কালার ইনসাইড

সপ্তাহের বড় চমক ‘সিক্রেট সুপারস্টার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২১ পিএম, ১৯ অক্টোবর, ২০১৭


Thumbnail

দিওয়ালিতে বলিউডও আটঘাট বেঁধে নামে। এমন কিছু সিনেমা উপহার দেয় যেন উৎসবটা নতুন মাত্রা পায়। তারই ধারাবাহিকতায় এবার ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘গোলমাল এগেইন’ নামে দুটি আলোচিত সিনেমা মুক্তি পাচ্ছে। অপরদিকে বাংলাদেশে মুক্তি পাচ্ছে একটি মাত্র সিনেমা ‘দুলাভাই জিন্দাবাদ’। হলিউডেও রয়েছে কিছু আলোচিত সিনেমা-

বলিউড দেখবে ‘সিক্রেট সুপারস্টার’ ম্যাজিক

এক কথায় উত্তর ছবিটি আমির খানের প্রডাকশনের। একটি অতিথি চরিত্রেও তাকে দেখা যাবে। আমির খান প্রোডাকশনসের সাফল্যগাথা ইতিহাসটা তাহলে কিছু জানুন, ২০০১ সালে অভিনেতা আমির খান প্রযোজক বনে যান। প্রযোজক আমির খানের প্রথম পদক্ষেপ আশুতোষ গোয়ারিকরের `লাগান`। ছবিটি দেশের প্রায় সব অ্যাওয়ার্ড বা সম্মাননা জয় করে গণ্ডি পেরিয়ে অস্কারেও টক্কর দিয়েছে শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবির কাতারে।

২০০৭ সালে আসে ‘তারে জামিন পার’।  এই ছবির মাধ্যমে প্রযোজকের পাশাপাশি পরিচালনার খাতায়ও নাম লেখান আমির খান। ২০০৮ সালে `জানে তু ইয়া জানে না`। এরপর একে একে `ধোবি ঘাট`, `দিল্লি বেলী`, `তালাশ`, এই প্রযোজনা প্রতিষ্ঠানের সর্বশেষ মুক্তিপাপ্ত ছবি `দঙ্গল`। মুগ্ধতার রেশ কাটেনি এখনও, তবু আয়ের হিসাবটা দুই হাজার কোটি ছাড়িয়েছে। আর আমির খান প্রোডাকশনসের এবারের চমকের নাম `সিক্রেট সুপারস্টার`, মুক্তি পাচ্ছে আজ অর্থাৎ ১৯ অক্টোবর।

`সিক্রেট সুপারস্টার` তাহলে কি ম্যাজিক রাখছে? স্বয়ং অমিতাভ বচ্চন উৎসাহ প্রকাশ করেছেন। আমির বললেন ‘দঙ্গল’র চেয়েও স্পেশাল কিছু। সমলোচকরা প্রশংসায় ভাসাচ্ছেন। সব সমলোচকদের একসঙ্গে এমন প্রশংসা খুব কম ছবির কপালেই জোটে।

ছবিতে ১৪ বছরের গান পাগল একটি মেয়ে। তার স্বপ্নপূরণের গল্প দেখা যাবে। এই মেয়ের স্বপ্নপূরণের সারথী হিসেবে দেখা যাবে আমির খানকে। কিন্তু ঝামেলা বাধবে, মুসলিম পরিবারের একটি মেয়ের সঙ্গীতশিল্পী হওয়ার পথে যে বাধা। মেয়েটি বাবা মাকেও সঙ্গে পায় না। গানপাগল মেয়েটি তখন বোরখায় নিজেকে লুকিয়ে ইউটিউবে গানের ভিডিও আপলোড করে। একটা সময় সে ইউটিউব তারকা হয়ে ওঠে। তখন আমির খানের নজরে আসে মেয়েটি। তার ভিডিও আমির খান শেয়ার করে। তার ভিডিও দেখতে মানুষকে উৎসাহিত করে। তারপর মেয়েটিকে স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমির খান। ছবিটিতে এই মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন দঙ্গল কন্যা জায়রা ওয়াসিম। `দঙ্গল` ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা।

`সিক্রেট সুপারস্টার` ছবির নির্মাতা অদ্ভেদ চন্দন ছিলেন আমির খানের ম্যানেজার। তাই বলে সহজেই যে মিষ্টার পারফেকশনিস্টকে ম্যানেজ করতে পেরেছেন তা কিন্তু নয়।

কীভাবে তিনি ম্যানেজ হলেন এক সাক্ষাৎকারে তার বর্ননা দিলেন আমির ‘ অদ্ভেদ প্রমানিত নয়, তবে প্রতিভাবান তার গ্যারান্টি আমি দিচ্ছি। তবে প্রতিভাবান স্বপ্নদ্রষ্টা হলেই যে ভাল ছবি বানাতে পারবে এমনটা নয়। এ ক্ষেত্রে আমি নিজের মতো করে একটা পরীক্ষা নিলাম। বিশেষত নতুন পরিচালকদের সঙ্গে কাজ শুরুর আগে যা হয়। তাদের বলি, চিত্রনাট্য থেকে কয়েকটা দৃশ্য পরিচালনা করে আমাকে দেখাতে। এডিটিং জানে কি-না, অভিনেতাদের দিয়ে কাজটা করিয়ে নিতে পারে কি-না- এগুলো দেখতে চাই। অদ্ভেদের ক্ষেত্রেও তা করেছিলাম। আমাকে আশাতীত মুগ্ধ করেছে। সুতরাং লগ্নি করতে আমার কোন ভয় ছিল না। কিন্তু সেটাই ফাইনাল ছিল না। আমাকে ম্যানেজ করাই যে ভাল কিছু এমনটা নয়। যখন ও ফাইনালি ছবিটা দেখালো আমাকে। ওয়াও!এখন আমি গ্যারান্টেড`

ছবি নির্মাণ শেষ করে তো আমির চুপ থাকার মানুষ নয়। ‘ঠগস অব হিন্দুস্থান’ ছবির শুটিং বন্ধ রেখেছেন। ধুন্দুমার প্রচারণা চালাচ্ছেন আমিরিও কৌশলে। আমিরের কথা অনুযায়ী `সিক্রেট সুপারস্টার` যদি দুইহাজার কোটি রুপি ছাড়ানো ‘দাঙ্গাল’র থেকেও বড় হয়, তাহলে বুঝুন, বক্স অফিসে এই ছবি কেমন ঝড় তুলতে যাচ্ছে!

‘গোলমাল এগেইন’ পাকাতে পারে গোলমাল

পরিচালক রোহিত শেঠীর ‘গোলমাল এগেইন’ যে বক্স অফিসে হাসবে তা বলাই বাহুল্য। ভরপুর বন্দোবস্ত করে রেখেছেন জনপ্রিয় এই পরিচালক। এবার তিনি ভুতদের নিয়ে আসছেন। প্রতি বারের মতো গোপাল-লক্ষ্মণদের পাগলামো তো রয়েছেই, সেই সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে ভূতুড়ে কাণ্ডকারখানা। যে ভূতকে কিনা কোল্ড ক্রিম-এর মন্ত্র পড়ে বশ করার চেষ্টা করছেন টাবু। কিন্তু আয়ত্তে আসার বদলে উল্টো সে ঢুকে বসে তুষার কাপুরের শরীরে।

চমকপ্রদ তথ্য হলো- গত তিন মৌসুমে কথা না বলা তুষারের মুখে এবার কথাও শোনা যাবে। শুধু কমেডি নয়, পাশাপাশি থাকবে অ্যাকশন। এবারের পর্বেও দেখা যাবে গাড়ির সেই স্ট্যান্ট।

ছবিতে প্রতিবারের মতো এবারও দেখা যাবে, অজয় দেবগণ, আরসাদ ওয়ারসি, কুনাল খেমু, শ্রেয়াস তালপাড়ে ও তুষার কাপুরকে। তবে এবার নতুন যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী টাবু ও পরিণীতি চোপড়া। আগামীকাল অর্থাৎ ২০ অক্টোবর বলিউড মাতাতে আসছে এ ছবিটিও।

হলিউড মাত করবে -

`দ্য স্নোম্যান’

ইয়ো নেসবারের সৃষ্ট চরিত্র গোয়েন্দা হ্যারি হোল বেশ জনপ্রিয়। বইয়ের পাতা থেকে হ্যারিকে এবার রুপালি পর্দায় নিয়ে আসছেন পরিচালক টমাস আলফ্রেডসন। আর এই ছবির মধ্য দিয়ে ছয় বছরের বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন ‘টিংকার টেইলর সোলজার স্পাই’ খ্যাত এই পরিচালক। ব্রিটেন ও চীনের যৌথ প্রযোজনায় ‘দ্য স্নোম্যান’ চলচ্চিত্রটি তৈরি হয়েছে একই নামের হ্যারি হোল সিরিজের সপ্তম বই অবলম্বনে।

`এক্স-ম্যান’ সিরিজে ম্যাগনিটো কিংবা স্টিভ জবসের ভূমিকায় অভিনয় করা মাইকেল ফাসবেন্ডার বর্তমান সময়ে বেশ আলোচিত অভিনেতা। বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। তিনি ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।

`দ্য কিলিং অব অ্যা স্যাক্রেড ডিয়ার`

আগামীকাল মুক্তি পাচ্ছে `দ্য কিলিং অব অ্যা স্যাক্রেড ডিয়ার`। এ ছবিটি নিয়েও রয়েছে হলিউড মহলে প্রত্যাশা। গ্রিসের নির্মাতা ইওরগোস লানটিমস পরিচালিত এই ছবিতে  প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কলিন ফেরেল। এ ছাড়াও অভিনয় করেছেন তিন শিশুশিল্পীর্ যাফি ক্যাসিডি, সানি সুলজিচ ও ব্যারি কিওগ্যান।

`দ্য কিলিং অব অ্যা স্যাক্রেড ডিয়ার` ছবির গল্প প্রখ্যাত সার্জন স্টিফেন মারফিকে ঘিরে। এ চরিত্রে অভিনয় করেছেন কলিন ফেরেল। আর নিকোল অভিনয় করেছেন স্টিফেনের স্ত্রী মারফির ভূমিকায়। যিনি পেশায় একজন চক্ষু চিকিৎসক। গল্পে দেখা যায়, স্টিফেন এক তরুণকে দত্তক নেন। কিন্তু এক সময় দত্তক নেওয়া সন্তানটি মারফির বিরুদ্ধে যায়। এভাবেই এগিয়ে চলে ছবির গল্প। ছবিটি ৭০তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয়। এদিকে সম্প্রতি এমি অ্যাওয়ার্ড জিতলেন এই অভিনেত্রী। এর আগে অস্কার, গোল্ডেন জ্ঞ্নোব, বাফটা অ্যাওয়ার্ড পেলেও এমি অ্যাওয়ার্ড তার কাছে অধরাই ছিল। পরে এমি জিতে দারুণ উচ্ছ্বসিত এই তারকা। টিভি চ্যানেল এইচবিওর `বিগ লিটল লাইস` লিমিটেড সিরিজে স্বামীর হাতে নির্যাতনের শিকার এক স্ত্রী ও মায়ের চরিত্রে অভিনয় করে প্রথমবার এমি পেলেন নিকোল কিডম্যান।

ঢালিউডের একমাত্র ছবি`দুলাভাই জিন্দাবাদ’

আগামীকাল সারাদেশে মুক্তি পাচ্ছে মমতাজুর রহমান আকবর পরিচালিত `দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। ছবির নাম ভুমিকায় অভিনয় করেছে ডিপজল। ছবির অন্যান্য চরিত্রে আছেন মৌসুমী, বিদ্যা সিনহা মীম ও বাপ্পী।



বাংলা ইনসাইডার/এমআরএইচ/জেডএ 

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ঢাকাই সিনেমায় অভিনয় করতে চাইলেন নাসিরুদ্দিন শাহ

প্রকাশ: ০৯:০৯ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। উৎসবে চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ’র ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে ‘কান ক্লাসিকে’।

চার যুগ আগে ‘মন্থন’ সিনেমায় অভিনয় করেছিলেন এই তারকা। যেটি ছিল অভিনেতার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে এই বিভাগে ঠাই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

এই শ্যাম বেনেগালই নির্মাণ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এই অভিনেতার অভিনয় বেশ মনে ধরেছে বলিউডের বিখ্যাত এই তারকার।

নাসিরুদ্দিন শাহ বলেছেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমাটি আমি দেখেছি। খুবই ভালো সিনেমা। তবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি (শুভ) অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি সিনেমাটি উপভোগ করেছি। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’

এ সময় বাংলাদেশে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি কখনো বাংলাদেশে সিনেমা করার অফার পাইনি। পেলে খুব খুশি হতাম। যদিও আমি দুইবার গিয়েছি সেখানে থিয়েটারে পারফর্ম করতে। কিন্তু সিনেমাটা করা হয়নি। বাংলাদেশের নির্মাতাদের জন্য আমার দরজা সব সময় খোলা।’


ঢাকা   সিনেমা   অভিনয়   নাসিরুদ্দিন শাহ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না: শাহরুখ খান

প্রকাশ: ০৭:৫১ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এক পয়সাও নেন না বলিউডের এই বাদশাহ। ভারতের সাংবাদিক রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তিনি। যেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।

ভিডিওটিতে শাহরুখের কাছে প্রশ্ন রাখা হয়, ‘সিনেমায় অভিনয়ের জন্য আপনার পারিশ্রমিক কেমন?’। উত্তরে শাহরুখ বলেন, ‘আমি বিভিন্ন শো’র জন্য পারিশ্রমিক নেই, এন্ডোর্সমেন্টের জন্য নেই, লাইভ শো’র জন্য নেই। কিন্তু কখনোই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না। গেল ২০ বছরে কোনো নির্মাতা এই কথা বলতে পারবে না যে, আমি সিনেমায় অভিনয়ের জন্য তাদের কাছে অর্থ চেয়েছি। আমি নির্মাতাদের বলি- আপনারা সিনেমায় আমাকে নিন। যদি লাভ হয় আমাকে দিয়েন। না হলে আমাকে দেওয়ার প্রয়োজন নেই।’

এমন উত্তরের পর তার কাছে জানতে চাওয়া হয়, ‘তাহলে তার আয়ের উৎস কী?’। এ সময় অভিনেতা আরও বলেন, ‘সিনেমায় অভিনয়ের জন্য আমি পারিশ্রমিক না নিলেও আমি সিনেমার বাইরে এত কাজ করি যে, তা দিয়েই আমার সংসার চলে যায়। কারণ সিনেমায় অভিনয় আমার কাছে পূজা করার মতো। এই কাজ করে আমি কখনোই পারিশ্রমিক নেই না।’


সিনেমা   অভিনয়   পারিশ্রমিক   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মারা গেছেন ডা. খোদেজা বেগম মৃধা

প্রকাশ: ০৫:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বিশিষ্ট ডা. খোদেজা বেগম মৃধা মৃত্যুবরণ করেছেন। গত রবিবার (১২ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত ডা. খোদেজা বেগম মৃধা কবি, সাহ্যিতিক ও গীতিকার জোবেদা খাতুনের জেষ্ঠ্য কন্যা ছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 

মরহুমার ভাই তবলা বাদক জাহাঙ্গীর মির্জা বাবুলের মহাখালীর নিজ বাড়িতে তার কুলখানি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কুলখানিতে দেশের বহু ব্যক্তিত্বদের মাঝে উপস্থিত ছিলেন মরহুমার ভাগনি আঁখি আলমগীর, কবি খোশনূর আলমগীর, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ডা. খোদেজা বেগম মৃধা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন