মন্তব্য করুন
‘এ ঘটনাটি মিথ্যা। একটা গ্রুপ প্রচার করতেছে, গুজব করতেছে- এটা গুজবেরই একটা অংশ। বিদ্যুৎ নিয়ে একটা গুজব ছড়ানো হচ্ছে- আমার নাম নিয়ে যে- উনার বাড়ি ঘেরাও করা হয়েছে- এগুলো আসলে গুজব ছড়ানো হচ্ছে। এটি একটি মিথ্যা। আমার একটি বক্তব্য ছিল সংসদে অনেক আগে, বক্তব্যটা নিয়ে তারা ভুলভাবে ব্যাখ্যা করে প্রতিদিনই ফেসবুকে আলোচনা, সমালোচনা করে। প্রকৃতপক্ষে আমার যে বক্তব্যটা ছিল, সে বক্তব্যটা ছিল আমার এলাকাভিত্তিক কিছু আলোচনা। কারণ আমরা যে কাজগুলো করি, সে কাজগুলো সংসদে আলোচনা করি এবং আবার যে কাজগুলো দরকার, সেটাও আমরা সংসদে বিভিন্ন মন্ত্রী মহোদ্বয়ের কাছে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করি। ওইভাবেই একটা বক্তব্য দেওয়া ছিল, আমার অঞ্চল- মানিকগঞ্জ-২ আসন, সিঙ্গাইর, হরিরামপুর এবং সদরের তিনটি ইউনিয়নসহ ২৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি।’ - বলছিলেন লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম।
সম্প্রতি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের দাবিতে লোকগানের জনপ্রিয় শিল্পী এবং সংসদ সদস্য ‘মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে’ - বলে একটি অপপ্রচার এবং প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। এ খবর পৌঁছায় স্বয়ং মমতাজের কান পর্যন্তও। পরে তিনি এই নিয়ে ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তার বক্তব্য। সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্য ভাইরাল হয়েছে, ট্রলও হয়েছে। এসব বিষয় নিয়েই কথা হয় লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম- এর সাথে। তিনি বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন প্রকৃত সত্য ঘটনা। পাঠকদের জন্য লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের বিশেষ প্রতিনিধি আল মাসুদ নয়ন।
সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘আগে আমি যখন এখানে দায়িত্বে ছিলাম না, তখন এখানে ৩০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল। আর আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই কাজগুলো করতে করতে আল্লাহর রহমতে শতভাগ আমাদের বিদ্যুতায়ন হয়েছে। ওইটাই আমার বক্তব্য ছিল যে- শতভাগ বিদ্যুৎ দিয়েছি। এক সময় যখন এলাকায় থাকতাম, মানুষজন শুধু বলতো, মা-বোনেরা এসে বলতো, আপা কিছু চাই না, আমাদের শুধু একটা মিটারের ব্যবস্থা করে দিন। এই মিটার এক সময় এ অঞ্চলে রত্নের মতো ছিল মানুষের কাছে। আমার আগে যারা এখানে দায়িত্বে ছিলেন, তারা অনেকেই একটি মিটারের জন্য ২০ থেকে ৩০/৪০ হাজার টাকাও নাকি মানুষের কাছ থেকে নিতো। এ ধরনের অভিযোগ ছিল।’
মমতাজ বলেন, ‘কিন্তু আসলে এই মিটার তারা কোনোদিন দিতে পারে নাই। পরে যখন আমি দায়িত্ব নিয়ে আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে ফোন করে বললাম, আমার এখানে মিটার লাগবে, ফোন লাউড স্পিকারে ছিল। আমার এখানে ইউনিয়নের অনেক চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের নেতা-কর্মী ছিল। উনি সবার সামনেই বললেন, কতগুলো লাগবে? আমি আমার নেতৃবৃন্দদের বললাম, কতগুলো লাগবে। তারা বললেন, দুই/তিন হাজার চান। তখন আমি বললাম, ২/৩ হাজার লাগবে। সাথে সাথে মন্ত্রী আমাকে বললেন, দুই/তিন হাজার না, কালকে আমি আপনার ওইখানে পাঁচ হাজার মিটার পাঠানোর ব্যবস্থা করছি। এর পরে একটার পর একটা দিয়েছেন। পরে ইউনিয়ন পরিষদে মাইকিং করে করেও আমরা মিটার দিয়েছি, বলেছি আপনারা আবেদন করেন, আমাদের পর্যাপ্ত মিটার আছে। সে জন্য আমার অঞ্চলটায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।’
সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘এই কথাটাই আমি সংসদে বলছিলাম যে- এখন ফেরিওয়ালাদের মতো- ‘মিটার লাগবে কি মিটার? বিদ্যুৎ লাগবে কি বিদ্যুৎ?’- এরকম আমরা বলে বেড়াচ্ছি। তার মানে মাইকিং করে আমরা বলতেছি, মিটার লাগবে কি মিটার। এমন একটা ভালো অবস্থা। বিদ্যুতের যে আসলেও এতো উন্নয়ন হয়েছে, সেই প্রশংসা আমি কেন সবাই করেছে। এই ধরনের বিদ্যুতের এতো সুন্দর ব্যবস্থা কোনো সরকারের আমলে কখনোই হয় নাই।’
তিনি বলেন, ‘এখন যে লোডশেডিংটা হচ্ছে- এটা সাময়িক একটা সঙ্কট। এটাতো আর দুই/এক দিনে হয় নাই। করোনার মহামারি গেছে, তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ডলারের দাম বাড়া- আমাদের ছোট্ট একটা দেশ। সবকিছুইতো আমরা চাইলে সমাধান করতে পারি না। আমাদের বাইরে থেকেও-তো কিছু সহযোগিতা বা বিভিন্ন ধরনের আমদানি করতে হয়। সেগুলো যখন আমাদের ব্যাঘাত ঘটেছে- তখনই এই বৈশ্বিক মন্দার মধ্যে আমাদের এই সঙ্কটটা দেখা দিয়েছে। এটাকে আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে।’
‘সোশ্যাল মিডিয়াতে যে প্রপাগান্ডা এবং অপপ্রচার চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে? এইটা নিয়ন্ত্রণে কি করণীয় বলে আপনি মনে করেন?’ -এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা সরকারের আসলে যারা ভালো চায় না, কোনো ভালো কথাও তারা শুনতে চায় না- এটাতো একটা গ্রুপ আছেই, যারা সরকার বিরোধী। দেশে এবং দেশের বাইরে বসে যারা এই ভিডিওগুলো বানায়, বিশেষ করে ভিডিওগুলোর তল্লাশি করতে গেলে দেখা যায়, বেশিরভাগ আইডি ভুয়া, তাছাড়া তারা দেশে বসে এগুলো করে না। তারা দেশের বাইরে বসে ভিডিও বানিয়ে বানিয়ে এই প্রপাগান্ডা এবং সরকার বিরোধী অপপ্রচারগুলো চালায়। এখন এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সচেতন আছে। সরকারও সচেতন আছে। কিন্ত আসলে মানুষের মন মানসিকতারও পরিবর্তন দরকার।’
বিদ্যুৎ মমতাজ অপপ্রচার প্রপাগান্ডা
মন্তব্য করুন
বিশ্ব পরিবেশ দিবস প্লাস্টিক পলিথিন পরিবেশ দূষণ
মন্তব্য করুন
‘আমাদের যে মূল্যস্ফীতি, গত বছরের যে বাজেট ছিল- তা ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, এই চলমান অর্থ বছরে। ওইটা ছিল প্রস্তাবিত বাজেট। এখন এবার যখন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, তখন সেটা সংশোধীত বাজেট বলবেন। আগে যেটা বলা হয়েছিল, তার থেকে সংশোধীত বাজেটটা আসলে কত হলো? আমার ধারণা, যেটা সংশোধীত বাজেট হবে, যেটা প্রস্তাব করা হয়েছিল চলমান বছরে (২০২২-২৩)। সেখানে সংশোধীত বাজেটটা কম হবে, কত কম হবে-সেটা আমি জানি না। সেটার তুলনায় এখনকার বাজেটটা কত হবে সেটা এখনও আমি জানি না। তবে প্রকৃত মুল্যস্ফীতি যা আছে, সরকার যা বলছেন, সেটা প্রকৃত মূল্যস্ফীতি না-ও হতে পারে। প্রকৃত মূল্যস্ফীতি যা আছে, তার সঙ্গে সামঞ্জস্য করে নূন্যতম বাজেটটা সেরকম হওয়ার কথা। সেই ক্ষেত্রে নূন্যতম বাজেটটা ৭ লক্ষ ৬০ হাজার কোটি টাকা হওয়া উচিৎ। কিন্তু বাজেটটা হওয়া উচিৎ সম্প্রসারণশীল। তার মানে এর চাইতে অনেক বেশি। তবে কত বেশি হহওয়া উচিৎ সেটাও আমি জানি না।’ - বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত।
আজ বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেছেন। গতকাল বুধবার (৩১ মে) বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এবারের বাজেটের আকার কেমন হওয়া উচিৎ, অর্থনৈতিক মন্দা নিরসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগোষ্ঠীর সম্পদ, আয়, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, আবাসন, কর্মসংস্থানসহ সকল প্রকার বৈষম্য দূরীকরণে এবারের বাজেটের আকার কেমন হওয়া প্রয়োজন- এসব বিষয় নিয়েই কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত- এর সঙ্গে। বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেছেন এবারের বাজেট সম্পর্কে। পাঠকদের জন্য অধ্যাপক ড. আবুল বারাকাত- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের বিশেষ প্রতিনিধি আল মাসুদ নয়ন।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, ‘দ্রব্যমূল্য থেকে শুরু করে বৈষম্য। বৈষম্যের মধ্যে সম্পদ বৈষম্য, আয় বৈষম্য, পুষ্টি বৈষম্য। পুষ্টি বৈষম্য বলতে আমি বলছি, মানুষ সম্ভবত গত এক বছরে মাছ, মাংস, দুধ, ডিম- এগুলো ভোগ কমিয়েছেন। এগুলো যেন মানুষ আগের মতোই ভোগ করতে পারেন। তাহলে পুষ্টি বৈষম্য আগের মতোই হবে। সেগুলো যদি ঠিক রাখি- তার সঙ্গে, স্বাস্থ্য বৈষম্য, শিক্ষা বৈষম্য, আবাসন বৈষম্য- এগুলো যদি বিচার করা হয়, তাহলে আদর্শগতভাবে বাজেটটা হওয়া উচিত- এখন যে বাজেটটা আছে- ৬ লক্ষ্য ৭৮ হাজার কোটি টাকা, এটা অনেক বেশি হওয়া উচিৎ। এটা কত বেশি হবে সেটা আমি এখনও জানি না।’
তিনি বলেন, ‘তবে নীতিগতভাবে বৈষম্য যদি প্রধান বিষয় হয়ে থাকে, দ্রব্যমূল্য যদি বড় বিষয় হয়ে থাকে, তবে বাজেটটা অনেক বড় হওয়া দরকার- এটা হলো এক নম্বর বিষয়। দ্বিতয়ত হলো, এই বাজেটে বৈষম্য হ্রাস করার পথ এবং পদ্ধতিগুলো। বাজেট-তো একটি রাজনৈতিক অর্থনৈতিক দলিল, এখানে বৈষম্যগুলো হ্রাস করার জন্য পদ্ধতিগুলো বাজেটের মধ্যে প্রতিফলিত হতে হবে। এই প্রতিপ্রফলনটা হওয়া উচিৎ বাংলাদেশের সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ রেখে। এই মোট কথা।’
‘বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে আপনারা একটি বিকল্প বাজেট তুলে ধরেছিলেন, সেখানে যে ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, সে প্রস্তাবনার আলোকে এই বাজেট কেমন হলে ভালো হতো?’ - এমন প্রশ্নে ড. আবুল বারাকাত বলেন, ‘আমাদের প্রস্তাবনার মধ্যে কতগুলো বিষয় ছিল, প্রথম ছিল- বাজেটের ব্যয় খাত কি কি হওয়া উচিৎ। বাজেটের ব্যয় খাতে আমরা পরিষ্কার করে বলেছিলাম যে, জনগণের যে জনচাহিদা- এই জনচাহিদাটা সংবিধানে যে জনচাহিদার কথা বলা আছে, তার সাথে সামঞ্জস্য রেখে করা উচিৎ। সেখানে স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, সামাজিক নিরাপত্তা,কৃষি সংস্কার, ভূমি সংস্কার ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পাওয়া উচিৎ। এগুলো ব্যয়ের খাত। দ্বিতীয় হচ্ছে আয়ের খাতে কতগুলো বিষয় থাকা উচিৎ। এর মধ্যে প্রধান চারটি বিষয় হচ্ছে- প্রথমত- সম্পদ কর, দ্বিতীয় হচ্ছে- অতিরিক্ত মুনাফার উপর কর, তৃতীয় হচ্ছে- কালো টাকা এবং তার থেকে প্রাপ্তি, অর্থাৎ কালো টাকা উদ্ধার করতে হবে। চতুর্থ হচ্ছে- অর্থ পাচার রোধ। এগুলো যদি করা হয়, এগুলো হচ্ছে আয়ের খাত। এই আয়ের খাতগুলো বাজেটে চিহ্নিত করা উচিৎ। এবারে এগুলো হচ্ছে কি হচ্ছে না আমি জানি না। যদি এগুলো চিহ্নিত করা হয়, তাহলে বাজেট একটা বৈষম্য নিরসনমুখী, জনগণের কল্যাণের জন্য একটা বাজেট হতে পারে।’
তিনি বলেন, ‘সম্পদ, আয়, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা,আবাসন বৈষম্য নিরসনের জন্য এবারের বাজেট হওয়া উচিৎ। কতটুকু কি হচ্ছে তা আমি জানি না। এগুলো বাজেট পেশ করার পর বোঝা যাবে।’
অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত বাজেট অর্থমন্ত্রী সংসদ
মন্তব্য করুন
‘বিষয়টায় কিছু অ্যাকশন নিতে হবে। আর ওই জায়গায় নিম্ন পর্যায়ে যে কমিটিগুলো আছে, যেখানে সম্মেলন করার সুযোগ আছে, সেগুলো পূর্ণাঙ্গ কমিটি হয় নাই এবং এগুলো আহবায়ক কমিটি সবগুলোই। যেসব কমিটির লোকেরা বিদ্রোহ করেছে- এরা সবাই আহবায়ক কমিটির লোক। অতএব দ্রুত সম্মেলন করে, যেগুলো বিশ্বাসঘাতক- এগুলোকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজালেই হবে। খুব সহজ কাজ। সম্মেলনের তারিখ দিয়ে এগুলোকে বাদ দিয়ে দিলেই হবে। কোনো সমস্যা নেই।’- বলছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
‘গাজীপুর নির্বাচন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলটাকে প্রকাশ্য রূপ দিয়েছে বলে অনেকে মনে করছেন। এখন সামনে নির্বাচন, নির্বাচনের আগে একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি এই অভ্যন্তরীণ কোন্দলটাকে কি রকম চ্যালেঞ্জ মনে করেন এবং কোন্দলটা মোকাবেলায় কি করা উচিৎ বলে আপনি মনে করেন, আপনার পরামর্শ কি?’ -এমন প্রশ্নের উত্তরে কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সম্প্রতি শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান ১৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণেই দলীয় প্রার্থীর নাটকীয় পরাজয় হয়েছে বলে মনে করছেন অনেকেই। সেই সঙ্গে এই পরাজয়ের মধ্য দিয়ে গাজীপুর আওয়ামী লীগের দলীয় কোন্দল সুস্পষ্ট হয়ে ওঠেছে। এসব বিষয় নিয়েই কথা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম -এর সঙ্গে। তিনি বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন এই নির্বাচনে পরাজয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কথা এবং এই কোন্দল নিরসনে কি করণীয়-সেসব কথা। পাঠকদের জন্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম -এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার -এর নিজস্ব প্রতিনিধি।
মির্জা আজম বলেন, ‘এই নির্বাচনে পরাজয়ের জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তারা নিজেরাও, এমপি, মন্ত্রী যারা আছে, তাদের সাথে নিয়ে একটা পর্যালোচনা বৈঠক সিরিজ, আসছে ১, ২, ৩ তারিখে করবে তারা।’
‘এটাতো হলো গাজীপুর। কিন্তু সারা বাংলাদেশেই এই রকম আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কথা শোনা যাচ্ছে। নির্বাচনের আগে এই কোন্দলতো আওয়ামী লীগের জন্য বড় ধরনের একটা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে।’- এমন প্রশ্নে মির্জা আজম বলেন, ‘আওয়ামী লীগ একটা অনেক বড় দল। এ জায়গায় আসলে কোন্দলটা ঠিক ওইভাবে নাই। গাজীপুরের ব্যাপারটা একটু আলাদা, ভিন্ন। সে জায়গায় আমাদের একজন লোককে বহিষ্কার করা হয়েছে। সে মেয়র ছিল। সবকিছু মিলিয়েই এটা হয়েছে। কিন্তু অন্য জায়গায় যে বিষয়গুলো রয়েছে, সেটা ছোটখাটো বিষয়। ওই জায়গায় বড় ধরনের কোনো কোন্দল নেই। নোমিনেশন যখন ঘোষণা হয়ে যাবে। তখন দেখা যাবে, সবাই একসাথে কাজ করছে, কোনো বিষয় হবে না, ইনশাল্লাহ।’
‘একটা বিষয়- বিএনপি এখন রাজপথে আন্দোলন করছে এবং বিএনপি এক দফা আন্দোলন ঘোষণা করবে বলে তারা জানিয়েছে- এ রকম অবস্থায় আপনাদের প্রস্তুতি কি?’ -এই প্রশ্নে মির্জা আজম বলেন, ‘বিএনপি যেটা নিয়ে আন্দোলন করতেছিল, তাদের আন্দোলনতো এখন অটো ফল্ট করবে। কারণ হচ্ছে, তাদের যে প্রভু, সে প্রভু তাদের যা বলছে, সে অনুযায়ী তাদের আবার কিসের জন্য আন্দোলন। ওদের প্রভুরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করে নাই। তারা বলেছে, যারা নির্বাচনে বাধাদান করবে, তাদেরকেও তারা ভিসা দিবে না। আমরাতো- আমেরিকা যা চাচ্ছে, ওই ধাঁচেই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমেরিকার পক্ষ থেকে যে ভিসা নীতি ঘোষণা করেছে, সে ভিসা নীতিতে বিএনপি যেভাবে এগিয়ে যাচ্ছে, তার জন্য তারা বাধার সৃষ্টি করছে। বিএনপি এখন এক দফা বলেন, সাত দফা বলেন- কিসের জন্য আন্দোলন করবে? তত্ত্বাবধায়ক সরকার? আমেরিকা যে ভিসা নীতি ঘোষণা করেছে, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নেইতো। তাহলে তারা কি নিয়ে আন্দোলন করবে। অতএব, তারা এখন নির্বাচনে আসবে নাকে ক্ষত দিয়ে। কাজেই এই নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নেওয়াটা তাদের জন্য এখন বুদ্ধিমানের কাজ।’
‘একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি কি মনে করেন, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে?’- এমন প্রশ্নে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দলীয় সরকারের অধীনে গাজীপুরের নির্বাচনে প্রমাণ হয়েছে। দলীয় সরকারের অধীনে যে, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন হতে পারে- গাজীপুর নির্বাচনে তা প্রমাণ হয়েছে।’
‘বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়- তাহলে আওয়ামী লীগের একজন নেতা হিসেবে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?’- এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি ২০০৮ সালে, তখনতো কোনো বাধা দেওয়া হয় নাই। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা ২৯ আসন পেয়েছে। এবার নির্বাচন করছে, সুন্দর। ২৯ দু’গুণে ৫৮ আসন পেতে পারে। এর বেশি আমরা আশা করি না।’
‘একটি কথা আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে, আওয়ামী লীগের প্রচুর প্রার্থী পরিবর্তন করতে হবে। কারণ যারা গত দুইটা নির্বাচনে এমপি হয়েছেন, তারা অনেকেই এলাকায় যায় না।’- এমন প্রশ্নে মির্জা আজম বলেন, ‘এটা নেত্রী প্রকাশ্যে মিটিংয়ের মধ্যে বলেছেন যে, এবারের মনোনয়নের ব্যাপারে তিনি অত্যন্ত সজাগ থাকবেন এবং যারা এলাকায় জনপ্রিয়- তাদেরকে মনোনয়ন দেয়া হবে। যারা এলাকায় বিতর্কিত এবং দীর্ঘ সময় দায়িত্ব পালন করে আত্মীয়-স্বজন এবং হাইব্রিডদের নিয়ে পুণর্বাসন করেছে, দলের মধ্যে আবার দল অ্যান্টি দল বানিয়েছে, তাদেরকে নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না, নেত্রী বলে দিয়েছেন।’
‘গাজীপুর নির্বাচন নিয়ে কি আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে কোনো মূল্যায়ন করবে বা এটার ব্যাপারে কোনো আলাপ-আলোচনা হবে?’- প্রশ্নে মির্জা আজম বলেন, ‘কেন্দ্রীয়ভাবে-তো মূল্যায়ন হবেই। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সাথে কথাবার্তায়- তখনতো যার যার অভিমত ব্যক্ত করবেই। যদি সুযোগ থাকে আমরাও আমাদের অভিমত ব্যক্ত করবো। তবে ইতিমধ্যেই জেলার পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে এই নির্বাচনে পরাজয়ের বিভিন্ন মূল্যায়নটা আগামীকাল থেকে টানা তিন দিন- বিভিন্ন থানায় থানায় মিটিং করে, আমাদের এমপি, মন্ত্রীদের উপস্থিতিতে আলোচনা করে, পর্যালোচনা করে মূল্যায়নটা করা হবে যে- কি কি কারণে, কি ব্যর্থতার কারণে আমরা ফেল করেছি।’
আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গাজীপুর নির্বাচন
মন্তব্য করুন
মন্তব্য করুন
‘এ ঘটনাটি মিথ্যা। একটা গ্রুপ প্রচার করতেছে, গুজব করতেছে- এটা গুজবেরই একটা অংশ। বিদ্যুৎ নিয়ে একটা গুজব ছড়ানো হচ্ছে- আমার নাম নিয়ে যে- উনার বাড়ি ঘেরাও করা হয়েছে- এগুলো আসলে গুজব ছড়ানো হচ্ছে। এটি একটি মিথ্যা। আমার একটি বক্তব্য ছিল সংসদে অনেক আগে, বক্তব্যটা নিয়ে তারা ভুলভাবে ব্যাখ্যা করে প্রতিদিনই ফেসবুকে আলোচনা, সমালোচনা করে। প্রকৃতপক্ষে আমার যে বক্তব্যটা ছিল, সে বক্তব্যটা ছিল আমার এলাকাভিত্তিক কিছু আলোচনা। কারণ আমরা যে কাজগুলো করি, সে কাজগুলো সংসদে আলোচনা করি এবং আবার যে কাজগুলো দরকার, সেটাও আমরা সংসদে বিভিন্ন মন্ত্রী মহোদ্বয়ের কাছে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করি। ওইভাবেই একটা বক্তব্য দেওয়া ছিল, আমার অঞ্চল- আমার মানিকগঞ্জ-২ আসন, সিঙ্গাইর, হরিরামপুর এবং সদরের তিনটি ইউনিয়নসহ ২৭টি ইউনিয়ন এবং এাকটি পৌরসভায় আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি।’ - বলছিলেন লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম।
‘যে প্রতিপাদ্য দিল ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ‘সলিউশন্স অব প্লাস্টিক পলিউশন’ এবং বাংলাদেশে এটার বঙ্গানুবাদ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’। এটাতো প্রতিপাদ্য এবং স্লোগান ছিল কি ‘বিট প্লাস্টিক পলিউশন’। বাংলাদেশে করা হয়েছে কি-‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। এই যে বঙ্গানুবাদটি করেছে পরিবেশ এবং বন মন্ত্রণালয়। আমি একটি প্রশ্ন রাখতে চাই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সচিব এবং কর্তা ব্যক্তিদের- ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’- তারা কি এই পণের অন্তর্ভুক্ত? তারা কি এই পণ করেন?’ - বলছিলেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান।
‘আমাদের যে মূল্যস্ফীতি, গত বছরের যে বাজেট ছিল- তা ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, এই চলমান অর্থ বছরে। ওইটা ছিল প্রস্তাবিত বাজেট। এখন এবার যখন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, তখন সেটা সংশোধীত বাজেট বলবেন। আগে যেটা বলা হয়েছিল, তার থেকে সংশোধীত বাজেটটা আসলে কত হলো? আমার ধারণা, যেটা সংশোধীত বাজেট হবে, যেটা প্রস্তাব করা হয়েছিল চলমান বছরে (২০২২-২৩)। সেখানে সংশোধীত বাজেটটা কম হবে, কত কম হবে-সেটা আমি জানি না। সেটার তুলনায় এখনকার বাজেটটা কত হবে সেটা এখনও আমি জানি না। তবে প্রকৃত মুল্যস্ফীতি যা আছে, সরকার যা বলছেন, সেটা প্রকৃত মূল্যস্ফীতি না-ও হতে পারে। প্রকৃত মূল্যস্ফীতি যা আছে, তার সঙ্গে সামঞ্জস্য করে নূন্যতম বাজেটটা সেরকম হওয়ার কথা। সেই ক্ষেত্রে নূন্যতম বাজেটটা ৭ লক্ষ ৬০ হাজার কোটি টাকা হওয়া উচিৎ। কিন্তু বাজেটটা হওয়া উচিৎ সম্প্রসারণশীল। তার মানে এর চাইতে অনেক বেশি। তবে কত বেশি হহওয়া উচিৎ সেটাও আমি জানি না।’ - বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত।
‘বিষয়টায় কিছু অ্যাকশন নিতে হবে। আর ওই জায়গায় নিম্ন পর্যায়ে যে কমিটিগুলো আছে, যেখানে সম্মেলন করার সুযোগ আছে, সেগুলো পূর্ণাঙ্গ কমিটি হয় নাই এবং এগুলো আহবায়ক কমিটি সবগুলোই। যেসব কমিটির লোকেরা বিদ্রোহ করেছে- এরা সবাই আহবায়ক কমিটির লোক। অতএব দ্রুত সম্মেলন করে, যেগুলো বিশ্বাসঘাতক- এগুলোকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজালেই হবে। খুব সহজ কাজ। সম্মেলনের তারিখ দিয়ে এগুলোকে বাদ দিয়ে দিলেই হবে। কোনো সমস্যা নেই।’- বলছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।