চীন করোনা মোকাবিলায় প্রায় সফল বলা চলে। কিন্তু কীভাবে এই সফলতা এলো চীনের! সেটা অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এখন পর্যন্ত সফলভাবে করোনার কোন ভ্যাক্সিন আবিষ্কার হয়নি। করোনা ভাইরাস মোকাবেলায় চীন যে কিউবার ওষুধ প্রযুক্তি ‘ইন্টারফেরন আলফা টু-বি’ ব্যবহার করছে। এই খবর ইতোমধ্যেই বিশ্ববাসী জেনে গেছে। মেডিক্যাল সাইন্সে কিউবা অনেক এগিয়ে। প্রায় ৬০ বছর ধরে কিউবা মার্কিন অবরোধের মাঝেও নানান রোগের ভ্যাকসিন নিয়েও গবেষণা করছে। ১৯৮৫ সালে তারা মেনিনজাইটিসের ভ্যাকসিন বের করে। কিছুদিন আগে তারা লাঙ ক্যানসারের ভ্যাকসিনও বের করেছে। মা থেকে সন্তানে এইচআইভি ছড়ানো পুরোপুরি বন্ধ করতে পেরেছে তারা ২০১৫ সালে। বিশ্বের অন্যতম বড় মেডিক্যাল কলেজটিও (ইএলএএম) কিউবায়। প্রায় ১১০টি দেশের শিক্ষার্থীরা এখানে পড়তে যায়। টিউশন ফি ছাড়াই সেখানে পড়ে সকলে।
এখন জানা দরকার ইন্টারফেরন কী? অনলাইন মিডিয়া থেকে জানা যায়, ইন্টারফেরন হলো প্রতিরক্ষামূলক প্রোটিন। কোন দেহকোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি নিঃসৃত হয়। বহিরাগত ভাইরাস,ব্যাক্টেরিয়া, ছত্রাক,বিষ ও অন্য কোনো বস্তু ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিটি দেহে একটি প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, এটি দেহের প্রতিরক্ষাতন্ত্র ( Immune system)। ইন্টারফেরনস হল প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র যা দেহের প্রতিরক্ষা তন্ত্রের অন্তর্গত। ভাইরাস দ্বারা আক্রমণের পর যখন ইন্টারফেরন নিঃসৃত হয় তখন তা আক্রমণকারী ভাইরাস এর প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে, ফলে ভাইরাসটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারেনা। তাই সে পরবর্তী কোষগুলোকে আর আক্রমণ করতে পারেনা।কাজেই সংক্রমিত কোষের চারপাশের কোষগুলো ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পায়, অধিকন্তু এরা ভাইরাস-প্রতিরোধক্ষম হয়ে ওঠে। কাজেই ইন্টারফেরন এর কাজ হলো আক্রমণকারী ভাইরাসের সংখ্যাবৃদ্ধি বন্ধ করে দেয়া এবং সুস্থ কোষগুলোকে ভাইরাস প্রতিরোধক্ষম করে তোলা ও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা। AIJ Lindenmann ১৯৫৭ সালে ইন্টারফেরন আবিষ্কার করেন।
ইন্টারফেরন একটি প্রজাতি নির্দিষ্ট হরমোন, এমনকি একই দেহের বিভিন্ন টিস্যু থেকে বিভিন্ন প্রকার ইন্টারফেরন তৈরি হয়। ভাইরাস আক্রান্ত লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন,ফাইব্রোব্লাস্ট কোষ থেকে অন্য ধরনের ইন্টারফেরন নিঃসরণ হয়। ভাইরাস দ্বারা সংক্রমিত কোষ কর্তৃক ইন্টারফেরন নিঃসৃত হলেও বর্তমানে রিকম্বিনেট ডিএনএ কৌশল প্রয়োগ করে অধিক পরিমাণে ইন্টারফেরন উৎপন্ন করা সম্ভব হচ্ছে। ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হেপাটাইটিস বি, হার্পিস সংক্রমণ, বিভিন্ন ধরনের প্যাপিলোমা চিকিৎসা করা সম্ভব হয়েছে। এছাড়াও জলাতঙ্ক রোগের চিকিৎসায়ও সাফল্য অর্জিত হয়েছে। গবেষকগণ ধারণা করছেন যে ক্যান্সার কোষের বৃদ্ধি রহিত করতেও ইন্টারফেরন সফলভাবে ব্যবহার করা যাবে।
বাংলাদেশ কিউবার খুব পুরাতন বন্ধু দেশ। তাই যে কোন মুহূর্তেই বাংলাদেশ সরকার দেশের এই সম্ভাব্য সংকটকালে কিউবার সাহায্য নিতে পারে, যেমনটি করেছে চীন।
মন্তব্য করুন
মন্তব্য করুন
আমেরিকার
মিসিসিপি রাজ্যের মেমফিসে টায়ার নিকোলস নামে আমেরিকার এক
কৃষ্ণাঙ্গ নাগরিক পুলিশি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরন
করেছেন। শুক্রবার
সেই ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং ওই কৃষ্ণাঙ্গ যুবকের
ওপর হওয়া পুলিশি নির্যাতনের
ভিডিও প্রকাশ করা হয়েছে।
গত ৭ জানুয়ারি ৫
পুলিশ অফিসারের নির্যাতনের শিকার হন নিকোলস। এর
তিনদিন পর হাসপাতালে তিনি
মারা যান। ভিডিওতে
দেখা যায় নির্যাতনের সময়
মা মা বলে আর্তনাত
করছিলেন তিনি। চিৎকার-আর্তনাতের পরও তার ওপর
দীর্ঘ সময় চলে নির্যাতন।
২৯ বছর বয়সী নিকোলসকে
ট্রাফিক আইন অমান্য করার
অপরাধে আটকায় পুলিশ। কিছুক্ষণ কথা বলার পর
ভয়ে তিনি দৌড় দিলে
পুলিশ সদস্যরা তাকে পাকড়াও করে
বর্বর নির্যাতন চালান। তার মুখে একাধিক
লাথি, ঘুষি মারেন তারা।
প্রেসিডেন্ট জো বাইডেন ভিডিওটি দেখার পর বলেছেন, এই ‘ভয়ানক ভিডিও’ দেখে ‘অত্যন্ত ব্যথিত’ হয়েছেন তিনি।
পুলিশের
পক্ষ থেকে প্রথমে বলা
হয়েছিল বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় নিকোলসকে
আটক করা হয়েছিল। যে
৫ পুলিশ সদস্য নিকোলসের ওপর নির্যাতন চালিয়েছেন
তারাও সবাই কৃষ্ণাঙ্গ।
মেমফিস
পুলিশের পক্ষ থেকে সব
মিলিয়ে চারটি ভিডিও প্রকাশ করেছে। প্রথম ভিডিওতে দেখা যায়, পুলিশ
নিকোলসকে গাড়ি থেকে বের
হয়ে মাটিতে শুয়ে পড়তে বলছে।
এ সময় নিকোলস বলেন,
“আমি কিছু করিনি।”
এ সময় এক অফিসার
গালাগাল দিয়ে বলেন, “মাটিতে
শুয়ে পড়।” আরেকজন নিকোলসকে
টেজার দিয়ে ইলেকট্রিক শক
দিতে বলেন।
আরেকজন
অফিসারকে চিৎকার করে বলতে শোনা
যায়, “আমি তোমার হাত
ভেঙে দেওয়ার আগে হাত পেছনে
রাখ।”
পুলিশের
এমন আচরণে ভয় পেয়ে যান
নিকোলস। তখন তিনি বলেন,
“আপনারা এখন অনেক বাড়াবাড়ি
করছেন। আমি বাড়িতে যাওয়ার
চেষ্টা করছি।”
ওই মুহুর্তে নিকোলসকে ইলেকট্রিক শক দেওয়া হলে
তিনি দৌড় দেন।
এরপর
সিসি ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিওতে দেখা
যায় নিকোলসকে মারধর করছেন তারা। তার মুখে মরিচের
গুড়া ছিটিয়ে দেওয়া হচ্ছে। মাথায় কিল ঘুষি মারা
হচ্ছে।
এদিকে
এ ঘটনায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যকে
ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। তাদের
বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
নির্যাতনের
ভিডিও প্রকাশের পর নিকোলসের মা
জানিয়েছেন, তার ছেলেকে বাড়ি
থেকে মাত্র ২৩০ ফুট দূরে
হত্যা করা হয়েছে।
নিকোলসের
চার বছর বয়সী একটি
সন্তান রয়েছে বলে জানিয়েছে মার্কিন
সংবাদমাধ্যমগুলো।
আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশ নির্যাতন পুলিশ বর্বরতা কৃষ্ণাঙ্গ হত্যা
মন্তব্য করুন
কয়েক
মিনিটের ব্যবধানে ভারতের দুই রাজ্যে ভেঙে
পড়ল মোট ৩টি বিমান।
শনিবার (২৮
জানুয়ারি) সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্য প্রদেশে সুখই-৩০ ও মিরাজ
২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কোনো
তথ্য জানা যায়নি। শনিবার (২৮
জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদেনে তথ্য
জানানো হয়।
প্রতিবেদনে
বলা হয়, সুখোই সু-৩০ ও মিরাজ
২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।
দুইটি
যুদ্ধবিমানই গোয়ালিয়র বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডায়ন করা
হয়। এরই মধ্যে সেখানে
উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে
হতাহতের খবর এখনো জানা
যায়নি।
জানা
গেছে, সু-৩০ যুদ্ধবিমানটিতে
দুইজন পাইলট ছিল। অন্যটিতে ছিল
একজন পাইলট। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার
করা গেছে। আহত হলেও তারা
নিরাপদ। তবে তৃতীয় পাইলটকে
উদ্ধারে অভিযান চলছে।
এদিকে
একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, যুদ্ধবিমান দুইটির মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ
হয়েছিল কি না তা
জানতে বিমানবাহিনী একটি তদন্ত কমিটি
গঠন করেছে।
এর আগে গত বছরের
২৮ জুলাই দিনগত রাত ৯টার দিকে
রাজস্থানের বারমার জেলায় দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১
নামের একটি প্রশিক্ষণ বিমান
বিধ্বস্ত হয়। ওই ঘটনায়
দুই পাইলট নিহত হয়েছিলেন।
তাছাড়া
২০২১ সালের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ভারতের
প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত। শুধু তিনিই নন,
এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ আরও ১২ জন।
মন্তব্য করুন
নিউজিল্যান্ডের
অকল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তিনজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে একজন।
শনিবার (২৮
জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
হিপকিন্স
বলেন, অকল্যান্ডে শুক্রবার ছিল সবচেয়ে বৃষ্টিমুখর
দিন। এটি ছিল সাম্প্রতিক
সময়ের একটি নজিরবিহীন ঘটনা। আবহাওয়ার তীব্রতা কতো মাত্রায় পৌঁছেছে
তা এই প্রাণহানি থেকে
বুঝা যায়।
দেশটির
আবহাওয়া অফিস বলেছে, স্থানীয়
সময় শুক্রবার সকাল থেকে ২৪
ঘন্টায় অকল্যান্ড বিমান বন্দরে ২৪৯ মিলিমিটার রেকর্ড
বৃষ্টি হয়েছে। অকল্যান্ডের রাস্তাগুলো আকস্মিক বন্যায় নদীতে রূপ নিয়েছে। বিমানবন্দরে
যাওয়ার রাস্তাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে
শনিবার বিকেল নাগাদ আভ্যন্তরীণ টার্মিনাল পুনরায় খুলে দেয়া হয়।
কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল রবিবার পুনরায় শুরু করা হবে
বলে আশা করা হচ্ছে।
হিপকিন্স বলেছেন, আমরা অকল্যান্ডকে যথাসম্ভব
দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।
মন্তব্য করুন
দীর্ঘ ১১ মাস ধরে
চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত বছরের ২৪
ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করলে এই যুদ্ধ শুরু
হয়। করোনাভাইরাস মহামারীর পরপরই এই যুদ্ধের কারণে
বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক অস্থিরতা।
তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকতেন তাহলে একদিনের মধ্যেই এই যুদ্ধ বন্ধ করে দিতেন। তার দাবি, তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না।
বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেছিলেন, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করুন।
সম্প্রতি ফেসবুক ও টুইটারে নিজের প্রোফাইল ফিরে পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তারপর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একাধিক টুইট করেছেন তিনি।
বৃহস্পতিবার বাইডেনের উদ্দেশে তিনি বলেন, “একবার যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে আমেরিকা, এরপর তো দরকার পড়লে পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই বিধ্বংসী যুদ্ধ থামান। খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে।”
রাশিয়ার পক্ষ থেকেও একাধিকবার এই দাবি করে বলা হয়েছে, ইউক্রেনকে অস্ত্র সাহায্য করে প্রকৃতপক্ষে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করছে আমেরিকা।
শুক্রবার আরেকটি পোস্ট করেন ট্রাম্প। সরাসরি দাবি করেন, তিনি সুযোগ পেলে একদিনের মধ্যেই এই যুদ্ধ থামিয়ে দিতে পারেন। ট্রাম্পের দাবি, “আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাহলে রাশিয়া-ইউক্রেনের বিধ্বংসী যুদ্ধ শুরুই হতো না। এখনও যদি আমাকে প্রেসিডেন্ট পদে বসানো হয়, তাহলে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে। আলাপ আলোচনার মাধ্যমে দুইপক্ষের সহমতে এই যুদ্ধ বন্ধ করে দেব। যেভাবে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ তা মেনে নেওয়া যায় না।”
মন্তব্য করুন
ফোর্বসের ধনীদের তালিকায় তিন নম্বর থেকে সাতে নেমে গেছেন ভারতের গৌতম আদানি। আদানির শুধু সম্পদই কমেনি, তাঁর ব্যবসার ধরন নিয়েও প্রশ্ন উঠেছে, খ্যাতি বলতে যা ছিল, তাতেও বড় ধাক্কা লেগেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ঘনিষ্ঠতাই আদানির সাফল্যের রহস্য বলেও বিরোধীরা এতোদিন ধরে অভিযোগ করে আসছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং নিউইয়র্ক টাইমস।
কয়েক মিনিটের ব্যবধানে ভারতের দুই রাজ্যে ভেঙে পড়ল মোট ৩টি বিমান। শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্য প্রদেশে সুখই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। শনিবার (২৮ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদেনে তথ্য জানানো হয়।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তিনজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। শনিবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। হিপকিন্স বলেন, অকল্যান্ডে শুক্রবার ছিল সবচেয়ে বৃষ্টিমুখর দিন। এটি ছিল সাম্প্রতিক সময়ের একটি নজিরবিহীন ঘটনা। আবহাওয়ার তীব্রতা কতো মাত্রায় পৌঁছেছে তা এই প্রাণহানি থেকে বুঝা যায়।