয়ারপ্লে। নাসুম আহমেদের করা প্রথম ওভার থেকে ১৮ রান তুলে নেন দুই ওপেনার পল স্টার্লিং ও রস অ্যাডায়ার। স্টার্লিংয়ের ৩টি বাউন্ডারির পর শেষ বলে আরো একটি বাউন্ডারি আসে অ্যাডায়ারের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারেও সে ধারা অব্যাহত থাকে। মুস্তাফিজুর রহমানের করা ওভারটি থেকে ১৪ রান তুলে নেয় সফরকারিরা।

তবে তৃতীয় ওভারে সে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন হাসান মাহমুদ। টানা তিনটি ডট দেয়ার পর চতুর্থ বলে স্টাম্প উপড়ে দেন রস অ্যাডায়ারের। শেষ দুই বল থেকে ৫ রান দেন এই তরুণ পেসার। পরের ওভারের প্রথম বলেই লরকান টাকারকে বোল্ড করেন তাসকিন আহমেদ। দুই বল পর অধিনায়ক পল স্টারলিংকেও একই ফাঁদে ফেলেন তিনি। পঞ্চম বলে জর্জ ডকরেলের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তাসকিন। এক ওভারে ৩ উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফেরান এই পেসার।

৫ম ওভারে হাসান ১৬ রান দিলেও পরের দুটি ওভারে সাকিব ও মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। শেষ ওভারে আইরিশদের দরকার ছিলো ৩২ রানের। প্রথম বলে মিরাজের দুর্দান্ত এক ক্যাচে হ্যারি টেক্টরকে ফেরান তাসকিন। সে ওভার থেকে ৯ রান নিলে ২২ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ২ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।

এর আগে, ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টারলিং। সাগরিকার উইকেট বিবেচনায় আগে বোলিং এর সিদ্ধান্ত নেয়ার কথা জানান স্টারলিং। তবে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা দেখাতে পারেন নি আইরিশ বোলাররা।

দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে ভর কর দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। হ্যারি টেক্টরের প্রথম ওভারে থেকে তুলে নেন ১১ রান। পরের ওভারে আরো মারমুখি হয়ে উঠেন দুই ব্যাটসম্যান। মার্ক অ্যাডায়ারের সে ওভার থেকে আসে ১৪ রান। 

রনি কিছুটা দেখেশুনে খেললেও শুরু থেকেই আগ্রাসী ছিলেন লিটন। চতুর্থ ওভারে বল করতে এসে ১৬ রান দেন ক্রেইগ ইয়ং। তবে পাওয়ার প্লের শেষ ওভারে তান্ডব চালান রনি। নির্ধারিত ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৮১ রান। যা পাওয়ার প্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রান ছিলো সর্বোচ্চ সংগ্রহ।

পরের ওভারেও রান তোলার গতি ধরে রাখে বাংলাদেশ। লেগ স্পিনার বেন হোয়াইটের ওভার থেকে ১০ রান তুলে নেন লিটন-রনি। তবে সপ্তম ওভারের প্রথম বলে বাজে শট খেলার খেসারত দেন লিটন। ক্যারিগ ইয়ং এর বল উড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো মেলাতে পারেন নি। ব্যক্তিগত ৪৭ রানের সময় মিড অফে সহজ ক্যাচ দেন পল স্টারলিং এর হাতে। ৯১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

লিটন বিদায়ে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুতেই হাত খুলে খেলার চেষ্টা করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে বেশিক্ষণ টিকতে পারেন নি। ১১তম ওভারে অফ স্টাম্পের বাইরে টানা দুটি ওয়াইডের পর লাইন ও লেংথ বদলে ফেলেন হ্যারি টেক্টর। পরের ডেলিভারিটি খেলতে ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে এসে পরাস্ত হন শান্ত। স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ১৪ রান করে ফেরেন সাজঘরে। ১১৮ রানে বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।

তবে একপ্রান্ত থেকে তান্ডব চালাতে থাকেন রনি তালুকদার। মাত্র ২৪ বল থেকে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন শামীম হোসেন পাটোয়ারি। তবে দ্রুত গতিতে রান তুলতে গিয়ে উইকেট দিয়ে আসেন রনি তালুকদার। ১৪তম ওভারের শেষ বলে গ্রাহাম হিউমের ফুল লেংথের বলটির লাইন বুঝতে পারেন নি রনি। বল সরাসরি আঘাত হানে স্টাম্পে। ১৫৪ রানে তৃতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের। ৩৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৭ রান আসে রনির ব্যাট থেকে।

তৌহিদ হৃদয়কে নিয়ে ভালই এগোচ্ছিলেন শামীম হোসেন। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েছিলেন কার্টিস ক্যাম্ফারের হাতে। তবে শরীরের ভার রাখতে না পেরে শেষ মুহুর্তে ক্যাম্ফার বল ছেড়ে দিলে জীবন পান শামীম। তবে সেটি কাজে লাগাতে পারেন নি এই বাঁ-হাতি। দলীয় ১৭২ রানে মার্ক অ্যাডায়ারের বলে দুর্বল শট খেলে এক্সট্রা কাভারে ধরা পড়েন পল স্টার্লিং এর হাতে। করেন ২০ বলে ৩০ রান।

ক্রিজে এসেই অ্যাডায়ারকে স্ট্রেইটে চার মেরে রানের খাতা খোলেন সাকিব আল হাসান। দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি। তাতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে বাংলাদেশ। ১৯তম ওভারের চতুর্থ বলে ক্রেইগ ইয়ংকে ছয় মেরে দলীয় ২০০ রান পূর্ণ করেন তৌহিদ হৃদয়। তবে এরপরের বলেই ফিরেছেন প্যাভিলিয়নে। বাংলাদেশের ইনিংসের ৪ বল বাকি থাকতে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা।

টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের চতুর্থ দুইশো ছড়ানো স্কোর। হাতছানি ছিলো টি-টোয়েন্টিতে আগের সর্বোচ্চ কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে করা ৫ উইকেটে ২১৫ রান টপকে যাওয়ার। বে-রসিক বৃষ্টি বাঁধ না সাঁধলে তা হতেও পারতো।


বাংলাদেশ   আয়ারল্যান্ড   টি-টোয়েন্টি   চট্টগ্রাম  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

যে তিন শর্ত মেনে বার্সায় ফিরতে পারেন মেসি!

প্রকাশ: ০৫:৫০ পিএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

পিএসজির সাথে লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে জলঘোলা হচ্ছে অনেকদিন ধরেই। নানা সময়ে নানা আলোচনা শোনা গেলেও এখনো নতুন চুক্তিতে সম্মত হতে পারেনি দুই পক্ষ। তাতে নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলেছে। কখনো শোনা যাচ্ছে পিএসজির অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন মেসি। কখনো বা শোনা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সৌদি আরবে পা রাখবেন মেসি। আবার কখনো ঘুরে ফিরে আসছে তার সাবেক ক্লাব বার্সেলোনার নাম। যে ক্লাবের সাথে মেসির সম্পর্ক চিরন্তন। এতে নতুন আশায় বুক বেঁধেছেন বার্সা সমর্থকরা। তবে সে রকম কিছু হতে হলে বেশ কয়েকটি শর্ত মেনে নিতে হবে হাল সময়ের ফুটবলের এই মহাতারকাকে। এমনটাই জানিয়েছেন স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, মেসির বার্সায় ফেরা নিয়ে তিনটি শর্ত আরোপ করে দিয়েছে কাতালান ক্লাবটি।

সম্প্রতি পিএসজির সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না মেসির। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়, মেসির বেতন নিয়েও নানা সংকট দেখা দিয়েছে ফরাসি ক্লাবটির সাথে। তাই বার্সায় ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন এই ফুটবলের এই মহানায়ক। তবে পুরোনো ঠিকানায় ফিরে যাওয়া মোটেও সহজ হবে না মেসি জন্য। স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা যায়, মেসিকে ফেরাতে তাড়াহুড়া করবে না বার্সেলোনা। এমনকি বার্সায় ফেরার বিষয়টি নিজ থেকেই জানাতে হবে মেসিকে। সেটি তাঁর সাবেক সতীর্থ ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজকে জানালেও হবে। কিংবা তাঁর বাবা ও এজেন্ট হোর্হের মাধ্যমে বার্সার কর্তৃপক্ষকেও জানাতে পারবেন মেসি।

বার্সার নতুন নেতৃত্বের অধীনে খেলার মানসিকতা থাকতে হবে এবং দল গঠনে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না। বার্সা ক্যারিয়ারের শেষসময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি। আবার তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। তাই সাবেক ক্লাবে ফিরলে নেতৃত্ব চাইতে পারেন মেসি। কিন্তু বর্তমানে বার্সার অধিনায়ক সার্জি বুটকেটসের অধীনেই খেলতে হবে তাকে। এই শর্তের মাধ্যমে দলের ওপর মেসির নিয়ন্ত্রণ সীমিত করে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। 

সেই সাথে বার্সার নতুন নেতৃত্বের অধীনে খেলার মানসিকতা থাকতে হবে মেসির। দল গঠনেও কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না তিনি। বার্সা ক্যারিয়ারের শেষ সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি। জাতীয় দল আর্জেন্টিনার নেতৃত্ব ভারও তাঁর কাঁধে। তাই সাবেক ক্লাবে ফিরলে আবারো নেতৃত্ব চাইতে পারেন মেসি। সে জটিলতা এড়াতেই এমন পদক্ষেপ ক্লাবটির। মেসি পরবর্তী সময়ে বার্সাকে নেতৃত্ব দিচ্ছেন সার্জিও বুসকেতস। এই শর্তের মাধ্যমে দলের ওপর মেসির নিয়ন্ত্রণ সীমিত করে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

তবে সবচেয়ে বড় শর্ত হলো বার্সায় ফিরলে অল্প বেতনেই সন্তুষ্ট থাকতে হবে মেসিকে। ক্যারিয়ারের শেষ সময়েও এখনও উচ্চ বেতন পাওয়া খেলোয়ারের মধ্যে মেসি একজন। তবে লা লিগার বেতনসীমাসংক্রান্ত নীতি অনুযায়ী মেসি যে বেতনের প্রাপ্য, সেই বেতনে রাজি থাকতে হবে মেসিকে।

কাতালান ক্লাবটির মাধ্যমেই লিওনেল মেসিকে চিনেছে বিশ্ব। অনেকেই ধারণা করেছিল বার্সায় থেকেই ক্যারিয়ার ইতি টানবেন মেসি। তবে লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতির জটিলতায় পড়ে বাধ্য হয়েই বার্সার সাথে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে নাম লেখান এই মহাতারকা। পিএসজির সাথে দুই বছরের চুক্তি করেন। তবে আরেকটি দলবদলের মৌসুম সামনে থাকায় আবার মেসির বার্সায় ফেরার সম্ভবনা দেখছেন অনেকে। পিএসজির সাথে মেসির চুক্তির মেয়াদ পূর্ণ হতে বাকি তিন মাস। এরমধ্যে চুক্তির নবায়ন না হলে ফ্রি এজেন্ট হিসেবে সাবেক ক্লাবে ফিরতে পারেন এই আর্জেন্টাইন তারকা। তবে এজন্য অন্তত এই ৩টি শর্ত মেনে নিতে হবে বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলারকে।


লিওনেল মেসি   পিএসজি   বার্সেলোনা   চুক্তি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন