কালার ইনসাইড

এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশের এত্তগুণ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৮ পিএম, ১৬ অক্টোবর, ২০১৯


Thumbnail

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’- এর চ্যাম্পিয়ন রাফাহ নানজীবা তোরসা। নভেম্বরে লন্ডনে অনুষ্ঠিতব্য ৬৯তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যাচ্ছেন তিনি। তার আগে নিজের সম্বন্ধে বললেন তিনি:

নামটা বেজায় সুন্দর:

রাফাহ্ নানজীবা মানে, যত ধরনের সুন্দর আছে সেগুলোর বিশেষণ। আর তোরসা মানে ‘পৃথিবী’। পুরো নামের অর্থ দাঁড়ায়, ‘সুন্দর পৃথিবী’। নামটা রেখেছিলেন তোরসার ফুফু ও বাবা রেখেছিলেন। এ বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় তুলেছেন।

জন্ম ও বেড়ে ওঠা:

সাংস্কৃতিক আবহে বড় হওয়া তোরসার গ্রামের বাড়ি কক্সবাজারে। তবে শৈশবের বেশিরভাগ সময় কেটেছে চট্টগ্রামে। বাবার পেশার খাতিরে তোরসার বেড়ে ওঠা চট্টগ্রামের শিল্পকলা এলাকায়।

পরিবারেই সংস্কৃতি চর্চা:

তোরসা নিজেই বললেন,‘আমি খুব ভাগ্যবান যে, এমন পরিবারের জন্মগ্রহণ করেছি। সত্যি বলতে, আমার বাবা ও মা দুজনই সংস্কৃতিমনা। বাবা অসংখ্য গান লিখেছেন। বাবার নাম শেখ মোর্শেদ। তিনি সংস্কৃতি চর্চা করলেও পেশায় চট্টগ্রাম কোর্টের আইনজীবী ছিলেন। ২০১৮ সালে বাবা মারা গেছেন। মা শারমিন মোর্শেদ এবং একমাত্র ছোট ভাই তুরাজ। আমি চট্টগ্রামে বড় হলেও আমাদের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়াতে।’ ২০১৪ সালে মারা গেছেন বাবা। উনি সমাজ সেবক ও সংষ্কৃতিমনা মানুষ ছিলেন। ২০১০ সালে একুশে বই মেলায় দুইটি উপন্যাসের বই প্রকাশ পেয়েছিল তোরসার বাবার। তিনি অজশ্র গান কবিতা লিখেছেন। পত্রিকাতে ওনাকে নিয়ে অনেক লেখালেখি এসেছে।  মা-ও একজন রবীন্দ্রসংগীত ও আবৃতি শিল্পী। পাশাপাশি উনিও আইনপেশায় আছেন।

এত পুরস্কার এত প্রাপ্তি:

পরিবার বা পরিচিতজনরাও জানে তোরসা কখনো দ্বিতীয় হন না। ২০০৮ সালে ‘লিটল মিস চিটাগাং’ প্রতিযোগিতায় প্রথম, ২০০৯ সালে চট্টগ্রাম বিভাগ থেকে লোকনৃত্যে বঙ্গবন্ধু জাতীয় শিশু–কিশোর প্রতিযোগিতায় প্রথম, সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিয়েছেন। ২০১০ সালে জাতীয় শিশুকিশোর প্রতিযোগিতায় ভরতনাট্যম নৃত্যে স্বর্ণপদক, বিদেশে মনিপুরী নাচের জন্যও পুরস্কার পেয়েছেন। ২০১০ সালে এনটিভি মার্কস অলরাউন্ডারে প্রতিযোগিতার হয়েছিলেন প্রথম রানারআপ। দুবার দেশকে বিদেশে উপস্থাপন করেছেন। এর মধ্যে একটি হলো ২০০৮ সালে দিল্লীতে আন্তর্জাতিক থিয়েটার উৎসব। অপরটি ত্রিপুরায় মনিপুরী নৃত্য উৎসব। শুধু তাই নয়, চট্টগ্রামের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তোরসা বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করেন। সেগুলো আলাপকালে বলে শেষ করতে পারছিলেন না তিনি।

গুনের শেষ নেই:

যখন বয়স সাড়ে তিন তখন থেকেই মঞ্চে উঠেছেন তোরসা। গান, নৃত্য, আবৃত্তি, অংকন, বিতর্ক প্রতিযোগিতার মত সব প্রতিযোগিতায় ছিল তার অংশগ্রহণ। এছাড়া থিয়েটার, মডেলিং, মূকাভিনয়ও করেছেন। আবৃত্তি সংগঠন ‘নরেন’ এবং থিয়েটার সংগঠন ‘ফেইম’ এর সাথে যুক্ত আছেন। সামাজিক সংগঠন লিও ক্লাব এবং রেডক্রিসেন্টেরও সদস্য।

অনুপ্রেরণা:

তোরসা বলেন,‘আমার এই পথচলায় বাবার অবদান সত্যি অন্যরকম। বাবা ২০১৪ সালে মারা যাওয়ার পর যখনই আমার মন খারাপ হতো বা ভালো কিছু পেতাম, উনার কবরে জিয়ারত করতাম। জীবনের অন্যতম বড় একটি প্রাপ্তির পর এখন পর্যন্ত তার কবরে যেতে পারিনি। আসলে ওটা চট্টগ্রামে। এখন ইন্টারভিউ দিতে হচ্ছে আর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল যেদিন থেকে হলো সেদিন থেকেই আমার লন্ডনে যাওয়ার প্রস্তুতি তৈরী হয়েছে। এই যে এখন কথা বলছি, তার আগেও বাবাকে মনে পড়ছিল। তার মেয়ে বলেই হয়তো এই অর্জনগুলো করা সম্ভব হয়েছে। আর অবশ্যই আমার মায়ের কথা বলব। তিনিও অক্লান্তভাবে আমার পাশে আছেন।’

মা-ই আমার সবচেয়ে আপন বন্ধু। এক ফুফুও ভীষণ উৎসাহ দিয়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ে ক্যাম্পাসও প্রেরণা হিসেবে কাজ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছেন তিনি। যখন সবাই জানতে পারলেন যে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশে সেরা ১২ জনের একজন হয়েছি সেখানে হৈ চৈ পড়ে গেল। ‘আমার ক্যাম্পাসের বন্ধুরা, বড় ও ছোট ভাইবোনেরা আমার জন্য ভোট চেয়েছেন। এটা আমাকে দারুণভাবে প্রেরণা দিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার পথে। ঠিক একইভাবে দেশবাসীর কাছে আমি সেই সমর্থন চাইব। এখনো অনেক পথ বাকি। এখন থেকে আমার যা প্রাপ্তি হবে সেটা বাংলাদেশেরও প্রাপ্তি। আমি জানি বাংলাদেশ অধীর আগ্রহে বসে থাকবে।’

পড়াশুনাতেও সেরা:

লেখাপড়াতেও মেধাবী তোরসা। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ‘জিপিএ ফাইভ’ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তোরসা। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন।

মিস ওয়ার্ল্ডে নাম লেখানো কেন?

তোরসা বলেন,‘এটাই একমাত্র প্রতিযোগিতা যেখানে বিউটি বলতে বাহ্যিক সৌন্দর্য নয়, আপনার মনটাও যে সুন্দর এবং সমাজকে আপনি কীভাবে সুন্দর করবেন, এসব কিছু! এগুলোকে গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়টি আমাকে খুব টানে। যার কারণে এই প্রতিযোগিতায় নাম লেখানো।’

ছিল বাদ পড়ার ভয়ও:

তোরসা বলেন,‘বারবার মনে হচ্ছিলো এই পর্ব থেকে বাদ পড়বো। সবাই কি বলবে! কারণ সেরা ১২-তে যারা ছিলেন তারা সবাই দারুণ। সেরা ছয় বাছাইয়ে যখন এক এক করে অনেকেই বাদ পড়ছিলেন। মনে হচ্ছিলো, এই বুঝি আমিও বাদ পড়ে গেলাম। এই বাদ পড়ার ভয় অনেকটা নার্ভাসও করে রেখেছিল।’

মূল পর্ব নিয়ে কেন আশাবাদি?

মিস ওয়ার্ল্ড এর মূল পর্বের প্রতিযোগিতা নিয়ে তিনি ভীষণ আশাবাদী। তার ভাষ্যে, ‘ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করা হয়, ‘এসডাব্লিউওটি’। এর পুরো রূপ হলো- স্ট্রেংন্থ, উইকনেস অপরচুনিটি ও থ্রেট। এই চারটা বিষয় নিয়ে আমি এগুতে চাই। আমার শক্তিশালী জায়গা হলো আত্মবিশ্বাস। এটাকে কাজে লাগাতে চাই। আর আমার দুর্বলতাগুলো নিয়ে কাজ করছি। এশীয় প্রতিযোগীর কিছু দুর্বলতা থাকে, আমি চেষ্টা করব, এগুলোকে কাটিয়ে উঠে আমার স্ট্রেংন্থকে আরও শক্তিশালী করতে।’

শোবিজে কাজ করেছেন এর আগেও:

তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতেও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন। বিজয় টিভির শো’র সঞ্চালনাও করেছেন, পাশাপাশি রেডিওতে কাজ করেছেন।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে ক্যারিয়ার গড়তে কোন মাধ্যমে কাজ করতে চান?

তোরসা বলেন, ‘মিস ওয়ার্ল্ড’ থেকে ফিরে আমি লেখাপড়া শেষ করবো। মিডিয়াতে কাজের ইচ্ছে একেবারে নেই তা কিন্তু না। কাজ করবো। তবে অবশ্যই এমন কাজ করবো যেন আমার ওই কাজগুলো সমাজে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে এবং আমার কাজগুলো খুব প্রমিনেন্ট হতে হবে। তবে আমার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই।’

বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

ধোনির বন্ধুর প্রেমে মজলেন কৃতি শ্যানন

প্রকাশ: ০৭:২৯ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বলিপাড়ার অন্দর মহলে শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধুর প্রেমেই নাকি মজেছেন তিনি।

জানা গেছে, কৃতির প্রেমিক লন্ডনের সফল শিল্পপতি কবীর বহিয়া। ঘটনাচক্রে হার্দিক পান্ডিয়ারও ভালো বন্ধু কবীর। সম্প্রতি একটি মাইক্রো ব্লগিং সাইটে ছড়িয়ে পড়ে কৃতি-কবীরের কয়েকটি ছবি।

সেখানে দেখা যায়, লন্ডনে জমিয়ে দোল উদযাপন করছেন এই জুটি। কবীরের বাবা লন্ডনের প্রথম সারির শিল্পপতি বলে জানা গেছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৃতি বলেন, আমার সঙ্গীকে এই রকম হতে হবে, ওই রকম হতে হবে এগুলো কী? দুজনের সবকিছু একই হতে হবে এমন তো কোনো মানে নেই।

অভিনেত্রী আরও বলেন, সঙ্গীকে কী রকম হতে হবে সেটা বলার অর্থ তার ওপর চাপ সৃষ্টি করা। যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা মন খুলে কথা বলা যায়, যার জন্য হাসতে পারা যায় সেই আসল সঙ্গী। অবশ্যই আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাকে। কোনো রকম ভণিতা ছাড়াই ভেতরের যে আসল মানুষটাকে দেখতে পাবে আমার কাছে সেই আদর্শ সঙ্গী।

বর্তমানে কৃতির ঝুলিতে রয়েছে দুটি হিট সিনেমা। শিগগিরই ‘দো পাত্তি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। তবে কি পেশার সঙ্গে এবার ব্যক্তিগত জীবনও খানিক গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে তার ভক্তদের মনে। এদিকে সম্পর্কের গুঞ্জন নিয়েও এখনও কৃতির তরফ থেকে কোনো বিবৃতি মেলেনি।

বলিউড   কৃতি শ্যানন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিশ্ব মা দিবসে সুখবর দিলেন ফারিয়া

প্রকাশ: ০৪:২৮ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

বিশ্ব মা দিবসেই ভক্তদের সুখবর দিলেন ফারিয়া শাহরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, মা হতে যাচ্ছেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় তার। এরপর গত বছরের জুলাইতে অভিনেত্রীর চার বছরের প্রেমের পরিণয় ঘটে। বিয়ে করেন তারা।

রোববার (১২ মে) বিশ্ব মা দিবসেই নিজের মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ফারিয়া। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি।’

ফারিয়ার কাছ থেকে এমন খবর পেয়ে বিনোদন অঙ্গনে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তাকে।

ফেসবুকে বিয়ের আনুষ্ঠানিকতার খবর জানালেও এ নিয়ে কোনো কথা বলেননি ফারিয়া। তবে বাগদানের পর দেশের একটি গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই রায়ানের সঙ্গে পরিচয় তার। চার বছর প্রেমের পর দুই পরিবারের সম্মতিতেই বাগদান সেরেছেন তারা।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। এরপর শুরু হয় তার শোবিজ যাত্রা। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র বাড়িয়ে দেয় তার পরিচিতি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া।

ফারিয়া শাহরিন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ভালো থাকুক পৃথিবীর সকল মা: পূজা চেরি

প্রকাশ: ০৩:০২ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

কয়েক মাস আগেই মা হারিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। মা হারানোর ব্যথা এখনো ভুলতে পারেননি । বিশ্ব মা দিবসে মায়ের শূন্যতা ও একরাশ অভিমান নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন তিনি।

পোস্টে মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে পূজা লিখেছেন, ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো, সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পরতে দিলে !! সারাজীবনই তো এই জল পরবে গো মা। কি করে থামাবো? উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি আর মনে রেখো তোমার হাতের লাঠিটা অনেক মিস করি অনেক অনেক অনেক।’

পেইজের পাশাপাশি ফেসবুক আইডিতেও একটি পোস্ট দিয়েছেন তিনি। এতে লিখেছেন, ‘আমি তো এতো ভেঙ্গে পরার মতো মেয়ে না। তবে আজকে কেন এতো ভেঙ্গে পড়ছি। ভালো থাকুক পৃথিবীর সকল মা।’ চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন পূজা চেরির মা ঝর্ণা রায়। 


পৃথিবী   মা   পূজা চেরি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নিজেকে সোনাক্ষীর মা দাবি বলিউড অভিনেত্রী রেখার

প্রকাশ: ১২:৫৫ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সর্বশেষ সিনেমা ডাবল এক্সএলের পর ওয়েব সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' এ ফরিদান ও তার মা রেহানার দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন।

বিখ্যাত অভিনেত্রী রেখা সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীর অভিনয়ের প্রশংসা করে নিজেকে সোনাক্ষীর দ্বিতীয় মা বলে অভিহিত করেছেন। সোনাক্ষীর মাকে রেখা বলেন, ও আমার মেয়ে, আপনার মেয়ে নয়।

পিঙ্কভিলায় এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'- এর প্রিমিয়ারের সময় রেখা তার কাজের প্রশংসা করেছিলেন। এমনকি রেখা নিজেকে তার দ্বিতীয় মা হিসেবেও বলেন।’

রেখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোনাক্ষী বলেন, ‘রেখা ব্যক্তি হিসাবে অনেক সুন্দর। তার মতো একজনের কাছ থেকে মেয়ে ডাক শুনতে অবাক লেগেছে।’


সোনাক্ষী   রেখা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুক্তির আগেই আইন ভঙ্গ করেছে তুফান

প্রকাশ: ১১:৪৩ এএম, ১২ মে, ২০২৪


Thumbnail

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘তুফান’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। মুক্তির আগেই পুরোদমে চলছে এই ছবির শুটিং। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার। যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।

তবে এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মনীতির তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে ‘তুফান’ এমনটাই দাবি করছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে ‘তুফান’ ছবির টিজার। সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ, সেন্সর ছাড়পত্র বিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তিনি জানান, সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে ‘গুলশান’ সিনেমা হলে গতকাল ১০ মে দুপুর ১২টার শোতে দেখানো হয় ‘তুফান’ সিনেমার টিজার। বিষয়টি নজরে এসেছে তাদের।

খালেদা বেগম বলেন, ‘সেন্সর বিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্র বিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কি না সেটাও আমরা দেখছি। সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন। যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব।’

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প।


তুফান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন