ইনসাইড বাংলাদেশ

মোদি কেন বাংলাদেশ নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলবেন?

প্রকাশ: ০৭:০০ পিএম, ১৮ জুন, ২০২৩


Thumbnail

আগামী ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যাবেন। এই সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরকে মার্কিন গণমাধ্যম 'মেগা সফর' হিসেবে অভিহিত করেছেন। এই সফরে অন্তত দুটি বড় চুক্তি স্বাক্ষরিত হবে। যার মধ্যে একটি হলো ৩০০ কোটি ডলারের অত্যাধুনিক এমকিউ-৯বি ( MQ-9B) ড্রোন সংক্রান্ত। অন্যটি ভারতের তৈরি তেষজ যুদ্ধ বিমানের ইঞ্জিন যা নিয়ে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে জেনারেল ইলেকট্রনিক্স এর সহায়তায় তৈরি করা হবে কর্ণাটকের রাষ্ট্রয়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে। এই দুটি চুক্তির বাইরে সারা বিশ্ব তাকিয়ে আছে এই সফরের দিকে কারণ। কারণ এই সফরে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির সরকারপ্রধান বৈঠক করবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র প্রধানের সঙ্গে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে নরেন্দ্র মোদির একান্ত বৈঠক হবে ২২ জুন। আর এই বৈঠকে অন্যান্য প্রসঙ্গের মত বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হবে বলে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এই অঞ্চলের শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উপমহাদেশের কৌশলগত অভিন্ন অবস্থান রক্ষার্থে মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশের বিষয়টি আলোচনা হবে বলেই ধারণা করা হচ্ছে। কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলবেন। এর উত্তরে কূটনীতিকরা মোটামুটি পাঁচটি কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে রয়েছে;

১. কৌশলগত অভিন্ন অবস্থান: এই অঞ্চলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু। বিশেষ করে চীনের আগ্রাসী তৎপরতার ফলে এই উপমহাদেশে অনেক কিছুর জন্যই যুক্তরাষ্ট্র ভারতের ওপর নির্ভরশীল। আর তাই এই উপমহাদেশে অভিন্ন একটি কৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। কৌশলগত কারণে বাংলাদেশ এখন পশ্চিমা দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এ কারণেই আঞ্চলিক ও কৌশলগত কারণে বিশ্বের সামরিক এবং রাজনৈতিক ভারসাম্যের জন্য বাংলাদেশ প্রসঙ্গটি নিয়ে নরেন্দ্র মোদি আলোচনা করবেন।

২. চীনের প্রভাব বলয় থেকে মুক্ত: ভারত মনে করে যে বাংলাদেশকে চীনের প্রভাব বলয় থেকে যেকোনো রকমেই মুক্ত রাখতে হবে। আর একই অভিমত ব্যক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু দুটি দেশের এটি অর্জনের ক্ষেত্রে প্রক্রিয়া ভিন্ন। ভারত মনে করে যে বাংলাদেশকে চাপ দিয়ে নয়, বাংলাদেশকে আস্থায় নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের সীমারেখা টানতে হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের জ্যোতিরেখা টানার জন্য চাপ দেওয়ার কৌশলে বিশ্বাসী। ফলে দুই দেশ তাদের তাদের পদ্ধতিগত যে দূরত্ব তা কমিয়ে আনার জন্য এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করবে।

৩. বাংলাদেশ নিয়ে দৃষ্টিভঙ্গির ভিন্নতা: ভারত মনে করে যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অব্যাহত রাখতে গেলে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। ভারতে এখন পর্যন্ত বিএনপিকে বা অন্য কাউকে এই সরকারের বিকল্প ভাবতে রাজি নয়। তারা মনে করে যে অনির্বাচিত সরকার আসলে দেশটির সংকট সমাধান হবে না বরং সংকট আরও গভীর হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন করতে চায়। এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে তাদের মতপার্থক্য দূর করার চেষ্টা করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত বাংলাদেশের প্রকৃত কৌশলগত অবস্থান বুঝানোর চেষ্টা করবে। 

৪. বাংলাদেশের জনগণের মনোভাব: বাংলাদেশের জনগণের মনোভাব নিয়েও দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান আলোচনা করবেন। ভারত যেহেতু বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী কাজেই ভারত সবচেয়ে ভালো জানে যে বাংলাদেশের জনগণের মনোভাব কি। অতি মার্কিন বিরোধিতা বাংলাদেশকে যে চীনমুখী বা রাশিয়াপন্থি করে তুলবে সেই বার্তাটি নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে দিবেন। 

৫. মৌলবাদের উত্থান এবং সাম্প্রদায়িক শক্তি: ভারত মনে করে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান এবং সাম্প্রদায়িক শক্তির বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই যা কিছু করতে হবে সবকিছু সাবধানে। এই বাস্তবতা থেকেই নরেন্দ্র মোদির  মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারত   নরেন্দ্র মোদি   মার্কিন যুক্তরাষ্ট্র   জো বাইডেন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশ: ০১:৪৭ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

জয়পুরহাটে ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হচ্ছে।

আজ শনিবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কণা মন্ডল। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথির উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আফজালুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফু রহমান রকেট, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দিন প্রমুখ।

এদিকে, দিবসটি উপলক্ষে পিকেএসএফএর সহযোগিতায় পাঁচবিবির কদমতলী মাদ্রাসার এতিম শিশুদের বিনামুল্যে দুধ খাওয়ানো হয়। 


বিশ্ব দুগ্ধ দিবস   র‌্যালি   আলোচনা সভা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশ: ০১:৪৬ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

শনিবার (১ মে) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে...


রোহিঙ্গা ক্যাম্প   আগুন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

‌জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নে ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশ: ০১:০০ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

বাংলাদেশের জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন, আর এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

শনিবার (০১ জুন) সাভারের ব্র্যাক সিডিএমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত  'ক্লাইমেট ফাইন্যান্স এক্সেস অ্যান্ড মোবিলাইজেশন ইন বাংলাদেশ' শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র একটি পরিবেশগত বিষয় নয়, এটি একটি অর্থনৈতিক, সামাজিক এবং উন্নয়নমূলক বিষয় যা আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। জলবায়ু অর্থায়ন সংগ্রহ আমাদের নিম্ন-কার্বন, জলবায়ু-সহনশীল অর্থনীতিতে রূপান্তরকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ, আন্তর্জাতিক জলবায়ু তহবিল এবং উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থাকে কাজে লাগাতে হবে। আমাদের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে এবং জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার, ব্যবস্থাপনা ও ব্যবহার কার্যকর করার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর নৈতিক এবং আইনগত দায়িত্ব রয়েছে উন্নয়নশীল দেশগুলোকে তাদের জলবায়ু কর্মে সহায়তা করার। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের তাদের প্রতিশ্রুতিগুলো সম্মান করতে এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা করার আহ্বান জানাই।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, সুইডেনের দূতাবাসের উন্নয়ন সহযোগিতার উপ-প্রধান নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার এবং উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের প্রতিনিধি স্টেফান লিলার।


পরিবেশমন্ত্রী   জলবায়ু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সারাদেশে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো শুরু

প্রকাশ: ১২:৪৮ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

সারাদেশে চলছে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন। ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় এক কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জাতীয় ভিটামিন 'এ'  প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফলে সারা দেশেই একযোগে ৬ মাসের অধিক শিশুদের বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

শনিবার (১ জুন) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ ও সোশাল মেডিসিনে (নিপসম) নিজে শিশুদের ভিটামিন 'এ'  ক্যাপসুল খাইয়ে সারা দেশে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

অনুষ্ঠানে ডা. সামন্ত লাল সেন সব শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন 'এ'  ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এছাড়াও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এছাড়াও রাতকানা রোগ, হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ কমাতেও সাহায্য করে ভিটামিন এ।

তিনি বলেন, ৬-৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেকেই তাদের শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়াতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬-১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় এক কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। প্রায় এক লাখ ২০ হাজার কেন্দ্রে দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর এই ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলে বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় এক হাজার ২২৪টি কেন্দ্র বন্ধ থাকবে। এসব কেন্দ্রে পরবর্তীতে এক কর্মসূচি পালন করা হবে।


ভিটামিন 'এ'   শিশু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


Thumbnail

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবার চালান সহ ফারুক হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) ভোরে ফারুক হাসানকে ইয়াবার চালান সহ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ফারুক হাসান উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ‘শুক্রবার ভোরে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ফারুক হাসানের নিজ বাড়িতে তাকে গ্রেপ্তার করে।

এরপর তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ১৩০ পিস ইয়াবা জব্দ করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


মাদক   ইয়াবা   চোরাকারবার   গ্রেপ্তার  


মন্তব্য করুন


বিজ্ঞাপন