ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে এরদোয়ানে সতর্কতা

প্রকাশ: ০৮:২২ এএম, ১৯ অগাস্ট, ২০২২


Thumbnail ইউক্রেনে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে এরদোয়ানে সতর্কতা

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপর প্রথমবারের মতো দেশটি সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেখানে গিয়ে ব্ক্তব্য দেওয়ার সময় ইউক্রেনে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করলেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবের মতো এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনার নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। ওই পারমাণবিক স্থাপনা ঘিরে উভয়পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। এ নিয়ে বিভিন্ন দেশের নেতারা সতর্ক করেছেন। এবার সতর্ক করলেন ইউক্রেন সফররত এরদোয়ান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লেভিভে বৃহস্পতিবার (১৮ আগস্ট) জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এরদোয়ান ও আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না। আমরা এর একটা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের ইউক্রেনীয় বন্ধুদের পাশে আছি।”

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেনের ওই পারমাণবিক স্থাপনা ঘিরে বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। 

স্থাপনাটি বেসমারকিকরণ করতে হবে জানিয়ে তিনি বলেন, “আমাদের অবশ্যই এভাবে বলতে হবে, জাপোরিঝিয়ার যেকোনও ক্ষতিই হবে আত্মঘাতী।”

ইউক্রেন   পারমাণবিক বিপর্যয়   এরদোয়ান   সতর্কতা  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বিষয়ে যা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০৮:১৫ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈরিতা চরমে। পশ্চিমা বিশ্ব চায় না রাশিয়া এ যুদ্ধে জয় লাভ করুক। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইউক্রেনের স্বাধিকারের প্রশ্নে রাশিয়াকে ছাড় দিতে রাজি নয়। তাই শুরু থেকেই ইউক্রেনকে বিভিন্ন সহোযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দেশগুলো। 

অপরদিকে রাশিয়া চায় না ইউক্রেন ন্যাটোতে যোগ দিক কারণ ইউক্রেনের যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটে অবস্থান রাশিয়াকে অনিরাপদ করে তুলবে। এরই প্রেক্ষিতে গতবছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। তবে রাশিয়া সবসময়ই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে আগ্রহী ছিলো।

যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হুমকি ধামকি দিয়ে আসছিলো। তবে জানা যায় যে ইউক্রেনীয় সঙ্কটের শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে আগ্রহী নয়। 

 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাইস ইউনিভার্সিটির বেকার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসিতে বলেন, “যুদ্ধের প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট বাইডেন দুটি বিষয়ে নিশ্চিত করেছেন। একটি হচ্ছে যে, আমরা ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের সম্ভাব্য সবকিছু করবো। তবে রাশিয়ার সাথে সরাসরি দ্বন্দ্ব সংঘাতে জড়ালে তা আমেরিকান জনগণের নিরাপত্তার অভাব তৈরি করবে।”

একজন শীর্ষ মার্কিন কূটনীতিক জানান, কিয়েভ সরকারের উপর নির্ভর করে তার যুদ্ধ অভিযানের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে তবে ওয়াশিংটন কখনই ইউক্রেনের সীমানার বাইরে হামলাকে উৎসাহিত করেনি। যুক্তরাষ্ট্র নিজেও এ হামলা করবে না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা উল্লেখ করেছেন যে, মস্কো সবসময়ই সংকটের কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চায় তবে তা হতে হবে সত্যিকারের গুরুতর প্রস্তাব । কিয়েভ সরকার রাশিয়ার সাথে সমস্ত আলোচনা বন্ধ করে রেখেছে।

রাশিয়া   যুক্তরাষ্ট্র   ইউক্রেন যুদ্ধ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়াকে উপেক্ষা করে আইসিসিতে যোগ দিচ্ছে আর্মেনিয়া

প্রকাশ: ০৭:১৭ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

রাশিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেদারল্যান্ডসের হেগ-ভিত্তিক আইসিসিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিল আর্মেনিয়া। আর্মেনিয়ার সংসদের ভোটাভুটিতে ৬০ জন সদস্য আইসিসির গোড়াপত্তনকারী রোম সংবিধি অনুমোদনের পক্ষে ভোট দিয়ে অুনমোদন করেন। অন্যদিকে সরকার-বিরোধী ২২ সংসদ সদস্য আইসিসিতে যোগদানের বিরোধিতা করে ভোট দেয়। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের বিরুদ্ধে আইসিসির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। যার ফলে কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেননা পুতিন!

সম্প্রতি নাগোরনো-কারাবাখ ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া ও অর্মেনিয়ার মধ্যে সম্পর্কে ফাটল ধরে। মূলত রাশিয়া আর্মেনিয়া সহযোগী দেশ হওয়া সত্তেও সাম্প্রতিক সময়ে আজারবাইজানের সঙ্গে ঘটিত সংঘাতে রাশিয়া আর্মেনিয়াকে সহযোগিতা করেনি বলে অভিযোগ করে আর্মেনিয়, যার ফলে তারা এই কঠিন সিদ্ধান্ত নিলো।

আর্মেনিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, রাশিয়া আর্মেনিয়ার প্রতিরক্ষায় আসেনি এবং নাগোরনো কারাবাখে তাদের নৃগোষ্ঠীর লোকদের রক্ষা করেনি। এ কারণে আর্মেনিয়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট গঠন করছে।

উল্লেখ্য, সম্প্রতি আজারবাইজান এক অভিযানে নাগোরনো-কারবাখে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে সেখানে বসবাসরত আর্মেনীয় নৃগোষ্ঠীর হাজার হাজার নাগরিক অঞ্চলটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 

আর্মেনিয়ার আইসিসিতে যোগ দেওয়াকে ‘ভুল সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছে রাশিয়া।  মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ  বলেছেন, “আমরা চাই না প্রেসিডেন্ট (পুুতিন) কোনো কারণে আর্মেনিয়া সফর প্রত্যাখ্যান করুক।” 

গত সপ্তাহে এ ব্যাপারে আর্মেনিয়াকে সতর্ক করে পেসকভ বলেছিরেন, এর ফলে দু’দেশের সম্পর্কে যে ফাটল সৃষ্টি হয়েছে তা আরো গভীর হবে। আর্মেনিয়া ভালো করে জানে যে, আমরা রোম সংবিধিতে স্বাক্ষর করিনি। আর ওই সংবিধির আওতায় কী কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাও আর্মেনিয়ার অজানা নয়।

রাশিয়া   আইসিসি   আর্মেনিয়া  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

এবার ২৫ প্রতিষ্ঠান-ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ

প্রকাশ: ০৬:২২ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র বরাবরের মতো নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার জন্য এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সর্বশেষ স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) চীনের ২৫ প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বেদনানাশক বা চেতনানাশক ওষুধ ফেনটানাইল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, ফেনটানাইলের সরবরাহ চেইন সাধারণত শুরু হয় চীনের রাসায়নিক প্রতিষ্ঠানগুলো থেকে। তবে এ বিষয়ে ওয়াশিংটনে চীনের দূতাবাস কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, চীন ও মেক্সিকোর মধ্যে কোনো ফেনটানাইল পাচার হচ্ছে না।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যবহারকারীদের কাছে ফেনটানাইল সরবরাহের জন্য মেক্সিকোর ড্রাগ গ্যাংকে দায়ী করেছে ওয়াশিংটন। চিকিৎসকরা এই ওষুধ রোগীদের খাওয়ার অনুমতি দিতে পারেন। কিন্তু কয়েক দশকে যুক্তরাষ্ট্রে এটা দিয়ে তৈরি ব্যথানাশক ওপিয়ডের ব্যবহার ও চাহিদা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

২০২২ সালে কোনো না কোনো সময় এই ওষুধ ব্যবহার করেছেন এমন এক লাখ ৯ হাজার ৬৮০ জনের মৃত্যু হয়।

ফলে ফেনটানাইল উৎপাদন এবং সরবরাহ ও পাচারের সঙ্গে যুক্ত চীনভিত্তিক নেটওয়ার্ক এবং অন্য অবৈধ মাদকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা ঘোষণা করে।

মার্কিন নিষেধাজ্ঞা   চীন  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

নোবেল পাওয়ার ফোন পেয়ে বিজ্ঞানী বললেন, ‘ব্যস্ত আছি’

প্রকাশ: ০৬:১৫ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী অ্যান লিয়েরকে একাধিকবার ফোন করেছিল নোবেল কমিটি। কিন্তু তিনি ফোন রিসিভ করছিলেন না। এক পর্যায়ে তিনি ফোন রিসিভ করে বলেন, আমি একটু ব্যস্ত আছি।

ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান লিয়েরসহ তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের র‌য়্যাল সুইডিশ একাডেমি বিজয়ীদের নাম ঘোষণা করে।

জানা গেছে, ওই দিন রস্কার জয়ের খবর দেওয়ার জন্য অ্যান লিয়েরকে নোবেল কমিটি থেকে ফোন করা হয়। কিন্তু সে সময় অধ্যাপক অ্যান বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। এজন্য তাকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারেনি নোবেল কমিটি। পরে ক্লাসের বিরতির সময়ে আবারও ফোন এলে তা রিসিভ করেন অধ্যাপক। এ সময় নোবেল কমিটি থেকে এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান লিয়েরের কাছে সময় চান। কিন্তু অ্যান তাকে বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’ তখন ওই ব্যক্তি কথা বলার জন্য অ্যানের কাছ থেকে দু–তিন মিনিট সময় চেয়ে নেন। এরপর তিনি অধ্যাপককে নোবেল পুরস্কার পাওয়ার কথা জানান এবং তিনি জানতে চান এই খবর অ্যান তার শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করবেন কি না? জবাবে অ্যান বলেন, আমি অবশ্যই তাদের বিষয়টি জানাব। আশা করি, এতে তারা অনেক খুশি হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে।

অ্যান লিয়েরকে ফোন করার বিষয়টি নোবেল কমিটি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে। অ্যানকে ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, ‘একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! ২০২৩ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া অ্যানকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। আমাদের নতুন বিজয়ী ক্লাসে পড়াতে ব্যস্ত ছিলেন। ক্লাসের নির্ধারিত বিরতির সময় তিনি খবরটি শুনেছেন। ফোনে কথা শেষ করে তিনি ছাত্রদের কাছে ফিরে গেলেন।’

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হচ্ছে। এরপর থেকে ১১৬ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২২ জন পদার্থবিজ্ঞানী সম্মানজনক এই পুরস্কার জিতেছেন।

পদার্থবিজ্ঞান   নোবেল পুরস্কার  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

মেট্রোতে হিজাব না পরায় পুলিশের নির্যাতনের শিকার কিশোরী

প্রকাশ: ০৫:৩৪ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

গত বছর থেকে ইরানে হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়। ইরানের পুলিশের নির্যাতনের কারণে কারাগারে মৃত্যুবরণ করে মাশা আমিনি নামে এক কিশোরী। তখন থেকে এ আন্দোলন দানা বাঁধে এবং সময়ের সাথে সারা ইরান জুড়ে ছড়িয়ে পড়ে। 

গতকাল ইরানের মেট্রোতে ইরানের নীতিগত পুলিশের আবার হামলার শিকার হয় আরও এক কিশোরী। ১৬ বছর বয়স মেয়েটির নাম আরমিতা গারওয়ান্দ। হামলার পর সে কোমায় চলে যায়। বর্তমানে হাসপাতালে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে।

তেহরান মেট্রোর সিসিটিভি ফুটেজে সে সহ কয়েকজন কিশোরীকে ট্রেনে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাদের পরনে হিজাব ছিলনা। এর কিছুক্ষণ পর কয়েকজন যাত্রীকে তাকে অজ্ঞান অবস্থায় ট্রেন থেকে বের করে আনতে দেখা যায়। ধারণা করা হয় পুলিশের সাথে হাতাহাতির এক পর্যায়ে সে আহত হয় এবং মাটিতে পরে অজ্ঞান হয়ে যায়। 

কুর্দি অধিকার সংস্থা হেঙ্গো মঙ্গলবার (৩ অক্টোবর) জানিয়েছে ,একটি মেট্রো স্টেশনে ইরানের ১৬ বছর বয়সী এক কিশোরী হিজাব না পরায় নীতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পায় কিশোরীটি। এরপর কোমায় চলে যায় সে।

তবে ইরানের নীতিগত পুলিশের পক্ষে থেকে এই বিষয়টি অস্বিকার করা হয়েছে। পুলিশের দাবি রক্তে লো-প্রসার জনিত সমস্যার কারসে সে অজ্ঞান হয় যার সাথে পুলিশের কোন সম্পর্ক নেই।

মাশা আমিনি   ইরান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন