ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের কাছে ক্ষমা চাইলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

প্রকাশ: ০৬:৫৮ পিএম, ০৯ মার্চ, ২০২৪


Thumbnail

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ  ‘ভারত বয়কট’ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশটির পক্ষ থেকে ভারতের কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেছেন, ‘ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করার ডাক দিয়েছে। তাতে দেশের পর্যটনশিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। আমি এখন ভারতে রয়েছি। আমি খুবই চিন্তিত, উদ্বিগ্ন। আমি বলতে চাই, যা কিছু ঘটছে তাতে মালদ্বীপবাসী দুঃখিত।’ খবর এনডিটিভির। 

জানা গেছে, বর্তমানে ভারতে অবস্থান করছেন নাশিদ। এরমধ্যেই শুক্রবার তিনি মালদ্বীপের জনগণের পক্ষে ভারতের কাছে ক্ষমা চেয়ে এ বার্তা দেন। 

পর্যটন খাতের নেতিবাচক প্রভাব সম্পর্কে নাশিদ বলেন, ‘এটি মালদ্বীপকে অনেক প্রভাবিত করেছে। আমি এখন ভারতে আছি। আমি এটা নিয়ে খুব চিন্তিত। আমরা দুঃখিত এমনটা ঘটেছে। আমরা চাই ভারতীয় জনগণ মালদ্বীপে ঘুরতে আসুক। আমাদের আতিথেয়তায় কোন পরিবর্তন হবে না।’

একইসঙ্গে মালদ্বীপ ও চীনের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে নাশিদ এটিকে প্রতিরক্ষা চুক্তি নয় বরং সরঞ্জামের অধিগ্রহণ বলে প্রত্যাখ্যান করেছেন। 


মালদ্বীপ   ভারত   পর্যটনশিল্প  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও প্রায় ১০০

প্রকাশ: ০৮:৫৬ এএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৬ হাজার ৪০০ এবং আহত হয়েছেন আরও ৮২ হাজারের বেশি ফিলিস্তিনি। শনিবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ৩৬ হাজার ৩৭৯ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত প্রায় আট মাস ধরে চলা এই হামলায় আরও ৮২ হাজার ৪০৭ জন মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৫ জন নিহত ও আরও ৩৫০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


গাজা   ইসরায়েল   হামলা   নিহত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইরান

প্রকাশ: ০৮:৪১ এএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃক ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপ্লবী গার্ডের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় ব্লকটির সমালোচনা করেছে তেহরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি, বিপ্লবী গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে লক্ষ্য করে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে।

ব্লকটির নতুন নিষেধাজ্ঞার আওতায় একটি সশস্ত্র বাহিনীর কমান্ড সেন্টার, রাষ্ট্রের একটি এভিয়েশন ফার্মের প্রধান এবং কাভান ইলেক্ট্রনিক্স বেহরাদ কোম্পানিও রয়েছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের এমন পদক্ষেপকে 'দুঃখজনক' বলে উল্লেখ করে বলেছে, ব্লকটি অযৌক্তিক এবং ভিত্তিহীন অজুহাতের উপর ভিত্তি করে এ নিষেধাজ্ঞা দিয়েছে।


ইউরোপীয় ইউনিয়ন   নিষেধাজ্ঞা   ইরান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবির শঙ্কা

প্রকাশ: ০৮:০০ এএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

ভারতে সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (০১ জুন) সপ্তম দফায় ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সমাপ্ত হয়। নির্বাচনের আধ ঘন্টা পর থেকে বুথফেরত ফলাফল প্রকাশ শুরু করে ভারতের গণমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের ভরাডুবির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে অঞ্চলেও বাজিমাত করতে যাচ্ছে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসন রয়েছে। অঞ্চলে ২০১৯ সালের নির্বাচনে বিজেপি ১৮ আসন পায়। যা ছিল বড় চমক। অন্যদিকে এটি তৃণমূল কংগ্রেসের জন্য ছিল বড় ধাক্কা। তারা পেয়েছিল ২০টি আসন। ছাড়া রাহুল গান্ধীর কংগ্রেস বাকি দুটি আসন পেয়েছিল ।

রাজ্যটিতে গতবারের চেয়ে এবারের নির্বাচনে বড় ধাক্কা খেতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে আসনের দিক দিয়ে পশ্চিমবঙ্গে এবার বিজেপি সবচেয়ে বড় দল হতে যাচ্ছে বলে অন্তত ৪টি বুথফেরত জরিপে বলা হয়েছে।

ইন্ডিয়া নিউজ-ডি-ডায়নামিকসের জরিপে বলা হয়েছে, নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৯ আসনে আর বিজেপি ২১ আসনে জয় পেতে পারে।

জান কি বাতের জরিপে বলা হয়েছে, এবার ২১ থেকে ২৬টি আসন জিততে পারে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে পারে ১৬ থেকে ১৮ আসন।

পাবলিক ভারত-মাত্রিজ জানিয়েছে, নিজেদের আসনে ভরাডুবি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তার দল তৃণমূল কংগ্রেস পেতে যাচ্ছে ১৬ থেকে ২০ আসন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি পেতে পারে ২১ থেকে ২৫ আসন।

জরিপ সংস্থাগুলোর তথ্যমতে, ২০১৯ সালের মতো এবারও রাহুল গান্ধীর কংগ্রেস দুটি আসন পেতে পারে। অন্যদিকে জরিপসংস্থা বাংলার তথ্যমতে কংগ্রেস কোনো আসন নাও পেতে পারে।

এদিকে সপ্তম দফায় ৫৭ আসনে মোট ৯০৭ জন প্রার্থী লড়েছেন। জনতার দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরভাগ্যপরীক্ষাএই দফাতেই হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নরেন্দ্র মোদি। যেখান থেকে গত দুইবার লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চাইছেন নরেন্দ্র মোদি। তবে ফলাফল কী হবে তার জন্য অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত।

এদিকে শেষ দফা ভোটের আগে, দক্ষিণ ভারতের শেষ ভূখণ্ড কন্যাকুমারীতে সমুদ্রের মধ্যে অবস্থিতবিবেকানন্দ রক’- গিয়ে ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদি। গত বৃহস্পতিবার রাত থেকে সেখানে শুরু হয়েছে তার ধ্যানপর্ব আরাধনা। শনিবার ভোট পর্ব শেষে  তিনি ধ্যান ভঙ্গ করেছেন।


লোকসভা নির্বাচন   পশ্চিমবঙ্গ   তৃণমূল  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বুথফেরত জরিপ: হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি

প্রকাশ: ০৯:৫৮ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

ভারতে লোকসভা নির্বাচেনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (০১ জুন) সপ্তম ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন সমাপ্ত হয়েছে। আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। তবে এরইমধ্যে বুথফেরত ফলাফল ঘোষণা করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। এতে বলা হয়েছে, এবার হ্যাটট্রিক করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে দেশটির বড় দুটি জোটের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এ দুটি হলো ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

শনিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির সংবাদমাধ্যমে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে জরিপের ফলাফল অনেক সময় উল্টো দেখা যায়। এর আগে ২০১৯ সালের নির্বাচনে এনডিএ জোট ৩৫৩ আসন পেয়েছিল।

দেশটির অন্তত ৪টি গণমাধ্যমে প্রকাশিত বুথফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভা নির্বাচনে ৩৫০টিরও বেশি আসন পেতে যাচ্ছে। এর মাধ্যমে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

এনডিটিভি জানিয়েছে, এবারের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের ৪টি সংবাদমাধ্যম ও সংস্থার বুথফেরত জরিপের তথ্যানুসারে, এবারের নির্বাচনে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০টির বেশি আসনে এনডিএ জয় পেতে পারে। ভারতের সংবিধানের তথ্যানুসারে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭১ আসনের প্রয়োজন।


বুথফেরত জরিপ   হ্যাটট্রিক   নরেন্দ্র মোদি   ভারত নির্বাচন  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বুথফেরত জরিপ চূড়ান্ত ফলের পূর্বাভাস

প্রকাশ: ০৯:৩১ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। তবে শেষ দফার ভোট শেষ হওয়ার আগেই বুথফেরত জরিপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনের ফলের আভাস পেতে বুথফেরত জরিপ গুরুত্বপূর্ণ।

ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনে সরাসরি ভোট হয়। আগামী মঙ্গলবার ( জুন) নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা। তবে বুথফেরতের জরিপের ফলাফল আসতে শুরু করেছে।

ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা পর; অর্থাৎ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে বুথফেরত জরিপের ফলাফল দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচার শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির জরিপে বলা হচ্ছে এনডিএ ৩৬১, আইএনডিআইএ ১৪৫, অন্যান্য দল ৩৭ টি আসন পেতে পারে।

ভোট দেওয়ার পর কেন্দ্রের সামনেই ভোটারদের সঙ্গে কথা বলার মাধ্যমে জরিপ চালানো হয়। এটাকেই বলা হয় বুথফেরত জরিপ। নির্বাচন চলার সময়ে ভারতে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ নিষিদ্ধ। তবে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার আধা ঘণ্টা পর ফলাফল প্রকাশ করা যায়। সেই হিসাবে আজ সন্ধ্যা ছয়টার পর বুথফেরত জরিপের ফলাফল আসতে শুরু হয়েছে।

২০১৪ সালের বেশির ভাগ বুথফেরত জরিপে পূর্বাভাস পাওয়া গিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসছে। কিন্তু এনডিএ যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, সেই পূর্বাভাস ছিল না।

ওই বছর ইন্ডিয়া টুডে-সিসেরোর জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এনডিএ জোট ২৭২ আসন পেতে যাচ্ছে। ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৩৪০ আসন, সিএনএন-আইবিএন-সিএসডিএস ২৮০, টাইমস নাউ-ওআরজি ২৪৯, এবিপি নিউজ-নিয়েলসেন ২৭৪, এনডিটিভি-হানসা রিসার্চ পূর্বাভাস দিয়েছিল এনডিএ ২৭৯ আসন পাবে। প্রকৃতপক্ষে এনডিএ জোট ওই নির্বাচনে জিতেছিল ৩৩৬ আসনে। এর মধ্যে ২৮২টি আসন পেয়েছিল বিজেপি।

২০১৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বিপুলসংখ্যক আসন হারানোর পূর্বাভাসও দিতে পারেনি কোনো বুথফেরত জরিপ। সেই নির্বাচনে ইন্ডিয়া টুডে-সিসেরোর জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ইউপিএ জোট ১১৫ আসন পেতে যাচ্ছে। ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ১০১ আসন, সিএনএন-আইবিএন-সিএসডিএস ৯৭, টাইমস নাউ-ওআরজি ১৪৮, এবিপি নিউজ-নিয়েলসেন ৯৭, এনডিটিভি-হানসা রিসার্চ পূর্বাভাস দিয়েছিল, ১০৩ আসন ইউপিএ পেতে পারে। প্রকৃতপক্ষে ইউপিএ জোট ওই নির্বাচনে জিতেছিল মাত্র ৬০টি আসনে। এর মধ্যে ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস।

২০১৯ সাল; অর্থাৎ গত লোকসভা নির্বাচনেও বুথফেরত জরিপে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। বুথফেরত জরিপের পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল সেবার। গত নির্বাচনে বুথফেরত জরিপে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আবারও পরাজয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত হয়েছিলও তা-ই।

গত নির্বাচনের পর ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, ইউপিএ জোট ৭৭ থেকে ১০৮টি আসন পেতে পারে। ছাড়া  নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৯৫ আসনে, নিউজ এইটিন-ইপসোস ৮২, টাইমস নাউ ভিএমআর ১৩২, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ১২০, সুদর্শন নিউজ পূর্বাভাস দিয়েছিল, ইউপিএ ১২৪ আসন পাচ্ছে। তবে শেষ পর্যন্ত ইউপিএ জোট পেয়েছিল ৯১টি আসন। এর মধ্যে কংগ্রেস ৫২ আসনে জিতেছিল।


জরিপ   ফল   পূর্বাভাস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন