কালার ইনসাইড

২০১৯: মাতাবে যে ১০ ছবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০১ পিএম, ০১ জানুয়ারী, ২০১৯


Thumbnail

বেশ কয়েক বছর ধরেই দেশীয় চলচ্চিত্র দর্শক-খরায় ভুগছে। মুক্তিপ্রাপ্ত কোনো ছবিই যেন ব্যবসা সফল হতে পারছিল না। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালও বাংলা চলচ্চিত্রের জন্য মোটেও সুখকর ছিল না। বাণিজ্যিক ও বিকল্প ধারার ছবি মিলিয়ে গত বছর মোট ৫৬টি ছবি মুক্তি পেয়েছে। তবে খাতা-কলমে এই ৫৬ ছবির মধ্যে যৌথ প্রযোজনার রয়েছে চারটি। আর আমদানি করা ৪টি। নিরেট দেশি ছবি তাহলে দাঁড়ায় ৪৮টি! শুরু হলো নতুন বছর। এ বছর ঠিক কয়টা সিনেমা মুক্তি পাবে জানা না গেলেও, মুক্তি সম্ভব্য যে ১০ টি সিনেমা আলোচনা তৈরী করতে পারে। তার খবর দেয়া হল:

ফাগুন হাওয়ায়

আমাদের জাতিসত্তার মূলই হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন। কিন্তু মহান ওই ভাষা আন্দোলন নিয়ে সিনেমায় কোনো পূর্ণাঙ্গ কাজ হয়নি। সে হিসেবে সিনেমাটির প্রতি দর্শকের একটা অন্যরকম টান থাকবে। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় তৌকির আহমেদ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। আছেন আমির খানের লগান ছবি-খ্যাত ভারতীয় অভিনেতা যশপাল শর্মাও। তাঁকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে ওই ছবিতে। ঢাকা শহরের এক টগবগে তরুণ নাসির ভাষা আন্দোলনের প্রাক্কালে কোনো এক ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। গ্রামে এসে দেখেন সেখানেও ঢেউ লেগেছে ভাষা আন্দোলনের। তিনি এলাকার যুবক ছেলেমেয়েদের মাঝে ওঠা ওই ঢেউকে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আরও বেশি বেগবান করার চেষ্টা করেন। নাসির চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। কাকতালীয়ভাবে সিয়ামের বাবার নামও নাসির। অভিনেতা তৌকির আহমেদ পরিচালনাতেও বেশ প্রশংসিত। তার অতীত কর্মে এ ছবির প্রতিও দর্শকের আগ্রহ থাকবে। সঙ্গে আছে তিশা- সিয়ামের জুটি ও গল্পের প্লট।

যদি একদিন

গত বছরের ৬ জানুয়ারি শুরু হয়েছিল ছবিটির শুটিং। ২৯ জুন পুরো ছবির শুটিং শেষ হয়েছে। কথা ছিল বছরের শেষদিকে মুক্তি পাবে। তবে টিজার ও একটি গান মুক্তি দিয়েছে। এ বছর ফেব্রুয়ারীতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ক্যারিয়ারের পঞ্চম ছবি তার। তবে এ ছবির সবচেয়ে বড় চমক তাহসান ও কলকাতার শ্রাবন্তী জুটি। গানের মানুষ তাহসানকে এরই মধ্যে নাটক ও টেলিছবির অভিনয়ে পাওয়া গেছে। গানের জন্য তিনি যতটা প্রশংসা পেয়েছেন, অভিনয়েও ঠিক কম যাননি। এবার তাঁকে বড় পর্দায়ও দেখা যাবে। তাহসানের চরিত্রের নাম ফয়সাল। আর শ্রাবন্তী অভিনয় করছেন অরিত্রী চরিত্রে। ছবিতে আছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিনও। একটি পারিবারিক টানাপোড়েনের গল্প ‘যদি একদিন’। এর মাঝে প্রেম আছে, আছে প্রতিহিংসা। সিনেমায় গল্প অবর্তিত হয়েছে আফরিন শিখা রাইসা নামের এক শিশুশিল্পীকে ঘিরে। সিনেমায় তার চরিত্রটির নাম রূপকথা।

শনিবার বিকেল

২০১৭ সালের অক্টোবরে ‘ডুব’ মুক্তির আগেই দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা দিয়েছিলেন ‘শনিবার বিকেল’ নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এর বাইরে কৌশলগত কারণেই তখন কিছুই জানাননি নির্মাতা। পরে আস্তে আস্তে ছবি সম্পর্কে নানা তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ছবির বিষয় বস্তু, জঙ্গিবাদ নিয়ে। শোনা যাচ্ছিলো বিস্ময় জাগানিয়া ছবিটির কাহিনি গড়ে উঠেছে গুলশানে জঙ্গী হামলার ঘটনাকে কেন্দ্র করে। যদিও নির্মাতা এই বিষয়টি স্বীকার করেননি। কিংবা সিনেমা মুক্তির আগে এমন রহস্য খোলাসা করতে চাননি। ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। অভিনয় করেছেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি, পশ্চিম বঙ্গ সিনেমার জনপ্রিয় মুখ পরমব্রত চ্যাটার্জী, ছোট পর্দার তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইন্তেখাব দিনার এবং জাহিদ হাসানের মত তারকা। মাত্র সাত দিনে ছবির শুটিং শেষ করেছেন। যদিও নির্মাতা বলেছেন, টানা ১৫ দিন টানা মহড়ার ফাঁকে ফাঁকে শুট করেছেন তিনি।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। বাংলা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ছবির ডাবিং। জার্মানিতে পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে।

ছবিতে কাজ করেছেন নয় দেশের অভিনয় শিল্পী ও কলাকুশলি। বাংলাদেশ, ভারত, চায়না, জাপান, প্যালেস্টাইন, ফ্রান্স, যুক্তরাজ্য ও আলবেনিয়ার থেকে ছিল অভিনয়িশিল্পী। রাশিয়ার একটি টেকনিক্যাল টিম কাজ করেছে ‘শনিবার বিকেলে’। সিনেমাটোগ্রাফার ছিলেন কাজাকস্থান থেকে।ছবিতে কাজ করেছেন নয় দেশের অভিনয় শিল্পী ও কলাকুশলি। বাংলাদেশ, ভারত, চায়না, জাপান, প্যালেস্টাইন, ফ্রান্স, যুক্তরাজ্য ও আলবেনিয়ার থেকে ছিল অভিনয়িশিল্পী। রাশিয়ার একটি টেকনিক্যাল টিম কাজ করেছে ‘শনিবার বিকেলে’। সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন আজিজ জাম্বাকিয়েভ কাজাকস্থান থেকে।

রায়হান রাফি আনটাইটেলড

প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দৃশ্যগল্প নির্মাতা হিসেবে নিজের মেধার জানান দিয়েছেন পরিচালক রায়হান রাফি। পরের সিনেমা ‘দহন’ দিয়ে শক্ত করেছেন নিজের অবস্থান। দুটি ছবিই দারুণ ব্যবসা করেছে সিনেমা বাজারে। গল্প বলার মুন্সিয়ানায় মুগ্ধ হয়েছেন সমালোচক, দর্শকসহ চলচ্চিত্রবোদ্ধারাও। এ বছরের মার্চ মাসে শুরু করবেন নতুন সিনেমার দৃশ্যধারণের কাজ। ছবিটি প্রযোজনায় থাকবে জাজ মাল্টিমিডিয়া। ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার ইচ্ছে নিয়ে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বেশ জোরেশোরেই।

রাফির আগের দুটি সিনেমাতেই প্রধান দুটি চরিত্রের বিয়োগান্তক পরিণতি দেখে প্রেক্ষাগৃহে বসে কেঁদেছেন দর্শক। এবারের গল্পটিতে বিচরণ করবে অন্ধকার জগতের মানুষেরা। মানে আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত হবে এই ছবি। অভিনয়শিল্পী হিসেবে সিয়াম-পূজা থাকবে। তাদের সঙ্গী হবেন নায়ক রোশান। ছবিতে তিনটা চরিত্রই বেশ শক্তিশালী। এর বেশি কিছু জানা যায়নি। সময়ের সঙ্গে নাকি আরও বড় চমক নিয়ে হাজির হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।

সার্ফিং

২০১৬ সালে প্রথম চলচ্চিত্র ‘আইসক্রিম’ মুক্তির দীর্ঘ সময় পর শরীফুল আবার ফিরলেন নতুন একটি চলচ্চিত্রে। টানা তিন মাস ছিলেন পরিবার থেকে দূরে। থেকেছেন সাগরপাড়ে। শিখেছেন সার্ফিং। সিনেমার জন্য নিজেকে তৈরী কলেছেন বহুদিন ধরে। আপাতত ছবিটির নাম দেওয়া হয়েছে ‘ফ্রি’। পরিচালক তানিম রহমান জানিয়েছেন, নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা শতভাগ। ছবির শুটিং শেষ। টানা এক মাসের শুটিং হয়েছে কক্সবাজার। ছবিটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত, যার কলম ঘুরে উঠে এসেছে বুনোহাঁস ও পিংক চলচ্চিত্রের মতো গল্প। এই গল্পে দেশের প্রথম নারী সার্ফার নাসিমার জীবনের কিছু অংশ থাকবে। এই নাসিমার চরিত্রে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। এই মডেল প্রথমবারের মত চলচ্চিত্রে অভিনয় করছেন। তিনিও অনেক দিন ধরে সার্ফিং শিখেছেন। ছবিটি প্রযোজনা করছে স্টার সিনেপ্লেক্স। এটাও সিনেমার একটি বড় চমক। এ বছরই মুক্তি পাওয়ার কথা ছবিটির।

রূপসা নদীর বাঁকে

তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্রটির ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে একজন ত্যাগী বামপন্থী নেতাকে ঘিরে, যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে। চলচ্চিত্রটি নির্মাণের ঘাটতি বাজেট সমন্বয়ের জন্য পরিচালক গণ-অর্থায়নের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন। বিভিন্ন বয়সে বামপন্থী নেতাটির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য্য। এছাড়াও আছেন রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরীর মত অভিনয়শিল্পী। দুই ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটিতে তিরিশ দশকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে বর্ণিত হবে। তানভীর মোকাম্মেলের সিনেমা মানে জাতীয় পুরস্কারসহ দেশি-বিদেশি পুরস্কারে ভরপুর। প্রদর্শিত হয় বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সে হিসেবে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ থাকবে।

মিশন এক্সট্রিম

ঢাকা অ্যাটাক সফল হওয়ার পর আরেকটি পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি আসছে। নাম মিশন এক্সট্রিম। অ্যাকশননির্ভর মৌলিক গল্পের ছবি হবে এটি। সিনেমার কাহিনির সংলাপ রচনা ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। তিনি ঢাকা অ্যাটাক ছবিরও কাহিনিকার ছিলেন। সানী সানোয়ার পেশাগত জীবনে পুলিশের স্পেশাল ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য। জানা যায়, সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। মিশন এক্সট্রিম-এর চিত্রনাট্য শেষ। এখন চলছে কলাকুশলী নির্বাচনের কাজ। এরই মধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। মিশন এক্সট্রিম-এ তাঁকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, সাহসী অফিসারের ভূমিকায় দেখা যাবে। মিশন এক্সট্রিম পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ঢাকা অ্যাটাক ছবির প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ বছরের মার্চ মাস থেকে শুটিং শুরু করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আর বছরের শেষভাগে মুক্তি পেতে পারে ছবিটি।

মাসুদ রানা

থ্রিলার ঘরানার উপন্যাস ‘মাসুদ রানা’। প্রচন্ড জনপ্রিয় এদেশের পাঠকের কাছে। ‘মাসুদ রানা’ নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন পুরুষের অবয়ব। ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। যার মধ্যে ‘ধ্বংস পাহাড়’ -এর কাজ শুরু হবে প্রথমে। ছবটি হবে বাংলাদেশি চলচ্চিত্রের হিসেবে চমকে ওঠার মত বাজেটে। জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে ‘মাসুদ রানা’র বাজেট ধরা হয়েছে ৫০ কোটি টাকা। একটি রিয়্যালিটি শোর মাধ্যমে মাসুদ রানার নায়ক-নায়িকা খুঁজে নেওয়া হবে। কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজ থেকে কয়েকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার ইচ্ছে। সেমতেই এই সিনেমা নিয়ে প্ল্যান। ছবিটি নির্মাণের জন্য ৫০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ -এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। মাসুদ রানার সিনেমাটোগ্রাফার থাকবেন পাবলো ডায়াজ, যিনি অনেক বিখ্যাত হলিউড ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন। অ্যাকশন পরিচালকও হলিউড থেকে নেওয়া হচ্ছে। তার নাম ফিল টান, যিনি ‘ট্রান্সফরমার’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মতো ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন। টেকনিক্যাল টিম আসবে হলিউড থেকে। ৫০ ভাগ শুটিং হবে হলিউডে। ৪০ ভাগ বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে। আর বাকি ১০ ভাগ হবে হবে চীন, থাইল্যান্ড, দুবাইয়ে। মাসুদ রানা ছবিটি ইংরেজি এবং বাংলা ভাষায় মুক্তি দেওয়া হবে । ছবির ইংরেজি নাম “গজ৯” আর বাংলা নাম হবে “মাসুদ রানা” । পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে।’ছবিটির সঙ্গে যুক্ত থাকবেন অমিতাভ রেজা। তিনি সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাশ দিয়েছেন। শোনা যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের নির্মাতা আসিফ আকবর ছবিটির নির্মাণ করবেন। এ বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে ছবিটি।

আনন্দ অশ্রু

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ছবির একটি শিবলী সাদিকের ‘আনন্দ অশ্রু’। শাবনূর ও সালমান শাহ অভিনীত ছবিটি ১৯৯৭ সালে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। এবার একই নামে আরেকটি ছবি তৈরি হচ্ছে, তবে এটি আগের ছবির সিক্যুয়াল নয়। ছবির নায়িকা মাহিয়া মাহি ও নায়ক সাইমন। ছবিটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক। গত বছর মানিক-মাহি- সাইমন জুটির ‘জান্নাত’ সিনেমাটি প্রশংসা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় গ্রামীন পটভূমির এ সিনেমা এ বছর দর্শকের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ভাবা হয়। ছবিটি ভিলেন হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম। ছবির শুটিং শেষ। পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এ বছরই মুক্তি পাবে ছবিটি।

নোলক

পরিচালক-প্রযোজকের দ্বন্দ্বে আটকে ছিল বিগ বাজেটের ছবি ‘নোলক’ এর শুটিং। এ কারণে ছবির শুটিং সম্পন্ন হয়নি। গত বছর কয়েক দফায় মুক্তির তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ‘নোলক’ মুক্তি পায়নি। ‘নোলক’ ছবিটির প্রায় শুরুর দিকে পরিচালনা করেছেন রাশেদ রাহা। এরপর ছবির বাকি অংশ পরিচালনা করছেন প্রযোজক সাকিব সনেট নিজেই। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। রামুজি ফিল্ম সিটিতেও সিনেমাটির শুটিং হয়। আসছে ভালবাসা দিবসে মুক্তি পাবে বলে সর্বশেষ জানা যায়। সিনেমাটিতে শাকিব খানের লুক দেখে সবাই প্রশংসা করেছেন। শাকিবের ছবি মানেই তো দেশী দর্শকের অন্যরকম আগ্রহ থাকে। সে হিসেবে এ বছর শাকিবের এ ছবিটি নিয়ে দর্শক আগ্রহ থাকবে বলা চলে। শাকিবের সঙ্গে জুটি হিসেবে আছেন ববি। ছবিতে উঠে এসেছে গ্রামীণ জীবন। বিশেষ করে পাহাড় ঘেরা একটি গ্রামের গল্প থাকছে এতে। তাকে দেখা যাবে, গ্রামের মিষ্টি মেয়ের চরিত্রে। 


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী

প্রকাশ: ০৩:৫৬ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। এদিকে গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান ভক্তদের কিন্তু মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন।

তবে শুক্রবার (১৭ মে) ইনস্টাগ্রামে শুভশ্রী দুই সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সকালের কথারা।সেখানে দেখা যাচ্ছে জানালার পাশে বসে বোনের সঙ্গে গল্প করছে ইউভান।

ছোট্ট ইয়ালিনির মাথায় একটা দুইটি নয়, চারটি ঝুঁটি বেঁধে বসে আছে বাবা রাজের কোলে। আর বোনকে গল্প বলে শোনাচ্ছে ইউভান। এই মনোমুগ্ধকর মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।


তারকা   দম্পতি   রাজ   শুভশ্রী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন নিপুণ

প্রকাশ: ০৩:২১ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

চলচ্চিত্র শিল্পী সমিতিকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার ফের আলোচনায়। এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমে শিল্পী সমিতি ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বাজে মন্তব্য করায় সদস্যপদ হারাতে পারেন নিপুণ।

নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। বৃহস্পতিবার (১৬ মে) সমিতির কার্যকরী সভা শেষে এমনটা জানিয়েছেন সহ-সভাপতি ডি এ তায়েব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট আবেদন করেন। এ বিষয়ে সমিতির পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বৈঠক করেন সদস্যরা।

বৈঠক শেষে ডি এ তায়েব বলেন, ‘রিট করা নিয়ে আমরা এখনো ভাবছি না। আমাদের কাছে নোটিশ এলে আইনিভাবে তা মোকাবিলা করা হবে।’ এর একদিন আগে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ‘অশিক্ষিত’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় নিপুণ গালাগালি করেন বলেন জানান ডিএ তায়েব।

বিষয়টি তুলে তিনি বলেন, নিপুণ আক্তার গণমাধ্যমে সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যা বলেছেন, তা কুরুচিপূর্ণ, মানহানিকর। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সবাই। তার সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়া হবে। ৭ দিনের মধ্যে যদি তিনি উত্তর না দেন অথবা উত্তর যথোপযুক্ত মনে না হয়, তাহলে তার সদস্যপদ বাতিল করা হবে।


চলচ্চিত্র   শিল্পী   সমিতি   নিপুণ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আবেদনময়ী লুকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

প্রকাশ: ০২:০৩ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে। তিনি একেবারে ন্যাচারাল লুকে সকলের সামনে হাজির হয়েছেন।

সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ভ্রমণে গিয়েছেন অস্ট্রেলিয়া। সেখানে সিডনির পথে পথে হেঁটে বেড়াতে গিয়ে তিনি পরেছেন এক আবেদনময়ী পিংক কালারের ফুল খচিত ড্রেস।

আর এসব ছবি ফেসবুক আইডিতে শেয়ার করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন ফারিয়া। যার অর্থ দাঁড়ায়, ‘সেই শেষ দিন আমি মন দিয়ে কাঁদব বলে ঠিক করলাম। সেই সকালের পর, আমি এই ফুলের মতোই ফুটেছিলাম।

সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রমুজিব: একটি জাতির রূপকার’- দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।



মন্তব্য করুন


কালার ইনসাইড

ফের পেছাল কঙ্গনার ইমার্জেন্সি সিনেমা

প্রকাশ: ১২:১৩ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

গত বছর ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। তখনই জানিয়েছিলেন, লুকটিইমার্জেন্সিসিনেমার। এরপর সিনেমাটির একাধিক মুক্তির তারিখ জানানো হয়। তবে আলোর মুখ দেখেনিইমার্জেন্সি এবার আরও একধাপ পেছাল এর মুক্তির তারিখ।

মুক্তির তারিখ পিছিয়ে নেওয়ার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মস জানায়, “আমাদের রানি কঙ্গনা রানাওতের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি এখন দেশ জাতির সেবাকেই প্রাধান্য দিয়েছেন। দেশের সেবায় তিনি দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণেইমার্জেন্সি মুক্তির তারিখ স্থগিত রাখা হলো। মুক্তির নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে দুবার পেছানো হলো। এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর মুক্তির দিন ঠিক ছিল। সিনেমার কাহিনি পরিচালনার দায়িত্বে আছেন কঙ্গনা নিজে। সর্বশেষ আগামী ১৪ জুন মুক্তির দিন ধার্য করা হয়।

মূলত ১৯৭৫ সালের জুন মাস থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, একটানা ২১ মাস ভারতে জরুরি অবস্থা জারি ছিল। সে সময়কালই ধরা পড়েছে সিনেমায়।


কঙ্গনা   ইমার্জেন্সি   সিনেমা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানের লাল গালিচা মাতালেন ঐশ্বরিয়া রাই

প্রকাশ: ১১:৫৭ এএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ফ্রান্সের কান সৈকতে আবারও বসেছে সিনেমার বর্ণিল আয়োজনকান চলচ্চিত্র উৎসব ১২ দিনব্যাপী ৭৭তম আসর চলবে ২৫ মে পর্যন্ত। বিশ্বের সব জনপ্রিয় তারকারা এই উৎসবে নজরকাড়া লুকে হাজির হচ্ছেন। কানের মঞ্চে হাজির হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বৃহস্পতিবার (১৬ মে) কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সবাইকে মুগ্ধ করেছেন ঐশ্বরিয়া। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজর কেড়েছে সবার। এদিন ঐশ্বরিয়ার পোশাকে অন্যমাত্রা যোগ করেছে তার পোশাকের সাদা স্লিভস। আর পোশাকের সঙ্গে মিল রেখে গোল্ডেন কানের দুল পরেছিলেন এই বলিউড সুন্দরী।

মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে হাজির হন তিনি। প্লাস্টার জড়ানো হাতে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। রেড কার্পেটেও প্লাস্টার হাতেই দেখা মিলল তার। বরং আরও প্রশংসা পেয়েছেন ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়া রাই বচ্চন দুই দশকের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। প্রথমবার ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়নাসহ নীতা লুল্লা শাড়িতে হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার সিনেমাদেবদাসসেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী।


কান   লাল গালিচা   ঐশ্বরিয়া  


মন্তব্য করুন


বিজ্ঞাপন