নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ২৬ নভেম্বর, ২০২১
সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং মাধ্যম হোয়াটসঅ্যাপ। গত কয়েক বছর ধরেই বার্তা আদান প্রদানের এই মাধ্যমটি নিয়ে নানা আলোচনা চলছিলো। তবে সেই হাওয়ায় বড়সড় ধাক্কা লাগে যখন হোয়াটসঅ্যাপ কে গ্রাহকের গোপনীয়তা বজায় না রাখতে পারার অভিযোগ সামনে আসে। এর পর ফেসবুকের প্রাইভেসি পলিসির কারণে একটা বৃহৎ অংশের গ্রাহক মেসেজিং মাধ্যমটি ছেড়ে চলে যায়। কমতে থাকে এক সময় একক আধিপত্য বজায় রাখা হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা।
এরপর থেকেই নিজেদের মেসেজিং মাধ্যমটিকে নানা ভাবে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এমনই একটি পদক্ষেপ হিসেবে নতুন কয়েকটি বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে এতে। সেগুলো কী কী?
মেসেজ ডিলিট করার সময়সীমা
এখন ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত পাঠানো মেসেজ ডিলিট করা যায় হোয়াটসঅ্যাপে। কিন্তু বদল আসছে এই সময়সীমায়। নতুন সময়সীমা হচ্ছে ৭ দিন ৮ মিনিট। তার মধ্যেই ডিলিট করা যাবে পাঠানো মেসেজ।
প্রোফাইল ছবি কারা দেখবেন
আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি কারা দেখবেন, তা ঠিক করতে পারেন আপনি নিজেই। তিনটি রাস্তা রয়েছে। কেউ দেখতে পাবেন না (নোবডি), সকলে দেখতে পাবেন (এভরিওয়ান), ফোনে যাদের নম্বর সেভ করা আছে, শুধু তারা দেখতে পাবেন (মাই কনট্যাক্টস)। এর সঙ্গে এ বার যুক্ত হচ্ছে নতুন একটি বিষয়। ফোনে যাদের নম্বর সেভ করা আছে, তাদের মধ্যে কয়েক জন বাদ দিয়ে বাকি সকলে দেখতে পাবেন ছবি (মাই কনট্যাক্টস... একসেপ্ট)।
ছবির সম্পাদনা
ছবি পাঠানোর আগে টুকটাক সম্পাদনা করা যায় হোয়াটসঅ্যাপে। ফোন কিংবা কম্পিউটার-দু’জায়গা থেকেই এই কাজ করা যায়। এবার ছবির সম্পাদনাতে জুড়ে যাচ্ছে আরও নতুন কয়েকটি বিষয়।
বানানো যাবে স্টিকার
এতদিন ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপের নিজস্ব স্টিকার বা থার্ড পার্টির তৈরি স্টিকার ব্যবহার করতে পারতেন। এবার থেকে তারা নিজেদের তৈরি করা স্টিকারও ব্যবহার করতে পারবেন এই মেসেজিং অ্যাপে।
মন্তব্য করুন
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে আইফোনের ১৩-এর পরবর্তী মডেল 'আইফোন ১৪'। বেশকিছু পরিবর্তন আসতে চলেছে এই সিরিজটিতে। তবে শোনা যাচ্ছে আইফোনের এই নতুন সিরিজ থেকে বাদ দেওয়া হবে আইফোনের ‘মিনি’ মডেলটি। আইফোনের ১৪ সিরিজটিতে থাকবে ৪ টি ফোন। আর সেগুলো হলো আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। প্রযুক্তিবিদদের মতে, দেড় দশকের ইতিহাস ভেঙে ক্যামেরা ফিচারে অবিশ্বাস্য আপগ্রেড আসতে পারে অ্যাপলের এই সিরিজে। আর তাই প্রতিবছরের মত এবারেও আইফোন প্রেমীদের মধ্যে আইফোনের নতুন এই মডেল নিয়ে চলছে ব্যাপক উৎসাহ। আর তাই আইফোনপ্রেমীদের জন্য বাংলা ইনসাইডারের আজকের আয়োজন।
আইফোন ১৪ এর এই মডেলের ১৪ ম্যাক্স-এ ৬.৭ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আইফোন ১৪-এর ফাঁস হওয়া ডিজাইন অনুযায়ী নতুন ফোনের ডিসপ্লের ওপর বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নিচে সেলফি ক্যামেরা কাট আউট দেখা গেছে। আইফোন ১৪-এর পেছনে তিনটি ক্যামেরার সঙ্গেই রয়েছে এলইডি ফ্ল্যাশ। আইফোনের এই নতুন ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে অ্যাপল কিছু না জানালেও ধারণা করা হচ্ছে প্রথমবারের মত আইফোনের ক্যামেরায় দেখা মিলতে পারে ৪৮ মেগাপিক্সেলের নতুন সেন্সর। তবে, আইফোনের সব মডেলে এই ফিচার না থাকার সম্ভাবনাই বেশি। এই ফিচারটি থাকতে পারে ১৪ সিরিজের আইফোন ১৪ প্রো ম্যাক্সে। এদিকে আইফোন ১৪ সিরিজের নতুন ‘আইফোন ১৪ প্রো’-তে থাকবে নতুন ‘হোল-পাঞ্চ + পিল ডিজাইন’। এছাড়াও আইফোনের ১৪ সিরিজের প্রো ভার্সনে র্যাম আপগ্রেড এর সম্ভাবনাও রয়েছে।
এবারের নতুন মডেলে আইফোন ১৩ এর মতো ‘নচ’ থাকলেও এটি হবে ৩০ শতাংশ ছোট। এবং নতুন ‘এ১৬ এসওসি’ থাকবে কেবল উচ্চক্ষমতার এবং ব্যয়বহুল ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্স মডেলের জন্য।
এছাড়াও ব্লুমবার্গ এর প্রতিবেদন বলছে আইফোন ১৪ এ 'অলওয়েজ-অন ডিসপ্লে' ফিচার আসতে যাচ্ছে অ্যাপল। তবে এই ফিচার শুধুমাত্র প্রো ও প্রো ম্যাক্স মডেলে আসবে।
বেটার ওয়াইফাই ও ৫জি কানেকশনের পাশাপাশি ব্যাটারি লাইফেও উন্নতি আসবে আইফোন ১৪ তে।
প্রতি বছরের মত নতুন চিপ নিয়ে আসবে নতুন আইফোন, এই বছরের আইফোনে থাকবে অ্যাপল এ১৬ বায়োনিক চিপ। তবে শুধু প্রো মডেলগুলোতে থাকার সম্ভাবনা বেশি। বাকিগুলোতে থাকতে পারে এ১৫ চিপ।
গত বছরের প্রো মডেলে থাকা ১২০হার্জ ডিসপ্লে ফিচারটিও আইফোন ১৪ তে থাকছে।
বিগত ২০২০ ও ২০২১ সালের আইফোনের মডেলগুলোতে দামের তেমন কোনো পার্থক্য ছিলো না। তবে এবার আইফোন১৪ মডেলটিতে যেহেতু কিছুটা পরিবর্তন আসছে তাই পূর্বের তুলনায় এবার কিছুটা দাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে আইফোন ১৪ সিরিজের প্রতিটি মডেলের দাম আগের ১৩ সিরিজের মডেলগুলোর চেয়ে ১০০ থেকে ৩০০ ডলার পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন
মন্তব্য করুন
ফেসবুক প্রোফাইল ছবি চুরি বন্ধ করবেন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো মডেলের ফোনটি৷ এই ফোনটি ধুলাবালি ও পানি পরিশোধন যোগ্য এবং হাতে গ্লাভস পড়েও ব্যাবহার করতে পারবেন যা অন্যসব স্মার্টফোনে করতে গেলে বাধার সৃষ্টি হয়। বলা যায় যারা একটু টেকসই ফোন খুজছেন তাদের জন্য দারুণ একটি ফোন এই স্যামসাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো। তাহলে চলুন বাজারে আসন্ন এই ফোনের স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে কিছুওটা ধারণা নিয়ে নেই-