কালার ইনসাইড

ঈদে কার কেমন ব্যস্ততা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৬ পিএম, ১৬ অগাস্ট, ২০১৮


Thumbnail

মাত্র কয়েকটা দিন বাকি কোরবানির ঈদের। দিন-রাত লাগামহীনভাবে বিভিন্ন নাটকের শুটিং চলছে রাজধানীর বিভিন্ন শুটিং হাউজে। সেখানে ব্যস্ত অভিনয়শিল্পীসহ নাটকের সকল কলাকুশলী। কেমন চলছে ব্যস্ততা সে খবর জানতে আলাপ করা হলো তাঁদের সঙ্গে। বেশ কয়েকজন জানালেন ব্যস্ততা নিয়ে-

দর্শকের চোখ থাকে প্রিয় তারকার কাজের দিকে। প্রিয় তারকার খাতায় থাকেন -অভিনয়শিল্পী ও নির্মাতারা। সে হিসেব…

আফরান নিশো গত ঈদের মতো এবারও দারুণ ব্যস্ত। নাটক-টেলিফিল্ম মিলে প্রায় ২০টির মতো কাজ এবার দেখা যাবে তার। কিছুদিন আগে মোস্তফা কামাল রাজের পরিচালনায় সাফা কবিরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘আজ পুতুলের জন্মদিন’  নামক নাটকে। এ তালিকায় আরও রয়েছে রূপক বিন রউফের পরিচালনায় ‘রাজা রানি’, সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘জুনিয়ার আর্টিস্ট লতিফ’, ‘‘ডাকাতের বউ’, তুহিন হোসেনের পরিচালনায় ‘‘একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম’, মামুন খানের পরিচালনায় ‘বুঝতে হবে’, মিজানুর রহমান আরিয়ানের ‘শোক হোক শক্তি’, মিলন ভট্টাচার্য্যর পরিচালনায় ‘ভালো হইতে পয়সা লাগে না’ , ‘বৃষ্টি ভেজার দিন’, নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ‘পেজ সিক্সটিন’- সহ আরও অনেক নাটক।

অপূর্বকে এবারও রোমান্টিক নাটকেই বেশি দেখা যাবে। এ সপ্তাহেই শুটিং শেষ করলেন অনন্য ইমনের ‘নীল ফুল’, শেখ সেলিমের পরিচালনায় ‘টাইম ল্যাপস’, এস এ হক অলিক পরিচালিত ‘তুমি আমার হবে’ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় অপূর্ব অভিনীত ‘প্রবাসী’ নাটকটিও এই ঈদে যে বেশ আলোচনায় থাকবে তা বলা যায়।

মেহজাবিন শুটিংয়ে ব্যস্ত তপু খানের পরিচালনায় ‘হয় বন্ধু, নয় প্রেম’ নাটক নিয়ে। যেখানে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, প্রভা ও জোভান। দুদিন আগে মেহজাবিন শেষ করেছেন ‘রং বদল’ নামের একটি নাটকে। মহিদুল মহিমের পরিচালনায় তার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। এ জুটি ‘মিঠাই মণ্ডা’, ‘স্বপ্ন এনেছি কুড়িয়ে’ নামের নাটকেরও শুটিং শেষ করলেন সম্প্রতি।



সজলও ঈদের কাজ নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে সুমাইয়া শিমুর সঙ্গে জুটি হয়ে ফেরদৌস হাসানের ‘সবুজ দরজা’ নাটকে কাজ করলেন। ‘ভালোবাসার সীমান্ত’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন সজল ও আশনা হাবিব ভাবনা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল আলম।

আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত হয় ‘আবার এলো যে সন্ধ্যা’ নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, ড. ইনামুল হক, আবুল হায়াত, মামুনুর রশিদ, শহিদুজ্জামান সেলিম, সাফা কবির, মিশু সাব্বির সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, তিনু করিম ও আহমেদ সুজন। টেলিফিল্মটি ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচার হবে।



আরটিভির জন্য ঈদ স্পেশাল ফিকশন  নির্মাণ করেছেন। তিন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু ও অমিতাভ রেজার পরিচালনায় মানিকগঞ্জে শুটিং হয়েছে ‘রৌদ্র ছায়ার খেলা’র শুটিং। অভিনয়ে রানী আহাদ, হাসনাত রিপন, হিমিসহ অনেকেই।

নির্মাতা মাহমুদ দিদার নির্মাণ করলেন আগামী ঈদের বিশেষ নাটক ‘সিনেমা সিনেমা খেলা’। শাহাদাত রাসেলের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে নাটকটি। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র ও নীলাঞ্জনা নীলা। একুশে টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে নাটকটি।

এছাড়াও দিদারের পরিচালনায় ঈদে আসছে ‘এই শহরে আমাদের কোনো ঘর নেই’। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও মিম মানতাশা। সকাল আহমেদের পরিচালনায় চঞ্চল চৌধুরী সম্প্রতি শুটিং করলেন ‘টাউট নম্বর ওয়ান’ নাটকে। তার সঙ্গে অভিনয় করেছেন মম। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি ঈদে বাংলাভিশনে আসছে।

অভিনেত্রী নাদিয়া আহমেদ উত্তরার একটি হাউজে শুটিং শেষ করলেন সকাল আহমেদের পরিচালনায় ‘গল্প শেষে’ নামে নাটকে। তাঁর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।

নির্মাতা সাজ্জাদ সুমনের পরিচালনায় আবারো আসছে কলুর বলদ-২। এবারও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।

শৌর্য দীপ্ত সূর্যর রচনা ও পরিচালনায় আরেকটি নাটকের নাম ‘নার্ভাস ব্রেক ডাউন’। অভিনয় করেছেন জাহিদ হাসান। আর আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। আসছে ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন ও তৌসিফ মাহবুব। নাটকের নাম ‘তোমার প্রেমে বিভোর হয়ে’। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

এছাড়াও পরিচালকদের কাছ থেকে জানা যায়, চয়নিকা চৌধুরীর টেলিফিল্ম ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’, আরিফ রহমানের ‘হিটলারের মৃত্যু চাই’ জাকিউল ইসলাম রিপনের ‘আমি বিবাহ করিবো না’ রাজিবুল ইসলাম রাজিবের ‘প্রেম নয়, তার চেয়েও বেশি কিছু’ মাহমুদ দিদারের ‘এই শহরে আমাদের কোন ঘর নেই’, আরিফ খানের ‘ভুলে ভরা গল্প’ তানিয়া আহমেদের ‘গৃহভৃত্য’, মোস্তফা কামাল রাজের পরিচালনায় আসছে ‘বিবাহ কলহ’, ওয়াসিম সিতারের ‘রোলিং ইন দ্যা ডিপ’ দীপু হাজরার পরিচালনায় ‘ভাগের মা’ , ইমরাউল রাফাতের ‘সানাই’ হাবিব শাকিল ‘রিক্সায় কোন রিক্স নাই’, ফাহমিদা ইরফানের ’ সাদা ক্যানভাসে তুমি আর আমি’, শিহাব শাহিনের নির্মাণে নাটক ‘পার্টনার’ সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন।



‘ছবিয়াল রি-ইউনিয়ন’-এর সাফল্যের পর এবার ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’। মোস্তফা সরয়ার ফারুকী ও তাঁর ভাই-বেরাদর নির্মিত ৭টি নাটক প্রচারিত হবে ঈদে, চ্যানেল আইয়ের পর্দায়। ভাই- বেরাদার প্রায় সবাই শেষ মূহূর্তে ব্যস্ত তাদের নাটক নিয়ে।  মোস্তফা সারয়ার ফারুকীর ‘আয়েশা’, রেদওয়ান রনির ‘পাতা ঝরার দিন’, আশফাক নিপুনের ‘সোনালী ডানার চিল’, আব্দুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খানের পরিচালনায় ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল’, নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনানের ‘আজকে না হয় ভালোবাসো’ এবং মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার পরিচালিত ‘লিটনের গরিবি ফ্ল্যাট’। মোস্তফা সরয়ার ফারুকী জানালেন প্রায় সব নাটকের শুটিং শেষ।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী

প্রকাশ: ০৩:৫৬ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। এদিকে গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান ভক্তদের কিন্তু মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন।

তবে শুক্রবার (১৭ মে) ইনস্টাগ্রামে শুভশ্রী দুই সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সকালের কথারা।সেখানে দেখা যাচ্ছে জানালার পাশে বসে বোনের সঙ্গে গল্প করছে ইউভান।

ছোট্ট ইয়ালিনির মাথায় একটা দুইটি নয়, চারটি ঝুঁটি বেঁধে বসে আছে বাবা রাজের কোলে। আর বোনকে গল্প বলে শোনাচ্ছে ইউভান। এই মনোমুগ্ধকর মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।


তারকা   দম্পতি   রাজ   শুভশ্রী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন নিপুণ

প্রকাশ: ০৩:২১ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

চলচ্চিত্র শিল্পী সমিতিকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার ফের আলোচনায়। এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমে শিল্পী সমিতি ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বাজে মন্তব্য করায় সদস্যপদ হারাতে পারেন নিপুণ।

নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। বৃহস্পতিবার (১৬ মে) সমিতির কার্যকরী সভা শেষে এমনটা জানিয়েছেন সহ-সভাপতি ডি এ তায়েব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট আবেদন করেন। এ বিষয়ে সমিতির পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বৈঠক করেন সদস্যরা।

বৈঠক শেষে ডি এ তায়েব বলেন, ‘রিট করা নিয়ে আমরা এখনো ভাবছি না। আমাদের কাছে নোটিশ এলে আইনিভাবে তা মোকাবিলা করা হবে।’ এর একদিন আগে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ‘অশিক্ষিত’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় নিপুণ গালাগালি করেন বলেন জানান ডিএ তায়েব।

বিষয়টি তুলে তিনি বলেন, নিপুণ আক্তার গণমাধ্যমে সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যা বলেছেন, তা কুরুচিপূর্ণ, মানহানিকর। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সবাই। তার সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়া হবে। ৭ দিনের মধ্যে যদি তিনি উত্তর না দেন অথবা উত্তর যথোপযুক্ত মনে না হয়, তাহলে তার সদস্যপদ বাতিল করা হবে।


চলচ্চিত্র   শিল্পী   সমিতি   নিপুণ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আবেদনময়ী লুকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

প্রকাশ: ০২:০৩ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে। তিনি একেবারে ন্যাচারাল লুকে সকলের সামনে হাজির হয়েছেন।

সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ভ্রমণে গিয়েছেন অস্ট্রেলিয়া। সেখানে সিডনির পথে পথে হেঁটে বেড়াতে গিয়ে তিনি পরেছেন এক আবেদনময়ী পিংক কালারের ফুল খচিত ড্রেস।

আর এসব ছবি ফেসবুক আইডিতে শেয়ার করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন ফারিয়া। যার অর্থ দাঁড়ায়, ‘সেই শেষ দিন আমি মন দিয়ে কাঁদব বলে ঠিক করলাম। সেই সকালের পর, আমি এই ফুলের মতোই ফুটেছিলাম।

সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রমুজিব: একটি জাতির রূপকার’- দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।



মন্তব্য করুন


কালার ইনসাইড

ফের পেছাল কঙ্গনার ইমার্জেন্সি সিনেমা

প্রকাশ: ১২:১৩ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

গত বছর ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। তখনই জানিয়েছিলেন, লুকটিইমার্জেন্সিসিনেমার। এরপর সিনেমাটির একাধিক মুক্তির তারিখ জানানো হয়। তবে আলোর মুখ দেখেনিইমার্জেন্সি এবার আরও একধাপ পেছাল এর মুক্তির তারিখ।

মুক্তির তারিখ পিছিয়ে নেওয়ার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মস জানায়, “আমাদের রানি কঙ্গনা রানাওতের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি এখন দেশ জাতির সেবাকেই প্রাধান্য দিয়েছেন। দেশের সেবায় তিনি দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণেইমার্জেন্সি মুক্তির তারিখ স্থগিত রাখা হলো। মুক্তির নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে দুবার পেছানো হলো। এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর মুক্তির দিন ঠিক ছিল। সিনেমার কাহিনি পরিচালনার দায়িত্বে আছেন কঙ্গনা নিজে। সর্বশেষ আগামী ১৪ জুন মুক্তির দিন ধার্য করা হয়।

মূলত ১৯৭৫ সালের জুন মাস থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, একটানা ২১ মাস ভারতে জরুরি অবস্থা জারি ছিল। সে সময়কালই ধরা পড়েছে সিনেমায়।


কঙ্গনা   ইমার্জেন্সি   সিনেমা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানের লাল গালিচা মাতালেন ঐশ্বরিয়া রাই

প্রকাশ: ১১:৫৭ এএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ফ্রান্সের কান সৈকতে আবারও বসেছে সিনেমার বর্ণিল আয়োজনকান চলচ্চিত্র উৎসব ১২ দিনব্যাপী ৭৭তম আসর চলবে ২৫ মে পর্যন্ত। বিশ্বের সব জনপ্রিয় তারকারা এই উৎসবে নজরকাড়া লুকে হাজির হচ্ছেন। কানের মঞ্চে হাজির হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বৃহস্পতিবার (১৬ মে) কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সবাইকে মুগ্ধ করেছেন ঐশ্বরিয়া। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজর কেড়েছে সবার। এদিন ঐশ্বরিয়ার পোশাকে অন্যমাত্রা যোগ করেছে তার পোশাকের সাদা স্লিভস। আর পোশাকের সঙ্গে মিল রেখে গোল্ডেন কানের দুল পরেছিলেন এই বলিউড সুন্দরী।

মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে হাজির হন তিনি। প্লাস্টার জড়ানো হাতে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। রেড কার্পেটেও প্লাস্টার হাতেই দেখা মিলল তার। বরং আরও প্রশংসা পেয়েছেন ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়া রাই বচ্চন দুই দশকের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। প্রথমবার ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়নাসহ নীতা লুল্লা শাড়িতে হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার সিনেমাদেবদাসসেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী।


কান   লাল গালিচা   ঐশ্বরিয়া  


মন্তব্য করুন


বিজ্ঞাপন