কালার ইনসাইড

শাকিব-পূজার সিনেমা দেখে টাকা ফেরত চাইলেন দর্শক

প্রকাশ: ০৬:৫৩ পিএম, ০৮ মে, ২০২২


Thumbnail শাকিব-পূজার সিনেমা দেখে টাকা ফেরত চাইলেন দর্শক

এবার ঈদে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের দুইটি ছবি মুক্তি পেয়েছে। একটি ‘বিদ্রোহী’ অন্যটি ‘গলুই’। ‘গলুই’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পূজা চেরি। এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ঈদে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকেই সিনেমাটি থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানান নির্মাতা। ঢাকা ও ঢাকার বাহিরে একাধিক শো ছিল হাউজফুল। অনেকেই ‘গলুই’ দেখে প্রশংসা করছেন।

কেউ কেউ আবার করেছেন নেতিবাচক সমালোচনাও। তেমনি এক দর্শক সিনেমাটি দেখে হতাশ হয়ে ফেসবুকে পোস্টে করে নির্মাতার কাছে টিকেটের টাকা ফেরত চেয়েছেন। টাকা না দিলে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে ওই দর্শক লিখেছেন, পরিচালক অলিক সাহেব- আমার টাকা ফেরত চাই। ঈদের সময় আমার প্রিয়তমার সাথে দেখা করতে পারি নাই। বাসায় গেস্ট আছে এই অজুহাতে। গতকাল (শনিবার) সিনেমা দেখাবো এই শর্তে দেখা করল।



গেলাম সিনেপ্লেক্স-এ । আমার প্রিয়তমা ‘শান’ দেখতে চাইলো। শানের টিকিট নাই বিধায় ‘গলুই’-এর টিকেট নিলাম দুইটা। পপকর্ন নিয়ে ঢুকলাম হলে। হল মোটামুটি ফাঁকা। ভালোই হলো। যেহেতু হল মোটামুটি ফাঁকা, তাই নিজের সিটে না বসে এক কর্নারে গিয়ে বসলাম।

সিনেমা শুরু হলো, অন্ধকারে আমি আমার প্রিয়তমার হাত ধরে বসে আছি। সিনেমা চলছে। ৩০ মিনিট যাওয়ার পরে, আমার প্রিয়তমা ঝাড়া দিয়ে আমার হাত ছাড়িয়ে নিল। বলে ‘কি বোরিং সিনেমা দেখাতে নিয়ে আসলে’। আমি কাচুমাচু হয়ে বললাম শানের টিকেট পাই নাই।

বাকি সময়টা গাল ফুলিয়ে বসে রইল। তা তো ফুলাবেই, বড় লোকের মেয়ে যে। সিনেমা শেষে গচমট করে নিজের গাড়িতে করে চলে গেল। ভালো করে কথাও বলল না।

এখন আপনাদের কাছে জানতে চাই টিকেট (২টা টিকেট+পপকর্ন+রিক্সা ভাড়া) সহ সবমিলিয়ে আমার ১ হাজার টাকা খরচ হয়েছে। কিভাবে এই টাকা আমি ফেরত পেতে পারি? এই ১ হাজার টাকা ফেরত পাওয়ার জন্য প্রয়োজনে আমি ৫ হাজার টাকা খরচ করে মামলা করতে রাজি আছি। কেউ কি ভালো কোন উপদেশ দিতে পারবেন?


এর আগে, সিনেমাটি দেখে আরেক দর্শক চলচ্চিত্র গ্রুপে পোস্ট করে লিখেছিলেন, আমি শাকিব ভাই এর ফ্যান। উনার সব সিনেমা প্রথম শোতেই দেখি। আমি সিনেমার রিভিউ দিয়ে সবার মজা নষ্ট করব না। শুধু ৩টি কথা বলবো- ১. পরিচালক সমিতিকে অনুরোধ জানাচ্ছি যেন এস এ হক অলিক এর সদস্য পদ বাতিল করা হয়। যাতে ভবিষ্যতে ২০২২ সালে এসে ৮০ দশকের মতো সিনেমা না বানাতে পারে। এত স্লো সিনেমা যে, হলে বসে সম্পূর্ণ সিনেমা দেখা খুব কষ্টের।

২. শাকিব ভাইকে অনুরোধ করব এই রকম সিনেমা আর না করতে। আর পূজার সাথে আপনাকে একে বারেই মানায় নাই। আপনার সামনে ওকে (পূজা চেরি) অনেক বেশি ছোট ও বাচ্চা মনে হয়েছে। ৩. পূজাকে বলব- শাকিব ভাইয়ের এই রকম ৫-১০টা সিনেমা ফ্লপ গেলেও শাকিব ভাইয়ের কিছু হবে না। কিন্তু আপনার ক্যারিয়ার মাত্র শুরু, এই রকম ২-৩টা সিনেমা করলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই দেখে বুঝে সিনেমা করুন।

এদিকে, গত চার দিন প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দেখতে চোখে পড়ার মতো দর্শক সমাগম দেখলেও শুক্রবার রাতে যমুনা ব্লকবাস্টারের চিত্র ছিল ভিন্ন। এদিন রাত ৯টার শো ছিল দর্শকশূন্য। হাতেগোনা কয়েকজন ছাড়া পুরো প্রেক্ষাগৃহের সিট খালি রেখেই সিনেমাটি চলে।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর সিনেমাটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। শাকিব-পূজা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।


শাকিব খান   গলুই   পূজা চেরী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল

প্রকাশ: ১২:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসবএর ৭৭তম আসরে লাল গালিচার অতি পরিচিত নাম ঐশ্বরিয়া রাই। বচ্চন বধূর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থাকে চর্চায়। বৃহস্পতিবার (১৬ মে) কানের রেড কার্পেটে কালো-সোনালী গাউনে জাদু ছড়িয়েছেন তিনি। তবে উৎসবের দ্বিতীয় দিন (শুক্রবার) অভিনেত্রীর সাজপোশাক দেখে নেটপাড়ায় শুরু হয় সমালোচনা।

কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালী গাউন। তবে শুক্রবার (১৭ মে) তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কেড়েছে। অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অফ থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।

এবারের কান উৎসবেকাইন্ডস অফ কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বরিয়া, এমনটা নয়। তবে কোনোদিনই পালটা জবাব দেননি নায়িকা।

কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।


কান   ঐশ্বরিয়া   হাসি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী

প্রকাশ: ০৩:৫৬ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। এদিকে গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান ভক্তদের কিন্তু মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন।

তবে শুক্রবার (১৭ মে) ইনস্টাগ্রামে শুভশ্রী দুই সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সকালের কথারা।সেখানে দেখা যাচ্ছে জানালার পাশে বসে বোনের সঙ্গে গল্প করছে ইউভান।

ছোট্ট ইয়ালিনির মাথায় একটা দুইটি নয়, চারটি ঝুঁটি বেঁধে বসে আছে বাবা রাজের কোলে। আর বোনকে গল্প বলে শোনাচ্ছে ইউভান। এই মনোমুগ্ধকর মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।


তারকা   দম্পতি   রাজ   শুভশ্রী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন নিপুণ

প্রকাশ: ০৩:২১ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

চলচ্চিত্র শিল্পী সমিতিকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার ফের আলোচনায়। এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমে শিল্পী সমিতি ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বাজে মন্তব্য করায় সদস্যপদ হারাতে পারেন নিপুণ।

নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। বৃহস্পতিবার (১৬ মে) সমিতির কার্যকরী সভা শেষে এমনটা জানিয়েছেন সহ-সভাপতি ডি এ তায়েব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট আবেদন করেন। এ বিষয়ে সমিতির পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বৈঠক করেন সদস্যরা।

বৈঠক শেষে ডি এ তায়েব বলেন, ‘রিট করা নিয়ে আমরা এখনো ভাবছি না। আমাদের কাছে নোটিশ এলে আইনিভাবে তা মোকাবিলা করা হবে।’ এর একদিন আগে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ‘অশিক্ষিত’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় নিপুণ গালাগালি করেন বলেন জানান ডিএ তায়েব।

বিষয়টি তুলে তিনি বলেন, নিপুণ আক্তার গণমাধ্যমে সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যা বলেছেন, তা কুরুচিপূর্ণ, মানহানিকর। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সবাই। তার সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়া হবে। ৭ দিনের মধ্যে যদি তিনি উত্তর না দেন অথবা উত্তর যথোপযুক্ত মনে না হয়, তাহলে তার সদস্যপদ বাতিল করা হবে।


চলচ্চিত্র   শিল্পী   সমিতি   নিপুণ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আবেদনময়ী লুকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

প্রকাশ: ০২:০৩ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে। তিনি একেবারে ন্যাচারাল লুকে সকলের সামনে হাজির হয়েছেন।

সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ভ্রমণে গিয়েছেন অস্ট্রেলিয়া। সেখানে সিডনির পথে পথে হেঁটে বেড়াতে গিয়ে তিনি পরেছেন এক আবেদনময়ী পিংক কালারের ফুল খচিত ড্রেস।

আর এসব ছবি ফেসবুক আইডিতে শেয়ার করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন ফারিয়া। যার অর্থ দাঁড়ায়, ‘সেই শেষ দিন আমি মন দিয়ে কাঁদব বলে ঠিক করলাম। সেই সকালের পর, আমি এই ফুলের মতোই ফুটেছিলাম।

সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রমুজিব: একটি জাতির রূপকার’- দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।



মন্তব্য করুন


কালার ইনসাইড

ফের পেছাল কঙ্গনার ইমার্জেন্সি সিনেমা

প্রকাশ: ১২:১৩ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

গত বছর ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। তখনই জানিয়েছিলেন, লুকটিইমার্জেন্সিসিনেমার। এরপর সিনেমাটির একাধিক মুক্তির তারিখ জানানো হয়। তবে আলোর মুখ দেখেনিইমার্জেন্সি এবার আরও একধাপ পেছাল এর মুক্তির তারিখ।

মুক্তির তারিখ পিছিয়ে নেওয়ার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মস জানায়, “আমাদের রানি কঙ্গনা রানাওতের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি এখন দেশ জাতির সেবাকেই প্রাধান্য দিয়েছেন। দেশের সেবায় তিনি দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণেইমার্জেন্সি মুক্তির তারিখ স্থগিত রাখা হলো। মুক্তির নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে দুবার পেছানো হলো। এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর মুক্তির দিন ঠিক ছিল। সিনেমার কাহিনি পরিচালনার দায়িত্বে আছেন কঙ্গনা নিজে। সর্বশেষ আগামী ১৪ জুন মুক্তির দিন ধার্য করা হয়।

মূলত ১৯৭৫ সালের জুন মাস থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, একটানা ২১ মাস ভারতে জরুরি অবস্থা জারি ছিল। সে সময়কালই ধরা পড়েছে সিনেমায়।


কঙ্গনা   ইমার্জেন্সি   সিনেমা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন