ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরের বেঙ্গল স্যু বিশ্বের ২৮টি দেশে


Thumbnail লক্ষ্মীপুরের বেঙ্গল স্যু বিশ্বের ২৮টি দেশে

লক্ষ্মীপুরের রায়পুরে উৎপাদিত বেঙ্গল সু রপ্তানি হচ্ছে বিশ্বের ২৮টি দেশে। প্রত্যন্ত গ্রামের প্রায় দেড় হাজার নারী-পুরুষ কাজ করছেন শতভাগ রফতানিমুখী চামড়াজাত এ প্রতিষ্ঠানটিতে। আর শ্রমিকরা বলছেন, রমজান মাসেও শ্রমিকবান্ধব পরিবেশে এ প্রতিষ্ঠানে কাজ করতে পারছেন তারা।

জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকায় ১৬ একর জায়গাজুড়ে বেঙ্গল সু ইন্ডাস্ট্রির অবস্থান। তবে ১৯৭৮ সালে এটি ছিল সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত নোয়াখালী টেক্সটাইল মিল। ক্রমাগত লোকসানে পড়ে ১৯৯৩ সালে বন্ধ হয়ে যায় কারখানাটি। ২০০৪ সালে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে কারখানাটি কিনে নেন রায়পুরের বাসিন্দা আলী হায়দার চৌধুরী। একই বছরের জুলাইয়ে ১৫ দশমিক ৭৩ একর ভূমিসহ আলী হায়দার চৌধুরীকে  কারখানার দখল বুঝিয়ে দেয় বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)। ২০০৬ সালের ৭ জুন মালিকানা চুক্তি সম্পাদন হয়। প্রথমে শর্ত ছিল, টেক্সটাইল মিলই চালু করতে হবে। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকায় টেক্সটাইল মিলের যন্ত্রপাতি অকেজো হয়ে যায়। এ অবস্থায় আলী হায়দার চৌধুরী বেসরকারিকরণ কমিশন থেকে জুতা বা অন্য শিল্প স্থাপনের অনুমতি নেন। পরে আলী হায়দার চৌধুরীর ছেলে টিপু সুলতান নোয়াখালী টেক্সটাইল মিলের স্থানে বেঙ্গল সু নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ২০১১ সালের ফেব্রুয়ারিতে উৎপাদনে আসে প্রতিষ্ঠানটি। একই বছরের ১৪ আগস্ট এ প্রতিষ্ঠানের উৎপাদিত সু প্রথম ইউরোপে রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। কারখানাটি থেকে প্রতিদিন রপ্তানিমুখী ৫ হাজার জুতা তৈরি হচ্ছে। জুতা তৈরিতে প্রতিদিন ব্যস্ত সময় কাটান প্রায় দেড় হাজার শ্রমিক। এরমধ্যে এক হাজারেরও বেশি রয়েছে নারী শ্রমিক।

১৯৮৩ সাল থেকেই আলী হায়দার চৌধুরী ঢাকায় মেসার্স বেঙ্গল লেদার কমপ্লেক্স লিমিটেড নামের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রক্রিয়াজাত চামড়া রফতানির সঙ্গে জড়িত ছিলেন। এর সুবাদে বিশ্বের বিভিন্ন চামড়াজাত শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠাতা আলী হায়দার চৌধুরীর ছেলে টিপু সুলতানের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। ব্যবসায়িক সাফল্যের দিক থেকেও বেশ ধারাবাহিক বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ। বর্তমানে কারখানাটির বার্ষিক আয় ৬০-৭০ কোটি টাকা। তবে উৎপাদন বৃদ্ধির জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন ও আরো দুই হাজার শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানায় নিয়োজিত কয়েকজন কারিগর জানান, নিয়মিত বেতন, নিজস্ব পরিবহনে যাতায়াত, দুপুরের খাবার ও ফ্রি চিকিৎসা সেবা প্রদানসহ শ্রমিক বান্ধব পরিবেশেই এই কারখানায় কাজ করতে পারছেন তারা। এতে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরেছে।

প্রতিষ্ঠানটি ঘুরে দেখা যায়, কারখানাটিতে দুই ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ করা হয়। দক্ষ ও অদক্ষ শ্রমিক। এর মধ্যে দক্ষ শ্রমিকদের সরাসরি জুতা তৈরির কাজে নিয়োগ দেয়া হয়। অদক্ষ শ্রমিকদের কারখানার ভেতরেই প্রশিক্ষণ দেয় এসইআইপি নামে একটি সংস্থা। প্রশিক্ষণ শেষে তাদেরও উৎপাদনকাজে নিয়োগ দেয়া হয়। তাছাড়া প্রশিক্ষণকালে নতুন শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতাও দেয়া হয়। এছাড়া আটটি বিভাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। কোনো বিভাগে নতুন শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কোনো বিভাগে হচ্ছে কাঁচামাল প্রক্রিয়াকরণ। কোথাও আবার শ্রমিকরা জুতা উৎপাদন করছেন হাতে ও মেশিনে। কোথাও আবার বিদেশী বায়াররা নিজেরা উপস্থিত থেকে অর্ডারকৃত জুতার মান বুঝে নিচ্ছেন।

প্রতিষ্ঠানটিতে কর্মরত জোলেখা, আমেনা, রোকেয়া ও জামিলা নামের চার শ্রমিক জানান, এখানে কাজ করে তাদের সংসারে সচ্ছলতা ফিরেছে। কাজ করে যে বেতন পান, তা দিয়ে সংসারের ব্যয় নির্বাহের পরও কিছু সঞ্চয় করা সম্ভব হচ্ছে। ফলে ছেলে-মেয়েদের পড়াতে এখন আর তাদের কষ্ট হচ্ছে না।

বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের উপ-মহা ব্যবস্থাপক (উৎপাদন) মোঃ শাহ আলম নয়ন জানান, বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার উৎপাদিত পণ্য ইতালি, জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, কানাডা ও জাপানসহ বিশ্বের ২৮ টি দেশে রপ্তানি হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) বিপ্লব পাল জানান, প্রতিষ্ঠানটিতে অধিকাংশ নারী শ্রমিক কাজ করছেন। কারখানায় তাদের নিরাপত্তা, চিকিৎসা ও শিশুসন্তানদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটিও দেয়া হয়।

বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান জানান, এ কারখানাতে বর্তমানে প্রায় দেড় হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যাদের বেশির ভাগই স্বামী পরিত্যক্তা নারী। বর্তমানে এখানে অত্যাধুনিক মেশিন বসানোর প্রক্রিয়া চলছে। এতে আরো দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়া রফতানির পাশাপাশি স্থানীয় বাজারেও পণ্য বাজারজাতের পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে।

বেঙ্গল স্যু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: ০১:৪৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জে ২৮৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি')। গত শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৮ মে) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো মানিকগঞ্জ জেলার দেড়গ্রাম ইউপি-জাগির এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ ছানোয়ার হোসেন সানি (৩৭) ও একই জেলার দক্ষিন বিল ডাউলি গ্রামের মোঃ মন্টু মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (১৯) ।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট বসিয়ে একটি হাইচ এ্যাম্বুলেন্সে তল্লাশী চালিয়ে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এসময় হাইচ এ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, মোঃ ছানোয়ার হোসেন সানি এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।'


ফেনসিডিলসহ আটক   মাদক নিমূল অভিযান  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

প্রকাশ: ০১:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শনিবার (১৮ মে) ভোরে সাতক্ষীরার তালা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, তারা গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরিশ্চন্দ্রকাটি এলাকায় পৌঁছে ট্রাকটি উল্টে যায়। এতে ধানের বস্তায় চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।


সড়ক দুর্ঘটনা   ট্রাক উল্টে   শ্রমিক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

লোকসভা নির্বাচন: ভারতে ভ্রমণ ভিসায় তিন দিনের নিষেধাজ্ঞা

প্রকাশ: ০১:৩০ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় তিনদিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন। সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছে ভারত।

বলা হয়েছে, ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে দিন বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট বন্ধ থাকছে। সময়ে কোন পাসপোর্টধারী যাত্রী দু'দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না। এছাড়া বাংলাদেশে সরকারি ছুটির কারণে দু'দেশের মধ্যে ১৭ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত দিন আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকছে। ভারতে নির্বাচনের কারণে এই প্রথমবার ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারী যাত্রী সাধারণ নিষেধাজ্ঞার বাইরে থাকছেন।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ভারতে লোকসভা নির্বাচনের কারণে পেট্রাপোল বন্দর দিন বন্ধ থাকবে বলে পেট্রাপোল কাস্টমস থেকে একটি নির্দেশনা পেয়েছি।


লোকসভা   নির্বাচন   ভারত   ভিসা   নিষেধাজ্ঞা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪


Thumbnail

যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাবার সময় এক মায়ানমার নাগরিক সহ ৪ জন কে আটক করেছে বিজিবি।

 

শনিবার (১৮ মে) সিমান্তের ঘিবা মাঠ নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল ৩ বাংলাদেশী নাগরিক এবং ১ জন মায়ানমার নাগরিককে আটক করে।

 

আটককৃত বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলো এবং মায়ানমার নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো । তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ।  

 

আটককৃত ব্যক্তিরা হলো কৃষ্ট ধর মন্ডল (৫০) পিতা-ধূপিচাদ মন্ডল, গ্ৰাম- জুরবিটা, পোস্ট-কাশিরকান্দি, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা, আশা রানী বাছার (৪০) পিতাঃ শ্রী সুধীর চন্দ্র বৈরাগী, গ্ৰাম- সন্দুয়া ‌থানা-মুন্সিগঞ্জ সদর, জেলাঃ মুন্সিগঞ্জ, মোছাঃ শিউলী খাতুন, পিতাঃ মোঃ খোকা শেখ, গ্রাম- পেড়লি, পোস্ট-পেড়লি বাজার, থানা কালিয়া, জেলা- নড়াইল এবং মায়ানমার নাগরিক, মোঃ হোসেন, পিতা-অজ্ঞাত।


ভারতে প্রবেশ   অবৈধভাবে   মায়ানমার নাগরিক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

প্রকাশ: ০১:১১ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

রাঙামাটির লংগদু উপজেলায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রসীত বিকাশ নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুইজন নিহত হয়েছে। ইউপিডিএফ এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) গ্রুপকে দায়ী করছে। 

শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাট্টলী এলাকার ধনপুতি বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউপিডিএফ সদস্যের তিনক চাকমা (৫০) ও দুদকছড়া গ্রামের জুরেন্দ্র চাকমার ছেলে ধন্যমতি চাকমা (৪০)। 

তিনি জানান, আমরা শুনেছি সন্তু লারমা জেএসএস কর্তৃক এক ইউপিডিএফ কর্মী ছাড়াও স্থানীয় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দলীয় সূত্র থেকে জানা যায়, আজ সকালে ধনপুতি এলাকায় সাংগঠনিক কাজ করার সময় জেএসএসের হামলায় দুইজন নিহত হয়। এর মধ্যে একজন তাদের কর্মী আরেকজন স্থানীয় বাসিন্দা।   

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সন্তু লারমা আবারও তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের ওপর হত্যাকাণ্ড শুরু করেছেন।পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে লংগদুতে ইউপিডিএফ কর্মী, সমর্থককে হত্যাকারীদের গ্রেপ্তার এবং মদদদাতা সন্তু লারমাকে গ্রেপ্তারপূর্বক আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।


রাঙামাটি   হামলা   ইউপিডিএফ কর্মী   নিহত  


মন্তব্য করুন


বিজ্ঞাপন