কালার ইনসাইড

বর্ষসেরা নায়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০৫ পিএম, ১৬ ডিসেম্বর, ২০১৮


Thumbnail

ঢালিউডে গত এক দশকের বেশি সময় ধরে নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছেন শাকিব খান। ব্যবসায়িক সিনেমার ব্যবসার ক্ষেত্রে তিনিই সেরা। তবে গেল কয়েকবছরে তিনি সর্বমহলে জনপ্রিয়তা পান তার নয়া গেট আপে। এইতো কিছুদিন আগে এক বিজ্ঞাপনও করেও বেশ আলোচিত হন। এ বছর শাকিব অভিনীত ‘আমি নেতা হব’, `চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’,‘সুপারহিরো’,‘পাঙ্কু জামাই’,‘ক্যাপ্টেন খান’,‘চালবাজ’,‘ভাইজান এলো রে’- সিনেমাগুলো মুক্তি পেয়েছে। গড়পড়তা শাকিব খানের ছবিগুলো ব্যবসায়িক সফলতা পেয়েছে। এর মধ্যে দর্শক জরিপ ও খোঁজ খবর নিয়ে জানা গেছে কলকাতার পরিচালকদের পরিচালনায় ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ সেরা ছবি। কলকাতায় মুক্তির পরবর্তী সময়ে যা বাংলাদেশে মুক্তি পায়। বাংলাদেশের সিনেমা হিসেবে ‘ক্যাপ্টেন খান’ আলোচনায় ছিল। সমলোচনার জায়গা থেকে বলতে হয়, এ বছর শাকিব খানের ভালো-মন্দ মিলে বছর কেটেছে। শাকিবের বেশ কয়েকটি সিনেমা দেখে মানুষ যারপরনাই বিরক্ত হয়েছে। একই রকম গেটআপ আর চরিত্র এবছরও দর্শক দেখতে পেয়েছে। শাকিব নাম্বার ওয়ান নায়ক। তার কাছে তাই প্রত্যাশাও আকাশচুম্বী। এককথায় বললে এ বছর তা পূরন করতে পারেননি। সে হিসেবে আগামী বছর শাকিব খান অভিনীত বেশ কিছু আলোচিত দেশীয় সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শাকিব নিজেকে নতুন করে মেলে ধরুক, সেটা বর্তমান ইন্ডাস্ট্রির জন্য অতীব জরুরি।

শাকিব খানের সঙ্গে এ বছর সবচেয়ে আলোচিত নাম সিয়াম আহমেদ। টিভি পর্দায় নিজেকে প্রমান করেছে আগেই। এ বছর বড় পর্দায় নাম লেখান সিয়াম। বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘পোড়ামন ২’ এর নায়ক তিনি। এ বছরই মুক্তি পেল তার ‘দহন’। দুটি ছবিই ছিল বছরের অন্যতম আলোচিত। সুজন ও তুলা চরিত্রগুলো তিনি যথার্থই ফুটিয়ে তুলতে পেরেছেন বলে দর্শক মনে করেন। ইন্ডাস্ট্রিতে যা খুব দরকার, স্টার তৈরী হওয়া। সিয়াম ক্রমশ নিজেকে বাণিজ্যিক সিনেমার ভরসার নায়ক হিসেবে পরিনত করছেন। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রটি। তৌকির আহমেদ পরিচালিত সিনেমাটি তার ক্যারিয়ার আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে সিনেমা সংশ্লিষ্টদের বিশ্বাস। সিনেমায় এ বছরের সেরা আবিস্কার বলা যায় সিয়ামকে।

আরেফিন শুভ গেল কয়েকবছরের তুলনায় এবার অনেকটাই ছিলেন অনুজ্জল। ২০১৭ সাল,ক্যারিয়ারে সবচেয়ে সুবর্ণ সময় কাটান এ নায়ক। দর্শকমহলে তুমুল সাড়া জাগানো সুপারহিট সিনেমা ‘ঢাকা অ্যাটাক’- এর প্রধান নায়ক তিনি। এই ছবির সাফল্যের রেশে নিজের জনপ্রিয়তা বাড়িয়েছেন দ্বিগুণ। এছাড়া মুক্তি পাওয়া ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ধ্যাততেরিকি’ মোটামুটি সাড়া ফেলেছে। সেক্ষেত্রে মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে এ বছর। নায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ সাড়া ফেলতে পারেনি। সারা বছরে গুটিকয়েক সিনেমার শুটিং করলেও আলোচনায় ছিলেন কলকাতার ‘আহারে’ ও ‘বালুঘর’ সিনেমায় চুক্তি হয়ে। আসছে বছরে শুভ নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই বিষয়।

হাতে গোনা ছবিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। সেভাবে এবার অভিনয় করেছেন ‘দেবী’ চলচ্চিত্রে। মিসির আলী চরিত্রে তিনি আলোচিত ছিলেন।

বাপ্পী চৌধুরি এখন পর্যন্ত সর্বমহলের নায়ক হতে পারেননি বলে অভিযোগ রয়েছে। তবে বাপ্পী চৌধুরির হল রিপোর্ট ভালো। এ বছর মুক্তি পাওয়া  ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘নায়ক’ ছবিগুলো ব্যবাসায়ীক সফলতা পেয়েছে। যদিও ‘আসমানী‘ ততটা আলোচনায় ছিল না।

‘জান্নাত’ সিনেমার মাধ্যমে এ বছর সাইমন আলোচনায় ছিলেন।  আলোচনা তৈরী করেছিল। তবে সেক্ষেত্রে খুব বেশি আলোচিত ছিলেন না সাইমন। তার ‘বাহাদুরী’,‘আনন্দ অশ্রু’র রিমেকসহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ বছর। তবে মুক্তির দিক থেকে ‘জান্নাত’ এর পর ‘মাতাল’ সিনেমাটি মুক্তি পায়। সাইমন সেক্ষেত্রে গেল কয়েকবছরের তুলনায় নতুন কিছুই দেখাতে পারেননি।

আনিসুর রহমান মিলনেরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে তিনি আলোচনায় আসতে পারেননি তেমন কোন ছবি দিয়ে। ‘কমলা রকেট’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম ও তৌকির আহমেদরা। সিনেমাটি বেশ কয়েকটি উৎসবে পুরস্কিত হলেও মোশাররফ করিমরা ব্যবসাসফল করতে পারেনি সিনেমাটিকে। ‘স্বপ্নজাল’ সিনেমার ইয়াশ রোহান নতুন হিসেবে আলোচনা তৈরী করেছিলেন। তবে তার চেয়ে সিনেমায় নায়িকা পরীমনির আধিপত্য বেশি ছিল।

এ বছর রিয়াজ কোন ছবি না করেননি। ফেরদৌসের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ছিল ‘পোস্ট মাষ্টার ৭১’, ‘মেঘকন্যা’, ‘পুত্র’। তবে সিনেমাগুলো খুব বেশি আলোচনা তৈরী করতে পারেনি।

উল্লেখ্য, অনেকেই বলছে ‘দহন’ সিনেমার তুলা চরিত্রের জন্য সিয়াম জাতীয় পুরস্কার পেতে পারেন। এ দৌড়ে আছে মিসির আলী চরিত্রের চঞ্চল ও ‘কমলা রকেট’ সিনেমার মোশাররফ করিম। 


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন