কালার ইনসাইড

পর্দার আড়ালে নির্যাতনের স্বীকার বাংলাদেশের মডেল-অভিনেত্রীরা

প্রকাশ: ১০:০৮ পিএম, ০১ ডিসেম্বর, ২০২২


Thumbnail

শোবিজের তারকাদের নিয়ে সধারণ মানুষের আগ্রহের কমতি নেই। বিশেষ করে নায়ক-নায়িকাদের নিয়ে যেনো তাদের জানার শেষ নেই। তাদের চলাফেরা, আচার-আচরণ সব কিছুই তাঁদের ভক্তরা অনুসরণ করেন। সিনেমা-নাটকে প্রেম-ভালোবাসা একটি সুন্দর সংসারের চিত্র দেখালেও বাস্তব জীবনে কতটা খুশি নায়িকারা? কিছুদিন পর পরই দেখা যায় শোবিজের অনেক নায়িকা কিংবা মডেল কিংবা গায়িকারা স্বামীর নির্যাতনের কথা সামনে নিয়ে আসেন।

ভালোবেসে বিয়ে করে অনেক নায়িকাই সংসার জীবনে সুখী হতে পারেনি। স্বীকার হতে হয়েছে স্বামীর নির্যাতনের। বিচ্ছেদের পর আবার নতুন সংসার গড়লে সেখানেও দেখা যায় একই দৃশ্য। সুখের আশায় ঘর বাঁধলেও যৌতুক কিংবা অন্য কোন কারণে সেই সুখ তার কপালে জোটে না। 

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা শাবনূর। সর্বদা হাস্যজল থাকা এই নায়িকা হয়েছে স্বামীর নির্যাতনের স্বীকার। যার কারণে ২০২০ সালে ইতি হয় তাঁর সংসারের।

২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের মা হন শাবনূর। কিন্তু স্বামী-সন্তান নিয়ে সুখে থাকা হলো না তার। ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সে সময় এই নায়িকার অ্যাডভোকেট কাওসার আহমেদ জানিয়ে ছিলেন, শাবনূরের স্বামী অনিক মাদকাসক্ত ছিলেন। রাত বিরাতে মাতাল হয়ে বাসায় ফিরতেন। প্রতিবাদ করলে শাবনূরকে নানারকম মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।

বর্তমানে শাবনূর তার ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

নব্বইয়ের দশকের চাহিদাসম্পন্ন নায়িকা মুনমুন। ব্যক্তিগত জীবনে মীর মোশাররফ হোসেন রোবেনের সঙ্গে প্রেমে জড়ান এই নায়িকা। প্রেমের পর তা পরিণয়ে রূপ নেয়।২০১০ সালে তারা বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। কিন্তু তাদের এই ভালোবাসার সংসার এক যুগ পার না হতেই ভেঙে যায়। তিনিও হয়েছেন স্বামীর নির্যাতনের স্বীকার। 

মুনমুন তখন গণমাধ্যমকে জানিয়ে ছিলেন, দেখুন আমরা কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমাদের সন্তানও রয়েছে। এই পর্যায় এসে কেউ কী চায় সংসার ভেঙে যাক। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমি অনেক সেক্রিফাইজ করেছি। আমাকে শারীরিক নির্যাতনও করতো। 

সময়টা ২০১৫ সাল, ফেসবুকে অভিনেত্রী ফারিয়া-অপুর পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা আংটিবদল করেন। ২০১৯  সালের ১ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে হয় অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর। পরিচয় ও প্রেমের হিসাবে তাদের সম্পর্কের বয়স পাঁচ বছর। কিন্তু বিয়ের এক বছর পার না হতেই না হতেই তাদের বিচ্ছেদ হয়। ২০২০ সালের ২৭ নভেম্বর অপুর সাথে বিচ্ছেদ হয় ফারিয়ার। 

মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয়েছিল ২০১০ সালের ৮ সেপ্টেম্বর। স্বামী পেশায় ছিলেন ব্যবসায়ী। কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে।এই অভিনেত্রী তখন নানা নির্যাতনের কথাও গণমাধ্যমকে বলে ছিলেন।



শবনম ফারিয়া স্বামীর কাছে নির্যাতিত হয়ে বিচ্ছেদের পথে হেঁটেছেন। শুধু নির্যাতনই নয়, নির্যাতন করে হাত ভেঙে দিয়েছিলেন তার স্বামী। সমাজের নিয়ম ও কী বলবে সমাজ, স্বজন এই ভেবে সহজে বিচ্ছেদের পথে হাঁটতে চাইছিলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন দেবীখ্যাত অভিনেত্রী। 

এদিকে নির্যাতনের স্বীকার হয়ে ডির্ভোস নিয়ে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে তিনি স্বামী হিশাম চিশতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি প্রদানের অপরাধে মামলাও করেছিলেন। 

মডেল ও অভিনেত্রী মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। চলতি বছর ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাহীকে বিয়ে করেন সারিকা। এটি তার দ্বিতীয় বিয়ে।
সম্প্রতি তার দ্বিতীয় স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে মারধর ও যৌতুক দাবির অভিযোগ আনেন এই অভিনেত্রী। সারিকার এই মামলা আমলে নিয়েছেন আদালত।

সারিকা বলেন, আমি সংসার জীবন নিয়ে অতিষ্ঠ। সে (রাহী) আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক- সব দিকেই টর্চার করেছে। একজন নারী কখন ঘরের বিষয়গুলো প্রকাশ্যে আনে- এটা সবাইকে বুঝতে হবে। বিষয়টি পারিবারিকভাবে বেশ কয়েকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। দিনকে দিন আরও খারাপের দিকে গেছে। তাই বাধ্য হয়ে বিচার চেয়ে আদালতে গিয়েছি।

পর্দায় যেই মানুষগুলোকে দেখে সাধারণ মানুষ তাদের নিজের জীবনে সেই তারকার প্রভাব নিয়ে আসে। সেই তারকাদের পর্দার আড়ালে এমন নির্যাতন ও তা প্রকাশ্যে আসলে আমাদের সমাজের জন্য কতটুকু কল্যাণকর তা প্রশ্ন থেকেই যাচ্ছে। 

সরকারি ও বেসরকারিভাবে নানা ধরনের উদ্যোগ গ্রহণের পরও নির্যাতনের ঘটনা কোনোভাবেই কমছে না। মহিলাবিষয়ক অধিদপ্তর নারীর সামগ্রিক উন্নয়নের জন্য নানা কর্মসূচি পালন করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প তো রয়েছেই। তারপরও দেশে কমেনি নারী নির্যাতনের ঘটনা। 

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে, ২০২১ সালে ৩ হাজার ৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের যেসব দেশে স্বামী বা সঙ্গীর হাতে নারী নির্যাতনের হার বেশি, সেসব দেশের তালিকায় এসেছে বাংলাদেশের নাম। দেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সি নারীদের ৫০ শতাংশই জীবনে কখনো না কখনো সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

তাদের তথ্যমতে, বিশ্বে প্রতি তিন জন নারীর এক জন জীবদ্দশায় নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান বুর‍্যো কর্তৃক পরিচালিত ২০১১ সালের জরিপ মতে, শতকরা ৮৭ ভাগ নারী স্বামীর মাধ্যমে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হন। জাতিসংঘের বিশেষ রিপোর্ট মতে, বাংলাদেশে ৬০ শতাংশ বিবাহিত নারী জীবনে কোনো না কোনো সময়ে স্বামী কিংবা তার পরিবার বা উভয়ের দ্বারা নির্যাতিত হন।


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রচন্ড ঝুকিপূর্ণ একটি কাজ ছিল আমাদের সবার জন্য: অমি

প্রকাশ: ০৬:৪২ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

বর্তমান সময়ের অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। গ্রাম থেকে শহর সব জায়গাতেই এর জনপ্রিয়তা শীর্ষে। নাটকটির জনপ্রিয়তা এতটাই ছাড়িয়ে যায় যে  এর চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক অপেক্ষায় আছে সিজন ৫এর। এমনি তারা আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। নাটকের পাশাপাশি এই নির্মাতা এখন মাঝে কিছুদিন ব্যস্ত ছিলেন তার প্রথম ওয়েব সিরিজ 'হোটেল রিলাক্সে'র কাজ নিয়ে। তবে ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন তিনি। আর নতুন এই চমকের নাম ‘বিদেশ’। 



‘বিদেশ’র শুটিংয়ে গেলো এক সপ্তাহ অমি-পলাশসহ পুরো ইউনিট ছিলেন বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপ সন্দ্বীপে। উত্তাল সমুদ্রে ঝড়-বৃষ্টির মধ্যেই শুটিং করেছেন তারা। ফলে এটিকে জীবনের অন্যতম স্মরণীয় ও চ্যালেঞ্জিং কাজ বলেই মনে করছেন নির্মাতা-শিল্পীরা।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা অমি বলেন, আলহামদুলিল্লাহ্, আল্লাহর অশেষ রহমতে টানা ৭ দিনে "বিদেশ" এর শুটিং শেষ করলাম। প্রচন্ড ঝুকিপূর্ণ একটি কাজ ছিল আমাদের সবার জন্য।  তার উপর ঝড়, বৃষ্টি সবকিছু মিলিয়ে পুরো টিমের সবাই প্রচন্ড পরিমাণ কষ্ট করেছে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি ভালো কাজের জন্য আর্টিস্ট এবং কলাকুশলী  সবাই ঝাপিয়ে পরেছে। সবার একটাই চেষ্টা  ছিলো,ভালো কাজ করার। আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে "বিদেশ" এর শুটিং করেছি। আশাকরি এই ঈদে "বিদেশ" আপনাদেকে অন্যরকম বিনোদন দিবে। আর এই কাজটির জন্য যিনি আমাকে পেছন থেকে সবচেয়ে বেশি সাপোর্ট এবং সাহস দিয়েছেন, তিনি আমাদের প্রোডিউসার "আকবর হায়দার মুন্না " ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি বিশাল এবং সাহসী কাজের পরিকল্পনা করার জন্য। ধন্যবাদ মাসুদ ভাইকে

নাটকটিতে অভিনয় করেছেন জিউয়াল হক পলাশ, মিশু সাব্বির, সাইদুর রহমান পাভেল, জিসান, পারসা ইভানা, লামিমা লাম, শিবলু, আব্দুল্লাহ রানা প্রমুখ। এটি প্রযোজনা করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট। ঈদে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। 

কাজল আরেফিন অমি   ওয়েব সিরিজ   বিদেশ   ঈদ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ব্যর্থ হলেন শাকিব খান

প্রকাশ: ০৬:১৯ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা করতে পারলেন না ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। সাইবার ট্রাইব্যুনালের বিচারকের পরামর্শে তাকে ফিরে যেতে হলো।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় সোমবার (২৭ মার্চ) পরবর্তী কার্যদিবসে তাকে আসার পরামর্শ দেন৷  

এর আগে একই দিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল আসামি রহমত উল্লাহকে হাজির হতে সমন জারি করেছেন।  

এ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এর আগে মামলা করতে গুলশান থানা ও ডিবি কার্যালয়ে যান শাকিব। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।  

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

ডিজিটাল নিরাপত্তা আইন   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চরিত্রবান স্বামী খুঁজছেন অহনা!

প্রকাশ: ০৫:২২ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা। রূপের গুণে যেমন নজর কেড়েছেন, অভিনয়গুণে পেয়েছেন প্রশংসা। সম্প্রতি নাটকপাড়ায় কান পাতলেই এই অভিনেত্রীর প্রেমের বিষয়ে গুঞ্জন শোনা যায়। আরেক অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গেই নাকি প্রেম রয়েছে এই অভিনেত্রীর। যদিও এর পক্ষে সঠিক কোনো যুক্তি কেউ দেখায়নি।

বর্তমান সময়ে বেশ কিছু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম-অহনা। এ থেকেই মূলত গুঞ্জনের ডাল-পালা ছড়িয়েছে। তবে সেসব পাত্তা না দিয়ে একের পর এক নাটকে অভিনয়ে ব্যস্ত সময়ের এই জনপ্রিয় জুটি।

তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের একটি নাটকে অভিনয় করেন এই দুই তারকা। এর গল্পে দেখা যাবে, অহনা একজন চরিত্রবান স্বামী চান।

জানা গেছে, আসছে ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।

এতে শামীম ও অহনা ছাড়াও অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতুসহ অনেকে।

অভিনেত্রী   অহনা   প্রেম  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বৈশাখীতে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’

প্রকাশ: ০৫:০৯ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

বৈশাখী টেলিভিশনে দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত ‘সেরাদের সেরা’- অদম্য প্রতিভার সন্ধানে-২০২৩। অনুষ্ঠানটি ন্যাশনাল মিডিয়া সেন্টারের প্রযোজনায় বৈশাখী টেলিভিশনে পুরো রমজান মাস জুড়ে বিকেল ৫ টা ১৫ থেকে ইফতারের পূর্ব পর্যন্ত প্রচার করা হবে। 

বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে, আল-কোরআন তিলাওয়াত, হামদ/না’ত/ইসলামী গান ও ইসলামী জ্ঞান-এর উপর ইতোপূর্বে যারা ১ম থেকে ৫ম স্থান অধিকার করেছেন সেখান থেকে বাছাইপূর্বক মনোনিতদের নিয়েই এই মেগা রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’। 

অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্বগণ, বিচারক, অতিথি হিসেবে অংশগ্রহন করবেন। তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ২৭ রমজান গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি বিএফডিসিরদুই নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানপ্রতিমন্ত্রী এনামুর রহমান এমপি। অনুষ্ঠানটি উপস্থাপনা, পরিচালানা ও প্রযোজনায় ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান এইচ এম বরকতুল্লাাহ।


রিয়েলিটি শো   বৈশাখী টেলিভিশন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ফের বাবা হলেন গায়ক আতিফ আসলাম

প্রকাশ: ০৫:০১ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

ফের বাবা হলেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৩ মার্চ) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আতিফ আসলামের স্ত্রী সারাহ। এই দম্পতির এটি তৃতীয় সন্তান।

আনন্দের খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন আতিফ আসলাম। সেখানে নবজাতকের ছবিও দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আমার হৃদয়ের রানী এসেছে। কন্যা এবং স্ত্রী দুজনেই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ।’

কন্যার নাম রেখেছেন হালিমা আতিফ আসলাম। সবার কাছে দোয়া চেয়ে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এই সংগীতশিল্পী।

২০১৩ সালের ২৯ মার্চ সারাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আতিফ আসলাম। এ দম্পতির আব্দুল আহাদ এবং আরয়ান আসলাম নামে আরো দুটি পুত্র সন্তান রয়েছে।

আতিফ আসলাম  


মন্তব্য করুন


বিজ্ঞাপন