নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৯ এএম, ২৬ নভেম্বর, ২০২১
আমি আবার মানুষকে বাড়িতে নেমন্তন্ন করে বেশ খাওয়াই। কুড়ি পদ না হলেও উনিশ পদ তো হয়ই। কিছু কঞ্জুষ সে খাবার খেতে খেতে বলে, `বাংলাদেশের মেয়ে, ও তো খাওয়াবেই, ওরা এমনই, মানুষকে খুব খাওয়ায়।`
খাওয়ানোটাকে আমার কালচার আখ্যা দিয়ে দিব্যি খেয়ে উঠে যায়। যেন খাওয়াচ্ছি, এ আমার কালচার বলে, যেন এই কালচারের চর্চাটা না করলে আমার আর চলছিল না। তাই খেয়ে আমাকে তারা ধন্য করলো। কোনওদিন তারা কিন্তু আমাকে নেমন্তন্ন করে না। আমি তারপর থেকে বলি, `বাংলাদেশের সবাই খাওয়ায় না। যাদের হৃদয় বড়, তারাই খাওয়ায়। এ শুধু বাংলাদেশে নয়। দুনিয়ার সবখানেই একই চিত্র, যাদের হৃদয় বড়, তারাই খাওয়ায়, বা অন্যের জন্য কিছু করে। হৃদয় ছোট মানুষ পৃথিবীর সব জায়গায় আছে, বাংলাদেশেও আছে, তারা কাউকে খাওয়ায় না, কারও জন্য কিছু করেও না।`
(ফেসবুক থেকে সংগৃহীত)
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
ফেসবুকে একটি খবর অনেকে পোস্ট করেছেন। খবরের বিষয়টি সম্পর্কে সকলকে স্পষ্ট করা দরকার। আমি ২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ২১তম জাতীয় কাউন্সিলের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে কাজ করছি। সংগঠন সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা এবং তথ্য হালনাগাদ করা আমার সাংগঠনিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ....
রাজধানীর এক কলেজ শিক্ষিকা টিপ পরায় পুলিশ সদস্যের হেনস্তা করার ঘটনার প্রতিবাদে বিভিন্ন পর্যায়ের নারীরা কপালে টিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। জাতীয় সংসদেও ওই ঘটনা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শিক্ষামন্ত্রীও টিপ পরা ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন প্রতিবাদ...