ওয়ার্ল্ড ইনসাইড

ছাত্র রাজনীতি কোন দেশে কেমন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৩ পিএম, ১৪ মে, ২০১৯


Thumbnail

সাম্প্রতিক সময়ে ছাত্র রাজনীতি নিয়ে সমালোচনায় মুখর হচ্ছেন অনেকেই। এর কোনো দরকার আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু একটু পেছনে ফিরে তাকালেই দেখা যাবে, বাংলাদেশের ছাত্র রাজনীতির রয়েছে একটি গৌরবময় ইতিহাস। এদেশের যত অর্জন কিংবা সাফল্য তার সঙ্গে জড়িয়ে আছে ছাত্র রাজনীতি। শুধু যে বাংলাদেশেই এমনটা হয়েছে তা নয়, গোটা ভারতীয় উপমহাদেশেই ইতিহাসের প্রতিটি পর্যায়ে ছাত্র রাজনীতির অবদান রয়েছে। যখনই জনগণের ওপর কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, তখন ছাত্ররাই সরব হয়েছে সবার আগে। ভারতীয় উপমহাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলোর রয়েছে ছাত্র শাখা।

ইউরোপের দেশ ডেনমার্কে প্রধান দুইটি দলের হয়ে রাজনীতিতে অংশ নেয় ছাত্ররা। একটি অংশ হলো কনজারভেটিভ স্টুডেন্টস (ডেনমার্ক)। আর অন্যটি লিবারেল স্টুডেন্টস অব ডেনমার্ক। এই দুটি সংগঠন কাউন্সিলের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করে। বিভিন্ন সামাজিক কার্যক্রমেও অংশ নেয় ছাত্রনেতারা।

জার্মানিতেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি হয়। অ্যাসোসিয়েশন অব ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেভলপমেন্ট ইউনিয়িনের পক্ষে কথা বলে। অন্যদিকে ফেডারেল অ্যাসোসিয়েশন অব লিবারেল স্টুডেন্টস গ্রুপও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হয়। সংগঠনের আদর্শ অনুযায়ী তারা বিভিন্ন কর্মসূচীতেও অংশ নেয়।

ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়াতেও রয়েছে ছাত্র রাজনীতি। দেশটির প্রধান একটি ছাত্র সংগঠন হলো সোশ্যালিস্ট স্টুডেন্টস অব অস্ট্রিয়া। দেশটির সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই রাজনৈতিক সংগঠনটির শাখা রয়েছে। প্রতি দুই বছর পরপর সেখানে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। অস্ট্রিয়ার এই ছাত্র নেতারা দেশজুড়ে শান্তির পক্ষে এবং বিশ্বায়নের বিপক্ষে প্রচারনা চালায়।

ইংল্যান্ডেও বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে। অক্সফোর্ড, কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ভোটের মাধ্যমে ছাত্রনেতা নির্বাচনও করা হয়। তবে সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এর কোনো সম্পৃক্ততা থাকে না।

যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতেও ছাত্রদের স্বার্থ নিয়ে কাজ করে অনেক সংগঠন। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তারা সরবও হয়। তবে সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের প্রভাব থাকে না।

দক্ষিণ এশিয়ায় অবশ্য এই চিত্রটা একেবারেই উল্টো। শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের মতো দেশগুলোতে প্রধান সব রাজনৈতিক দলেরই ছাত্র শাখা আছে। প্রধান দলের মাধ্যমেই ছাত্র শাখাগুলো পরিচালিত হয়। ছাত্রনেতা নির্বাচনের ক্ষেত্রেও এই দলগুলো প্রভাব বিস্তার করে।

বাংলা ইনসাইডার/এএইচসি



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

যা থাকছে এবারের কপ-২৮ সম্মেলনের আলোচনায়

প্রকাশ: ০৭:১৯ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

এবারের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। ১৩ দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। বহু বছর পর মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বারের মতো এ রকম বড় কোনো সম্মেলন হতে যাচ্ছে। এর আগে কাতারে ২০১২ সালের জলবায়ু সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১৪০টির বেশি দেশের রাজা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা শুক্রবার এবং শনিবার দুবাই কমপ্লেক্সে ভাষণ দেবেন। জলবায়ু ইস্যুর সঙ্গে এবারের সম্মেলনে জলবায়ু সংকটের পাশাপাশি গাজার সংঘাতের এজেন্ডাও থাকবে।

এবারের সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দুর্বল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ সংক্রান্ত তহবিল চালু করতে সম্মত হয়েছেন সম্মেলনের নেতারা। প্রতিনিধিরা জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ থেকে শুরু করে দীর্ঘ জলবায়ু আলোচনার বিষয়সমূহ নিয়ে আগামী দুই সপ্তাহ আলোচনা করবেন। এছাড়া বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখার এজেন্ডার পাশাপাশি এবারের সম্মেলনে আলোচনায় থাকবে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব।

শুরুর দিনেই দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করাকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। দরিদ্র দেশের জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কপ-২৮ এর প্রেসিডেন্ট সুলতান আল-জাবের বলেন, দুবাইয়ের এই পদক্ষেপ বিশ্বের কাছে একটি ইতিবাচক সংকেত।

সম্মেলনের শুরুতেই জাতিসংঘপ্রধান সতর্ক করে বলেছেন, ২০২৩ সাল বিশ্বের উষ্ণতম বছর হতে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণ হবে না।

জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য গঠিত তফবিলে ইতোমধ্যে বেশ কিছু দেশ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের মধ্যে কপ-২৮ সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত ১ হাজার লাখ ডলার, জার্মানি ১ হাজার লাখ ডলার, ব্রিটেন কমপক্ষে ৫১০ লাখ ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৫ লাখ ডলার এবং জাপান ১০০ লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এদিকে, হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য একটি কূটনৈতিক চাপের জন্য হারজোগ কপ-২৮ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসেরও ভাষণ দেওয়ার কথা থাকলেরও তার কার্যালয় বলেছে, তিনি আর সম্মেলনে যাচ্ছেন না। তার পরিবর্তে তার পররাষ্ট্রমন্ত্রী দুবাই যাবেন।

ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, তিনি তার সম্পূর্ণ রাজনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে আমিরাতি প্রতিপক্ষের কাছে আবেদন করেছেন যেন জিম্মিদের স্বদেশে প্রত্যাবর্তনের গতি বাড়ানো যায়।

এবার কপ-২৮ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়ে আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, সংঘাতের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর ভূমিকা রাখছে এবং এটি চালিয়ে যাওয়া উচিত।


কপ-২৮   জলবায়ু সম্মেলন   দুবাই   আরব আমিরাত   কাতার   জাতিসংঘ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

চীন সফরে গিয়ে হংকংয়ের সাংবাদিক নিখোঁজ

প্রকাশ: ০৬:১১ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

চীনে পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক সাংবাদিক। হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত এ সাংবাদিকের নাম মিনি চ্যান। জাপানি সংবাদমাধ্যম বরাতে আল-জাজিরার শুক্রবারের (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত এ সাংবাদিক চীনা প্রতিরক্ষা ও কূটনীতিতে বিশেষজ্ঞ ও পুরস্কার বিজয়ী সাংবাদিক। ২০০৫ সাল থেকে তিনি সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত আছেন।

আশঙ্কা করা হচ্ছে, তার নিখোঁজ হওয়ার খবর সামনে আসতেই তাকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে কিয়োডো জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক জিয়াংশান ফোরামে যোগ দিতে বেইজিং সফরে যান মিনি চ্যান। তবে ৩১ অক্টোবর তিন দিনের এই নিরাপত্তা সম্মেলন শেষ হওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

এ প্রতিবেদনের বিষয়ে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্টের সঙ্গে আলজাজিরা যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি। 

তবে কিয়োডো জানিয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, ব্যক্তিগত ছুটিতে আছেন মিনি চ্যান। গোপনীয়তাজনিত উদ্বেগের কারণে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি গণমাধ্যম প্রতিষ্ঠানটি।

চ্যানের একজন ফেসবুক বন্ধু আলজাজিরাকে বলেছেন, চ্যানের সবশেষ ফেসবুক পোস্ট ১১ নভেম্বরের। সেখানে তিনি ছুটি কাটানোর কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও সচরাচর ফেসবুকে তিনি সাংবাদিকতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পোস্ট করেন। তার সাম্প্রতিক ফেসবুক কার্যক্রমও ‘খুবই অদ্ভুত’।  ওই পোস্টে তিনি কোথায় আছেন জিজ্ঞেস করা হলেও কোনো জবাব দেননি সাংবাদিক চ্যান। তাকে সবশেষ গত ২ নভেম্বর হোয়াটসঅ্যাপে একটিভ দেখিয়েছিল। 


চীন সফর   হংকং   সাংবাদিক নিখোঁজ   সাউথ চায়না মর্নিং পোস্ট   গণমাধ্যম  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেন কখনো ন্যাটোতে যোগ দেয় কি-না সন্দেহ প্রকাশ জেলেনস্কির

প্রকাশ: ০৫:৪২ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য রাষ্ট্র হবে কিনা সে ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সন্দেহ প্রকাশ করেছেন।

নিকোলায়েভের শিক্ষার্থীদের সাথে বৈঠক চলাকালে জেলেনস্কি উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তা জোরদার করার বিষয়গুলোর ওপর বেশি জোর দেওয়া হবে। তবে ইউক্রেন কখনো ন্যাটোতে যোগদান করবে কি-না তা তিনি নিশ্চিত নন।

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে জানি না এটা কেমন হবে। এক্ষেত্রে আমরা ন্যাটোতো থাকতেও পারি বা না থাকতেও পারি।’

এদিকে ন্যাটোর মান অর্জনে এবং জাতীয় নিরাপত্তাকে শীর্ষ পর্যায়ে রাখতে কিয়েভ কাজ করে জেলেনস্কি এমন কথা পুনর্ব্যক্ত করেন।

বাসস/তাস


ইউক্রেন   ন্যাটো   জেলেনস্কি   প্রেসিডেন্ট   বিশ্ব সংবাদ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধবিরতি শেষে আবারও যুদ্ধে নেমেছে ইসরায়েলি সেনাবাহিনী

প্রকাশ: ০৫:০৭ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ইসরায়েল ও হামাসের মধ্যে ৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে গাজায় রকেট ও বিমান হামলা চালানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সকালে গাজা জুড়ে ব্যাপক গোলাগুলি এবং অনেক বড় বিমান হামলা দেখা গেছে ও বোমার শব্দ পাওয়া গেছে। গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলেও রকেট ছোড়া হয়েছে। উভয় পক্ষই সহিংসতা পুনরায় শুরু হওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছে। 

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা আবার যুদ্ধাভিযানে নেমেছে।  

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি ভূখন্ড অভিমুখে গুলি ছুড়েছে। ইসরায়েলি বাহিনীও গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করেছে।’

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বাসিন্দাদের তাদের নিরাপত্তার জন্য আরও দক্ষিণে পালিয়ে যাওয়ার জন্য সতর্ক করে লিফলেট ফেলেছে।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছিল যে, ‘উত্তর গাজায় দেখা "ব্যাপক বেসামরিক জীবনহানি" দক্ষিণে পুনরাবৃত্তি করা উচিত নয়।’

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে, আজ সকালে চালানো বোমা হামলা শুরু হওয়ার পর থেকে কয়েকজন লোক নিহত হয়েছে।

অস্থায়ী যুদ্ধবিরতির সময়, ইসরায়েলি কারাগারে ২৪০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ১০০ জনেরও বেশি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল।

৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করা হয়েছিল। ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬০০০ শিশু সহ ১৪৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।


যুদ্ধবিরতি   ইসরায়েল   সেনাবাহিনী   গাজা   হামলা   বিশ্ব সংবাদ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্যারিসের ৪৯১ কোটি টাকার বিয়ে

প্রকাশ: ০৪:০৫ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

মানুষের জীবনের অন্যতম বিশেষ একটি দিন হচ্ছে বিয়ের দিন। মানুষ তার বিয়ের দিনটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য নানা ধরনের প্রস্তুতি নেয়। সম্প্রতি চোখ ধাঁধানো জমকালো উদযাপনের একটি বিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্যারিসের এই বিয়েকে সম্প্রতি ‘শতাব্দীর সেরা বিবাহ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

বিয়ের আসর বসেছিল ঐতিহাসিক ভার্সেই রাজপ্রাসাদে। পাত্র ও পাত্রী ছিলেন ২৬ বছর বয়সি ম্যাডেলাইন ব্রকওয়ে ও জ্যাকব ল্যাগ্রোন। অনুষ্ঠানে যোগদানকারী অতিথিদের প্রাইভেট জেটে গন্তব্যে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল । তাদের মনোরঞ্জনের জন্য পারফরম করেন জনপ্রিয় ব্যান্ড ‘মেরুণ ফাইভ।’    

কনের পরনে মহার্ঘ্য গাউনের পাশাপাশি রূপকথার পরিবেশ তৈরি করতে বিশ্বের মহার্ঘ্যতম ফুলে সাজানো হয়েছিল ভার্সাই প্রাসাদ।  এই দম্পতি কোন বিখ্যাত হলিউড অভিনেতা বা সেলিব্রেটি নয়, তবে তাদের বিয়ে অনলাইনে অনেক মনোযোগ আকর্ষণ করেছে। স্যোশাল মিডিয়ার দর্শকরা বিস্মিত হয়ে  জমকালো অনুষ্ঠানের ভিডিও এবং ছবি টিকটকে দেখেছে। 

ম্যাডেলাইন ব্রকওয়ে টেক্সাসের একজন উদ্যোক্তা। তার বাবা রবার্ট বব ব্রকওয়ে পেশায় বিল উজারি মোটর্সের চেয়ারম্যান ও সিইও। কোম্পানিটি ফ্লোরিডার কোরাল গেবলস ও কাটলার বে-তে মার্সিডিজ-বেঞ্জ ডিলারশিপ পরিচালনা করে। 

লরেন জিগম্যান নামের একজন ইভেন্ট পরিকল্পনাকারী টিকটকে ব্রকওয়ের বিয়ের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

১৮ নভেম্বর এই দম্পতি বিয়ে করেন। কেউ কেউ বিয়ের খরচ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সম্পদ জাহির করার প্রবণতা দেখে একমত নন। ম্যাডেলাইন ব্রকওয়ে ও জ্যাকব ল্যাগ্রোনের জমকালো বিয়ের ভিডিও, যার জন্য ৫৯ মিলিয়ন খরচ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


সোশ্যাল মিডিয়া   ভাইরাল   প্যারিস   বিয়ে   বিশ্ব সংবাদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন