নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭ এএম, ৩০ অক্টোবর, ২০২১
প্রতারণার মামলায় চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়েরসহ চারজনকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের অফিসার ইনচার্জ মেজর মোহাম্মদ শরীফুল আহসান।
উল্লেখ্য, বর্তমানে ই-কমার্স সাইটগুলোর বিরুদ্ধে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত ও হয়রানির অসংখ্য অভিযোগ আসছে। এমনই একটি সাইট আদিয়ান মার্ট। তাদের বিরুদ্ধেও অভিযোগ এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আদিয়ান মার্ট এর সিইও জুবায়ের সিদ্দিকীসহ সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬
মন্তব্য করুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৬ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।
মঙ্গলবার (২৮ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১৬৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
রাজধানী মাদকবিরোধী অভিযান গ্রেফতার
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন