ইনসাইড বাংলাদেশ

সুলতান মনসুরের ঘাঁটিতে জাতীয় পার্টি-বিকল্পধারার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ২০ নভেম্বর, ২০১৮


Thumbnail

মৌলভীবাজার-২ আসনের ভোটারদের কথা ভাবুন। অবাধে ভোট দেওয়ার সুযোগ পেলেও তারা এবার মহা বিপদে পড়বেন। এতকাল যে মানুষটি তাদের কাছে ধানের শীষের প্রতিমূর্তি ছিলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সেই নেতা নৌকা প্রতীকে ভোট চাইবেন। আবার, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার প্রতিবাদে যে মানুষটি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, কিছুদিন আগেও যিনি ছিলেন সিলেট বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি এবার `ধানের শীষ` প্রতীকে ভোট চাইবেন। প্রথমজনের নাম যদি হয় এম এম শাহীন, তবে দ্বিতীয়জনের নাম হবে সুলতান মোহাম্মদ মনসুর!

নির্বাচন দুয়ারে। মনোনয়ন নিশ্চিত করার আশায় সারা দেশে চলছে দল ও জোট বদলের মৌসুম। মৌসুমি এই পালাবদলে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তিন সাবেক এমপিই দলবদল করেছেন। আওয়ামী লীগের সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর গিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টে। সাবেক এমপি ও বিএনপি নেতা এমএম শাহীন যোগ দিয়েছেন বি. চৌধুরীর বিকল্পধারায়। সেখানে গিয়ে রাতারাতি বিলল্পধারার প্রেসিডিয়াম মেম্বারও হয়ে গেছেন। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা নওয়াব আলী আব্বাস খান হতাশ হয়ে ফিরে এসেছেন এরশাদের জাতীয় পার্টিতে।

সুলতান মনসুর, নওয়াব আব্বাস ও এমএম শাহীন- তিনজনই জাতীয় রাজনীতিতে কুলাউড়ার পরিচিত মুখ। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুরকে হারিয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে এমপি হন জাপার নওয়াব আব্বাস আলী খান। পরের নির্বাচনে লাঙ্গলের এই প্রার্থীকে হারিয়ে এমপি হন ছাত্রলীগের সাবেক সভাপতি নৌকার সুলতান মনসুর। আরও পরে, ২০০১ সালে জোট রক্ষার স্বার্থে আসনটি শরীক জামায়াতকে ছেড়ে দেয় বিএনপি। বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হন এমএম শাহীন। ২০০৮ সালের নির্বাচনে তাকে হারিয়ে ফের এমপি হন জাপা (এরশাদ)-এর প্রেসিডিয়াম সদস্য নওয়াব আব্বাস। দ্বিতীয় হন এমএম শাহীন। সেবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে `সংস্কারপন্থী` বনে যাওয়া সুলতান মনসুর।

২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচন বর্জন করেন তাদের তিনজনই। জাপার মনোনয়ন পেয়েও নির্বাচন করেননি নওয়াব আব্বাস। কাজী জাফরের নেতৃত্বে জাপার যে অংশটি নির্বাচন বর্জন করেছিল তাতে যোগ দেন তিনি। জাপার এ অংশটি পরে জাতীয় পার্টি (জাফর) নামে দল গঠন করে যোগ দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলে। আসন্ন নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন নওয়াব আব্বাস। ধানের শীষ চেয়েছিলেন এমএম শাহীন।

তবে সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় সব হিসাব পাল্টে যায়। বিএনপির ধানের শীষ প্রতীকে ভোটে লড়বে ঐক্যফ্রন্ট। নৌকার টিকিটে তিনবার নির্বাচন করা সুলতান মনসুরের এবার ধানের শীষের টিকিট পাওয়া অনেকটাই নিশ্চিত। বিএনপি জোটের মনোনয়ন বঞ্চিত হওয়ার শঙ্কায় ক্ষুব্ধ নওয়াব আব্বাস দ্রুত হুসেইন মুহম্মদ এরশাদের জাপায় ফেরেন। জাপার দলীয় মনোনয়ন ফরম কেনেন। লাঙ্গলের টিকিটে আসন্ন নির্বাচনে লড়তে চান। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের জোট থেকে ভোটে অংশ নেবে জাপা। ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করা নওয়াব আব্বাস এবার আওয়ামী লীগের জোট থেকে মনোনয়ন চান।

ধানের শীষের টিকিট পাওয়ার সম্ভাবনা না থাকায় এমএম শাহীন একই দিনে যোগ দেন ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায়। বি. চৌধুরীর বারিধারার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। বিকল্পধারার জোট যুক্তফ্রন্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিচ্ছে। বিকল্পধারা মহাজোটে যোগ দিলে কিছু আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছে। আসন্ন নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে নৌকার মাঝি হতে চান এক সময়ের বিএনপি নেতা এমএম শাহীন।

সুলতান মনসুর সিলেট-১ ও ঢাকা-৮ থেকেও নির্বাচনে লড়তে চান। আওয়ামী লীগের এই সাবেক সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বলেন, গণতন্ত্র ও আইনের শাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন। তবে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে কখনও বিচ্যুত হননি। সময়ই বলে দেবে কোথায় কোন প্রতীকে নির্বাচন করবেন।

এমএম শাহীনের আক্ষেপ, সারাজীবন বিএনপি করেও দলের মূল্যায়ন পাননি। ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হলেও পরের নির্বাচনে দলের মনোনয়ন পাননি। সেবার দ্বিতীয় হলেও এবারও তাকে বঞ্চিত করা হচ্ছে। এমন একজনকে জিয়াউর রহমানের ধানের শীষের টিকিট দেওয়া হচ্ছে, যিনি `জয় বাংলা` `জয় বঙ্গবন্ধু` বলে বক্তৃতা শেষ করেন। তবে তিনি গণমাধ্যমকে বলেন, এলাকার জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত মন্তব্য করতে চান না।

এ ব্যাপারে নওয়াব আব্বাসের বক্তব্য পাওয়া যায়নি। জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, তিনিও নওয়াব আব্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। জানা গেছে, মৌলভীবাজার-২ আসনে সুলতান মনসুরকে ঐক্যফ্রন্টের মনোনয়ন দেওয়া হবে- এ খবরে ক`দিন ধরেই মন খারাপ ছিল নওয়াব আব্বাসের। রাজনীতি ছেড়ে বিদেশে চলে যাওয়ার কথাও পরিচিতজনদের বলেছিলেন।

মোস্তফা জামাল হায়দার গণমাধ্যমকে বলেছেন, তারা এখনও জানেন না নওয়াব আব্বাস জাপার (এ) মনোনয়ন ফরম নিয়েছেন কি-না। তাকে বহুবার নিশ্চয়তা দেওয়া হয়েছিল মৌলভীবাজার-২ আসনে জোট থেকে তার মনোনয়ন নিশ্চিত। সুলতান মনসুর প্রয়োজনে মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচন করবেন।

তবে প্রাণের মার্কা `ধানের শীষ` প্রশ্নে দলীয় নেতাদের মিষ্টি কথায় ভুলতে রাজী নন ঝানু রাজনীতিক নওয়াব আব্বাস। আপাতত এরশাদের লাঙ্গলেই ভরসা রাখছেন তিনি।

বাংলা ইনসাইডার/জেডএ



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: খাগড়াছড়িতে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

প্রকাশ: ০১:৪৮ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় যতীন্দ্র কারবারি পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। এক প্রার্থীর পক্ষে জোর করে ব্যালটে সিল দেওয়ার অভিযোগে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। 

জেলা রির্টানিং নির্বাচন র্কমর্কতা কামরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষীছড়ি উপজেলায় যতীন্দ্র কারবারি পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জোর করে ব্যালট পেপারের সিল দেওয়ার অভিযোগ উঠেছে। যার ফলে কেন্দ্রটির ভোট সাময়িক স্থগিত করা হয়েছে।  


উপজেলা নির্বাচন   ভোটগ্রহণ   স্থগিত  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

প্রকাশ: ০১:৩৮ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল ৯ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর:

০২-২২৩৩৮১৭২৫

০২-৪১০৫০৯১২

০২-৪১০৫০৯১৬

০২-৪১০৫০৯১৭

এবং ফ্যাক্স নম্বর:

০২-২২৩৩৮৩৩৯৭

০২-৯৫৫৫৯৫১

অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।


জাতীয় চাঁদ দেখা কমিটি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ০১:১৮ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৮মে) আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন প্রধানমন্ত্রী।

হজযাত্রা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চারণ করেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’ এসময় হজে গিয়ে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধির জন্য দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু করে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৭টি হজপূর্ব ফ্লাইটে করে ৪৫ হাজার ৫২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজের ফিরতি ফ্লাইট চালু করবে।

ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে চার হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

মুরাদ ই আলম আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে চার হাজার ৩১৪ জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮৯৫ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। 


হজ কার্যক্রম   উদ্বোধন   প্রধানমন্ত্রী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

মনিটরিং সেলে ভোট পর্যবেক্ষণ করছে ইসি

প্রকাশ: ০১:০০ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail

চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ। ভোটের পরিস্থিতি স্বাভাবিক ও প্রভাবমুক্ত রাখতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে চলছে ভোট পর্যবেক্ষণ।

ভোটে অনিয়মের অভিযোগ গ্রহণ ও এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বিশেষ অ্যাপের মাধ্যমে। আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এ অ্যাপ তৈরি করা হয়েছে।

মনিটরিং সেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোটের আগে মধ্যরাত ১টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে প্রার্থীর পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের প্রচারণার।

এর পরিপ্রেক্ষিতে ওই সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে ভোটের ব্যালট পৌঁছানোর পর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ মে) কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যানকে মারধর ও পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছে বলে জানানো হয় মনিটরিং সেল থেকে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যানকে মারধরের ঘটনায় তিনজন এবং ২৪ লাখ টাকাসহ সুজানগর উপজেলা চেয়ারম্যানকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলার মধ্যে ২২টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। এ ধাপে মোট এক হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। 

প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।


নির্বাচন কমিশন   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ইউএনওর গাড়ি

প্রকাশ: ১২:৫১ পিএম, ০৮ মে, ২০২৪


Thumbnail যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে ইউএনওর গাড়ি

নির্বাচনী দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। পরবর্তীতে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দুমড়ে-মুচড়ে যায় তার গাড়ি। এঘটনায় তার বাঁম হাত ভেঙ্গে যায় বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: উপজেলা নির্বাচন: কালীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

বুধবার ( মে) ভোরে ময়মনসিংহের ফুলপুর-শেরপুর সড়কের হরিরামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনায় ইউএনও ছাড়াও আরও ২ জন আহত হয়েছেন।

ইউএনওর সিএ মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈশ্বরগঞ্জ উপজেলার ইউএনও ফুলপুরের নির্বাচনী দায়িত্বে আছেন। বুধবার ভোর ৫টার দিকে ফুলপুর হরিরামপুর এলাকায় গাড়িতে করে দায়িত্ব পালনকালে শেরপুর-ঝিনাইগাতিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইউএনওকে বহন করা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও এবং গাড়িতে থাকা তার সহকারী আহত হন।’

এছাড়াও দুর্ঘটনায় ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের বাঁ হাত ভেঙে গেছে এবং ঘটনার সাথে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান মাজাহারুল ইসলাম।


ইউএনও   সড়ক দুর্ঘটনা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন