কালার ইনসাইড

শুরুর ইমেজে নেই তাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৫ পিএম, ২৪ জানুয়ারী, ২০১৯


Thumbnail

হঠাৎ প্রচণ্ড ঝড়ের পর সুনসান নিরবতাই প্রকৃতির ধর্ম। বলিউডের কয়েকজন তারকার ক্ষেত্রেও যেন এমনটি হয়েছে। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন ধামাকা দিয়ে। এরপর দিন যত গড়াচ্ছে তাঁদের ক্যারিয়ার ততো বিবর্ণ হচ্ছে।

অভিনেত্রী পরিনিতি চোপড়া যশরাজ ফিল্মসের একজন কর্মকর্তা ছিলেন। সেখান থেকে অডিশনের মাধ্যমে, নিজের অভিনয় প্রতিভার ঝলক দেখিয়ে সুযোগ পান ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ছবিতে। তাও আবার পার্শ্ব চরিত্রে। কিন্তু দুর্দান্ত অভিনয় করে ছাপিয়ে যান মূল চরিত্রকে। প্রথম ছবিতেই বাগিয়ে নেন ‘ফিল্মফেয়ার’-এর মতো পুরস্কার। এরপর ‘ইশাকজাদে’ ছবিতেও নিজের জাত চেনান এই তারকা। অভিনয়ে প্রশংসা কুড়ালেও মোটাসোটা শারীরিক গড়ন নিয়ে দর্শকদের সমালোচনার মুখে পড়েন তিনি। প্রায় বছর খানেক বিরতি নিয়ে ছিপছিপে চেহারায় ফিরে আসেন। কথিত ‘গ্ল্যামারাস’ ইমেজের পরিনিতির দেখা মেলে ‘মেরি প্যায়ারি বিন্দু’ ছবিতে। কিন্তু বিধিবাম। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর বেশ কয়েকটি ছবিতে তাঁর দেখা মিললেও প্রত্যাশিত সাড়া মেলেনি। এখন দেখার পালা অক্ষয় কুমারের বিপরীতে আসন্ন ‘কেশরি’ ছবিতে পরিনিতি নিজেকে কতটা মেলে ধরতে পারেন।

সিদ্ধার্থ মালহোত্রাকে বলা হতো বলিউডের ভবিষ্যৎ সুপারস্টার। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে তাঁর পথচলা শুরু। প্রশংসায় ভাসতে থাকা সিদ্ধার্থ কিছুটা ভিন্ন ধাঁচের গল্পের ছবি বেছে নিতে শুরু করেন। এরপর তাঁর অভিনীত ছবি এক ভিলেন, ব্রাদার্স, কাপুর অ্যান্ড সন্স, বার বার দেখ, এ জ্যান্টেলম্যান, ইত্তেফাকসহ বেশকিছু ভিন্ন ধাঁচের ছবি দর্শক সমালোচকদের মন ভরাতে পারেনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘জাবারিয়া জোড়ি’ ও ‘মারজাওয়ানি’ নামের দুটি ছবি।

সোনাক্ষি সিনহা এখনো ‘দাবাং’ গার্ল হিসেবে খ্যাত। ‘দাবাং’ সিরিজের দুটি ছবিতেই বাজিমাত করেছেন এই তারকা। সালমান খানের বিপরীতে ক্যারিয়ারের প্রথম ছবি ‘দাবাং’-এর জন্য জিতে নিয়েছেন ‘ফিল্মফেয়ার’ পুরস্কার। এরপর অক্ষয়ের বিপরীতে ‘রাওডি রাথোড়’ ছবিতেও তিনি আলো ছড়ান। এই ছবিগুলোর জনপ্রিয়তা তাঁকে সুযোগ করে দেয় বেশকিছু ছবিতে, যেখানে বেশিরভাগই তাঁকে অতিথি চরিত্রে দেখা গেছে। যে কয়টিতে প্রধান চরিত্র পেয়েছেন, সেগুলো আবার বক্স অফিসে ব্যর্থ হয়। চলতি বছর ‘কলঙ্ক’ ও ‘দাবাং ৩’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে এই তারকাকে।

একজন পার্শ্ব অভিনেতা হিসেবে বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন আদিত্য রয় কাপুর। কিন্তু ছোট ছোট চরিত্রের কারনে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি এই তারকা। এরপর ‘আশিকি ২’ ছবির প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করে নায়ক হিসেবে ঝড়ো সূচনা করেন তিনি। এরপর ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, দাওয়াত-ই ইশক, ফ্লোর, ওকে জানু নামের বেশ কিছু ছবিতে অভিনয় করলেও আলো ছড়াতে ব্যর্থ হন আদিত্য। করণ জোহরের আসন্ন ছবি ‘কলঙ্ক’তেও দেখা যাবে তাঁকে।

অর্জুন কাপুর ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশাকজাদে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারে সেরা নবাগত অভিনেতা হিসেবে মনোনয়নও পেয়েছিলেন। এরপর তাঁর অভিনীত গুন্ডে, ২ স্টেটস ও কি অ্যান্ড কা ছবিগুলো বেশ ভালোই ব্যবসায়িক সফলতা অর্জন করে। কিন্তু পরবর্তীতে তাঁরা অভিনীত আওরঙ্গজেব, ফাইন্ডিং ফেনি, তেভার, হাফ গার্লফ্রেন্ড, মুবারকান এবং সর্বশেষ গত বছর মুক্তি পাওয়া নমস্তে ইংল্যান্ড প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়।

