প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের দুই ওপেনার দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তাদের দৃঢ়চেতা ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে হারের শঙ্কায় আছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিনটি তাই হতাশায়ই কাটলো টাইগারদের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৪ রানের লিড পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৫৭ রানে। এতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।
প্রথম ইনিংসে শতক হাঁকানো লিটন দাস এই ইনিংসেও ছিলেন উজ্জ্বল। তবে ৮৯ বলের মোকাবেলায় করা তার ৫৯ রানের ইনিংস ছাড়া আর কেউই প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি। এতে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠা টাইগাররা মাত্র ৫ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায়।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান উড়ন্ত সূচনা পেয়েছে আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে। দুইজনই হাঁকিয়েছেন অর্ধশতক। চতুর্থ দিন শেষে আবিদ ১০৫ বলে ৫৬ ও শফিক ৯৩ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন আর মাত্র ৯৩ রান।
মন্তব্য করুন
সন্ধায় এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত এএফসি কাপের গ্রুপপর্বের
ম্যাচে ভারতের ক্লাব ওডিশা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। তার আগেই
বসুন্ধরা শিবির গরম। জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচজন ফুটবলারকে
সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কিংস শিবির।
নিজেদের মাঠ কিংস অ্যারেনায় উড়িয়ার বিপক্ষে নামার আগে দলের সেরা পাঁচ তারকাকে হারিয়েছে ক্লাবটি। শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে থাকার অভিযোগে সাময়িকভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধরা হলেন, গোলকিপার আনিসুর রহমান জিকো, স্ট্রাইকার শেখ মোরসালিন, ডিফেন্ডার তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন।
দলের বিশ্বস্ত একটি সূত্রের খবর, এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে মালদ্বীপ যায় বসুন্ধরা কিংস। মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে যায় দেশের চ্যাম্পিয়ন দলটি। এরপর ফেরার পথে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়েন এই ৫ ফুটবলার।
তবে কোন অভিযোগের ভিত্তিতে পাঁচ ফুটবলারকে শাস্তি দেওয়া হলো তা
প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। মালদ্বীপ থেকে ফেরার পর থেকে দলের অনুশীলনে রাখা
হয়নি জিকো-তপুদের। তারা এতেদিন এককভাবে অনুশীলন করতেন। ফলে উড়িয়ার বিপক্ষে ম্যাচে
বিবেচনায় রাখা হচ্ছে না তাদের।
তাছাড়া একই ঘটনায় দুজন স্টাফকেও সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ
লিগ চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, দলীয়
শৃঙ্খলার স্থান সবার উপরে। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে অবশ্যই শাস্তি পেতে হবে।
আনিসুর রহমান জিকো তপু বর্মন মুরসালিন বসুন্ধরা কিংস এএফসি কাপ
মন্তব্য করুন
আসছে ৫ অক্টোবর গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের। আর ১৯ নভেম্বর একই মাঠে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপ আসরের।
প্রতি বছর বিশ্বকাপে অনেক নতুন তারকার অভিষেক হয়। একই সাথে অনেক নামী-দামি তারকাদের বিদায় ঘণ্টা বেজে ওঠে। এ যেন নতুনের আগমনে পুরোনোর বিদায়। একেক বিশ্বকাপে নতুন আর পুরাতনের বিদায় নেওয়ার তালিকাটা একেকরকম হয়। এবারের আসরে বেশ দীর্ঘ হতে পারে।
একদিনের ক্রিকেটে শেষ বিশ্বকাপ খেলার তালিকায় থাকতে পারেন এ ছাড়া ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের বেন স্টোকস, মঈন আলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্টদেরও হতে পারে এটিই শেষ বিশ্বকাপ। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে থাকতে পারেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। এ তালিকায় আছেন আরও অনেকে।
চার বছর পর পর বিশ্বকাপ। এবার যারা খেলছেন পরবর্তী আসরে তারা খেলতে পারবেন কি না নিশ্চয়তা নেই। ব্যস্ত খেলার শিডিউলে ইনজুরি, বাদ পড়া কিংবা অন্য কোনো সমস্যা থাকতেই পারে। যেমন টাইগার ওপেনার তামিম ইকবালের কথাই ধরা যাক। কে ভেবেছিল তিনি এ বিশ্বকাপে তার খেলা হচ্ছে না!
তাই ধরে নেওয়া যায় তামিম ইকবালের জন্য ২০১৯ আসরই ছিল শেষ বিশ্বকাপ। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের এক্ষেত্রে ভাগ্যবানই বলতে হবে। আর সুখের খবর হলো, বাংলাদেশ কাপ্তান সাকিব এ নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন।
স্বাগতিক ভারত দলেও অনেকের এটাই হতে পারে শেষ ওয়ানডে বিশ্বকাপ। সম্প্রতি নিজের শেষ বিশ্বকাপ খেলার কথা জানিয়ে দিয়েছেন শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া রবিচন্দ্রন অশ্বিন। এ ছাড়া বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারাও হয়তো শেষটা দেখছেন এ আসরে। বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটারদের নিয়ে তাই শেষটা ঘরের মাঠে রাঙানোর স্বপ্ন ভারতের।
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বেন স্টোকস, জো রুট, জস বাটলারদের জন্যও এটা হতে পারে শেষ বিশ্বকাপ। বিদায় বলতে পারেন অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এছাড়া অজি শিবিরে অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মিচেল স্টার্কদেরও আরেকটা বিশ্বকাপ খেলাটা নাও হতে পারে।
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্যও শেষ সুযোগ হতে পারে ভারত বিশ্বকাপ। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরও এটা হতে পারে শেষবার রাঙানোর মঞ্চ।
এদিকে, আফগানিস্তানের মোহাম্মদ নবী, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক আর ডেভিড মিলার, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নেদের জন্যও ভারত বিশ্বকাপই হতে পারে শেষ। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পাকিস্তান। বাবর আজমদের এবারের বিশ্বকাপ দলটা তুলনামূলক অভিজ্ঞ তরুণে ভরা। বয়স ত্রিশের আশপাশে প্রায় সবারই। তবে পাকিস্তান ক্রিকেটে চাচা খ্যাত ইফতেখার আহমেদের এটাই হতে পারে শেষ বিশ্বকাপ।
বয়স বাড়লেই সব শেষ, সবক্ষেত্রে এমনটা নাও হতে পারে। ব্যতিক্রম যেমন নেদারল্যান্ডসের ৩৫ বছর বয়সী সায়ব্র্যান্ড অ্যাঙ্গেল রেট। ভারত বিশ্বকাপে ডাচদের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
তবে এই অভিজ্ঞ খেলোয়াড়দের সম্মানে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলো চাইবে বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে নেবার জন্য। হয়তো এই প্রতিজ্ঞায় আরেকটি জমজমাট বিশ্বকাপ লড়াই দেখা হতে পারে।
সাকিব মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিক টিম সাউদি বেন স্টোকস ভিরাট কোহলি রোহিত শর্মা মিচেল স্টার্ক ট্রেন্ট বোল্ট মঈন আলী বাংলাদেশ ক্রিকেট দল
মন্তব্য করুন
টস জিতে ব্যাটিংয়ের
সিদ্ধান্ত বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে
ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দল। জয় দিয়ে বিশ্বকাপে প্রস্ততি শেষ করতে চায় সাকিব
বাহিনী।
গৌহাটিতে বাংলাদেশ
সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত
জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
টপ অর্ডারের
দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ফুরফুরে টাইগাররা।
বাংলাদেশ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ
মন্তব্য করুন
সাকিব আল হাসান মানেই যেন আলোচনা। সাকিব যেখানে আছেন সেখানে যেকোনও
উপায়েই ছক্কা মারার মতোই ব্যাক টু ব্যাক আলোচনার জন্ম নেবে। ক্রিকেটের বাইশ গজে
পারফর্মেন্স দিয়ে আলোচিত হন আর মাঠের বাইরের ঘটনাতেও তাঁকে নিয়ে হর হামেশাই হয় বেশ
সমালোচনা। সেই সমালোচকদেরই যেন গতকাল ‘খোঁচা’ দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আল
হাসান শিশির।
আন্তর্জাতিক
ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল সকালে তাদের ফেসবুক পেজে সেরা পাঁচ বোলারের এক
তালিকা করেছে। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ
উইকেটশিকারির তালিকায় সেরা পাঁচে আছেন সাকিব।
আইসিসির পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরে স্ট্যাটাস দিয়েছেন শিশির।
সেখানে আকার-ইঙ্গিতে ভক্ত-সমর্থকদের সমালোচনার জবাব যেন দিয়েছেন তিনি।
যেখানে তামিম ইকবাল এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় অধিনায়ক সাকিবকে শুনতে হচ্ছে সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তাকে বিশ্বাসঘাতক, মীরজাফর বলেও আখ্যা দিয়েছেন। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আগে চোটে পড়ায় প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি।
তখনও বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বিদ্রূপ শুরু হয়
সামাজিকমাধ্যমে। এসব কিছু মাথায় রেখেই আইসিসির পোস্ট শেয়ার করে শিশির লিখেছেন,
‘হায় হায়। মীরজাফর এখানে সুযোগ পেলেন কীভাবে! এটা অবশ্যই নকল।’
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট নিয়েছেন সাকিব। তাতে এখনো খেলে যাওয়া
ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। যার
মধ্যে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়েছেন ১১ উইকেট।
আফগানিস্তানের
বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার
কীর্তি গড়েন তিনি। ২০১১, ২০১৫-এই দুই বিশ্বকাপে ৮টি করে উইকেট নিয়েছেন সাকিব। আর
২০০৭ বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট। তবে ৪৯ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার
বোলার মিচেল স্টার্ক।
মন্তব্য করুন
মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে কয়েক মাস যা হয়েছে তারপর তার দলে অর্ন্তভূক্তি যেন সাত রাজার ধনের মতো। তাই তিনি নিশ্চয় মনে-প্রাণে চান তার নতুন করে দলে ফিরে আসাটাকে যেন তিনি রাঙিয়ে তুলতে পারেন এবং ব্যাটে জবাব দিতে পারেন। শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং না পেলেও দূর্দান্ত ফিল্ডিং করে কিন্তু তিনি কিছুটা জবাব দিয়ে রেখেছেন। তবে বাঁধ সাধলো ১ অক্টোবর অনুশীলনে। ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ।