কালার ইনসাইড

যেসব সিনেমা মুক্তির অপেক্ষায়, শুটিং চলছে ও হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৯ পিএম, ২২ অক্টোবর, ২০১৮


Thumbnail

বছর প্রায় শেষ। হিসেব নিকেশ হচ্ছে কোন ছবিগুলো মুক্তি পেল। কোন ছবি আলোচনায়। সামনের দিনে আসছে এমন কিছু সিনেমার নামও জানানো হল:

ইতিমধ্যে এ বছর যেসব সিনেমা মুক্তি পেয়েছে:

আমদানী হওয়া সিনেমা সহ ‘পুত্র’,‘পাগল মানুষ’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘নূরজাহান’, ‘আমি নেতা হব’, ‘রাঙা মন’, ‘পাষাণ’, ‘মাটির প্রজার দেশে’. ‘কালের পুতুল’, ‘একটি সিনেমার গল্প’, ‘স্বপ্নজাল’, ‘প্রেমের কেনো ফাঁসি’, ‘আলতা বানু’, ‘বিজলী’, ‘চালবাজ’, ‘ধূসর কুয়াশা’, ‘চিটাগাঙ্গয়া পোয়া নোয়াখালি মাইয়্যা’, ‘সুপারহিরো’, ‘পোড়ামন টু’, ‘পাঙ্কু জামাই’, ‘কমলা রকেট’, ‘সুলতান: দ্য সেভিয়ার’, ‘বেঙ্গলি বিউটি`, ‘ফিফটি ফিফটি লাভ’, ‘জান্নাত’, `মনে রেখো`, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘ক্যাপ্টেন খান’, ‘বেপরোয়া’, ‘আহত ফুলের গল্প’, ‘ভাইজান এলো রে’, ‘ফিদা’, ‘পিয়া রে’, ‘মেঘকন্যা’ ‘বেঙ্গলি বিউটি’,‘দেবী’ ও ‘নায়ক’ সিনেমা মুক্তি পেয়েছে। 

মুক্তির অপেক্ষায় আছে:

মাতাল (সাইমন, অধরা)- পরিচালনায়: শাহীন সুমন।

আমার প্রেম আমার প্রিয়া (পরীমনি, আরজু)- পরিচালনায়: শামীমুল ইসলাম শামীম।

বেপরোয়া (মাত্র একটি হলে মুক্তি পেয়েছিল)- (রোশান, ববি)- পরিচালনায়: রাজা চন্দ।  

আসমানী (বাপ্পী, সুস্মি)- পরিচালনায়: এম সাখাওয়াত হোসেন।

রাত্রীর যাত্রী ( আনিসুর রহমান মিলন, মৌসুমী)- পরিচালনায়: হাবিবুল ইসলাম হাবিব

মিস্টার বাংলাদেশ(শানেরায় দেবী শানু)- মূল চরিত্রে অভিনয় ও পরিচালনায়: খিজির হায়াত খান।

ভালোবাসা ডট.কম (অভি ,রাহা তানহা) – পরিচালনায়: মোহাম্মদ আসলাম

অন্ধকার জগত (ডিএ তায়েব, মাহিয়া মাহি)- পরিচালনায়: বদিউল আলম খোকন।  

ডনগিরি (বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন, এমিয়া এমি)- পরিচালনায়: শাহ আলম মণ্ডল।

স্বপ্নের ঘর (মিলন- মম)- পরিচালনায়: তানিম রহমান অংশু।

আদি (এবিএম সুমন ও

কালো মেঘের ভেলা (রুনা খান)- পরিচালনায়: মৃত্তিকা গুণ।

নীল ফড়িং (আফ্রি- শিপন মিত্র)- পরিচালনায় ইদ্রিস হায়দার।

সাহসী যোদ্ধা (পপি- আমিন খান)- পরিচালনায়: সাদেক সিদ্দিকী।
মুখ ও মুখোশ রূপ ও রূপক (কাজী রাজু, নাফিসা চৌধুরী নাফা)- পরিচালনায়: মোস্তফা শিমুল
চল যাই (আনিসুর রহমান মিলন ও একঝাক তরুণ অভিনয়শিল্পী)- পরিচালনায়: মাসুমা রহমান তানি

পোস্ট মাষ্টার ৭১ (ফেরদৌস)

আলফা (আলমগীর কবির, এটিএম শামসুজ্জামান) পরিচালনায়: নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

ময়নার সংসার (অমৃতা) পরিচালনায়: রায়হান মুজিব।
শনিবার বিকেল( তিশা, জাহিদ হাসান, পরমব্রত)- মোস্তফা সরয়ার ফারকী

যদি একদিন (তাহসান, শ্রাবন্তী) পরিচালনায়: মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

শুটিং চলছে যেসব সিনেমার:

নোলক

একটা প্রেম দরকার

বাহাদুরি

প্রতিশোধের আগুন

বয়ফ্রেন্ড

আমার মা আমার বেহেশত

আমার কোন টেনশন নাই

ডেঞ্জারজোন

ভোলা

শশুড়বাড়ি জিন্দাবাদ ২

দহন

দাগ

আনন্দ অশ্রু

মাই ডার্লিং

লাভ ২০১৮

হ্দয় জুড়ে

পাগলামী

জান রে

বেসামাল

নদীর বুকে চাঁদ

সোঁয়াচান পাখি

এদেশ তোমার আমার

স্বামীভাগ্য

লাভ ইউ

বন্ধন

রাগী

তোলপাড়

দুই রাজকণ্যা

বীরমাতা

প্রেমের বাঁধন/গোপন সংকেত

যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র

তুই শুধু আমার

গাদ্দার।

হতে পারে-(সম্ভবনাময়): 

গাঙচিল

জ্যাম

ক্ষত

শাহেনশাহ্

নায়িকা

পিরিতি

হাতে হারিকেন

মাসুদ রানা

সরি

ড্রাগস

দোস্ত দুশমন/সাপলুডু

ড্রীমগার্ল

সেভ লাইফ



বাংলা ইনসাইডার/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল

প্রকাশ: ১২:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসবএর ৭৭তম আসরে লাল গালিচার অতি পরিচিত নাম ঐশ্বরিয়া রাই। বচ্চন বধূর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থাকে চর্চায়। বৃহস্পতিবার (১৬ মে) কানের রেড কার্পেটে কালো-সোনালী গাউনে জাদু ছড়িয়েছেন তিনি। তবে উৎসবের দ্বিতীয় দিন (শুক্রবার) অভিনেত্রীর সাজপোশাক দেখে নেটপাড়ায় শুরু হয় সমালোচনা।

কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালী গাউন। তবে শুক্রবার (১৭ মে) তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কেড়েছে। অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অফ থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।

এবারের কান উৎসবেকাইন্ডস অফ কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বরিয়া, এমনটা নয়। তবে কোনোদিনই পালটা জবাব দেননি নায়িকা।

কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।


কান   ঐশ্বরিয়া   হাসি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী

প্রকাশ: ০৩:৫৬ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। এদিকে গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান ভক্তদের কিন্তু মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন।

তবে শুক্রবার (১৭ মে) ইনস্টাগ্রামে শুভশ্রী দুই সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সকালের কথারা।সেখানে দেখা যাচ্ছে জানালার পাশে বসে বোনের সঙ্গে গল্প করছে ইউভান।

ছোট্ট ইয়ালিনির মাথায় একটা দুইটি নয়, চারটি ঝুঁটি বেঁধে বসে আছে বাবা রাজের কোলে। আর বোনকে গল্প বলে শোনাচ্ছে ইউভান। এই মনোমুগ্ধকর মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।


তারকা   দম্পতি   রাজ   শুভশ্রী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন নিপুণ

প্রকাশ: ০৩:২১ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

চলচ্চিত্র শিল্পী সমিতিকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার ফের আলোচনায়। এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমে শিল্পী সমিতি ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বাজে মন্তব্য করায় সদস্যপদ হারাতে পারেন নিপুণ।

নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। বৃহস্পতিবার (১৬ মে) সমিতির কার্যকরী সভা শেষে এমনটা জানিয়েছেন সহ-সভাপতি ডি এ তায়েব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট আবেদন করেন। এ বিষয়ে সমিতির পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বৈঠক করেন সদস্যরা।

বৈঠক শেষে ডি এ তায়েব বলেন, ‘রিট করা নিয়ে আমরা এখনো ভাবছি না। আমাদের কাছে নোটিশ এলে আইনিভাবে তা মোকাবিলা করা হবে।’ এর একদিন আগে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ‘অশিক্ষিত’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় নিপুণ গালাগালি করেন বলেন জানান ডিএ তায়েব।

বিষয়টি তুলে তিনি বলেন, নিপুণ আক্তার গণমাধ্যমে সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যা বলেছেন, তা কুরুচিপূর্ণ, মানহানিকর। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সবাই। তার সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়া হবে। ৭ দিনের মধ্যে যদি তিনি উত্তর না দেন অথবা উত্তর যথোপযুক্ত মনে না হয়, তাহলে তার সদস্যপদ বাতিল করা হবে।


চলচ্চিত্র   শিল্পী   সমিতি   নিপুণ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আবেদনময়ী লুকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

প্রকাশ: ০২:০৩ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে। তিনি একেবারে ন্যাচারাল লুকে সকলের সামনে হাজির হয়েছেন।

সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ভ্রমণে গিয়েছেন অস্ট্রেলিয়া। সেখানে সিডনির পথে পথে হেঁটে বেড়াতে গিয়ে তিনি পরেছেন এক আবেদনময়ী পিংক কালারের ফুল খচিত ড্রেস।

আর এসব ছবি ফেসবুক আইডিতে শেয়ার করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন ফারিয়া। যার অর্থ দাঁড়ায়, ‘সেই শেষ দিন আমি মন দিয়ে কাঁদব বলে ঠিক করলাম। সেই সকালের পর, আমি এই ফুলের মতোই ফুটেছিলাম।

সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রমুজিব: একটি জাতির রূপকার’- দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।



মন্তব্য করুন


কালার ইনসাইড

ফের পেছাল কঙ্গনার ইমার্জেন্সি সিনেমা

প্রকাশ: ১২:১৩ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

গত বছর ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। তখনই জানিয়েছিলেন, লুকটিইমার্জেন্সিসিনেমার। এরপর সিনেমাটির একাধিক মুক্তির তারিখ জানানো হয়। তবে আলোর মুখ দেখেনিইমার্জেন্সি এবার আরও একধাপ পেছাল এর মুক্তির তারিখ।

মুক্তির তারিখ পিছিয়ে নেওয়ার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মস জানায়, “আমাদের রানি কঙ্গনা রানাওতের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি এখন দেশ জাতির সেবাকেই প্রাধান্য দিয়েছেন। দেশের সেবায় তিনি দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণেইমার্জেন্সি মুক্তির তারিখ স্থগিত রাখা হলো। মুক্তির নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে দুবার পেছানো হলো। এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর মুক্তির দিন ঠিক ছিল। সিনেমার কাহিনি পরিচালনার দায়িত্বে আছেন কঙ্গনা নিজে। সর্বশেষ আগামী ১৪ জুন মুক্তির দিন ধার্য করা হয়।

মূলত ১৯৭৫ সালের জুন মাস থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, একটানা ২১ মাস ভারতে জরুরি অবস্থা জারি ছিল। সে সময়কালই ধরা পড়েছে সিনেমায়।


কঙ্গনা   ইমার্জেন্সি   সিনেমা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন