নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৮ এএম, ২১ নভেম্বর, ২০২১
বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবারে ভর্তি করাবার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার এখন পর্যন্ত তেমন কোনো উন্নতিই হয়নি। আসলে বর্তমানে তাঁর যে অবস্থা তাতে দেশে চিকিৎসার সুযোগ নাই বললেই চলে। জীবন বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতেই হবে। চিকিৎসকরা তাঁকে অনতিবিলম্বে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে নেয়ার পরামর্শ দিয়েছেন।
তাঁর রোগ ও শারীরিক অবস্থার কথা প্রচার করা না হলেও আমি সাংবাদিকতার কলাকৌশল প্রয়োগে বিভিন্নভাবে খোঁজ খবর করে নিশ্চিত হয়েছি যে, তিনি তাঁর পুরনো জটিল রোগগুলো ছাড়াও ডিকমপেন্স্যাটেড লিভার সিরোসিস-এ আক্রান্ত হয়েছেন। এটা সম্ভবতঃ NASH (Non alcoholic steato hepatitis) অর্থাৎ ফ্যাটি লিভার থেকে হয়ে থাকতে পারে। এখন এর দু`টি মাত্র চিকিৎসা: স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন থেরাপি এবং তাতেও কাজ না হলে লিভার ট্রান্সপ্লান্ট করা। এর কোনোটিই বাংলাদেশে সম্ভব নয় এবং করার সুযোগ নেই।
আমি যতদূর জেনেছি, শরীর থেকে রক্ত যেতে যেতে তাঁর হিমোগ্লোবিন একেবারে কমে গেলে এবং রক্তবমি হতে থাকলে তাঁকে এবার হাসপাতালে নেয়া হয়। ডাক্তারেরা এন্ডোস্কপি করে তাঁর লিভার সিরোসিস শনাক্ত করেন। তাঁর দেহে দফায় দফায় রক্ত দেয়া হয় এবং তাঁর বড় হয়ে যাওয়া রক্তনালী এন্ডোস্কপির মাধ্যমে Oesophageal Band ligation করা হয়েছে এবং সিসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর বেশি কিছু বাংলাদেশের ডাক্তারদের করার নাই বলেই জানানো হয়েছে।
বেগম জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং হার্ট, কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন। তিনি নিয়মিত চিকিৎসাধীন ও চিকিৎসকদের তদারকিতে ছিলেন। তাঁকে জেলে নেয়ার পর সব বন্ধ হয়ে যায়। উপযুক্ত চিকিৎসার অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে, তার অবস্থারও গুরুতর অবনতি ঘটে। বারবার দাবি সত্ত্বেও তাঁর প্রয়োজন অনুযায়ী উপযুক্ত হাসপাতালে নিতে দেয়া হয়নি। এ অভিযোগ বরাবর করা হয়েছে এবং এটি এখন পুরনো।
পরিস্থিতি খুব জটিল হয়ে দাঁড়ালে এবং বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির যথেষ্ট অবনতি হলে সরকার তাঁকে নিজের বাসায় থেকে চিকিৎসা করাবার সুযোগ দেয়। কিন্তু যখন দেয়া উচিত ছিল তখন না দিয়ে তারা পরিস্থিতির গুরুতর অবনতির জন্য অপেক্ষা করেছে বলেই বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।
এরপর তিনি করোনায় আক্রান্ত হলে তাঁর দেহের অন্যান্য অর্গান ক্ষতিগ্রস্ত হয় এবং রোগগুলোও আরো জটিল হয়ে ওঠে। এবার শনাক্ত হলো আরও জটিল ব্যাধি - লিভার সিরোসিস। সবকিছু মিলিয়ে বাংলাদেশে তাঁর চিকিৎসা অসম্ভব। এখন বিদেশে সবগুলো রোগের সমন্বিত চিকিৎসার সুযোগ সম্বলিত কোনও হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাতে না পারলে বেগম জিয়ার জীবন রক্ষা অসম্ভব হয়ে পড়বে। যে কোনও সময়ে লিভার ফেলিওর এবং লিভার ক্যান্সারের দিকে মোড় নেয়ার প্রবল ঝুঁকিতে আছেন তিনি। কেননা তাঁর বয়সটাও অনুকূল নয়।
আমি জাতীয় স্বার্থে ও মানবিক প্রয়োজন বিবেচনা করে আমার প্রাপ্ত লেটেস্ট আপডেট জানালাম। সাংবাদিক বন্ধুগণ তাদের সূত্র থেকে এর সত্যতা যাচাই করে নিতে পারেন। তাঁর ব্যাপারে সরকার এখনো সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে পরিস্থিতির গুরুত্ব দ্রুত অনুধাবন করতে হবে।
(মারুফ কামাল খানের ফেসবুক থেকে সংগৃহীত)
মন্তব্য করুন
যে জীবনটি আমি যাপন করছি,
সে জীবনটি আমার দ্বিতীয় জীবন।
আমার প্রথম যে জীবন ছিল
সেটির মৃত্যু হয়েছে। মৃত্যু এমনিতে হয়নি। মৃত্যুকে ডেকে আনা হয়েছে।
পরিকল্পনায় ছিল একটি লোক
আর তার দুই সহকর্মী।
তিনটে মাত্র লোক, জিহাদিরা এতকাল
ধরে যা পারেনি, তা
পেরেছে। জিহাদিরা যদি আমাকে হত্যা
করতো, তাহলে আমার এতটা দুঃখ
হতো না। কারণ দীর্ঘকাল
থেকেই জানি তারাই আমার
আততায়ী। দুঃখ বেশি হচ্ছে
কারণ হত্যাকারীরা জিহাদি নয়। কী কারণ
তাদের ছিল তবে আমাকে
হত্যা করার? এর মধ্যে বড়
দু’টো কারণ আপাতত
যা মনে হচ্ছে তা
হলো ম্যাল প্র্যাকটিস, মার্কেটিং ও মানি।
অনেকে
বলছে হত্যাকারীর বিরুদ্ধে মামলা করতে। আমার মতো নিরীহ,
নির্বোধ কী করে বড়
বড় শক্তিমান মানুষের বিরুদ্ধে আদালত অবধি যাবে! সেই
ক্ষমতা তো আমার নেই।
শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কোনও
শক্তিও আমার নেই। এই
দ্বিতীয় জীবনটি সম্পূর্ণই অন্যরকম। আমার প্রথম জীবনের
মতো দুরন্ত, দুর্বিনীত নয়। এই দ্বিতীয়
জীবনটি অনেকটা রিহ্যাবের পঁচানব্বই বছর বয়সী জরাগ্রস্ত
নারীদের মতো। এই জীবনটি
আমার জন্য নয়। কিন্তু
এই জীবনটিই এখন আমার জন্য
বরাদ্দ করেছে আমার হত্যাকারীরা। যতই
প্রাণপণে আমি মনের শক্তি
অর্জন করতে চাইছি দু'বেলা করে, ততই
ব্যর্থ হচ্ছি।
আমার
কী হয়েছিল? আমার শরীরের ওপর
দিয়ে কি কোনও ট্রাক
বা ট্রেন চলে গিয়েছিল? হাড়গোড় গুঁড়ো
হয়ে গিয়েছিল? না। আমার শরীরের
কোনও হাড় কোথাও বাজেভাবে
ভেঙেছিল? না। ডিসলোকেশান
হয়েছিল? না। ডিসপ্লেসড হয়েছিল?
না। আমি কি হাঁটতে
পারছিলাম? আমি অন্তত কাউকে
ধরে মেঝে থেকে বিছানা
অবধি হেঁটে
এসেছিলাম। আমি
কি বসতে পারছিলাম? আমি
বসতে পারছিলাম। আমার কি হিপ
জয়েন্ট ফুলে উঠেছিল? না।
জয়েন্টে ব্যথা ছিল? না। আমার
কি কোনও জয়েন্ট ডিজিজ
ছিল? না। কী ছিল
আমার তবে? শুরুতে হাঁটুতে
ব্যথা ছিল, পরে সে
ব্যথাও ছিল না। অকারণ
উদ্বেগ ছাড়া কিছুই ছিল
না আমার। উদ্বেগটি আমার ভেতরে তৈরি
হয়নি। সিরিঞ্জে ভরে ভরে ইঞ্জেক্ট
করা হয়েছে। আর আমার উদ্বেগই
ছিল ম্যাল প্র্যাকটিসের জন্য চমৎকার পুঁজি।
ডাক্তার হিসেবে কী করা উচিত
ছিল তাদের? উচিত ছিল আমাকে
রেস্টে থাকতে বলা কিছুদিন। এক
সপ্তাহ, দু'সপ্তাহ, তিন
সপ্তাহ। অথবা তারও চেয়ে
কিছু বেশি। তারা কি ট্রিটমেন্টের
কোনও গাইডলাইন ফলো করেছে? করেনি।
তারা ডাক্তারের কাজ নয়, করেছে
কসাইয়ের কাজ।
আমার
প্রথম জীবনটি আমার কাছ থেকে
কেড়ে নেওয়া হয়েছে। এই দ্বিতীয় জীবনটির
দিকে তাকালে আমার শ্বাসকষ্ট হয়,
বড় অসহায় বোধ করি। দ্বিতীয়
জীবনটি আমার প্রাপ্য ছিল
না। আমার প্রথম জীবনটির
নাম ছিল জীবন, আমার
দ্বিতীয় জীবনটির নাম ‘মৃত্যু’।
আমি বেশ কিছুদিন হলো
মৃত্যু যাপন করছি। আমাকে
হয়তো আরও বহুদিন মৃত্যুযাপন
করতে হবে।
(ফেসবুক
থেকে সংগৃহীত)
মন্তব্য করুন
সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ কিছুটা ‘অস্বাভাবিক’ পোস্ট করছেন লেখিকা তসলিমা নাসরিন। ‘আমার মৃত্যু হয়েছে’ ও ‘দেহ হাসপাতালে
দান করেছি’ প্রসঙ্গ নিয়ে দুটি পোস্ট করে ভক্তদের মনে কৌতূহল জাগানোর পর এবার হাসপাতালের
বিছানায় শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেছেন তিনি।
রোববার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ছবিটি পোস্ট করেন তসলিমা নাসরিন। তবে পোস্টে কোনো ক্যাপশন লেখেননি তসলিমা নাসরিন। ফলে ডালপালা ছড়াচ্ছে, তসলিমা অসুস্থ হয়ে পড়েছেন কি না?
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবিতে দেখা যাচ্ছে- তার দুই পাশে পাঁচজন দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে একজন নারী। বাকি চারজন পুরুষ। তবে তারা কারা সে বিষয়েও তসলিমা কিছু লেখেননি।
এদিকে, তসলিমার এ পোস্টের নিচে চিন্তিত তাঁর ভক্তকুলরা। নন্দিতা নামের একজন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে করেছেন, ‘সেকি! কি হয়েছে, কেউ কি জানাবে দয়া করে? আমি তো ভেবেই বসলাম যে, নিশ্চয়ই তোমার ফেসবুক হ্যাক হয়েছে! তোমাকে এরকম মোটেও মানায় না। যদিও মাঝে-মধ্যে অসুখ-বিসুখ মানুষকে কিছুটা বিশ্রামের অবকাশ দিয়ে দেয়। তাড়াতাড়ি সেরে ওঠো প্লিজ। উৎকণ্ঠা নিয়ে বেশ কিছু মেসেজ করে ফেলেছি কিন্তু তোমাকে। সবকটার উত্তর চাই!’
রাজা চ্যাটার্জী নামে আরেকজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এমন ছবি দেখতে ইচ্ছে করে না। এখনও অনেক কাজ বাকি। দ্রুত সুস্থতা কামনা করছি।’
পার্থ বল লিখেছেন, ‘দিদি, এবার আমাদের সত্যিই আপনি টেনশনে ফেললেন। কী হয়েছে প্লিজ আমাদেরকে জানান। রক্তের সম্পর্ক নেই বলে ভাববেন না যে আপনি আমাদের দূরের লোক। কিচ্ছু হবে না আপনার।
এর আগে বাংলাদেশ সময় শনিবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে তসলিমা নাসরিন তার ফেসবুকে লেখেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল (অন্ত্যেষ্টিক্রিয়া) চলছে।’ এ পোস্টে তার ভক্তদের বেশ হইচই পড়ে যায়। অনেকেই তার খোঁজ-খবর জানতে চেয়ে মন্তব্যও করেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি এ লেখিকা।
মৃত্যু নিয়ে দেওয়া পোস্টের প্রায় ১৭ ঘণ্টার পর আরেকটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তসলিমা লেখেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।’
পরপর তার এমন কয়েকটি পোস্টে নেটিজেনদের মধ্যেও কৌতূহল জেগেছে। আসলে কী হয়েছে তসলিমা নাসরিনের? লেখিকা কী অসুস্থ? তবে এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
আমাদের ফিল্মমেকার এবং শিল্পীদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা মহাকালের কাছে নিজেদের কোনো পরিচয় রেখে যেতে চাই। আমরা কি চাই ভবিষ্যত আমাদের চিহ্নিত করুক এই পরিচয়ে যে, ইহারা ছিলেন একদল ফিল্মমেকার যাহারা নিরাপদ বিপ্লব চাহিয়াছিল? যদি তা না চাই, তাহলে আমাদেরকে যার যার জায়গা থেকে বলতে হবে, গল্প বলার স্বাধীনতা চাই। কথা বলার স্বাধীনতা চাই। কোনো কিছুর বিনিময়েই এটা নেগোশিয়েট করা যাবে না...
বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি,এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে,তোমার কেমন লাগে? বাবা কোন উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেঁজা চোখে কিছুক্ষন তাঁকিয়ে ছিল। তার সেই গর্বিত মুখটা দেখে,আমার চোখ দুটোও ঝাপসা হয়ে গিয়েছিল। সন্তানের সকল সফলতায় বাবা মায়ের যে কি শান্তি,কি আনন্দ...