নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ০৬ অগাস্ট, ২০২১
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি গ্রেপ্তার হওয়ার পর একাধিক ফেসবুক পোস্ট ও টুইটে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, বাংলাদেশের পুরুষ প্রধান সমাজ একজন মেয়েকে মাথা তুলতে দিতে চায় না। তিনি বলেছেন, পরীমনি পিরোজপুরের মত ছোট একটি জায়গা থেকে এসে রাজধানী ঢাকায় মাথা তুলে দাঁড়িয়েছিলো বলেই তাকে চক্রান্তের শিকার হতে হয়েছে। নিদারুন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্মৃতিমনি থেকে তার পরীমনি হয়ে ওঠাটা বাংলাদেশের পুরুষতান্ত্রিকতা মানতে পারে নি।
তার ফেসবুক পোস্ট ও টুইটে তসলিমা নাসরিন প্রশ্ন তোলেন, পুরুষরা বাড়িতে বসে মদ্যপান করলে তাদের স্মার্ট বলা হয় আর মেয়েরা বাড়িতে বসে মদ খেলে তারা বেশ্যা হয়ে যায়। বাড়িতে পার্টি করলে পুরুষদের ট্রেন্ডি বলা হয় আর নারীরা বেশ্যা হয়ে যায়? একজন পুরুষের একাধিক বান্ধবী থাকলে তাকে হট বলা হয় আর মেয়েদের একাধিক পুরুষ বন্ধু থাকলেই সে বেশ্যা হয়ে যায়?
তসলিমার অভিযোগ, বাংলাদেশে কোনো পুরুষ ভালো কোনো কাজ করলে তার তারিফ করা হয়, মেয়েরা একই কাজ করলে বলা হয়, দ্যাখ, কার সঙ্গে শুয়েছে। তসলিমা তার ফেসবুক পোস্টে বলেছেন, পরীমনি নিজের বাড়িতে যদি মদ খায়, নেশা করে, নগ্ন ছবিও তোলে তাহলে কারো কিছু বলার অধিকার নেই। সে যদি তার মেন্টর পুরুষ বন্ধুকে নিয়েও মদ খায় তাহলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কিছু থাকে না। আসলে মেয়েটির উত্থান পুরুষ প্রধান সমাজ মেনে নিতে পারছিল না।
উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র্যাব।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
ফেসবুকে একটি খবর অনেকে পোস্ট করেছেন। খবরের বিষয়টি সম্পর্কে সকলকে স্পষ্ট করা দরকার। আমি ২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ২১তম জাতীয় কাউন্সিলের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে কাজ করছি। সংগঠন সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা এবং তথ্য হালনাগাদ করা আমার সাংগঠনিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ....
রাজধানীর এক কলেজ শিক্ষিকা টিপ পরায় পুলিশ সদস্যের হেনস্তা করার ঘটনার প্রতিবাদে বিভিন্ন পর্যায়ের নারীরা কপালে টিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। জাতীয় সংসদেও ওই ঘটনা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শিক্ষামন্ত্রীও টিপ পরা ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন প্রতিবাদ...