কালার ইনসাইড

৩ বন্ধুর কীর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩০ পিএম, ২৩ জানুয়ারী, ২০১৯


Thumbnail

আফরান নিশো ও অপূর্ব দীর্ঘদিনের বন্ধু। দুজনেই যখন ক্যারিয়ারের স্ট্রাগল পিরিয়ডে। তখন একজন ছাড়া আরেকজনের চলতোই না। সপ্তাহটা ভাগ করে দুজন দুজনার বাসায় থাকতেন। কি করবেন, ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। সবকিছু ভেবে কতদিন রাত যে গেছে। সে হিসেব দুজনার কাছে নেই। অনেক চড়াই উৎরাই পেড়িয়ে দুজনেই এখন নাটকের শীর্ষ সারির অভিনেতা। রাজধানীর উত্তরাতে দুজনের বাসাও কাছাকাছি। এদের সঙ্গে তাহসানের বন্ধুত্বটা অনেকদিনের। বিশেষ করে অপূর্বর তো খুবই ভালো বন্ধু তাহসান। একসঙ্গে নাটকেও অভিনয় করেছেন এর আগে। তিনজনই এখন টিভি নাটকের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’-এ প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় এই তিন তারকা। এই তিনজনকে নিয়ে একসঙ্গে কাজ করা। যেকোন পরিচালকের কাছে বেশ চ্যালেঞ্জিংই। এতদিনে সেই চ্যালেঞ্জটা নিলেন শিহাব শাহিন। কীভাবে সম্ভব হয়েছে তিনজনকে এক করা? পরিচালক শিহাব বলেন,‘ওদের ইনটেনশনটা তো অবশ্যই মোটিভেট করতে হয়েছে। তারা এখন যে যার জায়গায় প্রতিষ্ঠিত। সেখানে আমি একটা বললেই তো হবে না। আমি ওদের সেই কাজের সুযোগটা করে দিতে পেরেছি। ওদের বুঝিয়েছি এই সময়ে অনেক তরুণ দর্শক এখন ওয়েবের দিকেই ছুটছে। সারা বিশ্বে চলছে নেটফ্লিক্সের আধিপত্য। ভারতসহ সারা বিশ্ব এখন অনলাইনে ছুটছে। সেক্ষেত্রে আমাদের দেশে যদি কোন ওয়েব প্ল্যাটফর্ম দাড়ায়। সেটা আমাদের জন্যই সুবিধাজনক বা লাভজনক হবে। এই বিবেচনা থেকেও ওরা হয়তো ভেবেছে আমরা কাজটা করি।’

তিনজন মিলে একটি কাজ করবেন। সে মতে শক্তিশালি গল্প হতে হবে। সেই গল্প কি পেয়েছেন নাকি শিহাব শাহিনকে না করতে পারেননি বলে করা? হেসে দিলেন অপূর্ব। তারপর উত্তর দিলেন,‘ না না তেমন কিছু না। আমার তো ট্রাস্ট তার উপর আছেই। অন্য দুজনেরও আছে। আমরা তিনজন কাজের বাইরে ভালো বন্ধুও। যখন কাজের অফারটা আসে, তখন দ্বিতীয়বার ভাবিনি। ভেবেছি ভিন্ন কিছু হচ্ছে। তার সঙ্গে আমার থাকা উচিত।’ তাহসান যোগ করলেন,‘ আমরা জানি যে,  শিহাব ভাই আমাদের প্রপার জাজমেন্ট করে হ্যান্ডেল করতে পারবেন। আর ওয়েব প্ল্যাটফর্মের জন্য বড় কিছু করতেও পারছি।’

ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনী। জীবনকে তারা কিভাবে দেখেন এবং প্রাপ্তি-অপ্রাপ্তির নানান হিসেবের বিভিন্ন ঘটনা গল্পটিতে প্রাধান্য পেয়েছে। অপূর্বর ক্যারেক্টারের নাম আবির, তাহসানের ক্যারেক্টারের নাম ধ্রুব, নিশোর ক্যারেক্টারের নাম রিও রোজারিও। তিনজন বন্ধুর গল্প। রিও রোজারিও কফি শপ আছে। আবির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ধ্রুব নিজে সলভেন্ট। আবিরের সমস্যা, বয়স ৩৫ হয়ে গেছে। কিন্তু এখনো বিয়ে করতে ইচ্ছুক নয়। ‘ আবির কোন কারণ ছাড়াই বিয়ে করতে চায় না। সাধারণত যেটা হয়, মানুষের বয়স যখন ত্রিশ ক্রস করে তখনই চারদিক থেকে একটা চাপ আসে। নিজে থেকেও ফিল করে। মানুষজনও বলতে থাকে। অনেকেই বলতে থাকে বিয়ে করো না কেন। মধ্য বয়সী মানুষের মনের মধ্যেও কিন্তু একটা কৈশোর থাকে। তারা ভাবে এখনো তো আমি সুস্থ সবল। আমার তো চল্লিশ কিংবা পয়তাল্লিশ হয়ে যায়নি। তাদের মনের কৈশোর চলে গেছে এটা তারা মনে করে না। অথচ বাস্তবতার চাপ একটু অন্যরকম। এরকম একটা পরিস্থিতির চরিত্র আবির’ নিজের চরিত্র নিয়ে বললেন অপূর্ব।

তাহসানের চরিত্র নিয়ে বলেন,‘ ধ্রুবও একরকম ব্যস্ত। বিয়ে করেছে, তবে বাচ্চা নিতে চায় না। ধ্রুবর বউ বাচ্চা নিতে চায় এখনই।’  রিও চরিত্র করা নিশো বলেন,‘ রিওর দৃষ্টিভঙ্গি হচ্ছে, ক্যারিয়ার এখনো স্টাবলিশ হতে পারেনি। কফিশপটা নিয়ে পুরোপুরি দাড়াতে পারেনি। সব মিলিয়ে এই চাপটা সবাই ফিল করে। ৩৫ বছর হয়ে গেল, কিন্তু ক্যারিয়াররটা দাড়ালো না। ২০-২৫ বছর বয়সে মানুষ ভাবে সামনে দিন আছে, আমি ততদিনে স্টাবলিশ হয়ে যাবো। কিন্তু ৩০- ৩৫ বছর বয়সে গিয়ে মনে হয় হায় হায় কিছুই তো হলো না। তখন কেউ সন্তান, কেউ ক্যারিয়ার আবার কেউ তখনও কিছু নিয়ে ভাবে না। এইসব নিয়ে এই বয়সীরা একটা আইডেন্টি ক্রাইসিসে ভোগে। ভাবে বাপ হবো , নাকি ক্যারিয়ার ঠিক করবো নাকি জামাই হবো। নাকি সেই যুবক থাকবো। এই বয়সের মানুষগুলোর প্রতিচ্ছবি হ্যান্ডেল করেছে এই গল্পটা।’ 

নিশোর সঙ্গে এটা শিহাব শাহিনের চতুর্থ কাজ। তবে তাহসান ও অপূর্বর ক্যারিয়ারের প্রায় সব জনপ্রিয় নাটকের পরিচালকই শিহাব শাহিন। পরিচালক বলেন,‘এরা প্রত্যেকেই পেশাদার অভিনেতা। প্রত্যেকেরই স্টারডম আছে, প্রত্যেকেরই ফ্যান ফলোয়ার আলাদা এবং এদের ফ্যানদের মধ্যে একধরনের প্রতিযোগিতাও আছে। ওদের ফ্যানদের তুষ্ট রাখতে হয়। সেই মানের কাজ দিতে হয়। এমন কাজ দিতে হয় যেন ওরা গর্ব করতে পারে ভাই ফাটাইয়া দিছে। সেই জায়গা থেকে একটা চাপ ওদের মধ্যে আছে। এই কাজটার পরেও কিন্তু আলোচনা হবে কে কতটুকু রোল পেল। কিন্তু ফ্যানদের বলি,  ওদের মধ্যে সেটা নেই। যার যে কাজটা ওরা সেটাই করার চেষ্টা করেছে। সেখানে ওরা চরিত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসেব করেনি।’

পরিচালক জানালেন,‘ এটা হচ্ছে সম্পর্কের গল্প। প্রত্যেকের জীবনেরই সম্পর্কের গল্প। সেখানে রোমান্স তো থাকবেই। হাসি ঠাট্টাও থাকবে। শুটিংয়ের অভিজ্ঞতা যদি বলি, মজার ব্যাপার যদি বলি তিনজনের মধ্যে নিশো একটু বেশি মজার। ও সবাইকে ডিস্টার্ব করতো। সবাইকে মাতিয়ে রাখতো আনন্দ ফূর্তিতে।’

অপূর্বর গল্পে আবুল হায়াত এবং অর্ষা গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। তাহসানের স্ত্রীর চরিত্রে আছেন সানজিদা প্রীতি। নিশোর গার্লফ্রেন্ড হিসেবে আছেন রাইসা অর্পা, রিফাত জাহান, রাফি। ৬০ মিনিট দৈর্ঘ্যরে এই ওয়েব সিনেমায় কোন কমতি রাখেননি পরিচালক। প্রযোজনা সংস্থা গুড কোম্পানির প্রযোজনায় ২৩ জানুয়ারি থেকে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম ‘বায়োস্কোপ’- প্রকাশ পাওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। এ মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। তাহসান বলেন, ‘সময়ের বিবর্তনে বড় পর্দা ও টেলিভিশনের পরে এখন মোবাইল ফোনের পর্দায় চলে আসছে উন্নতমানের কন্টেন্ট, যার রয়েছে অন্য ধরনের আবেদন। মূল বিষয়টি হচ্ছে, কন্টেন্ট বা বিষয়বস্তু যদি আকর্ষণীয় হয়, দর্শক তা দেখবেই এবং প্রযোজনা ও বিজ্ঞাপন থেকে শুরু করে অন্যান্য আর্থিক অনুষঙ্গগুলোর ব্যবস্থাপনা আরো ভালো হবে।’

নিশো বলেন, ‘অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এক ধরনের আর্কাইভ এর মতো। তবে কাজটি কতবার দেখা হলো বা কতজন দশক দেখলেন সেই সংখ্যাটাই সেই কাজটির মান নির্ণায়ক নয়। এসব প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ছে, কাজের পরিমাণ বাড়ছে, সেই সাথে দর্শকের সংখ্যাও। এসবই আমাদের জন্য আশার বিষয়। আমি বিভিন্ন ধরণের চরিত্র করতে পছন্দ করি, সে কারণে এই কাজটি করে যথেষ্ট আনন্দ পেয়েছি’।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

বারবার শিল্পী সমিতির আদালতের দারস্থ হওয়া লজ্জার : অভিনেতা সোহেল রানা

প্রকাশ: ০৪:০৭ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

বারবার শিল্পী সমিতির আদালতের দারস্থ হওয়া শিল্পীদের জন্য লজ্জার। একজনের জন্য সব শিল্পীকেই সেই দায়ভার বহন করতে হচ্ছে। গত নির্বাচনের আগ পর্যন্ত কেউ শিল্পী সমিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আদালতে যায়নি। ছোট ছোট যে সমস্যাগুলো হয়েছে তার সমাধান শিল্পীরাই করেছেন।

গতবার প্রথম নিপুণ আদালতে গেছেন। এবারও তাই করলেন। গতবার তার সঙ্গে প্যানেলের ১১ জন ছিলেন, এবার তার প্যানেল থেকে নির্বাচিত হওয়া তিনজন কিন্তু ইতোমধ্যে নতুন প্যানেলের সঙ্গে বসে মিটিং করেছেন। আগের কমিটির মতো আলাদা থাকেনি। এবার আদালতে যাওয়ার বিষয়টি অকল্পনীয় ব্যাপার, কল্পনাতীত। শিল্পী সমিতির আদালতের দারস্থ হওয়া শিল্পীদের জন্য লজ্জার বলে নিপুণের রিট প্রসঙ্গে এভাবেই বললেন গুণী অভিনেতা সোহেল রানা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মানেই যেন আলোচনা-সমালোচনা। একে অন্যের বিরুদ্ধে কথা বলে সমালোচিত হয়েছেন শিল্পী সমিতির নেতারা। ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের পর আদালত পর্যন্ত গেছেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা নিপুন আক্তার। পরে আদালতের হস্তক্ষেপে দায়িত্ব পালন করেন নিপুন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন তিনি। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। নির্বাচন মেনে নেওয়ার এক মাস পর তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।


শিল্পী সমিতি   আদালত   অভিনেতা   সোহেল রানা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মিষ্টি জান্নাতকে চুমু খেতে চেয়েছেন জয়

প্রকাশ: ০৩:৪০ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

দেশের বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানা সময় অতিথিদের আপত্তিকর প্রশ্নের মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। এবার শাকিব-মিষ্টির বিয়ের গুঞ্জনে যোগ দিয়েছেন জয়।

মিষ্টি জান্নাতকে নিয়ে জয় বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।এরপরই তার বিরুদ্ধে মুখ খুলেন মিষ্টি। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন।

অভিনেত্রী মিষ্টি বলেন, ‘‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন, ‘ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না।এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’’

এরপর জয় তাকে নিয়মিত কু-প্রস্তাব দিয়েছেন জানিয়ে মিষ্টি জান্নাত আরও বলেন, ‘সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না। সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।


মিষ্টি   জান্নাত   চুমুজয়  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে সঙ্গে নিয়ে কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া রাই

প্রকাশ: ০১:১৫ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

প্রতি বছরের ন্যায় ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকান চলচ্চিত্র উৎসব।শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে মঙ্গলবার (১৪ মে)

প্রতিবারের মতো এবারের আসরেও রেড কার্পেটে হাঁটবেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সেই উদ্দেশেই বুধবার ভারত ছেড়েছেন তিনি। উড়াল দিয়েছেন কান উৎসবে যোগ দিতে। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই ভারত ছাড়তে দেখা গেছে ঐশ্বরিয়াকে।

তবে ঐশ্বরিয়া ভক্তদের মনে চিন্তার ভাঁজ ফেলেছে নতুন একটি বিষয়, সেটি হলো ঐশ্বরিয়ার ডান হাত! একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার।

এত বড় একটি উৎসবের আগে হাতে কীভাবে ব্যাথা পেলেন ঐশ্বরিয়া, সেই প্রশ্ন তুলেছেন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।

২০০২ সালে  কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন নায়িকা। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।


কান   ঐশ্বরিয়া রাই  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নিপুণের সমালোচনায় জায়েদ খান

প্রকাশ: ০৮:৫১ এএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

বুধবার বিচারপতি নাইমা হায়দার বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

জানা গেছে, নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

এদিকে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে  নিপুণের এই রিটের প্রতিক্রিয়ায় জায়েদ খান  বলেন, ‘একজন মানুষ লোভে পড়ে, যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন। ফুলের মালা পরিয়ে দিয়ে বলে গেলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মেনে নিয়ে ওনার এত দিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি।


নিপুণ   সমালোচনা   জায়েদ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মায়ের শর্ত কারও সঙ্গে প্রেম করতে পারব না

প্রকাশ: ০৮:১৩ এএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

‘লাপাতা লেডিস’র মাধ্যমে নির্মাতা হিসেবে বেশ আলোচনায় এসেছেন কিরণ রাও। এরই মধ্যে সাড়া ফেলেছে সিনেমাটি।

গল্পটি নির্মল প্রদেশ নামে একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু। প্রধান চরিত্র তিনটি। এর একটি হলো ফুল কুমারী। চরিত্র রূপায়ণ করেছেন নীতাংশি গোয়েল। সহজ-সরল চরিত্রটি রূপায়ণ করে প্রশংসা কুড়াচ্ছেন ১৬ বছর বয়সী এই তরুণ অভিনেত্রী।

এবার এক সাক্ষাৎকারে নীতাংশি প্রেম নিয়ে কথা বলে এসেছেন আলোচনায়। তিনি বলেন, ‘আমার মা শর্ত দিয়েছেন, কারও সঙ্গে প্রেম করতে পারব না। তবে বন্ধুত্ব থাকতে পারবে, তাদের সঙ্গে কথা বলারও অনুমতি রয়েছে। আসলে এ বয়সে প্রেম করার কথা চিন্তা করছি না আমি।’ নীতাংশির মা রাশি গোয়েল। মা-মেয়ের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন নীতাংশি গোয়েল। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ১ কোটি ৪০ লাখ মানুষ। ‘লাপাতা লেডিস’র আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি দিয়েছে।


লাপাতা লেডিস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন