কালার ইনসাইড

টিভিতে যত পহেলা ফাল্গুন- ভ্যালেন্টাইন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৫ এএম, ১৪ ফেব্রুয়ারী, ২০২০


Thumbnail

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। একটি বাঙালি সংস্কৃতি, অন্যটি সংস্কৃতির সঙ্গে মিশে গেছে; একটি প্রকৃতিকে বরণ করার আর অন্যটি আত্মার সঙ্গে সম্পর্কিত হওয়ার দিন- এবার দুই-ই মিলেমিশে একাকার। আর এ কারণে আনন্দও যেন দ্বিগুণ! এইদিনে দেখে নিন কেমন হবে টেলিভিশন অনুষ্ঠান। 

বিটিভি

চলচ্চিত্র ভালোবাসার রাজকন্যা (দুপুর ৩টা) : অভিনয়ে মৌসুমী হামিদ, শিপন মিত্র। পরিচালনা রাজু আলীম।

এটিএন বাংলা

ম্যাগাজিন পাঁচফোড়ন (রাত ৯টা ২৫ মিনিট) : উপস্থাপনা অভিনয়শিল্পী সাঈদ বাবু ও নাদিয়া। থাকবে গান ও মজার মজার নাট্যাংশ। নির্মাণে ফাগুন অডিও ভিশন।

সংগীতানুষ্ঠান মনের কথা (রাত ১০টা ৫০ মিনিট) : ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান। থাকবে ছয়টি গান।

চলচ্চিত্র টাইটানিক (রাত ১১টা ২৫ মিনিট) : বাংলায়। অভিনয়ে লিওনার্দো ডিকাপ্রিও, কেট উইন্সলেট। পরিচালনা জেমস ক্যামেরন।

চ্যানেল আই

গানে গানে সকাল শুরু (সকাল ৭টা ৩০ মিনিট) : গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা।

টেলিফিল্ম বর্ণ পরিচয় (বিকাল ৩টা ৫ মিনিট) : রচনা আওরঙ্গজেব, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে এফ এস নাঈম, জেসিয়া, মিলি বাশার, ফরহাদ মিলন।

চলচ্চিত্র পাসওয়ার্ড (বিকেল ৪টা ৫ মিনিট) : অভিনয়ে শাকিব খান, বুবলী, ইমন। পরিচালনা মালেক আফসারী। বিরতিহীন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

বইমেলা সরাসরি (সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট) : বিশেষ অনুষ্ঠান মা ভার্সেস বৌ (রাত ৭টা ৫০ মিনিট) : পরিচালনা তানিম রহমান অংশু।

বিশেষ পর্ব টু দ্য পয়েন্ট (৮টা ৩০ মিনিট)

একুশে টেলিভিশন

চলচ্চিত্র ভালোবাসা এক্সপ্রেস (দুপুর ৩টা) : অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। পরিচালনা সাফিউদ্দিন সাফি।

সেরা নারীর সেরা রান্না (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) : বিশেষ পর্ব। অতিথি আবিদা সুলতানা ও রফিকুল আলম।

বিয়ের রাজকন্যা (রাত ১০টা) : অতিথি স্বপ্নীল সজীব ও প্রমি।

কমেডি শো মামা ভাগ্নের বৈঠকখানা (রাত ১০টা ৩০ মিনিট) : বিশেষ পর্ব। অতিথি তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সেলিম। উপস্থাপনা জাহিদ হোসেন শোভন ও ইমতু রাতিশ।

নাটক মাটির ব্যাংকে ভালোবাসা (রাত ১১টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, স্নিগ্ধা মোমেন।

এনটিভি

সংগীতানুষ্ঠান ছুটির দিনের গান (সকাল ৮টা ২০ মিনিট) : গাইবেন লুইপা ও অপু।

ভালোবাসার অভিনয় (দুপুর ১২টা ২০ মিনিট) : অংশগ্রহণে টালিউড নায়ক জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।

টেলিফিল্ম মেমোরিজ (দুপুর ২টা ৩৫ মিনিট) : গল্প আফরান নিশো, চিত্রনাট্য আফরান নিশো ও অবয়ব সিদ্দিকী। পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন, মিলি বাশার, সাবেরী আলম।

নাটক যে শহরে ভালোবাসা নেই (রাত ৮টা ৪০ মিনিট) : রচনা মেজবাহউদ্দীন সুমন, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, চাষী আলম।