বাংলা ইনসাইডার/এইচপি  



মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে সঙ্গে নিয়ে কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া রাই

প্রকাশ: ০১:১৫ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

প্রতি বছরের ন্যায় ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকান চলচ্চিত্র উৎসব।শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে মঙ্গলবার (১৪ মে)

প্রতিবারের মতো এবারের আসরেও রেড কার্পেটে হাঁটবেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সেই উদ্দেশেই বুধবার ভারত ছেড়েছেন তিনি। উড়াল দিয়েছেন কান উৎসবে যোগ দিতে। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই ভারত ছাড়তে দেখা গেছে ঐশ্বরিয়াকে।

তবে ঐশ্বরিয়া ভক্তদের মনে চিন্তার ভাঁজ ফেলেছে নতুন একটি বিষয়, সেটি হলো ঐশ্বরিয়ার ডান হাত! একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার।

এত বড় একটি উৎসবের আগে হাতে কীভাবে ব্যাথা পেলেন ঐশ্বরিয়া, সেই প্রশ্ন তুলেছেন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।

২০০২ সালে  কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন নায়িকা। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।


কান   ঐশ্বরিয়া রাই  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নিপুণের সমালোচনায় জায়েদ খান

প্রকাশ: ০৮:৫১ এএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

বুধবার বিচারপতি নাইমা হায়দার বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

জানা গেছে, নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

এদিকে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে  নিপুণের এই রিটের প্রতিক্রিয়ায় জায়েদ খান  বলেন, ‘একজন মানুষ লোভে পড়ে, যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন। ফুলের মালা পরিয়ে দিয়ে বলে গেলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মেনে নিয়ে ওনার এত দিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি।


নিপুণ   সমালোচনা   জায়েদ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মায়ের শর্ত কারও সঙ্গে প্রেম করতে পারব না

প্রকাশ: ০৮:১৩ এএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

‘লাপাতা লেডিস’র মাধ্যমে নির্মাতা হিসেবে বেশ আলোচনায় এসেছেন কিরণ রাও। এরই মধ্যে সাড়া ফেলেছে সিনেমাটি।

গল্পটি নির্মল প্রদেশ নামে একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু। প্রধান চরিত্র তিনটি। এর একটি হলো ফুল কুমারী। চরিত্র রূপায়ণ করেছেন নীতাংশি গোয়েল। সহজ-সরল চরিত্রটি রূপায়ণ করে প্রশংসা কুড়াচ্ছেন ১৬ বছর বয়সী এই তরুণ অভিনেত্রী।

এবার এক সাক্ষাৎকারে নীতাংশি প্রেম নিয়ে কথা বলে এসেছেন আলোচনায়। তিনি বলেন, ‘আমার মা শর্ত দিয়েছেন, কারও সঙ্গে প্রেম করতে পারব না। তবে বন্ধুত্ব থাকতে পারবে, তাদের সঙ্গে কথা বলারও অনুমতি রয়েছে। আসলে এ বয়সে প্রেম করার কথা চিন্তা করছি না আমি।’ নীতাংশির মা রাশি গোয়েল। মা-মেয়ের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন নীতাংশি গোয়েল। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ১ কোটি ৪০ লাখ মানুষ। ‘লাপাতা লেডিস’র আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি দিয়েছে।


লাপাতা লেডিস  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার শরিফুল রাজের নায়িকা স্বস্তিকা মুখার্জি

প্রকাশ: ০২:৫৬ পিএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

এবার শরিফুল রাজের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম তার সিনেমা ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’র নায়িকা হিসেবে স্বস্তিকার নাম ঘোষণা করেছিলেন। কিন্তু এই অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি। অবশেষে জানা গেল নায়কের নাম।

সিনেমাটিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন রাজ। তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ নির্মাতা। আর রাজের বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রে, স্বস্তিকার বিপরীতে শরিফুল রাজ চূড়ান্ত। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখন দিন-তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা।

এদিকে বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে এর দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল এই সিনেমায় স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন।


শরিফুল রাজ   নায়িকা   স্বস্তিকা মুখার্জি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মৃণালের চরিত্রে বাংলাদেশের চঞ্চল চৌধুরী

প্রকাশ: ০২:২৩ পিএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

মৃণাল সেনের অন্যতম আলোচিত সিনেমা ‘পদাতিক’। সত্তরের দশকে মুক্তি পাওয়া এ সিনেমার নামে তৈরি হয়েছে মৃণাল সেনের বায়োপিক। বানিয়েছেন সৃজিত মুখার্জি। এতে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে ১৪ মে। যেখানে প্রথম ঝলকেই চমকে দিয়েছেন এ অভিনেতা।

১ মিনিট ৩৭ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে চির বিদায় জানানো হচ্ছে। গলায় মালা দিয়ে শ্মশান ঘাটের দিকে নেওয়া হচ্ছে। হাজারো মানুষের ভিড়ে সেখানে উপস্থিত আছেন মৃণাল সেন। যার চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।

টিজার অল্প সময়ের হলেও, নির্মাতা সৃজিত বার্তা দিয়েছেন বিপ্লব, বিদ্রোহ, সংসার, জীবন ও সিনেমার। এতে অল্প সময়েই মুগ্ধ করেছেন চঞ্চল। ‘পদাতিক’-এ মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। এ ছাড়া যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে। সিনেমাটি এ বছর মুক্তির কথা রয়েছে।


মৃণাল   বাংলাদেশ   চঞ্চল চৌধুরী  


মন্তব্য করুন


বিজ্ঞাপন