কালার ইনসাইড

ঢাকাসহ সারাদেশে নববর্ষের যত আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০০ পিএম, ১৩ এপ্রিল, ২০১৯


Thumbnail

পয়লা বৈশাখ ঘিরে বাঙালিদের কত রকমের অনুষ্ঠান আর ভাবনা। পয়লা বৈশাখ মানেই পান্তাভাত খাওয়া, মেলায় ঘোরা, বৈশাখের নানা আয়োজনে অংশগ্রহণ ও কত কি! পাঠকদের জন্য আমরা দিয়ে দিচ্ছি বৈশাখের যত আয়োজনের খবর। পাঠক জেনে নিন কোথায় ঘুরতে পারেন বিশেষ এইদিনে। 

ঢাকা:

রমনার বটমূলে প্রতিবারের মতো এবারও নববর্ষের আয়োজনে মুখরিত আছে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন। একদম ভোর থেকেই শুরু হয় তাদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ছয়টার পর থেকেই শুরু হয় মূল অনুষ্ঠান। সেখানে ছায়ানট চারুকলা অনুষদে।

পয়লা বৈশাখে রাজধানীর সব থেকে বড় আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। প্রতিবার চারুকলার শিক্ষার্থীরা তাদের তুলির আঁচড়ে রাঙিয়ে তোলে চারুকলাকে। তৈরি করে মুখোশ, প্ল্যাকার্ড, ফেস্টুন, আর ভাস্কর্য।

প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করতে টিভি নাটক প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে টিভি, চলচ্চিত্র এবং সংগীতাঙ্গনের প্রায় সকল শীর্ষ তারকারা অংশ নেন। দিনভর মেতে থাকেন বৈশাখী পানতা-ইলিশ-গল্প-গান-আড্ডায়।

এবার বর্ণিল এই আয়োজন ২৩ বছরে পা রাখছে। রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এবারও অংশ নেবেন তারকা শিল্পী ও সংশ্লিষ্টরা। টেলিহোমের এই আয়োজনকে বিবেচনা করা হয় তারকা মিলনমেলার তীর্থস্থান হিসেবে।

বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে ধানমণ্ডি লেকে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান। স্বেচ্ছাসেবী সংগঠন ধানমণ্ডি লেক ভিউ কর্নারের আয়োজনে লেকের শতায়ু অঙ্গন মঞ্চে রোববার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে পহেলা বৈশাখের অনুষ্ঠান।

পহেলা বৈশাখ সকালে সংগঠনের সদস্যরা সমস্বরে গাইবেন- ‘এসো হে বৈশাখ এসো এসো।’ বর্ষবরণের আয়োজনমালায় রয়েছে পান্তা-ইলিশ, সাংস্কৃতিক পর্ব ও আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ ছাড়া রাজধানীর কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, বিলাসবহুল হোটেলে আয়োজন করা হচ্ছে বৈশাখী কনসার্ট। আর ঢাকার একদম আশে পাশে যেমন নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজিপুর ইত্যাদির প্রায় প্রতিটি জায়গাতেই কয়েকটি গ্রাম মিলে আয়োজন করে মেলার। পয়লা বৈশাখের সেই গ্রামীণ মেলা থেকে আপনি নিতে পারেন সেই বাউল গান, আর মুড়ি মুড়কির স্বাদ।

রাজধানীর বিভিন্ন অভিজাত ক্লাব ও রেস্টুরেন্টেও রয়েছে পয়লা বৈশাখের আয়োজন।

চট্টগ্রাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও চট্টগ্রাম চারুকলা কলেজের উদ্যোগে পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রার আয়োজন রয়েছে। একই সঙ্গে বর্ষবরণের বিশেষ আয়োজন থাকছে ডিসি হল চত্ত্বরে। সকালে রাগ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের এই আয়োজন। এছাড়াও নগরীর সিআরবি পাহাড়ে থাকছে বর্ষবরণের আরেকটি আয়োজন। দুটো আয়োজনই চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয়। দুই আয়োজনেই থাকছে বৈশাখী মেলা। এছাড়া নগরীর লালদিঘীর মাঠে রয়েছে বিশেষ মেলা।  এই মেলাতেই শুরু হবে ঐতিহাসিক জব্বারের বলী খেলা।    

খুলনা:

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস ও খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নগরীর বিভিন্ন স্থান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে হবে ঘুড়ি উৎসব। বৈশাখের সকালে ক্যাম্পাসে মেলার আয়োজন রয়েছে।

এ ছাড়া নগরীর শহীদ হাদিস পার্কে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র,শান্তিধাম মোড়ের জাতিসংঘ পার্কে আব্বাস উদ্দিন একডেমিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হবে প্রতিবারের মতো।

এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বানর খেলা, লাঠিখেলা, ম্যাজিক শো, নাগরদোলা ইত্যাদির আয়োজনও রয়েছে।

সিলেট:

সিলেটে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তাতে থাকছে বৈশাখের গান, লোকসংগীত, কাঠিনৃত্য, ঝুমুরনৃত্য, লোকনৃত্য, লাঠি খেলা, একক ও সম্মেলক সংগীত, বৃন্দ আবৃত্তি, জারিগান, ধামাইল, মণিপুরীনৃত্য, আবৃত্তি, বাউলগান এবং চিত্রাংকন প্রতিযোগিতা।

এ ছাড়া বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ বর্ষবরণ উৎসব আয়োজন করবে প্রতিবারের মতো।

এ ছাড়া সিলেটের নানা সংগঠনের আয়োজনে থাকে মঙ্গল শোভাযাত্রা,স্বরচিত কবিতা পাঠের আসর, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠানবাউল মেলা , রাধা রমনের গান, একক ও সম্মেলক কণ্ঠে সংগীত, আবৃত্তি, নৃত্যসহ নানান অনুষ্ঠান।

রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতি বছর থাকে র‍্যালি, মঙ্গল শোভাযাত্রা আর নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিকল্পনা। এ ছাড়া সেদিন যেহেতু ব্যবসায়ীরা ‘হালখাতা’ উদযাপন করেন তাই সেদিন প্রায় প্রতিটি ব্যবসায়ী পরিবারও নিজেদের মতো করে বৈশাখের আলাদা এক ধরনের আনন্দে মেতে ওঠেন।

বরিশাল:

প্রায় ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ উপলক্ষে নগরীর ব্রজমোহন বিদ্যালয় মাঠে ব্যাপক কর্মসূচি রেখেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ। তারা সকাল সাড়ে ছয়টায় প্রভাতী অনুষ্ঠান করবে। প্রভাতী অনুষ্ঠানের পরপরই থাকে রাখি বন্ধন, ঢাক উৎসব ও ৮টায় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা।

মঙ্গল শোভাযাত্রা ব্রজমোহন বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নগর প্রদক্ষিন শেষে আবার ব্রজমোহন বিদ্যালয় মাঠেই শেষ হয়। বছরের পর বছর ধরে সে ধারাই চলে এসেছে। এ ছাড়া সকালে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

 

বাংলা ইনসাইডার



মন্তব্য করুন


কালার ইনসাইড

অপু-বুবলী থেকে রক্ষা পেতে নতুন কৌশলে শাকিব

প্রকাশ: ১১:০২ পিএম, ১১ মে, ২০২৪


Thumbnail

কদিন ধরেই তৃতীয় বিয়ের খবর চাউর হয়েছে শাকিব খানের। চলতি বছরেই না কি বিয়ে করে থিতু হবেন ঢাকাই সিনেমার কিং। যদিও অপু বিশ্বাসকে বিয়ের পরেও বহু বছর নিজেকে কুমার দাবি করেছিলেন শাকিব। বিয়ের খবর সামনের আসার পর জানা গেল শাকিবের সন্তানের মাও হয়েছেন ঢাকাই সিনেমার কুইন। তেমনি ঘটে বুবলীর ক্ষেত্রেও। তিনিও শাকিবের সন্তানসহ প্রকাশ্যে আসেন।

এদিকে শাকিবের জন্য ডাক্তার পাত্রী খোঁজার বিষয়টি তার পারিবারিক সূত্র দিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ করে আসছে। সূত্রের খবর, এখনো ডাক্তার পাত্রীর সন্ধান পাননি এই সুপারস্টার।

মূলত অপু-বুবলীর টানাটানিতেই বিরক্ত হয়ে শাকিবের পরিবার নায়কের জন্য পাত্রী খুঁজছেন। তবে শাকিব যে বিয়ে করবেন বিষয়টি অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে পাত্রীকে যে ডাক্তারই হতে হবে এমন কোনো ধরাবাঁধা সিদ্ধান্ত নেননি নায়ক। তিনি মূলত সাংসারিক পাত্রী খুঁজছেন। এটা নায়কের পরিবারের চাওয়া।

এদিকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত দন্ত চিকিৎসক হওয়ায় কিছু ইউটিউবার নায়িকাকে প্রশ্ন করেন তিনিই কী শাকিবের সেই ডাক্তার পাত্রী কি না। প্রশ্ন শুনেই নায়িকাকে সোনায় সোহাগা মনে হয়েছে। তার জবাবে স্পষ্টই বোঝা যায় এমন গুঞ্জন চলতে থাকলে মিষ্টির কোনো আপত্তি নাই। ক্যারিয়ারে ১ যুগ শীর্ষে থাকা এই নায়ক ব্যক্তিজীবন গোছানোর জন্য কোন পাত্রীকে বেছে নেন তা সময়ই বলে দেবে।


শাকিব খান   অপু   বুবলী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তুফান সিনেমায় শাকিব খানকে নিয়ে হাজির মিমি

প্রকাশ: ০৪:৪৫ পিএম, ১১ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। তাতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এরই মাঝে শনিবার (১১ মে) মিমি ছবির পোস্টার প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরইমধ্যে নজর কেড়েছে ভক্তদের। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ঢালিউড চিত্রনায়ক শাকিব খানকে জড়িয়ে ধরে আছেন মিমি চক্রবর্তী।

প্রথমবারের মতো শাকিব বাদেও ‘তুফান’ সিনেমায় কোনো নায়িকাকে আবিষ্কার করে ভক্তরাও খুশি হয়েছেন। তারা আশা করছেন, টলিউডের এই অভিনেত্রীর সঙ্গে ঢালিউড সুপারস্টারের রসায়ন পর্দায় জমিয়ে উপভোগ করা যাবে।

এর আগে ‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিধ্বংসী লুকের পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। যেখানে প্রেক্ষাগৃহে ঝড় তোলার আগাম পুর্বাভাস দিয়ে রেখেছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। তুফানের মাত্র ৮১ সেকেন্ডের টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। অনেকেই বলেছেন, যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার ‘তুফান’। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

এদিকে এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। ‘তুফান’ এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন- কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা।’


শাকিব   মিমি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সন্তানের দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের জীবন ওলটপালট

প্রকাশ: ০১:২০ পিএম, ১১ মে, ২০২৪


Thumbnail

একমাত্র সন্তান কুমার নিবিড়ের দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের কোনো কিছুই আর পরিকল্পনার মধ্যে নেই। হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়তে থাকা একমাত্র সন্তানের পাশে থাকতে ১৪ মাস ধরে স্ত্রীসহ কানাডায় এখন তাঁর ঘরবাড়ি। সেখানে সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন তাঁর একমাত্র সন্তান কুমার নিবিড়। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। দীর্ঘ ১৪ মাস কুমার বিশ্বজিৎ ছিলেন সুরের বাইরে।

গত ১৮ এপ্রিল কয়েক সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন তিনি। এবার এসে তাঁর মঞ্চের বিরতি ভেঙেছে। ঢাকার একটি মঞ্চে বৃহস্পতিবার (৯ মে) গাইলেন তিনি।

মঞ্চই তাঁর ঘরবাড়ির মতো ছিল। স্টুডিও ছিল সবচেয়ে প্রশান্তির জায়গা। মঞ্চে গান গাইতে আজ ঢাকায় তো কাল চট্টগ্রাম বা রাজশাহী। আবার কখনো আমেরিকা–ইউরোপের কোনো দেশ-এভাবেই চলছিল দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জীবন। চার দশকের সংগীতজীবনে রুটিনটা ছিল এ রকমই।

হঠাৎ একটি দুর্ঘটনা যেন মুহূর্তেই সব হিসাব–নিকাশ পাল্টে দেয়। কানাডায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ছেলে কুমার নিবিড় মারাত্মকভাবে আহত হন। এর পর থেকে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হন কুমার বিশ্বজিৎ। ১৪ মাস ধরে এমন অবস্থা চলছে। সন্তানের মুখে বাবা ডাক শোনার প্রহর গুনছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাবা কুমার বিশ্বজিৎ। আশায় বুক বেঁধেছেন বাবা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড়কে এখন চেয়ারে বসানো যাচ্ছে। চোখ মেলে তাকিয়ে মা–বাবাকে দেখছেনও।

ছেলের অসুস্থতার খবর শুনে কানাডায় ছোটার আগে কুমার বিশ্বজিৎ স্টেজ শো নিয়ে খুব ব্যস্ত ছিলেন। সারা দেশের স্টেজ শোতে তাঁর চাহিদাও সমসাময়িক শিল্পীদের চেয়ে বেশি। এদিকে এপ্রিলের আগেও একবার যখন কানাডা থেকে কয়েক দিনের জন্য ঢাকায় এসেছিলেন কুমার বিশ্বজিৎ, তাঁকে মঞ্চে গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়; কিন্তু মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে না পারায় মঞ্চে ফেরেননি। এবারও আসার খবর শুনে একাধিক আয়োজক প্রতিষ্ঠান কুমার বিশ্বজিতের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। কয়েকটি অনুষ্ঠান না করতে পারলেও গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বেসরকারি ব্যাংকের আয়োজন কোনোভাবেই না করতে পারেননি।

এদিকে কুমার বিশ্বজিতের মঞ্চে ফেরার খবরে বিনোদন অঙ্গনের অনেকে বেশ খুশি। তাঁদের মতে, চিরচেনা জগতে যদি তিনি ব্যস্ত থাকেন, তাহলে কিছুটা হলেও কষ্ট ভুলে থাকতে পারবেন। তবে বিশ্বজিৎ মনে করছেন, এটা কোনোভাবেই ভুলে থাকা সম্ভব নয়। তাঁর কাছে সবকিছু বিবর্ণ মনে হয়; ভুলে থাকার বৃথা চেষ্টা। পিতার অস্তিত্বটা এত বেশি যে তা সবকিছুকে ছাপিয়ে যায়।

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে কুমার বিশ্বজিৎ গণমাধ্যমকে বলেন, ‘শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে।'


সন্তান   দুর্ঘটনা   কুমার বিশ্বজিত  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বাংলাদেশের সিনেমার গর্ব ওরা তিন বোন

প্রকাশ: ১২:১৮ পিএম, ১১ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের সিনেমার গর্ব তিন বোন অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা। দাপটের সঙ্গে একসময় রুপালি পর্দায় অভিনয় করেছেন তারা। এখন চম্পাকে মাঝেমধ্যে দেখা গেলেও সুচন্দা ও ববিতা আছেন অভিনয় থেকে একেবারেই দূরে।

অভিনেত্রী ববিতা বলেন, ‘আমি অনেক দিন ধরেই কাজের বাইরে আছি। দেশ ও দেশের বাইরে থাকা হয়। অভিনয় আর করা হয় না। ভালো গল্প হলে কাজের ইচ্ছা আছে। এ ছাড়া আমাদের তিন বোনকে নিয়ে অনেকেই সিনেমা করার ইচ্ছা প্রকাশ করছে এখন। এটা এখন আর সম্ভব নয়। সবাই যার যার স্থান থেকে ব্যস্ত। তবে আমাদের ক্যারিয়ার নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করার।’

এ বিষয়ে চম্পা বলেন, ‘এখনই সময় এমন একটি তথ্যচিত্র নির্মাণের। আমার জন্য নয়, আমার দুই বোনের বাংলাদেশের সিনেমায় ব্যাপক অবদান রয়েছে। তাদের জন্য হলেও এমন একটি তথ্যচিত্র নির্মাণ করা দরকার বলে আমি মনে করি।’


সুচন্দা   ববিতা   চম্পা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বাবার পরামর্শে মান্নাত কেনার প্রস্তাব ফিরিয়েছেন সালমান খান

প্রকাশ: ১২:০০ পিএম, ১১ মে, ২০২৪


Thumbnail

মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড অভিনেতা শাহরুখ খানের শখের বাড়ি ‘মান্নাত’। শাহরুখ বাড়িটি কিনেছিলেন ২০০১ সালে। তখন তার নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। শাহরুখ ২০০৫ সালে বাড়ির নাম রাখেন ‘মান্নাত’ । তার আগে বাড়িটি কেনার প্রস্তাব পেয়েছিলেন সালমান খান। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে সালমান জানান, মান্নাত কেনার প্রস্তাব পাওয়ার কথা বাবা সেলিম খানকে জানিয়ে তার পরামর্শ চেয়েছিলেন। ছেলেকে সেলিম খান বলেন, ‌‘এত বড় বাড়ি নিয়ে করবে কী?’  বাবার এই কথাতেই আর ‘ভিলা ভিয়েনা’ কেনার আগ্রহ দেখাননি বলিউড ভাইজান।

শাহরুখের সাধের ‘মান্নাত’র এখন বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি। অবশ্য মান্নাত তার বিপুল সম্পত্তির একটি অংশ মাত্র। লন্ডনেও শাহরুখের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যার মূল্য ১৭২ কোটি টাকা। বলিউডের রোম্যান্স কিংয়ের দুবাইয়ের প্রাইভেট আইল্যান্ডে একটি বাড়ি রয়েছে। তার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা।


শাহরুখ   সালমান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন