নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১১ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২১
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিগারেট হাতে পোজ দেওয়া দুটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। এ ধরনের ছবি পোস্ট করার সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি পরীমনির এ ধরনের কাজের সমালোচনা করেছেন।
সোহেল তাজ লিখেছেন, ‘একজন সেলিব্রেটির কাছ থেকে এ রকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে......।’
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সোহেল তাজ এই পোস্টটি দেন।
গতকাল বৃহস্পতিবার রাতে পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন দুটি ছবি আপলোড করেন। সেখানে দেখা যাচ্ছে- সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিয়েছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে তিনি লিখেছেন- `সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর`।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
ফেসবুকে একটি খবর অনেকে পোস্ট করেছেন। খবরের বিষয়টি সম্পর্কে সকলকে স্পষ্ট করা দরকার। আমি ২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ২১তম জাতীয় কাউন্সিলের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে কাজ করছি। সংগঠন সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা এবং তথ্য হালনাগাদ করা আমার সাংগঠনিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ....
রাজধানীর এক কলেজ শিক্ষিকা টিপ পরায় পুলিশ সদস্যের হেনস্তা করার ঘটনার প্রতিবাদে বিভিন্ন পর্যায়ের নারীরা কপালে টিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। জাতীয় সংসদেও ওই ঘটনা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শিক্ষামন্ত্রীও টিপ পরা ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন প্রতিবাদ...