নাটক গজদন্তিনী (রাত ১১টা ১৫ মিনিট) : গল্প জোবায়েদ আহসান, চিত্রনাট্য ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন, আজিজুল হাকিম, মুনিরা ইউসুফ মেমী, মনোজ প্রামাণিক।

আরটিভি

নাটক হূদয় ভাঙা ঢেউ (সন্ধ্যা ৭টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনা মহিদুল মহিম। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী।

নাটক নোনা জলের ভালোবাসা (রাত ৯টা ২০ মিনিট) : পরিচালনা গোলাম মুক্তাদির। অভিনয়ে আব্দুন নূর সজল, সারিকা, ইন্তেখাব দিনার, আবুল হায়াত।

নাটক পরিপূরক (রাত ১০টা ১৫ মিনিট) : পরিচালনা শাফায়েত মনসুর রানা। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন।

বাংলাভিশন

নাটক ভ্যালেন্টাইন ডে ২০২০ (দুপুর ২টা ১০ মিনিট) : পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান, মারিয়া নূর।

নাটক আই হেট ইউ (দুপুর ৩টা) : রচনা ও পরিচালনা আসিফ ইকবাল জুয়েল। অভিনয়ে নাদিয়া নদী, শামীম সরকার।

নাটক প্রথম ভালোবাসা (বিকেল ৪টা) : রচনা সেতু আরিফ,

পরিচালনা হাসিব খান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির।

নাটক বিউটিফুল লায়ার (সন্ধ্যা ৬টা ২০ মিনিট) : রচনা আফনান শুভ, পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা।

নাটক আনটোল্ড স্টোরি (রাত ৯টা ৩০ মিনিট) : রচনা অপূর্ব, পরিচালনা প্রবীর রায়। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা।

নাটক ফিরে এসো রুবি (রাত ১১টা) : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন।

বৈশাখী

সকালের গান (সকাল ৮টা ২০ মিনিট) : গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

চলচ্চিত্র প্রেমের তাজমহল (সকাল ১১টা) : অভিনয়ে রিয়াজ, শাবনূর। পরিচালনা গাজী মাহবুব।

চলচ্চিত্র বিয়ের প্রস্তাব (দুপুর ২টা ৪৫ মিনিট) : অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। পরিচালনা এফ আই মানিক।

নাটক প্লে গার্ল (সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ও রাত ১১টা) : রচনা টিপু আলম মিলন, পরিচালনা রূপক বিন রউফ। অভিনয়ে নাদিয়া মিম, রাশেদ সীমান্ত, বড়দা মিঠু।

সংগীতানুষ্ঠান মিউজিক ট্রেন (রাত ৯টা) : গাইবেন তাহসান, সুস্মিতা আনিস, তানজীব সারোয়ার।

চলচ্চিত্র প্রেমের সমাধি (রাত ১২টা) : অভিনয়ে শাবনাজ, বাপ্পারাজ, অমিত হাসান। পরিচালনা ইফতেখার জাহান।

দেশ টিভি

সংগীতানুষ্ঠান প্রিয়জনের গান (দুপুর ৩টা) : সরাসরি গাইবেন ইবরার টিপু ও বিন্দু কনা দম্পতি।

ভ্যালেন্টাইন স্পেশাল কাছে আসার গল্প (রাত ৯টা ৪৫ মিনিট)

মাছরাঙা

সংগীতানুষ্ঠান ভালোবাসার গান (সকাল ১০টা)

টেলিফিল্ম ম্যারিজ ম্যাটেরিয়াল (সকাল ১১টা) : পরিচালনা খায়রুল পাপন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা।

ফোনোলাইভ কনসার্ট ইচ্ছে গানের দুপুর (দুপুর ২টা ৩০ মিনিট) : গাইবেন মনির খান। উপস্থাপনা দিঠি আনোয়ার।

নাটক ফানিমুন (রাত ৯টা) : রচনা গোলাম সারওয়ার অনিক, পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে এফ এস নাঈম, নাবিলা ইসলাম, মিশু সাব্বির।

টেলিফিল্ম বেঁচে থাকুক আমাদের ভালোবাসা (রাত ১০টা ৩০ মিনিট) : পরিচালনা মাহিদুল মাহিন। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন।

চ্যানেল নাইন

নাটক জেরিন-দ্য আনটোল্ড স্টোরি (রাত ১০টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা মাসুদ আল জাবের। অভিনয়ে তারিক আনাম খান, অহনা, ওয়াহিদ ইকবাল মার্শাল।

দীপ্ত টিভি

সংগীতানুষ্ঠান দীপ্ত প্রভাতি (সকাল ৭টা) : গাইবেন শাওন গানওয়ালা। উপস্থাপনা ত্রয়ী ইসলাম।

নাটক ভেরি রিসেন্টলি (সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট) : পরিচালনা মোস্তফা কামাল রাজ। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা।

নাটক মি অ্যান্ড ইউ-দ্য লাস্ট চ্যাপ্টার (রাত ১১টা) : রচনা ও পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে নিশো, তিশা, পলাশ।

নাগরিক টিভি

চলচ্চিত্র ফুল নেব না অশ্রু নেব (সকাল ৮টা) : অভিনয়ে শাবনূর, শাকিব খান, আমিন খান। পরিচালনা এফ আই মানিক।

চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা (সকাল ১১টা) : অভিনয়ে সালমান শাহ, শাবনূর, সোনিয়া। পরিচালনা এম এ খালেক।

চলচ্চিত্র ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (দুপুর ২টা ৪৫ মিনিট) : অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। পরিচালনা জাকির হোসেন রাজু।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নেকলেস ও রেড স্টোরি (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) : দুটিরই পরিচালক ইভান মনোয়ার।

সংগীতানুষ্ঠান  মিউজিক ক্যাফে (রাত ৯টা ৩০ মিনিট) : গাইবেন তপু।

চলচ্চিত্র বলব কথা বাসর ঘরে (রাত ১১টা ৩০ মিনিট) : অভিনয়ে শাবনূর, শাকিব খান। পরিচালনা শাহ মোহাম্মদ সংগ্রাম।

১৩ চ্যানেলে কাছে আসার অসমাপ্ত গল্প ২

দর্শকদের গল্প থেকে বাছাইকৃত সেরা তিনটি গল্প নিয়ে বানানো হয়েছে এবারের ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’র তিনটি নাটক। আজ রাত ৮টায় ১৩টি টিভি চ্যানেলে একযোগে পর পর প্রচারিত হবে নাটকগুলো- এটিএন বাংলা, চ্যানেল আই, একুশে টেলিভিশন, আরটিভি, বাংলাভিশন, দেশ টিভি, বৈশাখী, চ্যানেল নাইন, জিটিভি, মাইটিভি, এশিয়ান টিভি, দীপ্ত টিভি ও নাগরিক টিভিতে।

তিনটি নাটকের মধ্যে তোমার পাশে হাঁটতে দিও রচনা করেছেন আহমেদ সেজান, পরিচালনা অনম বিশ্বাস। অভিনয়ে খায়রুল বাসার ও সুনেরাহ বিনতে কামাল। শেষটা সবাই জানে রচনা করেছেন শাহনেওয়াজ মিঠু, পরিচালনা নুহাশ হুমায়ূন। অভিনয়ে সাফা কবির, জুনায়েদ। তোমার কাছেই যাবো রচনা করেছেন জেরিন তাসনিম মেধা, পরিচালনা তানভীর আহসান। অভিনয়ে সাইদ জামান শাওন ও আয়েশা খান।



মন্তব্য করুন


কালার ইনসাইড

ভারতের সবচেয়ে ধনী নায়িকা কে, কত তাঁর সম্পত্তির পরিমাণ

প্রকাশ: ১০:৫২ এএম, ১৪ মে, ২০২৪


Thumbnail

বলিউড কিংবা সাউথ ইন্ডাস্ট্রির নায়িকাদের কি সম্পত্তি আছে তা জানার আগ্রহ সবারই আছে। কারণ এই সব নায়িকাদের বিলাশবহুল জীবন-যাপন সবাইকেই আশ্চর্যন্বিত করে। ভারতের দক্ষিণী চলচিত্রের নয়নতারার কথায় ধরা যাক, তার নিজের প্লেন রয়েছে। তাই অনেকে ভাবেন তিনি বোধহয় ভারতের সবচেয়ে ধনী নায়িকা। আবার কারও কারও ধারণা আলিয়া বা দীপিকাই সবচেয়ে ধনী।

কিন্তু সাধারণ মানুষের এই ধারণা সম্পূর্ণ ভুল। ভারতের সর্বোচ্চ ধনী নায়িকার মুকুট এখনো সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের দখলে। সাবেক এই বিশ্বসুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি।

সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ আছে, ভারতের সবচেয়ে ধনী নায়িকা বচ্চন পরিবারের এই বৌমাই। তার সম্পদের পরিমাণ ৭৭৬ কোটি রুপি। প্রতি বছর শুধু মাত্র ব্র্যান্ড এনডরসমেন্ট থেকে ঐশ্বর্যর আয় হয় ৮০-৯০ কোটি। একদিনের কোন- ইভেন্টের জন্য তিনি নিয়ে থাকেন - কোটি।

তালিকার দুই নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার মোট সম্পদের পরিমাণ ৬২০ কোটি রুপি। ভারতের ধনী নায়িকাদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন আলিয়া ভাট। তার মোট সম্পদ ৫১৭ কোটি রুপি।

এই তালিকায় কারিনা কাপুর খান আছেন চতুর্থ স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৪৮৫ কোটি রুপি। এরপরের অবস্থানটি দীপিকা পাডুকোনের। এই অভিনেত্রী ৩১৪ কোটি রুপির মালিক।

এছাড়াও আনুশকা শর্মা (তার মোট সম্পত্তি ২৫৫ কোটি), মাধুরী দীক্ষিত নেনে (তার মোট সম্পত্তি ২৪৮ কোটির), কাজল (তার মোট সম্পত্তি ২৪০কোটির), ক্যাটরিনা কাইফ (তার মোট সম্পত্তি ২২৪ কোটির), শিল্পা শেঠি (তার মোট সম্পত্তি ১৫৮ কোটির), নয়নতারা (তার মোট সম্পত্তি ২০০ কোটির) রানি মুখার্জি (তার মোট সম্পত্তি ২০০কোটির)


ধনী নায়িকা   ঐশ্বরিয়া   সম্পত্তি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রেম করলে শরীর ও মন ভালো থাকে : অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী

প্রকাশ: ০৪:০৬ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। রাজ-মন্দিরার নতুন এই জুটি দর্শকরাও পছন্দ করেছে।

তারই রেশ ধরে এই জুটির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে শরিফুল রাজের সংসার ভাঙার পরে তাদের প্রেমের গুঞ্জনে নতুন বাতাস লেগেছে। বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন মন্দিরা।

যেখানে তিনি জানিয়েছেন, ব্যক্তিজীবনে প্রেমের সম্পর্কে আছেন। তবে কার সঙ্গে প্রেম করছেন সেটা ফাঁস করতে চান না। একইসঙ্গে এই অভিনেত্রী মনে করেন, প্রত্যেকের জীবনেই প্রেম থাকা উচিত।

মন্দিরা বলেন, ‘আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। প্রেম ছাড়া একজন মানুষ ভাল থাকতে পারে না। বাস্তব জীবনে আমারও প্রেম আছে। তবে এখন প্রেম করলেও বিয়ে করার ইচ্ছা নেই। বিয়ে করার জন্য পরিবার থেকেও চাপ নেই। তাই কাজেই পুরো মনোযোগ দিচ্ছি।’

এসময় রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘রাজ আমার অনেক ভালো বন্ধু। বন্ধু থেকে প্রেমিক অনেকেরই জীবনে হয়। তবে আমার জীবনে এমনটা হবে না। সে আমার ভালো বন্ধুই থাকবে।’

 

 


মন্দিরা চক্রবর্তী   শরিফুল রাজ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ছেলে আরিয়ানের নির্দেশনায় ওয়েব সিরিজে শাহরুখ খান

প্রকাশ: ০১:২৬ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

বলিউড বাদশাহ শাহরুখ খান। বি-টাউনের বাঘাবাঘা নির্মাতা তাকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন। এবার শাহরুখ একদমই নতুন নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ছেলে আরিয়ান খানের নির্দেশনায় ওটিটিতে দেখা যাবে তাকে।

অভিনয়ের থেকে আরিয়ান খানকে পরিচালনাই বেশি টানে। এ কথা আগেই জানিয়েছিলেন শাহরুখ পুত্র। বাবাকে নিয়ে এরই মধ্যে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এবার আর বিজ্ঞাপনে নয়। শাহরুখকে দেখা যাবে আরিয়ানের পরিচালনায় ওয়েব সিরিজে, যা হতে যাচ্ছে তার প্রথম ওয়েব সিরিজ।

গণমাধ্যমটির সূত্রমতে, সিরিজটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন এডিটিংয়ের পালা। সিরিজে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সিরিজের নাম স্টারডম। শাহরুখের চরিত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি।

আরিয়ান খান তার প্রথম সিরিজের জন্য বেশ কয়েকবার খবরে উঠে এসেছেন। সম্প্রতি ববি দেওলও তার প্রোজেক্টে এন্ট্রি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, এ সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববিকে। তার একটি অভিনব ভূমিকাও থাকবে। যেটি একজন সাধারণ মানুষ যা ভাবেন, তার থেকে একেবারেই আলাদা।


আরিয়ান   ওটিটি   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

দর্শকের জন্যই বারবার ফিরে আসি: অভিনেত্রী রিচি

প্রকাশ: ০১:১৪ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা তিনি। এখন সংসার-সন্তান নিয়েই তার ব্যস্ততা। তবে সুযোগ পেলেই ফিরে আসেন দেশে। সময় কাটান সহকর্মীদের সঙ্গে। সম্প্রতি মা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হন রিচি।

মা দিবস নিয়ে শুরুতেই রিচি বলেন, ‘বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবীর সব মাকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। তাদের জন্যই আজ পৃথিবী এত সুন্দর। প্রতিটি সন্তানের সফলতার পেছনেই মায়েদের অবদান রয়েছে। তাই এমন একটি দিনে আমার মাকেও আমার কাজের জন্য সম্মানিত করা হয়েছে। যার জন্য আমি গর্বিত।’

অনেকদিন ধরেই রিচির নতুন কোনো কাজ নেই। তবে ভালো কাজ হলে অবশ্যই তা করবেন তিনি। এমনটা জানিয়ে রিচি আরও বলেন, ‘ভালো গল্প হলে অবশ্যই কাজ করব। আমার পছন্দ হলেই আমি কাজ করি, যা আগেও বলেছি। কারণ দেশের মানুষ আমাকে অভিনয়ের মাধ্যমে চেনে। দূরে থাকলেও দর্শকের সঙ্গে আমার আত্মার একটি যোগাযোগ রয়েছে। সে কারণেই সুযোগ পেলে দেশের দর্শকের জন্য বারবার ফিরে আসি আমি।’

রিচি সোলায়মান নব্বই দশক থেকে একাধারে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে দেশ ও দেশের বাইরে নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন। সব মিলিয়ে ২০টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেকুর রহমানকে বিয়ে করেন রিচি সোলায়মান। এরপর থেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।


অভিনেত্রী   রিচি   সোলায়মান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তারকাদের সঙ্গে ছবি তুলেই লক্ষ রুপি আয় ওরির

প্রকাশ: ১২:৩৮ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

মাত্র দু’বছরের মধ্যে বলিপাড়ার তারকাদের ‘নয়নের মণি’ হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলি খান, অনন্যা পাণ্ডে, এমনকি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের পাশেও দেখা গেছে ওরিকে।

তিনি ছবিতে অভিনয় করেন না। শুধু ছবি তোলেন। তার সঙ্গে ছবি নেই, ভারতে এমন তারকা খুঁজে পাওয়াই দুষ্কর!  তারকাদের সঙ্গে ছবি তুলেই নাকি লক্ষ লক্ষ রুপি উপার্জন করেন তিনি! সেই অর্থের অঙ্কটা নাকি দৈনিক ২০-৩০ লাখ আবার কখনও কখনও ৫০ লাখ ছোঁয়।

বলিপাড়ার যেকোনও পার্টি হোক, কিংবা বিয়েবাড়ি অথবা জন্মদিন, ওরি ছাড়া যেন অনুষ্ঠান অসম্পূর্ণ। নেটপাড়ায় তিনি পরিচত মুখ। তার নিত্যনতুন দামি পোশাক কিংবা ফোনের কভার অথবা চুলের ছাঁট নিয়ে নেটিজেনদের উৎসাহ রয়েছে। পাশপাশি, অনেকেরই কৌতহূল রয়েছে তার আয়ের উৎস নিয়ে।

সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসে তিনি জানান, ছবি তুলেই নাকি লক্ষ লক্ষ টাকা আয় করেন তিনি। করণ জোহরের এজেন্সি তার কাজ দেখাশোনা করে। তবে সিনেমা করতে রাজি নন তিনি। অতো খাটাখাটনি করতে পারবেন না, সাফ কথা এই তারকার।

স্রেফ তারকাদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্ট করেই নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। ওরির কথায়, ‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি, আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই। এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি ২০-৩০ লক্ষ টাকা রোজগার করি। তা ছাড়া আমাকে বিয়েতে লোকে ডাকেন। তাদের বিয়েতে ছবি তোলার জন্য ১৫-২০ লক্ষ টাকা দেন।’ সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে নাকি বাড়ে টাকার অঙ্ক! পাশপাশি, ওরি এ-ও জানান শুধুই কাজ নয়, মানুষকে আনন্দ দিতেও চান তিনি।


তারকা   রুপি   ওরি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন