কালার ইনসাইড

১০ উপায়ে আপনি নায়িকা হতে পারেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০০ পিএম, ২৪ মার্চ, ২০১৯


Thumbnail

নিশ্চয়ই ছোটবেলা থেকে নাটক সিনেমা দেখে বড় হয়েছেন। আর এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরী হলে কখনো কখনো আপনার মনে নায়িকা হওয়ার বাসনা জাগতেই পারে। কেউ তার বাসনা পূরণে ঝাঁপ দেয়।কেউবা মনের মধ্যেই কবর দিয়ে দেয় এমন স্বপ্নকে। নায়িকা বলে কথা। সারাদেশের মানুষের কাছে আপনার পরিচিতি থাকবে। আপনি হবেন অসংখ্য যুবকের ড্রিম গার্ল। অর্থ প্রতিপত্তির থাকবে না কোন অভাব। কারণ একজন নায়িকা যেকোনো সাধারণ পেশার কর্মজীবী নারীর চেয়ে অনেক বেশি আয় করেন। আর এত সব প্রাপ্তিরে জন্য আপনার নায়িকা হতেই হবে। এ সময়ের বিবেচনায় আপনি নায়িকা হতে পারেন এমন ১০ টি উপায় খুঁজে বের করা হলো।

১. সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান। কারণ সুন্দরী প্রতিযোগিতার তকমা আপনার নামের আগে লাগলে কোন না কোন উপায় হয়েই যাবে। বড় পর্দা না হলেও ছোট পর্দায় আপনার সুযোগ তো থাকবেই। যোগ্যতা থাকলে আপনিও হতে পারেন বিদ্যা সিনহা মিম, মম কিংবা মেহজাবিন।সুন্দরী প্রতিযোগিতার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় লাক্স সুন্দরী প্রতিযোগিতা।সবচেয়ে বেশি প্রতিযোগি সেখানে অংশগ্রহণ করেন। কত কত মেয়ের সঙ্গে লড়তে হবে। সেখানে যদি আপনি সেরা দশে না আসতে পারেন, হতাশ হবেন না। একটায় না পারলে আরেকটায় চেষ্টা করুণ। বাংলাদেশে একাধিক রিয়েলিটি শো রয়েছে।

২. ফেসবুক এখন নায়িকা-অভিনয়শিল্পী গড়ার সবচেয়ে শক্তিশালী কারিগর। ফেসবুককে ব্যবহার করতে পারেন। সেখানে টাকা খরচ করে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলিয়ে আপনাকে অপরূপ সুন্দরী করে তুলতে পারেন।এক্ষেত্রে অনেক সময় ফটোগ্রাফারকে বন্ধু বা বয়ফ্রেন্ড বানিয়ে নিতে পারেন।

৩. ফেসবুক ভ্যালু এখন অনেক বড় ব্যাপার। আপনার পোস্টে যত লাইক পড়বে তত আপনার চাহিদা। আপনাকে যদি পরিচালক কাস্ট করেন, তাহলে আপনি সেই কাজটি ছড়িয়ে দিতে পারবেন। ইউটিউবে আপনি যত ভিউ এনে দিতে পারবেন, তত আপনার কাস্টিং পাওয়ার সম্ভাবনা বাড়বে।

৪. টাকা ওয়ালা বয়ফ্রেন্ড থাকলে আপনার টেনশন নেই। তাকে দিয়েই আপনার নাটক সিনেমা প্রডিউস করেন।ইন্ডাস্ট্রিতে এখন এই চর্চাই সবচেয়ে বেশি হচ্ছে। অনেক নায়িকার বয়ফ্রেন্ডেরই টাকা তার ছবিতে নামে বেনামে আছে।

৫. অর্চিতা স্পর্শিয়া সেদিন জানালেন এক ফর্মুলা, সিনেমায় খোলামেলা কু প্রস্তাব দেওয়া হয়। আর নাটকে ঘুরিয়ে পেচিয়ে। এখন আপনার সিদ্ধান্ত এমন কোন প্রস্তাব লুফে নিয়ে নায়িকা হবেন কিনা। এক্ষেত্রে প্রযোজকের বিদেশ ভ্রমণের সঙ্গী হতে হবে।যদিও এটা নতুন কোন ফর্মুলা নয়।

৬. আপনার যোগ্য মা থাকতে হবে। যিনি আপনাকে কাজ পাইয়ে দিবে। তিনিই ফোন করে প্রযোজক ম্যানেজ করে দিবেন। তাকে সর্বক্ষণ আপনার পাশে থাকতে হবে। আপনি নায়িকা হওয়ার যতটা স্বপ্ন দেখেন, তার চেয়ে কোন অংশে আপনার মায়ের স্বপ্ন দেখা চলবে না। তার তিনগুণ বড় স্বপ্ন দেখতে হবে মেয়ের নায়িকা হওয়ার জন্য।নায়িকার মা বলে কথা। তাহলেই আপনি শুটিং স্পটে গিয়েও দাপট দেখাতে পারবেন। 

৭. হালের সুপারস্টারের উপর ভর করেন। যারাই তার উপর ভর করতে সক্ষম হবেন। আপনার আর সিনেমার অভাব হবে না। কারো হাতে কাজ না থাকলেও আপনার হাতে কাজ থাকবে।

৮. সিনেমার পরিচালকদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। কম হলেও সহকারী পরিচালকদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। যারা কোন না কোনদিন আপনার পথ ঠিক করে দিবেন।

৯. বিনোদন সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেন।এদের সঙ্গে বিনোদন জগতের সকল শ্রেণীর কলাকুশলীর সম্পর্ক থাকে। তিনি আপনার কোন না কোন ব্যবস্থা করে দিতে পারেন।

১০. উপরের উপায়গুলোতো এখন চলে। যদি এসব করতে ইচ্ছুক না হন। আপনার মডেল ফটো সিভিসহ প্রডাকশন হাউজগুলোতে জমা দিতে পারেন। যদিও এখন প্রফেশনাল প্রডাকশন হাউজ নেই বললেই চলে। বিজ্ঞাপন নির্মাণের কিছু প্রডাকশন হাউজ আছে। যেখান থেকে আপনি বিজ্ঞাপন করার বা মিডিয়ায় পথ চলার সুযোগটা নিতে পারেন।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যাদের আমরা কিংবদন্তি নায়িকা হিসেবে বিবেচনা করি। তাদের প্রায় সবাইকে পরিচালকরাই কোন না কোন জায়গা থেকে অভিনয়ের অফার দিয়ে নিয়ে এসেছেন। সে সময়ের বিখ্যাত পরিচালকরা তাদের গড়ে পিটে তুখোড় অভিনয় শিল্পী হিসেবে তৈরী করেছেন। অন্যদিকে ভালো অভিনেত্রী বলতেই একটা সময় মনে হতো মঞ্চ। যে মঞ্চ থেকে এখন আর কোন নায়ক নায়িকা বা অভিনয়শিল্পী উঠে এসে নাম করতে পারেন বলে শোনা যায় না।সুতরাং আপনি ভিন্ন পথে হাটতেই পারেন।

 

বাংলা ইনসাইডার/এমআরএইচ         

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন