নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ এএম, ৩০ অক্টোবর, ২০২১
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীপাচার চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন তরুণীকে উদ্ধার করে র্যাব সদস্যরা।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীদের উদ্ধারসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
ইমরান খান জানান, বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করা হয়েছে। তাদের ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করা হচ্ছিল। ভুক্তভোগীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং আসামিদের আটকের বিষয়ে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন
রাজধানী মাদকবিরোধী অভিযান গ্রেফতার
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
রাজধানীর বিভিন্ন স্থানে বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা এবং হেরোইনসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট বড়ি, ৩৭৫ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ২২৪ গ্রাম গাঁজা ও ৬ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০ টি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন